West Bengal News Live: রাজ্যে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত ৭২৮, মৃত্যু ১২ জনের

Get the latest West Bengal News and Live Updates:ইডির সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Sep 2021 06:53 PM
WB News Live Updates: খাস কলকাতার বুকে ডাকাতি

খাস কলকাতার বুকে ডাকাতি। জোড়াসাঁকো থানা এলাকায় পরিবহণ সংস্থার অফিসে ঢুকে রিভলভার দেখিয়ে ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ। 

West Bengal News Live: চুরি করতে গিয়ে বাড়ির বারান্দা ভেঙে দীর্ঘক্ষন আটকে পড়ল চোর

চুরি করতে গিয়ে বিপাকে চোর। বাড়ির বারান্দা ভেঙে দীর্ঘক্ষন আটকে পড়ল চোর, আর এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল টালিগঞ্জে। চুরি করতে গিয়ে ব্যালকনি ভেঙে ধ্বংসস্তূপের নীচে আটকে গেল চোর। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।

WB News Live Updates: পুরুলিয়ার বরাবাজারে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে ধোঁয়াশা অব্যাহত

পুরুলিয়ার বরাবাজারে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে ধোঁয়াশা অব্যাহত। পুলিশ সূত্রে খবর, মৃত সুচিত্রা সিংয়ের স্বামী-সন্তান এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে মৃতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা উঠে এসেছে স্থানীয়দের একাংশের কথায়।

West Bengal News Live: ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নাম না করে অনুব্রত মণ্ডলকে বাহুবলী বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। এ নিয়ে ভিডিও ভাইরাল হতেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।  পাল্টা জবাব দিয়েছেন অনুব্রতও। তবে উপাচার্য বা বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live Updates: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তার জেরে রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৭২৮, মৃত্যু ১২ জনের

শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭২৮ জন। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী  ১৮ সেপ্টেম্বরে রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীকর সংখ্যা ৭,৯৬৭ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। 

WB News Live Updates: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বছরের বালিকার মৃত্যু

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বছরের বালিকার মৃত্যু। মৃতের বাড়ি হেমতাবাদ থানার ইসলামপুরে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই বালিকা ভর্তি হয়েছিল গত বৃহস্পতিবার
আচমকা শারীরিক অবস্থা খারাপ হয়ে বালিকার মৃত্যু। মৃত্যুর কোনও সঠিক কারন দেখাতে পারেনি হাসপাতাল, অভিযোগ পরিবারের। সুগারের সমস্যা থাকায় বালিকাকে বাঁচানো যায়নি, দাবি হাসপাতালের। 

West Bengal News Live: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। এনিয়ে গত চারদিনে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মালদা মেডিক্যালে নতুন করে ভর্তি ৪৮ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন ১৩৫ শিশু। মালদা মেডিক্যাল কলেজে যাওয়ার কথা স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের। পাঁচমাসের শিশুর জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় হাসপাতালে ভর্তি।
সঙ্কটজনক অবস্থায় নিয়ে আসায় চিকিত্সার সুযোগ মেলেনি, দাবি কর্তৃপক্ষের। শিশু বিভাগে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ চলছে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ

WB News Live Updates: বাবুলের দল বদল নিয়ে ট্যুইট বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের

'রাজনীতিতে পুনঃপ্রবেশের জন্য বিজেপি ছাড়লেন বাবুল। বাবুলের এই সিদ্ধান্তে আমি দুঃখিত। বাবুলের ভবিষ্যৎ নিয়ে আমি কিছু বলতে পারব না। কিন্তু তিনি বিজেপির সম্পদ ছিলেন। বাবুলের কাজের জন্য তাঁকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাই। আমরা যারা বিজেপির প্রতি জীবনভর প্রতিশ্রুতিবদ্ধ, তাঁদের লড়াই চলবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেই লড়াই চলবে।' ট্যুইট করলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর। 

West Bengal News Live: ‘বাংলার জন্য কিছু করার জন্যই ফের রাজনীতিতে ফেরা’, তৃণমূলে যোগ দিয়ে বাবুল

তৃণমূল যোগ দেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে বাবুল সুপ্রিয়। বললেন, ‘রাজনীতি ছাড়ব বলার পর ৭ বছরের পরিশ্রম ধুলোয় মিশে গিয়েছিল। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই। আমার ঘনিষ্ঠরা বলেছেন রাজনীতি ছাড়ার কথা ঘোষণা ঠিক হয়নি। বাংলার জন্য কিছু করার জন্যই ফের রাজনীতিতে ফেরা। 

WB News Live Updates: বাবুলকে নিশানা শমীক ভট্টাচার্যের

মন্ত্রীত্ব থেকে বাদ পড়ে পার্টি  ছাড়লেন বাবুল। আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

West Bengal News Live: বিজেপির ঘর খালি হয়ে যাবে, বললেন সৌগত রায়

বাবুলকে স্বাগত জানাচ্ছি। বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, বিজেপির ঘর খালি হয়ে যাবে। আর কেউ থাকবে না। বাবুলের যোগদান প্রমাণ করে, রাজ্যে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কোনও বিকল্প নেই। 

WB News Live Updates: পুরুলিয়ায় বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা, রঘুনাথপুর হাসপাতালে ২ দিনে ভর্তি ৬২ শিশু

পুরুলিয়ায় বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা।  রঘুনাথপুর হাসপাতালে ২ দিনে ভর্তি ৬২ শিশু। আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা, বেড বাড়ানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষ

West Bengal News Live: তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান বাবুলের। তৃণমূলে যোগদান আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

WB News Live Updates: ত্রিপুরা পুলিশ হেনস্থা করছে,দু’চারদিনে থানায় যাব, নোটিশ প্রসঙ্গে মন্তব্য কুণালের

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে নোটিস ত্রিপুরা পুলিশের। ত্রিপুরার খোয়াই থানা নোটিস পাঠাল কুণাল ঘোষকে। ফৌজদারি কার্যবিধির ৪১ এ ধারায় পাঠানো হল নোটিস।
নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে থানায় এসে দেখা করার নির্দেশ।  ত্রিপুরা পুলিশ হেনস্থা করছে, অভিযোগ কুণালের।দু’চারদিনে থানায় যাব, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের

West Bengal News Live: শিশুদের জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ রাজ্যের

শিশুদের জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন রাজ্যের।  গাউডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলে ভর্তির নির্দেশ। শিশুদের আলাদা রেখে চিকিত্সার নির্দেশ।অসুস্থ শিশুদের থেকে প্রবীণদের আলাদা রাখার নির্দেশ। শিশুদের বাড়িতে রেখে চিকিত্সা করালে মাস্ক পরে থাকতে হবে।অসুস্থ শিশুদের নিয়ে ভিড়ের মধ্যে না যাওয়ার নির্দেশ

WB News Live Updates: প্রয়াত প্রাক্তন রেলকর্তা সুভাষরঞ্জন ঠাকুর

প্রয়াত প্রাক্তন রেলকর্তা সুভাষরঞ্জন ঠাকুর। বয়স হয়েছিল ৭৩ বছর। পরিবার সূত্রে খবর, কয়েকবছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন রেল কর্তার, দাবি পরিবারের। ভারতীয় রেল বোর্ডের ট্রাফিক বিষয়ক পরামর্শদাতা হিসেবে অবসর নেন সুভাষরঞ্জন ঠাকুর। আশুতোষ কলেজ থেকে স্নাতক হয়ে ১৯৭২-এ যোগ দেন ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে। কর্মজীবনে বেশ কিছু দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০০৭-এ ভারত-পাকিস্তান রেল দৌত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুভাষরঞ্জন ঠাকুর। অবসরের পর যুক্ত ছিলেন রেলের ক্লেম ট্রাইব্যুনালে। এবিপি আনন্দর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। কোনও রাজনৈতিক দলের তোয়াক্কা না করে ঋজু ও বলিষ্ঠভাবে নিজের মত প্রকাশ করতেন সুভাষরঞ্জন ঠাকুর।

West Bengal News Live: রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ বছরের বালিকার মৃত্যু

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ বছরের বালিকার মৃত্যু। মৃতের বাড়ি হেমতাবাদ থানার ইসলামপুরে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই বালিকা ভর্তি হয়েছিল গত বৃহস্পতিবার। আচমকা শারীরিক অবস্থা খারাপ হয়ে বালিকার মৃত্যু।মৃত্যুর কোনও সঠিক কারন দেখাতে পারেনি হাসপাতাল, অভিযোগ পরিবারের।সুগারের সমস্যা থাকায় বালিকাকে বাঁচানো যায়নি, দাবি হাসপাতালের।

WB News Live Updates: মামার বাড়িতে এসে খেলতে খেলতে পুকুরের জলে পড়ে ডুবে মৃত্যু দুই শিশুর

মামার বাড়িতে এসে খেলতে খেলতে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার বোলসিদ্ধি গ্রামে। 

West Bengal News Live: বেহাল জাতীয় সড়ক মেরামতে নামলো বীরভূম জেলা পুলিশ

বেহাল জাতীয় সড়ক মেরামতে নামলো বীরভূম জেলা পুলিশ। রানীগঞ্জ- মোড়গ্রাম জাতীয় সড়কের ডেউচা ব্রিজের রাস্তা বেহাল, তৈরি হয়েছে বড়রড় গর্ত, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এবার সেই রাস্তা মেরামতে নামলো বীরভূম জেলা পুলিশ।

WB News Live Updates: দাঁতনের গ্রামে ঝোপের মধ্যে ডাব্বা ভর্তি  বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুর দাঁতন থানার সন্তোষপুর গ্রামে আজ সকালে একটি ঝোপের মধ্যে ডাব্বা ভর্তি  বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জঙ্গলের মধ্যে ডাব্বা ভর্তি বোমা কে বা কারা রাখল, তার খোঁজ চালাচ্ছে দাঁতন থানার পুলিশ। ঘটনাস্থলে বোম স্কোয়াড ও দমকলের আধিকারিকরা।

West Bengal News Live: ফুলবাগানে চারতলার ছাদ থেকে বৃদ্ধার মরণঝাঁপ,চশমার খাপ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট

ফুলবাগানে চারতলার ছাদ থেকে বৃদ্ধার মরণঝাঁপ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা ।অবসরপ্রাপ্ত শিক্ষিকার ছেলে-মেয়ে থাকেন আমেরিকায়।‘বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিদেশে থাকা সন্তানদের বিব্রত করতে চান না’ । চশমার খাপ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে উল্লেখ, খবর পুলিশ সূত্রে

WB News Live Updates: এবার বিজেপির পুজো নিয়ে ঘোর অনিশ্চয়তা!

গতবার ঘটা করে দুর্গাপুজো করলেও, এবার বিজেপির পুজো নিয়ে ঘোর অনিশ্চয়তা! গেরুয়া শিবিরের একটি অংশ যদিও ছোট করে পুজো করার পক্ষে! পুজোয় আবার মত নেই খোদ রাজ্য সভাপতিরই! আর এ নিয়েই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে যোগীরাজ্যে ‘হেনস্থা’ পশ্চিমবঙ্গ পুলিশকর্মীদের

যোগীরাজ্যে ‘হেনস্থা’ পশ্চিমবঙ্গ পুলিশকর্মীদের।অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে ‘হেনস্থা’ পশ্চিমবঙ্গ পুলিশকে। বিজেপি যুব মোর্চা নেতাকে গ্রেফতার করতে গিয়ে ‘হেনস্থা’। ওই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দেন। হত্যাকারীকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও বলেন তিনি। চার বছর আগে যুব মোর্চা নেতা এই হুমকি দেন বলে অভিযোগ। গতকাল ওই নেতাকে ধরতে তাঁর আলিগড়ের বাড়িতে যায় রাজ্য পুলিশ।ওই পুলিশকর্মীদের বাড়িতে আটকে রেখে হেনস্থার অভিযোগ।পরে সেখানে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ। আটকে থাকা পশ্চিমবঙ্গ পুলিশকর্মীদের উদ্ধার করে উত্তরপ্রদেশে পুলিশ।ওই বিজেপি যুব মোর্চা নেতাকে গ্রেফতার করা যায়নি

WB News Live Updates: চেতলায় ফিরহাদের ওয়ার্ডে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে প্রিয়ঙ্কা টিবরেওয়াল

চেতলায় ফিরহাদের ওয়ার্ডে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে প্রিয়ঙ্কা টিবরেওয়াল। প্রচার না করেই ফিরলেন বিজেপি প্রার্থী।

West Bengal News Live: তৃণমূল নেতা কুণাল ঘোষকে নোটিশ ত্রিপুরা পুলিশের

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে নোটিস ত্রিপুরা পুলিশের। ত্রিপুরার খোয়াই থানা নোটিস পাঠাল কুণাল ঘোষকে।ফৌজদারি কার্যবিধির ৪১ এ ধারায় পাঠানো হল নোটিস।
নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে থানায় এসে দেখা করার নির্দেশ

WB News Live Updates: ভবানীপুরে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ, চেতলায় প্রচার বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের

ভবানীপুরে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ। চেতলায় ফিরহাদ হাকিমের ওয়ার্ডে প্রচার ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। ভোট চাইলেন বাড়ি বাড়ি গিয়ে। জবাব দিলেন ফিরহাদের কটাক্ষেরও।

West Bengal News Live: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যু?

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যু? পুরুলিয়ার বরাবাজারে স্বাস্থ্যকেন্দ্রের আবাসন থেকে চিকিত্‍সকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় উঠছে প্রশ্ন। বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আবাসনে চার বছরের মেয়েকে নিয়ে থাকতেন চিকিত্সক সুচিত্রা সিং। মাঝেমধ্যে আসতেন স্বামী। স্থানীয়দের অভিযোগ, বছর ছত্রিশের ওই চিকিত্সক স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ঘনিষ্ঠদের জানিয়েছিলেন। প্রতিবেশীদের দাবি, ছুটি কাটিয়ে সোমবার স্বামী সন্তানকে নিয়ে কোয়ার্টারে ফেরেন চিকিত্সক। সেই শেষ দেখা। এরপর গতকাল ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় বরাবাজার থানায় জানান প্রতিবেশীরা। পরে পুলিশ এসে মেঝেয় পড়ে থাকা মহিলা চিকিত্সকের পচাগলা দেহ উদ্ধার করে। স্বামী ও সন্তানের খোঁজ না মেলায় দানা বেঁধেছে রহস্য।

WB News Live Updates: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আজ থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

শারদ প্রাতে আকাশে মেঘের ঘনঘটা। আশ্বিনের সকালে বর্ষার ধারাপাত। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আজ থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হবে। 

West Bengal News Live: পুরবোর্ডের নাম বদলে বিতর্ক

অনীত থাপার নতুন দলের নামে কার্শিয়ং পুরসভার বোর্ড ঘোষণা করল কর্তৃপক্ষ। বিমল গুরুঙের দাবি, গোর্খা জনমুক্তি মোর্চার টিকিটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিদের আগে পদত্যাগ করা উচিত ছিল। পাল্টা জবাব দিয়েছে পুর কর্তৃপক্ষ।


 

WB News Live Updates: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো নিয়ে বিবাদের জের, বাবা-ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ

বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো নিয়ে বিবাদের জের। বাবা-ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বরানগরের ন পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোয় বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন সুকদেব ও সুশান্ত হালদার। অভিযোগ, ঘুড়ি ওড়ানো নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয়। তার জেরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে চিকিত্সাধীন বাবা ও ছেলে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। 

West Bengal News Live: নন্দীগ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম বালিকার মৃত্যু হল হাসপাতালে

বল ভেবে খেলতে গিয়ে নন্দীগ্রামে বোমা ফেটে জখম বালিকার মৃত্যু হল হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, গতকাল বাড়ির কাছেই খেলছিল ওই বালিকা ও তার দুই সঙ্গী। পাশে পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকে মোড়া গোলাকার বস্তু দেখে বাড়িতে নিয়ে আসে তারা। প্লাস্টিক খোলার সময় পড়ে গিয়ে বিস্ফোরণ হয়। জখম তিনজনকে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। পঞ্চম শ্রেণির ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

WB News Live Updates: মালদা মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু,আজ যাচ্ছে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল

মালদা মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু। ভর্তি হয়েছিল জ্বর শ্বাসকষ্ট নিয়ে।৪ দিনে মৃত ৬ শিশু। আজ মালদা মেডিক্যালে যাচ্ছে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল

West Bengal News Live: সোদপুরে মা ও ছেলের রহস্যমৃত্যুতে নতুন মোড়, আর বাঁচতে চান না, মৃত্যুর আগে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ফোন বন্ধুকে

মৃত্যুর আগে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বন্ধুকে ফোন করে বলেছিলেন, আর বাঁচতে চান না। এর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও তাঁর মায়ের দেহ। সোদপুরে মা ও ছেলের রহস্যমৃত্যুতে নতুন মোড়। গতকাল কেয়ার মোড়ে এক আবাসনের একতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৬৭ বছরের কামনা সিংহ ও তাঁর ছেলে দত্তাত্রেয়র ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন প্রৌঢ়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দত্তাত্রেয়র ফোন পেয়ে গতকাল সন্ধেয় এক বন্ধু ও এক বান্ধবী ফ্ল্যাটে এসে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা এসে দরজায় সজোরে ধাক্কা মারেন। দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছেন প্রৌঢ়া। পাশের ঘর থেকে উদ্ধার হয় ২২ বছরের ছেলের ঝুলন্ত দেহ। মৃত্যুর নেপথ্যে কী কারণ? খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: সাসপেন্ডেড অধ্যাপককে শোকজ

পড়ুয়াদের বিক্ষোভে সামিল হয়েছিলেন। শৃঙ্খলাভঙ্গ করেছেন। ব্যবস্থা নেওয়া হবে না কেন? জানতে চেয়ে অর্থনীতির অধ্যাপককে শোকজ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। স্বৈরতন্ত্র চলছে। চিঠি পেয়ে মন্তব্য করলেন সাসপেন্ডেড অধ্যাপক। 

West Bengal News Live: আমাদের নেতাদেরও তো গুজরাত থেকে মুম্বইতে ডাকা হয়েছিল, সোনার মতো চকচকে হয়ে বেরিয়ে এসেছেন, মন্তব্য দিলীপের

আমাদের নেতাদেরও তো গুজরাত থেকে মুম্বইতে ডেকেছে। তাঁরা সোনার মতো চকচকে হয়ে বেরিয়ে এসেছেন। সিবিআই যেখানে নিরাপদ সেখানে ডাকবে। এখানে ডাকলে তো ওরা ঘেরাও করবে, ঢিল মারবে, মুখ্যমন্ত্রী ধর্না দেবেন।কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি-র তলব প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

WB News Live Updates: তৃণমূলের হামলা এড়াতেই গোপনে প্রচার করছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল, দাবি দিলীপ ঘোষের

তৃণমূলের হামলা এড়াতেই গোপনে প্রচার করছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর প্রচার নিয়ে দাবি দিলীপ ঘোষের। এদিন ভবানীপুরে চা-চক্রে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। গতকাল প্রচার করতে দেখা যায়নি প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বিধানসভা ভোটের আগে অবাঙালি ও হিন্দিভাষী ভোটারদের আবাসনে গিয়ে হুমকি দিয়েছিল তৃণমূল। এবার হামলা এড়াতেই বিজেপি সাধারণ মানুষের মধ্যে গোপনে প্রচার চালাচ্ছে বলে তাঁর দাবি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: নন্দীগ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম ৩ শিশু

নন্দীগ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম ৩ শিশু। স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিকে মোড়া ছিল বিস্ফোরক। বাড়িতে নিয়ে আসার পর তা ফেটে যায়। ঘটনার তদন্তে পূর্ব মেদিনীপুরের এসপি।

WB News Live Updates:প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন

পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ও নিশীথ প্রামানিক। উদ্বোধনে ছিলেন বাংলাদেশের জাহাজমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

West Bengal News Live: ব্যারাকপুরে গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু

ব্যারাকপুরে গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু। আহত হয়েছেন আরও তিনজন। এদিকে, ঘাতক গাড়ির দুই সওয়ারিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বাকি দুই অভিযুক্ত পলাতক।

WB News Live Updates: মা-ছেলের রহস্যমৃত্যু

সোদপুরে মা-ছেলের রহস্যমৃত্যু। কেয়ার মোড়ে একটি আবাসন থেকে উদ্ধার প্রৌঢ়া ও তাঁর ছেলের ঝুলন্ত দেহ। মৃত্যুর নেপথ্যে কী কারণ? খতিয়ে দেখছে পুলিশ।


 

West Bengal News Live: ৩ দিনে মৃত ৫ শিশু

শুক্রবার মালদা মেডিক্যালে জ্বরে মৃত্যু আরও ২ শিশুর। এই নিয়ে ৩ দিনে ৫ শিশুর মৃত্যু। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল, দাবি পরিবারের। কী কারণে জ্বর জানতে কলকাতায় পাঠানো হয়েছে লালারস। দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।


 

WB News Live Updates: কেশপুরে নদীবাঁধ দেখে ফেরার পথে বিক্ষোভের মুখে পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা

কেশপুরে নদীবাঁধ দেখে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়লেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা। গোপীনাথপুরে মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তা বেহাল। বাংলা আবাস যোজনার বাড়িও দেওয়া হচ্ছে না। মন্ত্রীর আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি।

প্রেক্ষাপট

কলকাতা:  বিধানসভা নির্বাচন শেষ, প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চাও। বিশেষ কারণেই তৈরি হয়েছিল ফ্রন্ট। মন্তব্য সীতারাম ইয়েচুরির।


ইডির সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে ২১ সেপ্টেম্বর ফের দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ইডি।


রাজ্যসভার সাংসদ পদে ইস্তফার পর অভিষেকের সঙ্গে বৈঠক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হলেন অর্পিতা ঘোষ। খুশি দলের সিদ্ধান্তে। ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে প্রার্থী কে ? তুঙ্গে জল্পনা। 


ফের মালদা মেডিক্যালে জ্বরে মৃত্যু আরও ২ শিশুর। ৩ দিনে ৫ শিশুর মৃত্যু। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল, দাব পরিবারের। কী কারণে জ্বর জানতে কলকাতায় পাঠানো হয়েছে লালারস। দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 


উত্তরবঙ্গে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ১১৯ জন, নতুন করে ভর্তি ৩১ জন শিশু। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম। 


 শিশু চিকিৎসার পরিকাঠামো বাড়াতে সরকারি হাসপাতালে হচ্ছে ৪৩৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট। সদ্যোজাতদের জন্য এসএসকেএম, মুর্শিদাবাদে নিওনেট্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরির নির্দেশ।


 সংক্রমণের শুরু থেকে নজর দেওয়া উচিত ছিল, মন্তব্য রাজ্যপালের। কেন্দ্রের সহযোগিতা নিক রাজ্য, পরামর্শ দিলীপের। বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার পরিকাঠামো ভাল, পাল্টা ফিরহাদ।


কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।


শালতোড়ার বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের তদন্ত করতে পারে না পুলিশ। গঙ্গাজলঘাটি  থানা. দায়ের করা এফআইআরের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের।


ঋণ নিতে গিয়ে গ্রাহক-হয়রানির অভিযোগ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে সরকারি-বেসরকারি ব্যাঙ্ক ঋণ না দিলে ব্যবস্থা নেবে সরকার। জেলাশাসকদের নোটিস মুখ্যসচিবের।



পটাশপুরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২টি ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঘরছাড়া বহু মানুষ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আজ থেকে বাড়বে বৃষ্টি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.