West Bengal News Live: অপর্ণা সেনকে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতার আইনজীবী
Get the latest West Bengal News and Live Updates: বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের করা মন্তব্যের জন্য ৭দিনের নিশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিসে।
বাজি পোড়ানোর প্রতিবাদে আইনজীবীকে মারধরের অভিযোগ। প্রতিবাদে চুঁচুড়া আদালতে কর্মবিরতিতে আইনজীবীরা। ঘটনার সূত্রপাত, একমাস আগে দশমীর রাতে। মগড়ার নয়াসরাই বিমলা ব্যানার্জী কলোনীতে শব্দবাজি পোড়ানোর প্রতিবাদ করেন এক বাসিন্দা। অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাঁকে মারধর করে। প্রতিবাদ করলে অভিযোগ মারধর করা হয় দিলীপ সাহা নামে এক আইনজীবীকে।
রবিবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। দর্শক ফিরছে ক্রিকেটের নন্দনকাননে। ইডেন বেল বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ ফেরত দর্শকদের জন্য দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ উদ্যোগ। তাঁদের জন্য রাত ১০.২৫ এর বদলে ১০.৪৫ মিনিটে ছাড়বে হাওড়া-পাঁশকুড়া লোকাল। অন্যদিকে, ম্যাচ-ফেরত দর্শকদের জন্য রাত সাড়ে ১০ টায় এসপ্ল্যানেড থেকে আপ ও ডাউনে দু’টি বিশেষ ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ।
ক্যানসার আক্রান্ত রোগীর ক্যাথিটার লাগানো নিয়ে গন্ডগোলের জেরে একবালপুরের একটি নার্সিংহোমে ভাঙচুর। রিসেপশনিস্ট ও নার্সিংহোম কর্মীদের মারধরের অভিযোগ রোগীর ছেলে ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার সাড়ে ১০টা নাগাদ। রোগীর ছেলে-সহ ৫ জনকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। যদিও পরে তাঁরা জামিন পেয়ে যান আলিপুর আদালতে।জানা গিয়েছে, ১৪ নভেম্বর নার্সিংহোমে ভর্তি হন এসএন ব্যানার্জি রোডের এক রোগী।
অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনকে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা অর্নিবাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের করা মন্তব্যের জন্য ৭দিনের নিশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিসে। না হলে অপর্ণা সেনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের মামলায় CBI হাজিরা এড়ালেন তৃণমূল নেতা আবু তাহের। নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁকে। অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
সংযুক্ত মোর্চার সঙ্গে সম্পর্ক শেষ। আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে একার শক্তিতে লড়াইয়ের কথা ঘোষণা করল আইএসএফ। এই অবস্থায় আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে জোটের বার্তা দিল মিম। আসাদউদ্দিন ওয়েসির দলের বক্তব্য, আইএসএফ চাইলে তারা জোটে রাজি।
কোচবিহারের গুঞ্জবাড়িতে একই পরিবারের ৩জনের রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল কলেজ শিক্ষক, তাঁর স্ত্রী ও সন্তানের দেহ। পুলিশ সূত্রে দাবি, মিলেছে ১২ পাতার সুইসাইড নোট! আর তাতে লেখা হয়েছে, কীভাবে স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেকে শেষ করেছেন তিনি। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
হাওয়ায় হিমেল পরশ। কিন্তু বাজার গেলেই লাগছে ছ্যাঁকা। পটল থেকে কপি, বেগুন থেকে ঢেঁড়স- চড়া দাম সমস্ত সবজির। বিক্রেতারা বলছেন, শীতের সবজি এখনও সেভাবে আসেনি। তারওপর মাঝেমধ্যে বৃষ্টি। তার জেরেই আগুন বাজার.
রায়গঞ্জের উদয়চন্দ্র বিদ্যাপীঠে শিক্ষক-শিক্ষিকা ১২ জন। বৃহস্পতিবার স্কুলে এসেছিল মাত্র ১১ জন পড়ুয়া। লকডাউনে বেশিরভাগ পড়ুয়াই পড়াশুনো ছেড়ে কাজে যোগ দিয়েছে, মানছেন স্কুলের প্রধান শিক্ষক। কীভাবে স্কুলছুটদের ফেরানো যায়, চলছে ভাবনাচিন্তা।
রাতে টিউশন থেকে ফেরার পথে, খিদিরপুরের ভূকৈলাস রোডে কিশোরের ওপর হামলার অভিযোগ। রডের আঘাতে মাথা ফাটে কিশোরের। গুলি করে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দক্ষিণ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় রয়েছে। পুরনো কোনও ঘটনার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
শিক্ষার আলোয় উজ্জ্বল হচ্ছে পুরুলিয়ার শবর অধ্যুষিত গ্রামগুলি। গত বছরের পর এবারও স্নাতক হলেন পুরুলিয়ার ফুলঝোরের এক শবর কন্যা। আরও পড়ে শিক্ষিকা হওয়ার স্বপ্ন তাঁর।
চিংড়িঘাটায় দুর্ঘটনা রুখতে তত্পর কলকাতা পুলিশ ও বিধাননগরের পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। চিংড়িঘাটা মোড়ের চালানো হয় মাইকে প্রচার। কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেটকে সমন্বয় বাড়িয়ে দুর্ঘটনা রোখার জন্য গতকালই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পুরভোটের দিন ঘোষণা না হলেও শিলিগুড়িতে প্রার্থীপদ নিয়ে তৃণমূলের অসন্তোষ সামনে চলে এল। শাসক শিবির সূত্রে খবর, ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারেন গৌতম দেব। এই জল্পনা চাউর হতেই বিরোধিতায় সরব হয়েছে স্থানীয় নেতৃত্ব। এমনকি এলাকার কাউকে প্রতিনিধি চেয়ে দাবিসনদ পাঠানো হয়েছে দলের জেলা সভানেত্রীর কাছে।
গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় গৃহীত হল না এসএসসি-র হলফনামা। এসএসসি-র হলফনামা গ্রহণ করল না হাইকোর্ট। তথ্যপ্রমাণের ভিত্তিতে দেওয়া হয়নি হলফনামা, মন্তব্য বিচারপতির। নতুন করে হলফনামা দিতে আরও ৩০ মিনিট সময় দিল আদালত। ৫ আঞ্চলিক কমিটির সচিবের নামও হলফনামায় উল্লেখের নির্দেশ।
দ্রুত শিল্পায়নই লক্ষ্য। খবর আছে, জমি পেতে দেরি হচ্ছে বিনিয়োগকারীদের। বরদাস্ত করা হবে না এসব। হাওড়া শরত্ সদনে আয়োজিত প্রশাসনিক বৈঠকে ভূমি ও ভূমিসংস্কার দফতরের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
করোনা সংক্রমণের মধ্যেই এবার জলপাইগুড়ি শহরে ডেঙ্গির হানা। এখনও পর্যন্ত জেলায় আক্রান্ত ৮২ জন। জলপাইগুড়ি পুর-এলাকায় গত তিনদিনে ৮ জন আক্রান্ত, এদের মধ্যে রয়েছে ২ বছরের একটি শিশু। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ডেঙ্গি প্রতিরোধে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে সমীক্ষা ও মশা-নিধন অভিযান।
বিকাশ ভবনের সামনে ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণদের বিক্ষোভ। অবিলম্বে নিয়োগ না করলে আত্মহত্যার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। পুলিশের ঘটনাস্থলে গেলে শুরু হয় ধস্তাধস্তি।
মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরই চিংড়িঘাটায় বাড়ল পুলিশের তৎপরতা। গার্ডরেল দিয়ে ঘেরা হল ফুটপাথ। দুর্ঘটনা রুখতে চলছে মাইকে প্রচার।
চিকিত্সায় গাফিলতিতে ক্যান্সার আক্রান্তের মৃত্যুর অভিযোগে একবালপুরের নার্সিংহোমে ভাঙচুর। রিসেপশনিস্ট ও নার্সিংহোম কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ১৪ নভেম্বর একবালপুরের ওই নার্সিংহোমে ভর্তি হন ওই ক্যান্সার আক্রান্ত। গতকাল রাতে ৭৯ বছরের ওই রোগীর মৃত্যু হয়।এরপরই নার্সিংহোমে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভাঙচুর চালায় মৃতের পরিবার। নার্সিংহোম কর্মীদেরও নিগ্রহ করা হয়। এই ঘটনায় মৃতের ছেলে-সহ ৫ জনকে গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ।
কোচবিহারের গুঞ্জাবাড়িতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু।ঘর থেকে স্বামী-স্ত্রী ও ছেলের দেহ উদ্ধার।স্বামীর দেহ মেলে ঝুলন্ত অবস্থায়।নীচে পড়েছিল স্ত্রী ও ছেলের মৃতদেহ।কী কারণে মৃত্যু, তদন্তে পুলিশ
হাওড়া জেলায় আগামী ২ বছরে ১০ হাজার ৪৮০ কোটি টাকা বিনিয়োগ।হাওড়া শিল্প পার্কের কাজ আগামী ৫ বছরের মধ্যে শেষ হবে, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
দ্রুত শিল্পায়নই লক্ষ্য। খবর আছে, জমি পেতে দেরি হচ্ছে বিনিয়োগকারীদের। বরদাস্ত করা হবে না এসব। হাওড়া শরত্ সদনে আয়োজিত প্রশাসনিক বৈঠকে ভূমি ও ভূমিসংস্কার দফতরের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর
রায়নায় ব্যবসায়ী খুনে গয়া থেকে গ্রেফতার আরও ২। ধৃতরাই কুপিয়ে, গুলি করে খুন করে সব্যসাচীকে। দাবি পুলিশ সূত্রে। ধৃতের সংখ্যা বেড়ে ৬।
হাওড়ার শরৎ সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত, রাজ্যের প্রথম সারির পদস্থ সরকারি আধিকারিক ও আমলারা। জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরাও রয়েছেন এই বৈঠকে। এছাড়াও উপস্থিত জেলার বিধায়ক ও মন্ত্রীরা।
বীরভূমের মহম্মদবাজার ব্লকের দেউচা পাঁচামিতে বিজেপি প্রতিনিধিদলকে কালো পতাকা। গাড়ি ঘিরে বিক্ষোভ। দেউচা পাঁচামিতে কয়লাখনি প্রকল্পের কাজ শুরুর আগে এদিন রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিদর্শনে যায় বিজেপির প্রতিনিধিদল। তাঁদের গাড়ি ঘিরে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। খনি প্রকল্পে রাজ্য সরকারের প্রস্তাবে আমরা রাজি। বিজেপি অশান্তি পাকাতে এসেছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। বিজেপির দাবি, স্থানীয়দের নাম করে বিক্ষোভ দেখায় তৃণমূল। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বেতন বৈষম্য, আচমকা বদলির প্রতিবাদে এসএসকেএমে অনশনের চতুর্থ দিনে অসুস্থ ২ নার্স, দাবি আন্দোলনকারীদের। অনুরোধ সত্ত্বেও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম আসেনি বলে অভিযোগ। আন্দোলনকারী নার্সরা জানিয়েছেন, আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। বেতন বৈষম্য, আচমকা বদলির প্রতিবাদে গত কয়েকদিন ধরে এসএসকেএমে অনশন করছেন আন্দোলনরত নার্সদের একাংশ।
২০ দিনের শিশুকে মায়ের থেকে দূরে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ।টাকার দাবিতে ৩ ঘণ্টা আটকে রাখার অভিযোগ।কিছুক্ষণ পরেই সদ্যোজাতর মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত
পরীক্ষার জন্য বন্ধ উল্টোডাঙা উড়ালপুলের কলকাতামুখী লেন। আজ সকাল ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কেএমডিএ-র তরফে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে। উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় তৈরি হয়েছে যানজট। এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা হাডকো মোড় দিয়ে ঘোরানো হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নীচ দিয়ে।
ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র ছিল, থাকবে। অনেকে এসে সেই পবিত্রতাকে সহ্য করতে পারছেন না। এঁদো পুকুরে ছিলেন, ওখানেই চলে যান। কমফর্টে থাকুন। বেসুরো প্রবীর ঘোষালকে নিয়ে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
খিদিরপুরের ভূকৈলাস রোডে কিশোরের উপর ‘হামলা’ দুষ্কৃতীদের।রাতে টিউশন থেকে ফেরার পথে ‘হামলা’। রডের আঘাতে কিশোরের মাথা ফেটে গিয়েছে।গুলি করে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ।দক্ষিণ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের
জেলায় জেলায় চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। ডিলাররা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন রেশন সামগ্রী। করোনা পরিস্থিতিতে বাড়ির দরজায় রেশন পেয়ে খুশি গ্রাহকরা।বুধবার জলপাইগুড়ি শহরে প্রায় ১০০ পরিবারকে রেশন দেওয়া হয়। আগে রেশন পেতে ইন্দিরা কলোনির গ্রাহকদের যেতে হত প্রায় আধ কিলোমিটার দুরের রায়কত পাড়ার রেশন দোকানে। এবার ঘরের কাছ থেকে সেই সুবিধা মেলায় খুশি বাসিন্দারা।
দুয়ারে রেশন প্রকল্প চালু হতেই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে কর্মীদের মাইনে দেবেন তা নিয়েই চিন্তায় বীরভূমের শান্তিনিকেতন এলাকার বেশ কিছু রেশন ডিলার। এই প্রেক্ষিতে কতদিন প্রকল্প চালু থাকবে, সেই প্রশ্ন গ্রাহকদের মনে। এনিয়েই তরজায় তুঙ্গে তৃণমূল ও বিজেপির।
উত্সবের মরশুম শেষ। বাজারে সবজির দাম এখনও চড়া। পটল ৬০-৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৩০-৫০ টাকা, টোম্যাটো ৮০ টাকা, লঙ্কা ৮০-১০০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ক্যাপসিকাম দেড়শো টাকা, পেঁয়াজকলি দেড়শো, সিম ১২০ টাকা, কড়াইশুঁটি ২০০ টাকা কেজি। কেন চড়া সবজির দাম? বিক্রেতারা বলছেন, গরমের সবজির শেষের মুখে। সেভাবে এখনও শীতের সবজি ওঠেনি। তার ওপর মাঝেমধ্যেই বৃষ্টি। দুয়ে মিলে ক্রমশ চড়ছে সবজির দাম।
নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও নামতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নামবে পারদ। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে সপ্তাহান্তে ফের একবার পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। তার জেরে কমবে শীতের আমেজ।
শহরে ‘আক্রান্ত’ একাকী মহিলা। ভরদুপুরে মাদুরদহের অভিজাত আবাসনে ঢুকে লুঠের অভিযোগ।অভিযোগ, কেএমসি লেখা জ্যাকেট পরে মহিলার ফ্ল্যাটে ঢোকে দুষ্কৃতীরা
শহরে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই দুষ্কৃতী। ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণকে দেখে সন্দেহ হওয়ায় আটক যুবককে আটক করে একবালপুর থানার পুলিশ। তল্লাশিতে মেলে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ। ধৃত সাদ্দাম হোসেন একবালপুরেরই বাসিন্দা। বিক্রির উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল বলে অনুমান পুলিশের
উত্তরপ্রদেশ, বিহারের ধাঁচে এবার বরাকরে জন্মদিনের পার্টিতে গুলি! অনুষ্ঠান চলাকালীন রিভলভার থেকে শূন্যে ৪ রাউন্ড গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, লাইসেন্স থাকলেও কেন গুলি, কারণ দেখাতে পারেননি অভিযুক্তরা
দুয়ার রেশনে তৃণমূল নেতার উপস্থিতি ঘিরে তরজা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। রেশনের চাল, গম রীতিমতো পরীক্ষা করেন তৃণমূল কাউন্সিলর। শাসক নেতার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
ডিপিএল-এর বন্ধ কোকওভেন ইউনিটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। সঙ্গে শেয়ার করলেন ২৫৯ জন স্থায়ী কর্মীকে অন্যত্র সরানোর সিদ্ধান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি। সরকার কারখানা বন্ধের বিরুদ্ধে, বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি শাসকদলের।
স্কুল স্যানিটাইজ করছে ‘রেড ভলান্টিয়ার্স’! সোশাল মিডিয়ায় ছবি ঘিরে বিতর্ক। রানাঘাটের প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠের ঘটনায় উঠছে প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষকে শোকজ করেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক।
প্রেক্ষাপট
নিয়োগ নিয়ে হাইকোর্টে তীব্র ভর্ত্সিত এসএসসি (SSC)। ভুয়ো চাকরি প্রাপকদের বেতন বন্ধের নির্দেশ। আজ ফের শুনানি, হলফনামা তলব।
২০১৯-এর ৪ মে-র পর কোনও নিয়োগের সুপারিশ করা হয়নি। ২৫ জনের নিয়োগই ভুয়ো। কোর্টে জানাল এসএসসি। মেমো নম্বরে অসঙ্গতি নিয়ে প্রশ্ন আদালতের।
সিআইএসএফকে (CISF) বলব কমিশনের দখল নিতে, কেউ ফাইল নিয়ে বেরোতে পারবে না। নিয়োগ মামলায় সিবিআই (CBI)-আইবি (IB) তদন্তের হুঁশিয়ারি হাইকোর্টের (Highcourt)।
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এসএসসি (SSC)। নিয়োগে কেলেঙ্কারির অভিযোগে আক্রমণে বিরোধীরা। ত্রুটি থাকলে সরকার দেখবে, মন্তব্য তৃণমূলের।
চুরি বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে বিধায়কের নালিশ। কয়েক ঘণ্টার মধ্যেই বীজপুরে আইসি বদলি। পাঠানো হল কাকদ্বীপে, ট্রাফিক ইন্সপেক্টর পদে।
হাওড়ার পুরভোটে কমিটি নিয়েও এবার অস্বস্তিতে বিজেপি। না জানিয়ে কমিটিতে, তৃণমূলেই থাকার দাবি বাণী সিংহ রায়ের। সম্মতি নেওয়ার পাল্টা দাবি নেতৃত্বের।
প্রথমে কলকাতা-হাওড়ায় পুরভোট। করোনা পরিস্থিতি দেখে বাকি পুরসভায়।জানালেন মুখ্যমন্ত্রী। পুর প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, সব পুরসভায় পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ।
কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১২৭টিতে প্রার্থী দেবে বামেরা। নিচু তলার কর্মীরা চাইলে জোট, বার্তা অধীরের। বিজেপির প্রচার কমিটির দায়িত্বে দীনেশ।
অর্ডিন্যান্সের পরেই ইডি অধিকর্তার মেয়াদ ১ বছর মেয়াদ বৃদ্ধি। সিবিআই-ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির অর্ডিন্যান্সের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের মামলা।
গোবলয়ের ধাঁচে এবার বাংলাতেও জন্মদিনের পার্টিতে গুলি! বরাকরে শূন্যে পরপর গুলি চালিয়ে গ্রেফতার ২।
চিংড়িঘাটায় পরপর দুর্ঘটনা। কলকাতা-বিধাননগর পুলিশকে মুখ্যমন্ত্রীর ভর্ত্সনার পরেই বাড়ল তৎপরতা।
চিকিৎসার গাফিলতিতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যুর অভিযোগে উত্তপ্ত মানিকতলা। পরিজনদের বিক্ষোভ। মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ।
বৈধ নয় নুসরত জাহান-নিখিল জৈনের বিয়ে। জানিয়ে দিল আলিপুর আদালত। নথি যাচাই করে আবেদনে সিলমোহর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -