West Bengal News Live: সরানো হল দিলীপ ঘোষকে, রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Sep 2021 09:13 PM
WB News Live Updates: বিজেপির রাজ্য সভাপতি বদল, সরলেন দিলীপ ঘোষ, এলেন সুকান্ত মজুমদার

বিজেপির রাজ্য সভাপতি বদল। বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে। বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হলেন দিলীপ ঘোষ। 

West Bengal News Live:  যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতের নাম সঞ্জয় সরকার (42)। বনগাঁ থানার ঢাকা পাড়ার বাসিন্দা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার গাতি এলাকায়। সঞ্জয়ের পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। এই ঘটনায় সঞ্জয়ের স্ত্রী স্বপ্না সরকার ও শাশুড়ি লক্ষ্মী হালদার কে গ্রেপ্তার করেছে পুলিশ।

WB News Live Updates: জলের তলায় কলকাতা স্টেশন, একাধিক ট্রেন বাতিল

জলের তলায় কলকাতা স্টেশন, একাধিক ট্রেন বাতিল। বাতিল কলকাতা-দ্বারভাঙা স্পেশাল, কলকাতা-আজমগড় স্পেশাল। বাতিল কলকাতা-রাধিকাপুর স্পেশাল, কলকাতা-লালগোলা স্পেশাল। কলকাতার বদলে শিয়ালদা থেকে ছাড়বে যোগবাণী স্পেশাল। 

West Bengal News Live:  কাল ঘূর্ণাবর্ত সরছে পশ্চিম দিকে, প্রবল বৃষ্টির সম্ভাবনা, বাড়বে নদীর জলস্তর

কাল ঘূর্ণাবর্ত সরছে পশ্চিম দিকে। কাল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কাল থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে বাড়বে বৃষ্টির পরিমাণ। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে আগামী ২৪ ঘণ্টায় বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় জল জমার সম্ভাবনা। 

WB News Live Updates: মনোনয়ন পত্র জমা দিলেন রাজ্যসভার তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব

বিধানসভার সচিবের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন রাজ্যসভার তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব। মানস ভুঁইয়ার আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। সুস্মিতা দেবের বিরুদ্ধে কোনও প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিজেপির। ফের জহর সরকারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হতে চলেছেন সুস্মিতা দেব।

West Bengal News Live:  কলকাতার জল নিয়ে দুর্ভোগ কবে দূর হবে? প্রশ্ন দিলীপের

কলকাতার জল-যন্ত্রণা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, বৃষ্টি হলে জল জমবে, কিন্তু বের করার কী চেষ্টা? জল নামানোর জন্য সরকারের তৎপরতা চোখে পড়ে না। কলকাতার জল নিয়ে দুর্ভোগ কবে দূর হবে? হাসপাতালে জল যাতে না ঢোকে, তার জন্য কী ব্যবস্থা?’ 

WB News Live Updates: ভবানীপুর শীতলামন্দিরে পুজো দিলেন মমতা

ভবানীপুর শীতলামন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: আইকোর তদন্তে মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

চিটফান্ড সংস্থা আইকোরের তদন্তে জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়াকে প্রায় পৌনে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। নিউ মার্কেটে খাদ্যভবনে, গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। 

WB News Live Updates: গঙ্গাসাগরের কপিলমুনির কাছেই আছড়ে পড়ল মিনি টর্নেডো

সাগরে মিনি টর্নেডো। ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত সমিতির কটেজ। ভাঙল বেশ কয়েকটি দোকান, ছিঁড়েছে বিদ্যুতের তার।  সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে গঙ্গাসাগরের কপিলমুনির কাছেই আছড়ে পড়ে মিনি টর্নেডো। আচমকা কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে সাগর পঞ্চায়েত সমিতির কটেজ ও আশেপাশের দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। 

West Bengal News Live: কলকাতায় আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা কয়েকটি জেলায়

কলকাতায় আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় জারি হল কমলা সতর্কতা।কমলা সতর্কতা জারি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়াতেও।

WB News Live Updates: মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শুভ মান (১৮)। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পান্ডুয়ার রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতের অন্তর্গত দমদমা গ্রামে ।

West Bengal News Live: 'মমতার সঙ্গে কথা বলে আমি খুশি, দেখা করে আপ্লুত', নবান্নে বললেন বাবুল

তৃণমূলে যোগদানের পর প্রথমবার মমতার সঙ্গে সাক্ষাত্‍ বাবুল সুপ্রিয়র। বললেন, মমতার সঙ্গে কথা বলে আমি খুশি, দেখা করে আপ্লুত।যা দায়িত্ব ওঁরা দেবেন, আমি পালন করব। সুযোগ দেওয়ার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ।


ঝালমুড়ি বিতর্কে  বাবুল সুপ্রিয়র মন্তব্য, এখন বেশি চলছে ইউরিয়া দেওয়া মুড়ি। দিদি এইসব মুড়ি খেতে বারণ করেছেন।’

WB News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছলেন বাবুল সুপ্রিয়

নবান্নে পৌঁছলেন বাবুল সুপ্রিয়। বাবুলের সঙ্গে নবান্নে পৌঁছলেন ডেরেক ও’ব্রায়েন।তৃণমূলের যোগদানের পর এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাবুল।

West Bengal News Live: গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল চোপড়ার কাজিগছ গ্রামে

গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল চোপড়ার কাজিগছ গ্রামে। ঘটনাস্থল থেকে দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, গরু চুরি করতে গতকাল রাতে গ্রামে ঢোকে ৩-৪ জন সশস্ত্র দুষ্কৃতী। গ্রামবাসীরা টের পেয়ে ধাওয়া করায় দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ। তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর গণপিটুনিতে ওই দুষ্কৃতীর মৃত্যু হয় বলে অভিযোগ।

WB News Live Updates: আদালতে সারদা কর্তা সুদীপ্ত সেনের মুক্তির আবেদন

আদালতে সারদা কর্তা সুদীপ্ত সেনের মুক্তির আবেদন। আইনজীবীর মারফত ইডি-র আদালতে আবেদন সুদীপ্ত সেনের। আর্থিক তছরুপের অভিযোগে মামলা রুজু। ২০১৩ সালে ইডি গ্রেফতার করে সারদা কর্তাকে।৭ বছর ১১ মাস জেলে বন্দি সুদীপ্ত সেন।মামলায় আগেই জামিন পেয়েছিলেন সারদা কর্ণধার।অর্থের অভাবে জামিনের শর্তপূরণের টাকা দিতে পারেননি।আদালতে দাখিল আবেদনে সেকথার উল্লেখ।টাকা দিতে না পারায় প্রায় ৮ বছর বন্দিদশায় কাটছে।যে আইনে মামলা সেই মোতাবেক সর্বোচ্চ মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ।আদালতে এমনই দাবি সুদীপ্ত সেনের আইনজীবীর

West Bengal News Live: আমফান দুর্নীতি মামলায় রাজ্যের দেওয়া তদন্ত রিপোর্ট গ্রহণ করল না আদালত

আমফান দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে রাজ্যের তদন্ত।  রাজ্যের দেওয়া তদন্ত রিপোর্ট গ্রহণ করল না আদালত।  ‘এসব রিপোর্ট শুধুমাত্র আইওয়াশ করার জন্য দেওয়া হয়েছে।
‘অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ?’, প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের।আগামী ২৭ সেপ্টেম্বর রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের আর্জির শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। আগামী শুনানিতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত

West Bengal News Live: ত্রিপুরায় অভিষেকের পদযাত্রার অনুমতি ঘিরে টালবাহানার অভিযোগে আদালতে তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি ঘিরে পুলিশি টালবাহানার অভিযোগে ত্রিপুরায় হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। তৃণমূলের দাবি, এখনও মেলেনি পদযাত্রার অনুমতি। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে তৃণমূল। আজ দুপুর দুটোয় এই মামলার শুনানি হবে।

WB News Live Updates: বীরভূমের সদাইপুরে উদ্ধার অজগর সাপ

বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে রবিবার রাতে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান গ্রামবাসীরা। এরপর সাপটি গ্রামে ঢুকলে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয়  জাতীয় বন্যজীবন অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে। তিনি বনদপ্তর এর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। অজগর সাপটি লম্বায় আট ফুট বলে জানা গিয়েছে। সোমবার বনদপ্তর এর সহযোগিতায় সাপটিকে পুনর্বাসন দেওয়া হয়।

West Bengal News Live: শহরের বিভিন্ন এলাকাতে জমেছে জল

প্রবল বৃষ্টিতে   জল জমেছে ঢাকুরিয়া, সাদার্ন অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্ক, পার্ক স্ট্রিট, উল্টোডাঙা আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাসে। জল থইথই পার্ক সার্কাস, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ। যাদবপুর-বাইপাস কানেক্টরে সাঁপুইপাড়া, মুকুন্দপুর ছাড়াও জল জমেছে টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলায়। খিদিরপুরে হাঁটু সমান জল। এছাড়া, জল জমেছে ভবানীপুর, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিটে। দক্ষিণের পাশাপাশি, ভাসছে উত্তরও। জলমগ্ন ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ। সল্টলেক সেক্টর ফাইভ, এয়ারপোর্ট, চিনার পার্ক, কাঁকুড়গাছি, কৈখালি এলাকাতেও জল জমেছে।

WB News Live Updates: রতুয়ায় দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে

মালদার রতুয়ায় দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। অভিযোগ, ১০ সেপ্টেম্বর, সকালে টিউশনে যাওয়ার সময় ১৬ বছরের কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তিনজন। মাদকজাতীয় কিছু খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এরপর নাবালিকাকে গ্রামে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্তরা। ১৬ সেপ্টেম্বর, রতুয়া থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়।

West Bengal News Live: কেলেঘাই নদীর জলে প্লাবিত ভগবানপুর, এগরা-সহ কাঁথি ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা

পটাশপুরের পর, কেলেঘাই নদীর জলে প্লাবিত ভগবানপুর, এগরা-সহ কাঁথি ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। এর ওপর শুরু হয়েছে বৃষ্টি। ফলে জল বাড়ার আশঙ্কা করছেন এই ব্লকের কয়েক হাজার বাসিন্দা। প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিলি করা হচ্ছে। মাটির বাড়িগুলোর অবস্থা শোচনীয়। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ত্রাণ শিবিরগুলোতে ভিড় বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে, পটাশপুরের তালছিটকিনির কাছে কেলেঘাই নদীর বাঁধ মেরামতির চেষ্টা করা হয়েছিল। কিন্তু জলের স্রোত বেশি থাকায় তা শুরু করা যায়নি। অন্যদিকে, নিম্নচাপের জন্য সমুদ্র তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 

WB News Live Updates: জল জমেছে বারুইপুরেও

সোনারপুরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। ফলে জল ঠেলেই চলছে যাতায়াত। রাস্তার দু’পাশে বাড়িতেও জল ঢুকে গিয়েছে। জল জমেছে বারুইপুরেও।

West Bengal News Live: রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি, জল থইথই শহর,গাছ ভেঙে যানজট টালিগঞ্জে, বাড়ি ভাঙল বাগুইআটিতে

রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি, জল থইথই শহর। কলকাতার অন্তত ৮টি জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি। গাছ ভেঙে যানজট টালিগঞ্জে। বাড়ি ভাঙল বাগুইআটিতে। আজ সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৫ ঘণ্টার জন্য বন্ধ থাকবে লকগেট।এই সময়ে কলকাতায় বৃষ্টি হলে শহরে ফের জল জমার আশঙ্কা পুরসভার।

WB News Live Updates: শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন, জলে বিকল অনেক গাড়ি

শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন। কলকাতার বিভিন্ন রাস্তাতেই জমা জলে অনেক গাড়িই বিকল হয়ে গিয়েছে। ফলে সমস্যায় যাত্রীরা।

West Bengal News Live: রাতভর বৃষ্টিতে বারাসাতের শরৎ পল্লি এলাকায় জল জমেছে

রাতভর বৃষ্টিতে বারাসাতের শরৎ পল্লি এলাকায় জল জমেছে। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন কোকোবাগান এলাকাও।

WB News Live Updates: আইকোর মামলায় আজ সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না মানস ভুঁইয়া

আইকোর মামলায় আজ সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না মানস ভুঁইয়া। নিজের বিধানসভা এলাকা জলমগ্ন। তাই তদারকিতে ব্যস্ত থাকায় যেতে পারছেন না বলে সিবিআইকে জানিয়েছেন সবংয়ের বিধায়ক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।

West Bengal News Live: টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় ব্যাহত হয় চক্ররেল পরিষেবা

টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় ব্যাহত হয় চক্ররেল পরিষেবা। রেললাইন ডুবে যাওয়ায় দমদম-বিবাদী বাগ রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, টিকিয়াপাড়া কারশেডের কাছে জল জমে যাওয়ায় হাওড়া স্টেশনে ট্রেন ঢোকা-বেরোনোয় সমস্যা হচ্ছে।

WB News Live Updates: রাত থেকে টানা বৃষ্টি, শ্রীরামপুর, চুঁচুড়া, ব্যান্ডেল, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়ায় একাধিক রাস্তায় জমেছে জল

রাত থেকে টানা বৃষ্টি। পাশাপাশি, বেড়েছে গঙ্গার জলস্তর। তার জেরে গঙ্গা তীরবর্তী শ্রীরামপুর, চুঁচুড়া, ব্যান্ডেল, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়ায় একাধিক রাস্তায় জল জমেছে।

West Bengal News Live: রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি, কার্যত বানভাসি শহর

রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি, কার্যত বানভাসি শহর। ধাপা-তপসিয়া-উল্টোডাঙা, বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুর-সহ কলকাতার অন্তত ৮টি জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি। চূড়ান্ত দুর্ভোগ।

WB News Live Updates: রাতভর বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে, সতর্ক পুরসভা

রাতভর বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে। সতর্ক কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, গঙ্গার লকগেটগুলো খোলা রয়েছে। পাশাপাশি, ৭৬টা পাম্পিং স্টেশন লাগাতার কাজ করছে। সাড়ে চারশোর বেশি পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুরসভা

West Bengal News Live: প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জমে গিয়েছে জল

প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জমে গিয়েছে জল। দুর্ভোগ যাত্রীদের। 

WB News Live Updates: প্রবল বৃষ্টিতে সোনারপুরের বিভিন্ন রাস্তায় জল জমেছে

 প্রবল বৃষ্টিতে সোনারপুরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। ফলে জল ঠেলেই চলছে যাতায়াত। রাস্তার দু’পাশে বাড়িতেও জল ঢুকে গিয়েছে। 

West Bengal News Live: রাত থেকে টানা বৃষ্টির জের, হাওড়া পুরসভার অন্তত ৩০ টি ওয়ার্ড জলমগ্ন

রাত থেকে টানা বৃষ্টির জের। হাওড়া পুরসভার অন্তত ৩০টা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। জল জমেছে পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, দাশনগর, সালকিয়া, রামরাজাতলা, বেলগাছিয়া লিলুয়া, ঘুসুড়িতে। শহরের মূল রাস্তাগুলোয় জল। বাড়িতেও জল ঢুকেছে। সকাল থেকে রাস্তায় যানবাহন কম। জমা জলে দুর্ভোগ বেড়েছে হাওড়াবাসীর।

WB News Live Updates: এবার কি বদলাবে ব্যারাকপুর স্টেশনের নাম?

উত্তরপ্রদেশের একাধিক স্টেশনের মতো এবার কি বদলাবে ব্যারাকপুর স্টেশনের নাম? বহু ইতিহাসের সাক্ষী ব্যারাকপুর স্টেশনের নাম পাল্টে, মঙ্গল পাণ্ডে করার জন্য রেল বোর্ডের কাছে প্রস্তাব দিল যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটি। নাম বদলের উদ্যোগের সমালোচনা করেছেন শিক্ষাবিদদের একাংশ।

West Bengal News Live: আজ দিনভর চলবে বৃষ্টি, দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আজ দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ। 

WB News Live Updates: কোন্নগরে বন্ধ ঘর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ

কোন্নগরে বন্ধ ঘর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। দাম্পত্য কলহের কারণেই স্ত্রীকে খুন করেছেন স্বামী, অনুমান প্রতিবেশীদের। মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে উত্তরপাড়া থানার পুলিশ।

West Bengal News Live: সোনারপুরের রাসায়নিকের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

সোনারপুরের রাসায়নিকের কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। তিন ঘণ্টা পরেও আগুন আসেনি নিয়ন্ত্রণে

WB News Live Updates: ঝাড়গ্রামের কেন্দুয়াতে ভিড় সুদূর সাইবেরিয়া থেকে আসা পরিযায়ী পাখির দলের

পুজোর কয়েক মাস আগে থেকেই ঝাড়গ্রামের কেন্দুয়াতে ভিড় করেছে সুদূর সাইবেরিয়া থেকে আসা পরিযায়ী পাখির দল। কাশফুল, শরতের মেঘ বা ঢাকের বোল নয়, ঝাড়গ্রামবাসীর কাছে এরাই পুজোর বার্তাবাহক।

West Bengal News Live: রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি

রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি, কার্যত বানভাসি শহর।কলকাতার অন্তত ৭টি জায়গায় রাত থেকে ১০০ মি.মি-র বেশি বৃষ্টি।ধাপা-তপসিয়া-পামারবাজার, উল্টোডাঙায় ১০০ মি.মি-র বেশি বৃষ্টি ।১০০ মি.মি-র বেশি বৃষ্টি বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুরেও ।রাত থেকে চেতলা, যোধপুর পার্কে ৯০ মিলিমিটারের বেশি বৃষ্টি।ঠনঠনিয়া, বেলগাছিয়া, বেহালা ফ্লাইং ক্লাবে বৃষ্টি ৮০ মিলিমিটারের বেশি।গঙ্গায় গতকাল জোয়ারে জলস্তর ছিল প্রায় সাড়ে ১৭ ফুট।জল নামতে সময় লাগছে, তার উপর টানা বৃষ্টি বাড়াচ্ছে দুর্ভোগ

WB News Live Updates: তমলুক জেলা পার্টি অফিসে কংগ্রেসের বৈঠকে ধুন্ধুমার

তমলুক জেলা পার্টি অফিসে, কংগ্রেসের বৈঠকে ধুন্ধুমার।জেলা সভাপতি, সহ- সভাপতিদের গায়ে কালি ছেটানোর অভিযোগ উঠল কোলাঘাটের প্রাক্তন কংগ্রেস ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। বিধানসভা ভোটে দলবিরোধী কাজের অভিযোগে, আগেই ওই নেতাকে বহিষ্কার করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রাক্তন নেতা।


 

West Bengal News Live: ঘাটালের একাধিক জায়গায় পানীয় জলের তীব্র সংকট

বৃষ্টি থেমেছে, কিন্তু দুর্ভোগ আর জল যন্ত্রণা এখনও অব্যাহত। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক জায়গায়, পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। 

WB News Live Updates:লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার জয়পুরে ভেঙে পড়ল খালের ওপরের সেতু

লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার জয়পুরে ভেঙে পড়ল খালের ওপরের সেতু। খালের জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। প্রশাসনকে আগে থেকে সতর্ক করেও লাভ হয়নি, অভিযোগ এলাকাবাসীর।  

প্রেক্ষাপট

কলকাতা: তৃণমূলে যোগ দেওয়ার পর দিল্লি যাচ্ছেন বাবুল। বুধবার লোকসভার অধ্যক্ষ সময় দিলে সাংসদ পদে ইস্তফা, জানালেন বাবুল সুপ্রিয়। কী করতে হবে জানেন আসানসোলের সাংসদ, বললেন সৌগত। 


 আজ মমতার কাছে বাবুল। ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদে জনপ্রিয়তম মুখ তৃণমূলনেত্রীই। দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি নিক তৃণমূল, পাল্টা শমীক।


রাজনীতি এখন ইস্টবেঙ্গল-মোহনবাগান হয়ে গেছে। বাবুলকে কটাক্ষ দিলীপের। মোহনবাগান প্রথম একাদশে সুযোগ না দিলে ছোট টিম ইস্টবেঙ্গলে চলে যাব। প্লেয়িং ইলেভেনেই থাকতে চাই। পাল্টা বাবুল। 


আবেগে দলবদল। বাবুল পলিটিক্যাল ট্যুরিস্ট। আক্রমণ দিলীপের। ভোটে বিজেপির হারের অন্যতম কারণ দিলীপ। বাংলা ভাষাকে কলুষিত করেছেন, বর্ণপরিচয় কিনে দেব। কটাক্ষ বাবুলের। দিলীপ ব্র্যান্ড, পাল্টা শমীক।


দলবদলে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। ট্যুইট স্বপনের। বহিরাগতদের বিজেপিতে নেওয়ায় রাগ আমারও হয়েছিল, পাল্টা বাবুল। মীরজাফর বাবুল, আক্রমণ তথাগতর। মার্জিত ভাষা হলে ভালো হত। পাল্টা বাবুল।


ভোটের আগে মুড়ি-মিছরির মত বিজেপিতে যোগদান। আমার প্রতিবাদ পছন্দ হয়নি বলেই মন্ত্রিত্ব হারাই। দলবদল অপরাধ হলে, বিজেপিতে আসা সবাই সাসপেন্ড হোক। আক্রমণ বাবুলের। 



 বাবুলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, বোনের বিরুদ্ধে নিশ্চয় প্রচারে আসবেন না। আবেদন ভবানীপুরের বিজেপি প্রার্থীর। মমতাই এমনিই জিতবেন। দলকে অনুরোধ করব প্রচারে ডেকে বিড়ম্বনায় না ফেলতে। দাবি বাবুলের।


বাবুলের দলবদলের পর সুর চড়ালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তৃণমূলে এলে স্বাগত, মন্তব্য জেলা নেতৃত্বের।


আইকোর মামলায় পার্থর পর মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের।  আজ দুপুরে হাজিরার নির্দেশ। প্রতিক্রিয়া মেলেনি জলসম্পদ উন্নয়নমন্ত্রীর। ভোট এলেই তৎপরতা, কটাক্ষ ফিরহাদের।


ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ১২ জনের বিরুদ্ধে জারি ওয়ারেন্ট। গ্রেফতারি পরোয়ানার কপি নিয়ে কাঁকুড়গাছিতে অভিযুক্তদের খোঁজে সিবিআই। 


  ফের মালদা মেডিক্যালে জ্বরে মৃত্যু শিশুর। ৫ দিনে মৃত ৭। সেপ্টিসেমিয়া, জন্ডিসে আক্রান্ত ছিল, জানালেন হাসপাতাল সুপার। উত্তরবঙ্গ মেডিক্যালে সেপ্টিসেমিয়ায় মৃত্যু বানারহাটের ২ মাসের শিশুর।


 সাহিত্য একাডেমির ফেলো মনোনীত হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তারাশঙ্কর, সুকুমার সেন, সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষের পর বাঙালি কথা সাহিত্যকের সম্মানপ্রাপ্তি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.