West Bengal News Live: মুখ্যমন্ত্রীর ধমকের পরই চিংড়িঘাটা নিয়ে প্রশাসনিক তৎপরতা, ডিসেম্বরেই হবে ফুটব্রিজ

Get the latest West Bengal News and Live Updates : চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনা নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বদলে যেতে থাকে ছবিটা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Nov 2021 06:57 PM
West Bengal News Live: রাজপুর টাউন তৃণমূল সভাপতির পদে নিয়োগ করা হল শিবনাথ ঘোষকেই

কাটল জট। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর টাউন তৃণমূল সভাপতির পদে নিয়োগ করা হল শিবনাথ ঘোষকেই। যিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের অনুগামী বলে পরিচিত।

WB News Live Updates: ম্যানেজিং কমিটি বা প্রশাসক না থাকায় বিপাকে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল

ম্যানেজিং কমিটি বা প্রশাসক না থাকায় বিপাকে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও তা খরচ করা যাচ্ছে না বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। ফলে বকেয়া রয়েছে মিড ডে মিল ও বিদ্যুত বিল। বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের।

West Bengal News Live Updates: ঝাড়গ্রাম শহরজুড়ে জঞ্জালের স্তুপ

শহরজুড়ে জঞ্জালের স্তুপ। ২ বছর আগে মেয়াদ ফুরিয়েছে ঝাড়গ্রাম পুরসভার। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই ছবি দেখেও কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। পুরভোট হলে পরিস্থিতি পাল্টাবে মনে করছেন তাঁরা। এদিকে, বাসিন্দাদের আশ্বস্ত করে পুরসভার তরফে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে। 

WB News Live: মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস নেতা

পুরভোটের মুখে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর। আক্রান্ত হলেন কংগ্রেসের এসসি, এসটি সেলের জেলা সভাপতি। হামলার নেপথ্যে তৃণমূল বলে অভিযোগ অধীর চৌধুরীর। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, ওই নেতার সঙ্গে অপরাধ জগতের যোগ আছে।

West Bengal News Live Updates: রায়গঞ্জের প্রাইমারি স্কুল চত্বরে চটুল নাচ

রায়গঞ্জের প্রাইমারি স্কুল চত্বরে চটুল নাচ। টিচার ইনচার্জকে শোকজ করল জেলা শিক্ষা দফতর। যদিও বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেছেন টিচার ইনচার্জ। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় চটুল নাচের আয়োজন করায় গ্রেফতার হয়েছেন ২১ জন। 

WB News Live Updates: ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণকে ঘিরে ধুন্ধুমার

ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণকে ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি। বিনা নোটিসে জমি মাপতে আসেন প্রশাসনের আধিকারিকরা, অভিযোগ বিক্ষোভকারীদের। বহিরাগতদের দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা, অভিযোগ জেলাশাসকের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: উলুবেড়িয়ায় হাঁসের খামার তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাওড়ার উলুবেড়িয়ায় শাটল কক তৈরির শিল্পতালুকের আশেপাশে হাঁসের খামার তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর। এর ফলে খুশি উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন। এর ফলে শাটল ক্লক তৈরির কাঁচামাল সহজলভ্য হবে বলে আশা ব্যবসায়ীদের।

WB News Live Updates: স্বামী-কন্যাকে এলোপাথারি কোপ গৃহবধূর!

হুগলির পাণ্ডুয়ায় স্বামী ও কন্যাকে ধারাল অস্ত্র দিয়ে কোপালেন এক গৃহবধূ। আহত হয়েছেন মহিলাও। তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এমন কাজ? তা খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live Updates: নয়াচরকে হলদিয়া পুরসভার অন্তর্ভূক্ত করার প্রস্তাব

নয়াচরকে হলদিয়া পুরসভার অন্তর্ভূক্ত করতে চেয়ে প্রস্তাব দেওয়া হল সরকারকে। এই প্রস্তাব দিয়েছে তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভা। এতে নয়াচরের বাসিন্দারা খুশি হলেও রাজ্যের শাসক দলের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি।

WB News Live Updates: জলপাইগুড়িতে জমি বিবাদের জেরে সংঘর্ষ, মৃত ১

জমি বিবাদের জেরে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলপাইগুড়ির গড়ালবাড়ি। অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের পর আগুন ধরানো হয়। দু’পক্ষের অভিযোগ, অশান্তির জন্য দায়ী স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

West Bengal News Live Updates: অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূল নেতা সঞ্জয় সিংহকে জেরা এনআইএ-র

অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় NIA দফতরে হাজিরা দিলেন তৃণমূল নেতা সঞ্জয় সিংহ। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। হামলার নেপথ্যে কী রাজনীতির যোগ রয়েছে? তা খতিয়ে দেখা হচ্ছে বলে NIA সূত্রে খবর।

WB News Live: হাবড়া হাসপাতালের কাছে পার্টি অফিস নিয়ে বিতর্ক

হাসপাতাল চত্বরে পার্টি অফিস খোলা যাবে না। মুখ্যমন্ত্রীর কড়াবার্তার পরই তৎপর প্রশাসন। হাবড়া হাসপাতালের কাছে যেখানে ঘর ভাড়া নিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, সেই এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। পুরভোটের আগে চাপে রাখার চেষ্টা হচ্ছে, মন্তব্য করেছে বিজেপি।

West Bengal News Live Updates: ভেড়ির মাছ চোর সন্দেহে ৮ বছরের শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ

ভেড়ির মাছ চোর সন্দেহে ৮ বছরের শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার শাসনে। মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যর আত্মীয়। দুঃখজনক ঘটনা, তদন্ত হচ্ছে, প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

WB News Live: ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণাচক্র, গ্রেফতার ১২

ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণাচক্র। একবালপুর থেকে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। 

West Bengal News Live Updates: ব্যারাকপুরের লালকুঠি এলাকায় ঘোষপাড়া রোড পরিদর্শন পূর্ত দফতর ও পুলিশ-প্রশাসনের

সমস্যা রয়েছে ব্যারাকপুরের রাস্তা ও নিকাশি নিয়ে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক পরিস্থিতির কথা তুলে ধরতেই তৎপর প্রশাসন। ব্যারাকপুরের লালকুঠি এলাকায় ঘোষপাড়া রোড পরিদর্শন করল পূর্ত দফতর ও পুলিশ-প্রশাসন। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস মিলেছে পূর্ত দফতর ও প্রশাসনের তরফে।

WB News Live: রাস উৎসব ঘিরে উন্মাদনা নদিয়ার শান্তিপুরে

বিগ্রহ বাড়ি থেকে বারোয়ারি কমিটি। কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা। আর সব মিলিয়ে রাস উৎসব ঘিরে উন্মাদনা নদিয়ার শান্তিপুরে। তবে করোনা আবহে এবার শোভাযাত্রায় হবে না জাঁকজমক।

West Bengal News Live: খড়গপুরে আগাছার জঙ্গল সাফ করার উদ্যোগ স্থানীয়দের

প্রত্যন্ত কোনও গ্রামের রাস্তা নয়। কিন্তু দু’পাশের বেড়ে ওঠা আগাছার জঙ্গল দেখে বিশ্বাস করাই কঠিন, এই রাস্তা খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের। শুধু জঙ্গলই বেড়ে ওঠেনি, প্রায়দিনই এখান থেকে বেরিয়ে আসে বিষধর সাপ! বুধবার সাপের কামড়ে এক পঞ্চম শ্রেণির পড়ুয়ার মৃত্যুর পর আগাছার ভিড় কমাতে উদ্যোগ নিলেন স্থানীয়রাই। খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালকাটি এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার ওয়ার্ড কো-অর্ডিনেটরকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই ঘটনায় ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: আলাদা পুরসভা হওয়ার পথে মালদার চাঁচল?

এবার কি আলাদা পুরসভা হওয়ার পথে মালদার চাঁচল? পরিবহণমন্ত্রীর মন্তব্যে নতুন করে স্বপ্ন দেখছেন এলাকার বাসিন্দা। পুরভোটের আগে পুরসভা গঠন সম্ভব নয়, কটাক্ষ বিজেপির। সব প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী, দ্রুত চাঁচলে পুরসভা হবে, পাল্টা দাবি করেছে তৃণমূল।

West Bengal News Live Updates: ডিসেম্বরেই হবে চিংড়িঘাটা ফুটব্রিজ

মুখ্যমন্ত্রীর ধমকের পরই চিংড়িঘাটা নিয়ে প্রশাসনিক তৎপরতা। ট্রাফিক সমস্যা সামলাতে ডিসেম্বরেই হবে চিংড়িঘাটা ফুটব্রিজ। কাজ পরিদর্শন করলেন মন্ত্রী ও পুলিশ আধিকারিকরা। এলাকার যানজট সমস্যা মেটাতে আইআইটি খড়গপুরের সঙ্গে কথা বলেছে কেএমডিএ।

WB News Live Updates: জংলি আলু রান্না করে খেয়ে মৃত্যুর অভিযোগ

পুরুলিয়ার পুঞ্চার পর এবার টামনা। জংলি আলু রান্না করে খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ রানিপুর গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিবারের আরও ৪ জন। ঠিক কীভাবে মৃত্যু, জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ।

West Bengal News Live: জঙ্গলে ফেরানো হল হাতির পালকে

খাবারের সন্ধানে ঝাড়গ্রাম-লোধাশুলি সড়কে দলমার দাঁতাল। তাড়া দিয়ে ফেরানো হল জঙ্গলে। বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানো হল ৬১টি হাতির পালকে।

WB News Live Updates: কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যসভায় সরব হন ডেরেক

কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গ বিধানসভাতেও পাস হয় প্রস্তাব। সূত্রের খবর, গত ২৮ জানুয়ারি ৩ কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব পাস হয়। গত ৪ ফেব্রুয়ারি রাজ্যসভায় এই নিয়ে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

West Bengal News Live Updates: বিএসএফের পরিসর বৃদ্ধি নিয়ে বিধানসভায় প্রস্তাব, অধ্যক্ষের ব্যাখ্যা তলব রাজ্যপালের

বিএসএফের পরিসর বৃদ্ধি নিয়ে বিধানসভায় প্রস্তাব, অধ্যক্ষের ব্যাখ্যা তলব করলেন রাজ্যপাল। ‘বিধানসভার কাজকে ব্যাহত করার চেষ্টা রাজ্যপালের’, পাল্টা জবাব পার্থ চট্টোপাধ্যায়ের।

WB News Live Updates: কৃষকদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গ বিধানসভাতেও পাস হয় প্রস্তাব। সূত্রের খবর, গত ২৮ জানুয়ারি ৩ কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব পাস হয়।  এদিকে, প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘অত্যাচারের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, সেই প্রত্যেক কৃষককে আমার অন্তরের অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি।’

West Bengal News Live: কৃষকদের আন্দোলন জারি থাকবে, বললেন হান্নান মোল্লা

সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আইন প্রত্যাহার করলেও কৃষকদের লাভ হবে না। তাই আন্দোলন জারি থাকবে, বললেন হান্নান মোল্লা। 

WB News Live Updates: ভোটের জন্যই কৃষি আইন প্রত্যাহার, প্রতিক্রিয়া অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের

সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের পিছনে সেটা অন্যতম কারণ, প্রতিক্রিয়া অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Updates : রাস্তার দুপাশে বেড়ে ওঠা আগাছা সাফ করতে নামলেন স্থানীয়রা

খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালকাটি এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার ওয়ার্ড কো-অর্ডিনেটরকে জানিয়েও কোনও লাভ হয়নি। রাস্তার দুপাশে বেড়ে ওঠা আগাছা সাফ করতে নামলেন স্থানীয়রাই। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

West Bengal News Updates : ‘বিলম্বে বোধোদয়’ মন্তব্য সুজনের

ভয় পেয়ে আইন প্রত্যাহার, মন্তব্য সুখেন্দুশেখরের। বিলম্বে বোধোদয়, মৃত্যুর পর কেন চৈতন্য, প্রশ্ন অধীরের। কৃষকদের লড়াইয়ে হার স্বীকার, দাবি সুজনের।


 

West Bengal News Live Updates : বাঁকুড়ার জঙ্গলে হাতির পাল

অবশেষে ৯দিনের মাথায় ৬১টি হাতির পালকে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে বাঁকুড়ার জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হল বন দফতর। বন দফতর সূত্রে খবর, আউশগ্রাম থেকে দামোদর পেরিয়ে বাঁকুড়ার দিকে যেতে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে হাতির পাল। 

West Bengal News Updates : নবদ্বীপের  ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

শুক্রবার নবদ্বীপের  ঐতিহ্যবাহী রাস উৎসব। তার আগে বৃহস্পতিবার রাতেও  রণকালী, বামাকালী সহ বেশ কিছু শাক্ত দেবীর পুজো হবে। রাস পুজো উপলক্ষে নবদ্বীপে বৈষ্ণব,শাক্ত ও শৈব মতের বিভিন্ন দেব-দেবীর পুজো হচ্ছে। 

Bengal News Live Updates : হুগলির পাণ্ডুয়ায় স্বামী ও কন্যাকে ধারাল অস্ত্র দিয়ে কোপালেন এক গৃহবধূ

হুগলির পাণ্ডুয়ায় স্বামী ও কন্যাকে ধারাল অস্ত্র দিয়ে কোপালেন এক গৃহবধূ। আহত হয়েছেন মহিলাও। তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এমন কাজ? তা খতিয়ে দেখছে পুলিশ।

Bengal News Live Updates : জমি বিবাদের জেরে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলপাইগুড়ি

জমি বিবাদের জেরে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলপাইগুড়ির গড়ালবাড়ি। অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের পর আগুন ধরানো হয়। দু’পক্ষের অভিযোগ, অশান্তির জন্য দায়ী স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

West Bengal News Live Updates : দুর্গাপুরে কাউন্সিলরের মদতে তোলা তোলার অভিযোগ

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দু’টি কমিটির নামে বিভিন্ন দামের কুপন ছাপিয়ে চলছে টাকা সংগ্রহ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই বাস, ট্যাক্সি, অটো ও টোটো থেকে তোলা আদায় অভিযোগ উঠেছে। এনিয়ে একযোগে আক্রমণ করেছে বাম ও বিজেপি। যদিও তোলাবাজির অভিযোগ মানতে চাননি কাউন্সিলর।

West Bengal News Live Updates : রবিবারের ইডেনে ম্যাচ, রেলের বিশেষ উদ্যোগ

রবিবারের ইডেন ম্যাচ ঘিরে চড়ছে পারদ। ম্যাচ-ফেরত দর্শকদের জন্য দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ উদ্যোগ। রাত ১০.২৫ এর বদলে ১০.৪৫ মিনিটে ছাড়বে হাওড়া-পাঁশকুড়া লোকাল।  মেট্রো রেল কর্তৃপক্ষও রাত সাড়ে ১০ টায় এসপ্ল্যানেড থেকে আপ ও ডাউনে দু’টি বিশেষ ট্রেন চালাবে ।

West Bengal News Live Updates : মালদায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত শ্রমিকের মৃত্যু

মালদায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত শ্রমিকের মৃত্যু হল।  রেল পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ব্রজেন মারডি। তিনি মালদার গাজোলের রাজাবাগান এলাকার বাসিন্দা। ভিন রাজ্যে কাজে যাবেন বলে গতকাল রাতে গৌড় লিঙ্ক এক্সপ্রেসে ওঠেন। বসে ছিলেন ট্রেনের কামরার দরজার কাছে।  কিন্তু একলাখি স্টেশনের কাছে কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। 

West Bengal News Live Updates : শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের : সূর্যকান্ত মিশ্র

'শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের।এই জয় সংযুক্ত কৃষক আন্দোলনের। সংযুক্ত কিষান মোর্চা কে অভিনন্দন। আমাদের রাজ‍্যের আইনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কৃষক বিরোধী সংশোধনীগুলিকেও বাতিল করা হোক।' ট্যুইট সূর্যকান্তের 

West Bengal Live Updates : সংযুক্ত মোর্চার নেতৃত্বে কৃষকদের সঙ্ঘবদ্ধ আন্দোলনের বিশাল জয়

সংযুক্ত কিষাণ মোর্চা এবং লক্ষ লক্ষ আন্দোলনকারী কৃষকদের উষ্ণ অভিনন্দন। সংযুক্ত মোর্চার নেতৃত্বে কৃষকদের সঙ্ঘবদ্ধ আন্দোলনের বিশাল জয়। মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয় আসবেই। কৃষকদের অভিনন্দন জানিয়ে ট্যুইট পশ্চিমবঙ্গ সিপিএম-এর। 

West Bengal News Live Updates : প্রত্যেক সংগ্রামী কৃষককে আমার অভিনন্দন, ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘প্রত্যেক সংগ্রামী কৃষককে আমার অভিনন্দন ...  এই আন্দোলনকারী কৃষকরা তাঁদের প্রতি হওয়া কোনও নিষ্ঠুরতাতেই দমেননি। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য রইল গভীর সমবেদনা’
প্রধানমন্ত্রীর ঘোষণার পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live : দলের মধ্যে কেউ প্রতিবাদ করলেই, তাঁর বিরুদ্ধে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ দিলীপের

এলাকায় জমা জলের সমস্যায় তিতিবিরক্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গত অক্টোবর মাসে চেয়ার নিয়ে ধর্নায় বসেছিলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। কালো নোংরা জলে বসে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এই কাজ করায় গতকাল হাওড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েন তিনি। এটাই তৃণমূলের কালচার। দলের মধ্যে কেউ প্রতিবাদ করলেই, তাঁর বিরুদ্ধে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates : মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ কংগ্রেস নেতা হিরু হালদার

মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ কংগ্রেস নেতা হিরু হালদার । ‘আক্রান্ত’ নেতা তফসিলি জাতি-উপজাতি সেলের জেলা সভাপতি। রাতে বাড়ি ফেরার সময় রাস্তা আটকে নেতাকে ‘মারধর’। নেতার ২ সঙ্গীকেও মারধরের অভিযোগ

West Bengal News Live Updates : তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে

সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।  

West Bengal News Live : শীতের আমেজ বজায় থাকলেও ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা

কলকাতায় শীতের আমেজ বজায় থাকলেও ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal News Live Updates : হাওড়ায় বড় বিনিয়োগ, বড় কর্ম সংস্থানের সম্ভাবনা, জানালেন মুখ্যমন্ত্রী

হাওড়ায় আগামী ২ বছরে ১০ হাজার ৪৮০ কোটি টাকা বিনিয়োগ হবে। শিল্প পার্কের কাজ আগামী ৫ বছরের মধ্যে শেষ হবে। হাওড়ায় ১ লক্ষ ১৬ হাজার কর্মসংস্থান হবে। শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। 
১০ হাজার কোটির বিনিয়োগ

West Bengal News Updates : ৯ দিনের মাথায় ৬১টি হাতির পালকে আউশগ্রামে জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম বন দফতর

অবশেষে ৯দিনের মাথায় ৬১টি হাতির পালকে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে বাঁকুড়ার জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হল বন দফতর।  বন দফতর সূত্রে খবর, আউশগ্রাম থেকে দামোদর পেরিয়ে বাঁকুড়ার দিকে যেতে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে হাতির পাল। 

West Bengal News Update : আরও ৫০০ বিতর্কিত চাকরিপ্রাপককে মামলায় যুক্ত করতে বলল হাইকোর্ট

আরও ৫০০ বিতর্কিত চাকরিপ্রাপককে মামলায় যুক্ত করতে বলল হাইকোর্ট। কীভাবে সুপারিশপত্র? সোমবারের মধ্যে পর্ষদের হলফনামা তলব। 

প্রেক্ষাপট

হাওড়া : মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের বিখ্যাত উক্তি ছিল Do it now...লক্ষ্মীশ্রীর মতো প্রকল্পের জন্য ভাঁড়ারে চাপ বুঝিয়ে দিয়ে, বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে পুরসভা ও সাংসদ-বিধায়কদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত সুর ছিল - Do it yourself


আর বৃহস্পতিবার হাওড়ার সভা থেকে দলীয় বিধায়ককেই ‘তৃণমূলের কালচার’-এর পাঠ দিলেন তৃণমূল নেত্রী। এলাকায় জমা জলের সমস্যায় তিতিবিরক্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অক্টোবর মাসে চেয়ার নিয়ে ধর্নায় বসেছিলেন। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। কালো নোংরা জলে বসে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। আর তা করেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়লেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী তাঁকে উদ্দেশ্য করে বলেন, “তুমি গৌতম চৌধুরী? তুমি রাস্তায় বসে ছিলে কেন একদিন?”


শিল্পের জন্য জমি পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পায়নের লক্ষ্যে পৌঁছতে কোনও রকম গড়িমসি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। কড়া বার্তা দিলেন হাওড়ার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে।


বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল শিল্পায়ন। সেই মঞ্চে শিল্পের জন্য জমি বরাদ্দের ক্ষেত্রে গড়িমসির অভিযোগ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' ল্যান্ড ডিপার্টমেন্টের অনেকে ইচ্ছে করে দেরি করিয়ে দিচ্ছে, যেগুলো ল্যান্ড কনভারশনের জন্য, ইন্ডাস্ট্রি পারপাস, আগে একটা ইউনাইটেড ক্লিয়ারেন্স সিসটেম করেছিলাম, সেটা বন্ধ আছে কেন? হোয়াই ইট ইজ ক্লোজড? জিজ্ঞাসা করো তো? কার নির্দেশে এটা হল? কে এত বড় নেতা হল দেখি! '

বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের ভূমিকার সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি সরব হন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.