West Bengal News Live: ভোটের আগে কাউন্সিলরদের কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: প্রতি পুরসভায় পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইডি-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর ১ বছর মেয়াদ বৃদ্ধি। কেন্দ্রের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ টুইটারে লেখেন, সিবিআই এবং ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়ানো নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আমি পিটিশন দাখিল করেছি। সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী কেন্দ্রের এই পদক্ষেপ।
চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কলকাতা ও বিধাননগর পুলিশকে সমন্বয় বাড়িয়ে দুর্ঘটনা রোখার জন্য নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কলকাতা ও বিধাননগরের পুলিশ আধিকারিকরা চিংড়িঘাটায় যান। সেখানে পুলিশের নজরদারিও বাড়ে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় কোচবিহারে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
উত্তরপ্রদেশ , বিহারের সংস্কৃতি এবার এই রাজ্যেও? জন্মদিনের পার্টিতে চলল গুলি । যদিও পুলিশের তৎপরতায় ঘটনায় গ্রেফতার হল দুজন । ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকর গোয়ালাপট্টিতে । পুলিশ সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দা মনোজ যাদবের বাড়িতে ছেলের জন্মদিনের পার্টি ছিলো। এই অনুষ্ঠানে নিজের লাইসেন্স রিভলভার নিয়ে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র যাদব নামে এক যুবক । অনুষ্ঠান চলাকালীন আচমকাই ধর্মেন্দ্র নিজের রিভলভার বের করে শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ।
ডানকুনিতে রামকৃষ্ণপাড়ায় একা থাকার সুযোগে বাড়িতে লুঠপাটের অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক বৃদ্ধ। ভর্তি নার্সিংহোমে। জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন ৭৮ বছরের অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে পরিচারিকা কাজে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাঁকে নার্সিংহোমে ভর্তি করেন জামাই। ঘটনায় গ্রেফতার ২ জন।
নামী সংস্থার নাম করে পরীক্ষা না করেই ভুয়ো নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগ। জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে গ্রেফতার এক ওষুধের দোকানের মালিক। পুলিশের অনুমান, সীমান্ত পেরোতে ব্যবহার করা হত ওই ভুয়ো রিপোর্ট।
ভারতীয় সেনা বাহিনীর সুবেদার পরিচয় দিয়ে চাকরির টোপ। এমনই অভিযোগে পূর্ব বর্ধমানের বুদবুদ থেকে গ্রেফতার প্রাক্তন সেনা জওয়ান। ধৃতকে জেরা করে, এর পিছনে আরও কেউ আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।
বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুনর্নবীকরণ হচ্ছে না ট্রেড লাইসেন্স। টালবাহানা চলছে নতুন লাইসেন্স নিয়েও। অভিযোগ বাঁকুড়ার বিকনা পঞ্চায়েতের বিরুদ্ধে। টাকা ছাড়া একশ্রেণির কর্মী কাজ করছেন না বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়ে প্রধানের।
নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় ফের কুড়ির নীচে নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ। তবে আরও একটি নিম্নচাপের জেরে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
কোথাও থিমের জৌলুস, কোথাও সাবেকিয়ানা। বাজনা, আলোর রোশনাই, বড় বড় প্যান্ডেলে কাটোয়ায় জমজমাট কার্তিক পুজো। কার্তিকের লড়াইয়ে নিষেধাজ্ঞা থাকায় মন খারাপ এলাকার বাসিন্দাদের।
এবার সীমান্ত বাণিজ্যের হাল ফেরাতে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোলের জিরো পয়েন্টে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক। গত কয়েক বছর ধরে এদেশ থেকে রফতানির হার কমেছে। যেখানে প্রতিদিন ৪০০ লরি যেত, সেখানে এখন ২০০ লরি যাচ্ছে বাংলাদেশের বেনাপোল সীমান্তে।
ভোটের আগে কাউন্সিলরদের কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রতি পুরসভায় পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্কুল খুললেও প্রায় ফাঁকা ক্লাসরুম। অনেক পড়ুয়াই স্কুল ছুট হয়ে যোগ দিয়েছে কাজে। বাধ্য হয়ে পড়ুয়াদর ক্লাসে ফেরাতে অভিভাবকদের বোঝানো শুরু করেছেন শিক্ষকরা। এই ছবি পূর্ব বর্ধমানের কালনার একটি স্কুলের।
দুয়ারে রেশন প্রকল্প চালু হতেই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে কর্মীদের মাইনে দেবেন তা নিয়েই চিন্তায় বীরভূমের শান্তিনিকেতন এলাকার বেশ কিছু রেশন ডিলার। এই প্রেক্ষিতে কতদিন প্রকল্প চালু থাকবে, সেই প্রশ্ন গ্রাহকদের মনে। এনিয়েই তরজায় তুঙ্গে তৃণমূল ও বিজেপির।
দুয়ার রেশনে তৃণমূল নেতার উপস্থিতি ঘিরে তরজা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। রেশনের চাল, গম রীতিমতো পরীক্ষা করেন তৃণমূল কাউন্সিলর। শাসক নেতার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক বাইক চালক, আহত ২। জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর ভোররাতে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ঘাটাল রানির বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত ১। আহত ২। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় ঘাটাল থানার পুলিশ।
হাইকোর্টে আপাতত স্বস্তি শুভেন্দু অধিকারীর। নিরাপত্তা রক্ষীর মৃত্যু, নন্দীগ্রামে মিছিল ও তমলুকের এসপি-কে হুমকির অভিযোগ, এই তিনটি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। মামলা গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে পুলিশকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ শিয়ালদা কোর্টের। কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ, বেলেঘাটার বিধায়ক ও তত্কালীন নারকেলডাঙা থানার ওসি-র নাম করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ১১ নভেম্বর থানায় অভিযোগ জানালেও পুলিশ ব্যবস্থা নেয়নি। এই নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে শিয়ালদা আদালতে আবেদন জানান নিহত বিজেপি কর্মীর দাদা।
মধ্যমগ্রামে নজরুল শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিচ্ছেন উত্তর ২৪ পরগনা জেলার পাঁচ মহকুমা শাসক।
পুরনির্বাচন সংক্রান্ত দ্বিতীয় মামলার শুনানি পিছোল।দুটি মামলার শুনানি একত্রে করার আর্জি।শুনানি একত্রে করার আর্জি মামলাকারীর আইনজীবীর।আর্জি মঞ্জুর করল আদালত।দুটি মামলার শুনানি একত্রে হবে ২৪ নভেম্বর
বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ওয়াক আউট।‘পেট্রোল-ডিজেলের দাম না কমিয়ে কেন মদের ভ্যাট কমানো হল ?’,এই দাবিতে মুলতুবি প্রস্তাব আনেন বিধায়ক অগ্নিমিত্রা পাল।পুরো প্রস্তাব পড়তে দেওয়া হয়নি বলে অভিযোগ।এরই প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা
বিজেপিতে মানসিকভাবে নেই। বিজেপিতে কাজ করতে অসুবিধা হচ্ছে। প্রবীর ঘোষালের মন্তব্যে জল্পনা।
এসএসসি-র সচিবকে তীব্র ভর্ত্সনা হাইকোর্টের।স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি-মামলায় ভর্ত্সনা।‘আপনাদের উপর আমাদের ভরসা নেই।আপনারা কি তদন্ত করবেন আমি জানি।রোজই কিছু না কিছু অনিয়ম সামনে আসছে। এই মামলায় সিবিআই-কে তদন্ত করতে বলব।সিআইএসএফ-কে বলব আপনাদের অফিসের দখল নিতে।পুরো কমিশন বরখাস্ত করে দেব। নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না’,মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়ে তদন্তের আর্জি রাজ্যের।তদন্তে আরও সময় চাইলেন এসএসসি-র আইনজীবী কিশোর দত্ত।দুপুর ৩ টা পর্যন্ত কমিশনকে সময় দিল হাইকোর্ট
রাজ্যে ৪৯টি পিএসএ প্ল্যান্ট দ্রুত চালু করতে নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ওয়াই আর রাওয়ের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিএসএ নির্মাণ সম্পূর্ণ ও পরিকাঠামো তৈরি আছে, সেখানে জরুরি ভিত্তিতে দ্রুত তা চালু করতে হবে।
মালদার বরুই পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে হুলিয়া জারি করল পুলিশ। কলকাতা হাইকোর্ট ক্যাগকে তদন্তের নির্দেশ দিতেই, অভিযুক্ত প্রধানের বাড়িতে হুলিয়ার নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। নোটিসে বলা হয়েছে, এক মাসের মধ্যে আত্মসমর্পণ না করলে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
মুর্শিদাবাদের জলঙ্গিতে উদ্ধার ১০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭লক্ষ ৪৩ হাজার ৪৭০ টাকা। বিএসএফ সূত্রে খবর, এক ব্যক্তি বস্তা নিয়ে যাচ্ছিলেন। কর্তব্যরত জওয়ানরা জিজ্ঞাসাবাদ করলে বস্তা ফেলে রেখে চম্পট দেয় ওই পাচারকারী।
সাতসকালে ইএম বাইপাসে বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ঝুলন্ত দেহ। মেট্রোপলিটন মোড়ের কাছে বিজ্ঞাপনের হোর্ডিং-এ অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি আজ সকালে স্থানীয়দের নজরে আসে। প্রগতি ময়দান থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।
বাঁকুড়ার ফুলকুসমা গ্রামপঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্যদের। নেপথ্যে দলের অঞ্চল ও ব্লক সভাপতির চক্রান্ত দেখছেন পঞ্চায়েত প্রধান। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি ব্লক সভাপতির। অঞ্চল সভাপতির প্রতিক্রিয়া মেলেনি।
অস্বস্তি বাড়িয়ে বিজেপির হাওড়া জেলা সদরের সম্পাদকের পদ থেকে এবার ইস্তফা বিমল প্রসাদের। গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি থেকে বহিষ্কৃত হন জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা। এ ব্যাপারে তিনি সুরজিতকেই সমর্থন করেন বলেও জানিয়েছেন বিমল প্রসাদ।
বাঁকুড়ার সোনামুখি কলেজে টিএমসিপির ব্লক সভাপতিকে ধাক্কা দিয়ে বের করে দিলেন টিএমসিপির সদস্যরাই! কলেজে যাওয়ার পরেই তাঁকে গো ব্যাক স্লোগান সংগঠনেরই একাংশ। বিষয়টি নেতৃত্বকে জানিয়েছি, মন্তব্য টিএমসিপির নেতার। এভাবেই তৃণমূল শেষ হয়ে যাবে, কটাক্ষ বিজেপির।
কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির ভারবহনক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত। এইচ আর বিসি-র সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকে সিদ্ধান্ত।পর্যায়ক্রমে ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে ৫গুরুত্বপূর্ণ উড়ালপুলের।আড়াই দিন ধরে পরীক্ষা চলবে উড়ালপুলের।ভারবহনক্ষমতা পরীক্ষার জন্য পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে উড়ালপুলগুলি।নভেম্বরের শেষে পরীক্ষা হবে পার্কস্ট্রিট উড়ালপুলের।অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা।টানা বন্ধ না রেখে ৮ ঘন্টা বন্ধ করে পরীক্ষার প্রস্তাব
কালনায় দম্পতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও তাঁর স্বামীর বিরুদ্ধে। কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের।অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। দলের নামে কেউ এই ধরনের ঘটনা ঘটালে দল ব্যবস্থা নেবে। প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল বিধায়কের
একদিনে আড়াই ডিগ্রি নামল পারদ। নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় ফের কুড়ির নীচে নামল তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।
একদিনে আড়াই ডিগ্রি নামল পারদ। নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় ফের কুড়ির নীচে নামল তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।
একদিনে আড়াই ডিগ্রি নামল পারদ। নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় ফের কুড়ির নীচে নামল তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।
আলিপুরদুয়ারে সদ্যোজাত-সহ প্রসূতিকে নিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যকর্তার গাড়িতে ধাক্কা অ্যাম্বুল্যান্সের। অ্যাম্বুল্যান্সের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ। পরে চাবি ফেরত দেন স্বাস্থ্যকর্তার গাড়ির চালক। ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন আলিপুরদুয়ারের ২ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক।
বানারহাটে ডায়না নদী থেকে পাথর পাচারের অভিযোগে বাজেয়াপ্ত দুটি ট্রাক্টর। পুলিশ ট্রাক্টর চালককে আটক করলে পাচারকারীরা তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রেফতার বেশ কয়েকজন।
প্রেক্ষাপট
কলকাতা : বিধানসভায় বিএসএফের পরিসর বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব পাস। ভোটাভুটিতে পক্ষে পড়ল ১১২টি ভোট, বিপক্ষে ৬৩। প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে।
বিএসএফ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে এলাকা দখলের চক্রান্ত দেখছে রাজ্য। ৮০ কিমি পর্যন্ত বাড়ুক বিএসএফের কাজের পরিসর, দাবি শুভেন্দুর।
তল্লাশির নামে মহিলাদের অবাঞ্ছিত স্পর্শ করে বিএসএফ। বিধানসভায় উদয়নের অভিযোগে তোলপাড়। মহিলাদের তল্লাশি করেন মহিলা রক্ষীরাই, অভিযোগ উড়িয়ে জানাল বিএসএফ।
উদয়নের মন্তব্যের বিরোধিতায় বিজেপি। পাল্টা বিধানসভাতেই বিজেপি বিধায়কের পা ভেঙে দেওয়ার হুমকি উদয়নের। কড়া বার্তা দিয়ে থামালেন অধ্যক্ষ।
ডিসেম্বরে কলকাতা-হাওড়ায় পুরভোটে অনিশ্চয়তা। মামলা চলাকালীন বিজ্ঞপ্তি নয়, হাইকোর্টে জানাল কমিশন। ২৪ নভেম্বর শুনানি।
ভোটের আগে আগরতলার জন্য তৃণমূলের ইস্তেহার। জলকর বাতিল থেকে সম্পত্তি করের ভার কমানোর আশ্বাস। শুধুই ঘোষণা, খোঁচা বিজেপির।
ভোটের আগে উত্তরাখণ্ডের বাঙালি মহল্লায় নাড্ডা। বাংলায় রাজনৈতিক বিদ্বেষ, দুর্নীতি দেখে দুঃখ হয় বলে মন্তব্য। আগে পিএম কেয়ার নিয়ে মুখ খুলুন, পাল্টা সুখেন্দু।
রাজ্যে চালু দুয়ারে রেশন। ২জন করে কর্মী নিয়োগ করতে পারবেন ডিলাররা। ১০ হাজার টাকা মাইনের অর্ধেক দেবে রাজ্য।
বাড়িতে নয়, ৫০০ মিটার পরপর দুয়ারে রেশনের গাড়ি। জানাতে হবে আগে থেকে। নতুন গাড়ির জন্য ১ লক্ষ দেবে রাজ্য।
কলেজ খোলার প্রথম দিনেই টিএমসিপি-এসএফআই সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি।হেল্প ডেস্ক নিয়ে বচসায় হাতাহাতি।
স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সিবিআই হতে পারে, হুঁশিয়ারি হাইকোর্টের। এসএসসি সচিবকে তলব।
আদালতের জট কাটিয়ে ২ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী।
রাজ্যে ফের খুলল স্কুল। ফুল-কলম-শাঁখ বাজিয়ে অভ্যর্থনা।প্রথম দিনেই স্কুল-কলেজে প্রায় ৮০ শতাংশ উপস্থিতি।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা। বড়দিন, নববর্ষের মতো উৎসবের সময় কড়াকড়ি নিয়ে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -