West Bengal News Live: পুরভোটে প্রার্থীপদ পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতিকে নিশানা তৃণমূলের

Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে করোনায় ফের বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ৮৭২ জন। সংক্রমণে শীর্ষে কলকাতা।দেশে বাড়ল দৈনিক মৃত্যুর গ্রাফ। 

abp ananda Last Updated: 14 Nov 2021 08:03 PM
WB News Live Updates: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে খড়গপুরে কচিকাঁচাদের মধ্যে উপহার বিলি তৃণমূলের

খড়গপুর পুরসভার ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু আজ আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে কর্মসূচিতে খড়গপুরে পুরভোটের প্রচারও সেরে নিলেন শাসক দলের নেতারা। কচিকাঁচাদের মধ্যে উপহার বিলি করা হল। আর শিশুদের অভিভাকদের কাছে করা হল ভোটের প্রচার। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

WB News Live Updates: বাংলার নবম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে সম্বর্ধনা দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমির

বাংলার নবম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে আজ সম্বর্ধনা দিল দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি।  এই অ্যাকাডেমির শুরুর সময়ের ছাত্র ছিলেন মিত্রাভ। এক সময়ের ছাত্রের সাফল্যে গর্বিত দিব্যেন্দু বড়ুয়া। নতুন গ্র্যান্ডমাস্টারের কথায় উঠে এল পুরনো সেই দিনের কথা।

WB News Live Updates: কল্যাণের পর এবার প্রসূন, রাজীবকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ

কল্যাণের পর এবার প্রসূন, রাজীবকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ । "ভোটের সময় যারা পালিয়ে গিয়েছিল, তাদের হাওড়ায় ঢুকতে দেব না। যত বড় মাতব্বরই হোক না কেন, হাওড়ায় ঢুকতে দেব না।" ডুমুরজলায় তৃণমূলের সভা থেকে রাজীবকে আক্রমণে প্রসূনের।

WB News Live Updates: ত্রিপুরায় এবার তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ত্রিপুরার উনাকোটির কৈলাসহরে ‘আক্রান্ত’ তৃণমূল। তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গাড়ি রেখে প্রচার চালানোর সময় হামলার অভিযোগ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির।

WB News Live Updates: ১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন ভদ্রেশ্বরে তেঁতুলতলায়

ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর। ১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন। উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঠাকুর দালান, আর এই বরণ দেখতে করোনা বিধি না মেনেই উপচে পড়ল ভিড়।

WB News Live Updates: রাজ্যে একদিনে করোনায় ৮৭৫জন সংক্রমিত, ৭জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনায় ৮৭৫জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৩৮, ২জনের মৃত্যু।উঃ ২৪ পরগনায় একদিনে ১৪০জন সংক্রমিত, ১জনের মৃত্যু। 

WB News Live Updates: বহিষ্কৃত ১২ জন তৃণমূল সদস্যের মধ্যে থেকেই নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত কোচবিহারে

কোচবিহারের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে ফের অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় বহিষ্কৃত ১২ জন তৃণমূল সদস্যের মধ্যে থেকেই নির্বাচিত হলেন নতুন পঞ্চায়েত প্রধান। সমর্থন মিলল আরও ৩ তৃণমূল সদস্যের। ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে শাসক দল। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

WB News Live Updates: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল চাঁচলের উত্তরবঙ্গ পরিবহণ নিগমের নতুন বাস ডিপোর

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল মালদার চাঁচলের উত্তরবঙ্গ পরিবহণ নিগমের নতুন বাস ডিপোর। নিজে বাস চালিয়ে ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী। সেইসঙ্গে চালু হল চাঁচল থেকে শিলিগুড়ি ও কলকাতা যাওয়ার দুটি নতুন বাস রুট।

WB News Live Updates: পুরভোটে প্রার্থীপদ পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতিকে নিশানা তৃণমূলের

পুরভোটে প্রার্থীপদ পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগ। প্রার্থীপিছু এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা তৃণমূলের। ভিডিও ট্যুইট করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

WB News Live Updates: আন্তর্জাতিক শিশু দিবসে ট্রামে চড়ে শহর ঘোরার সুযোগ শিশু কিশোরদের

আন্তর্জাতিক শিশু দিবসে ট্রামে চড়ে শহর ঘোরার সুযোগ।  আয়োজনে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন।  গড়িয়াহাট, নোনাপুকুর, শ্যামবাজার থেকে তিনটি সাজানো ট্রামে শহর ঘোরার সুযোগ হল শিশু কিশোরদের।

WB News Live Updates: "আগের পঞ্চায়েত ভোটে অন্যায় করেছি, ভয়ঙ্কর অন্যায় করেছি", বোলপুরের কর্মিসভায় মন্তব্য ‘অনুতপ্ত’ অনুব্রতর

"আগের পঞ্চায়েত ভোটে অন্যায় করেছি, ভয়ঙ্কর অন্যায় করেছি। এবার পঞ্চায়েত ভোট হবে, মানুষের রায় নেব।" বোলপুরে কর্মিসভায় ভোট নিয়ে ‘অনুতপ্ত’ অনুব্রত মণ্ডল। "ভোট হবে, পুরসভা ভোট করব, পঞ্চায়েত ভোটও করব"। বোলপুরে কর্মিসভায় ভোট নিয়ে ‘অনুতপ্ত’ অনুব্রত মণ্ডল।

WB News Live Updates: স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও বিনামূল্যে চিকিৎসা, জানিয়ে দিলেন স্বাস্থ্য অধিকর্তা

স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও বিনামূল্যে চিকিৎসা। বিনামূল্যেই মিলবে সরকারি হাসপাতালে চিকিৎসা। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জানিয়ে দিলেন স্বাস্থ্য অধিকর্তা। কারা কারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন ? ভুয়ো কেউ পাননি তো ? চিহ্নিত করতেই সরকারি হাসপাতালে বাধ্যতামূলক স্বাস্থ্যসাথী কার্ড। যারা চিকিৎসা করাচ্ছেন, তারা কোথায় থাকেন, তার তথ্য ভাণ্ডার তৈরি হবে। স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক নিয়ে জানালেন স্বাস্থ্য অধির্কতা অজয় চক্রবর্তী।

WB News Live Updates: জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, গজরাজের তাণ্ডবে দিশেহারা মানুষ

জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, গজরাজের তাণ্ডবে দিশেহারা মানুষ। ক্ষতিগ্রস্ত কোভিড হাসপাতালের লোহার বাউন্ডারি ! শনিবার, রাত ২টো নাগাদ বৈকুণ্ঠপুরের জঙ্গল ছেড়ে তিস্তার পাড় ধরে জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে দুটি হাতি। লোকালয়ে দাপিয়ে বেড়ায় তারা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। সাধারণ মানুষকে সচেতন করতে চলে প্রচারও।

WB News Live Updates: "কালসাপ দেখবো, সাপুড়ে ডাকবো আর বিষ দাঁত ভাঙব", দলবদলুদের বার্তা সায়ন্তিকার

"দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। অন্য দলে থাকো আর হারো, ওটাই ভবিষ্যৎ। কালসাপ দেখবো, সাপুড়ে ডাকবো আর বিষ দাঁত ভাঙব।" দলবদলুদের বার্তা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের বিজয়া সম্মিলনীতে মন্তব্য সায়ন্তিকার>

WB News Live Updates: ম্যানহোলে পড়ে মৃত্যু, মৃতের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা বিজেপি রাজ্য সভাপতির

দমদমে ম্যানহোলে পড়ে মৃত্যুর পরেও ফেরেনি হুঁশ। ঘাতক ম্যানহোলটি কোনওক্রমে বন্ধ করা হলেও আশেপাশের বহু ম্যানহোলই রয়েছে বিপজ্জনক অবস্থায়। মৃত রঞ্জন সাহার পরিবার গোটা ঘটনার তদন্ত দাবি করেছে। আজ মৃতের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

WB News Live Updates: স্কচ পুরস্কার নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

স্কচ পুরস্কার নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার ট্যুইট, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি দফতর প্রেস্টিজিয়াস স্কচ পুরস্কার (সমীর কোছার) পেয়েছে। এই সমস্ত পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। মনে হচ্ছে, যারা আবেদন করে তারা সবাই পুরস্কার পায়। শুধু চূড়ান্ত পর্বে নিজেদের দেখানোর জন্য মোটা টাকায় স্টল কিনতে হবে। বড় পুরস্কার পেতে বেশি খরচ। এভাবেই স্কিল ডেভেলপমেন্ট দফতর ১২ লক্ষ টাকা খরচ করে স্টল কিনে স্বর্ণপদক জিতেছে। যারা ২ লক্ষ টাকায় স্টল কিনেছে, স্কচের মেধা তালিকা অনুযায়ী তারা রুপো পেয়েছে। এভাবে পুরস্কার বিক্রি হলে, পুরস্কার প্রাপকের সততা নিয়ে প্রশ্ন ওঠে। কাজের জন্য রাজ্য সরকারের কয়েকটি দফতর স্কচ পুরস্কার পাওয়ায় ট্যুইটে আক্রমণ শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: তৃণমূলকে হুমকি ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিত্‍ দত্তের, ভাইরাল ভিডিও

তৃণমূলকে হুমকি ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিত্‍ দত্তের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েই তৃণমূলকে হুমকি। ত্রিপুরার বিজেপি বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ ।

WB News Live Updates: বেলিয়াবেড়ায় গুলি ছিটকে জখম এনভিএফ কর্মী

 রাইফেল পরিষ্কারের সময় ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায় গুলি ছিটকে জখম এনভিএফ কর্মী। আনা হল কলকাতায়। অবস্থা আশঙ্কাজনক। 

WB News Live Updates: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, আদালতের নির্দেশ মেনে চলছে বিসর্জন

আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। চন্দননগর, কৃষ্ণনগরে দশমী পুজোর পর সিঁদুর খেলা। আদালতের নির্দেশ মেনে চলছে ঘাটে ঘাটে বিসর্জন।

WB News Live Updates: ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরুর ভাবনা শিক্ষা দফতরের, জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যে মঙ্গলবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস। ক্লাস চালু হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়েরও। "ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরুর ভাবনা শিক্ষা দফতরের। করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে সরকার।"
জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

WB News Live Updates: আজ জগদ্ধাত্রী পুজোর বিসর্জন, সিঁদুরখেলায় মাতল চন্দননগর

 আজ জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। বৃষ্টি মাথায় নিয়েই কৃষ্ণনগরে ঘট, প্রতিমা বিসর্জন। সিঁদুরখেলায় মাতল চন্দননগর। 

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটকে রিট্যুইট করে বিজেপিকে খোঁচা তৃণমূলের

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! ‘আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই, মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর।কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি’, বিজেপিকে খোঁচা দিয়ে ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের।অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটকে রিট্যুইট তৃণমূলের। এই মুহূর্তে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডলে নেই ট্যুইটটি

West Bengal News Live: পেট্রোপণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি, বারুইপুরে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

পেট্রোপণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি। বারুইপুরে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের

WB News Live Updates: পুরভোটে প্রার্থীপদ পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগ,ভিডিও ট্যুইট করে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

পুরভোটে প্রার্থীপদ পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগ।প্রার্থীপিছু এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ।বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা তৃণমূলের।
ভিডিও ট্যুইট করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ

West Bengal News Live: হাওড়ার শিবপুরে বিজেপি যুব মোর্চা কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পুরভোটের দিন ঘোষণার পর, হাওড়ার শিবপুরে বিজেপি যুব মোর্চা কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে কথা বলার নাম করে বিজেপি যুব মোর্চা কর্মীকে ডেকে বেধড়ক মারধর করে এক তৃণমূল কর্মী। মারধরে মাথা ফেটে যায়। শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, গতকাল প্রকাশ্যে হাওড়া পুর-এলাকার উন্নয়ন নিয়ে তৃণমূলের সমালোচনা করেন বিজেপি কর্মী। তার জেরেই হামলা বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, অভিযুক্ত বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এটা গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। 

WB News Live Updates: ভগবানপুরে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, দেহ নিয়ে বিক্ষোভ দলের কর্মী-সমর্থকদের

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম ভাস্কর বেরার দেহ নিয়ে বিক্ষোভ বিজেপির। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দাবি, ভাস্কর বাসুদেববেড়িয়া এলাকার ১১৪ নম্বর বুথের সাধারণ সম্পাদক ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, গ্রামে কালীপুজো উপলক্ষে গতকাল ওই বিজেপি নেতাকে কয়েকজন ডেকে নিয়ে যায়। তারপর বেধড়ক মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। 
বিজেপির দাবি, ভোটের পর থেকে এলাকায় সন্ত্রাস চলছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি। মদ্যপান করে মৃত্যু হয়েছে ভাস্কর বেরার। কোনও রাজনৈতিক দলের কর্মী ছিলেন না তিনি। রাজনীতি করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের।

West Bengal News Live: ঝাড়গ্রামে রাইফেল থেকে গুলি ছিটকে জখম এনভিএফ কর্মী

ঝাড়গ্রামে রাইফেল থেকে গুলি ছিটকে জখম এনভিএফ কর্মী।থানার মধ্যে ইনসাস রাইফেল পরিষ্কার করার সময় দুর্ঘটনা।আচমকাই গুলি ছিটকে পেটে লাগে এনভিএফ কর্মী বিশ্বনাথ দণ্ডপাটের।আশঙ্কাজনক অবস্থায় আনা হচ্ছে কলকাতায়

WB News Live Updates: মঙ্গলবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান,ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরুর ভাবনা, জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যে মঙ্গলবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস। ক্লাস চালু হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়েরও।‘ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরুর ভাবনা শিক্ষা দফতরের, করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে সরকার’,জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

West Bengal News Live: দত্তপুকুরের কোকাপুরে খুন যুবক,প্রতিবাদে ব্যারাকপুর-বারাসাত রোডে অবরোধ

দত্তপুকুরের কোকাপুরে খুন যুবক।পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার।মৃতের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন, পুলিশ সূত্রে খবর। প্রতিবাদে ব্যারাকপুর-বারাসাত রোডে অবরোধ

WB News Live Updates: জমি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

জমি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ৮১ নম্বর জাতীয় সড়কের পাশে। যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।ঘটনায় অভিযোগ দায়ের চাঁচোল থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জনা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।  

West Bengal News Live: শাসক-‘দ্বন্দ্বে’ থমকে উন্নয়ন!

পঞ্চায়েতের উদ্যোগে কয়েকবছর আগে পুকুর কাটা হলেও, কাঁকসায় দুই তৃণমূল নেতার বিবাদে থমকে মাছ চাষ। তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল।

WB News Live Updates: মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান,বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামের কীর্তিপুরে

মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান। অসম রাইফেলসের নিহত জওয়ানের নাম শ্যামল দাস।বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামের কীর্তিপুরে

West Bengal News Live: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী

আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। চন্দননগরে বাগবাজারে চলছে দশমী পুজো।

WB News Live Updates: ম্যানহোলে পড়ে প্রৌঢ়ের মৃত্যুর প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ

ম্যানহোলে পড়ে প্রৌঢ়ের মৃত্যুর প্রতিবাদে দমদম সেভেন ট্যাঙ্কসে বিক্ষোভ বামেদের। বিক্ষোভ প্রদর্শন ডিওয়াইএফআইয়ের।

West Bengal News Live: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ফের ‘খুন’ বিজেপি কর্মী

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ফের ‘খুন’ বিজেপি কর্মী।বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির।গুরুতর জখম অবস্থায় রাস্তা থেকে উদ্ধার

WB News Live Updates: ২০২৪ সালের মধ্যে আমতা সহ হাওড়ার প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল, ঘোষণা মন্ত্রীর

২০২৪ সালের মধ্যে আমতা সহ হাওড়ার প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানমঞ্চ থেকে ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের।শহরের মতো গ্রামাঞ্চলেও মিলবে অত্যাধুনিক পরিষেবা দেওয়ার ঘোষণা।

West Bengal News Live: জলপাইগুড়িতে ফের লোকালয়ে হাতি,এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ

জলপাইগুড়িতে ফের লোকালয়ে হাতি। স্থানীয় সূত্রে খবর, রাত ২টো নাগাদ বৈকুণ্ঠপুরের জঙ্গল ছেড়ে তিস্তার পাড় ধরে লোকালয়ে ঢুকে পড়ে দুটি হাতি। দাপিয়ে বেড়ায় জলপাইগুড়ি শহরে। বন দফতর সূত্রে খবর, সরকারি কোভিড হাসপাতালের পাঁচিল ভেঙে দেয় হাতি দুটি। বর্তমানে জলপাইগুড়ি শহরের পবিত্রপাড়া এলাকায় করলা নদী সংলগ্ন ঝোপে আশ্রয় নিয়েছে দুই দাঁতাল। বন দফতরের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। হাতিদুটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনার চেষ্টা চলছে।

WB News Live Updates: টালিগঞ্জের অশোকনগর বাজারে নির্মীয়মাণ বাড়িতে আগুন, দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। টালিগঞ্জের অশোকনগর বাজারে নির্মীয়মাণ বাড়িতে আগুন।দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল

West Bengal News Live: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, নদিয়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা।কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস।তামিলনাড়ু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা

WB News Live Updates: চাকরির দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার মেদিনীপুর মেডিক্যালের এক গ্রুপ ডি কর্মী

চাকরির দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। গ্রেফতার মেদিনীপুর মেডিক্যালের এক গ্রুপ ডি কর্মী। মন্তব্যে নারাজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। পুলিশের অনুমান, এর পিছনে থাকতে পারে বড় চক্র। ধৃতকে জেরা করে জানার চেষ্টা।

West Bengal News Live: মোবাইল ফোনের মাধ্যমে আলাপ জমিয়ে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার অভিযুক্ত

মোবাইল ফোনের মাধ্যমে আলাপ জমিয়ে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি দাঁতনের বাসিন্দা ওই গৃহবধূ। পশ্চিম বর্ধমান থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত।

WB News Live Updates: হলদিয়ায় INTTUC-র বিশেষ পর্যবেক্ষকের চিঠি ঘিরে প্রকাশ্যে তৃণমূলের মতবিরোধ

শ্রমিকদের নিয়ে কোনও সমস্যা হলে যোগাযোগ করবেন। হলদিয়ায় INTTUC-র বিশেষ পর্যবেক্ষকের চিঠি ঘিরে প্রকাশ্যে তৃণমূলের মতবিরোধ। রাজ্য নেতৃত্বের সম্মতি নেই, জানালেন সংগঠনের রাজ্য সভাপতিও। শাসকদলের দ্বন্দ্বকে কটাক্ষ RSS-এর।

West Bengal News Live: দল বদলাতেই ‘দুর্নীতি’-ফ্লেক্স

ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার এক সপ্তাহের মাথায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। দল বদলানো নেত্রীর বিরুদ্ধে আনা হয়েছে দুর্নীতি ও স্বজনপোষণের মতো একাধিক অভিযোগ। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates:দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা তৃণমূল সদস্যদের

মালদার আরও এক গ্রামপঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা তৃণমূল সদস্যদের। মিলল বিজেপি সদস্যদের সমর্থন। অনাস্থার বিরুদ্ধে কড়া বার্তা জেলা তৃণমূল নেতৃত্বের। বিজেপি সদস্যদের প্রস্তাব সমর্থনে অস্বস্তিতে গেরুয়া শিবির।

প্রেক্ষাপট

কলকাতা : তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রীকে হুমকি দিলেন বিজেপি বিধায়কের। রাজ্যে বিজেপি কোথায়? পাল্টা খোঁচা আলোরানির।


রাজ্যে করোনায় ফের বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ৮৭২ জন। সংক্রমণে শীর্ষে কলকাতা। দেশে বাড়ল দৈনিক মৃত্যুর গ্রাফ। 


স্কচ পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ সরকার। গোল্ড অ্যাওয়ার্ড পেল স্কুল শিক্ষা দফতর, উচ্চশিক্ষা দফতর, পর্যটন ও সংস্কৃতি বিভাগ। শুভেচ্ছা মমতার।


বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে কেন উটপাখির মতো আচরণ করা হচ্ছে? মুখ্যমন্ত্রী যে দুর্দান্ত সাফল্যের দাবি তুলছেন, কেন তা সবার সামনে তুলে ধরবেন না? প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।


রাজ্যপালের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ভারতের জিডিপি থেকে বাংলার জিডিপি বেশি কী করে? যদি সাফল্য না আসত, তাহলে বাড়ত না। পাল্টা জবাব ফিরহাদ হাকিমের।


বাংলার তৃণমূল নেতৃত্বকে যেন ত্রিপুরার হোটেলে থাকতে না দেওয়া হয়। তেলিয়ামুড়া এলাকার এক হোটেল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দুষ্কৃতীদের। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে স্থানীয় থানায় বিক্ষোভ তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ও খোকন দাসের।


ত্রিপুরার হোটেলে হুমকির ঘটনার নেপথ্যে কারা? জানতে তদন্ত করা হচ্ছে, জানালেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে প্রশাসন, আশ্বাস বিজেপি বিধায়ক কল্যাণী রায়ের।


ফের প্রাণ কাড়ল ম্যানহোল। দমদম সেভেন ট্যাঙ্কসে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু ব্যক্তির। পুরসভার ভূমিকায় ক্ষোভপ্রকাশ মৃতের পরিবারের। তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.