West Bengal News Live: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তৎপর রাজ্য সরকার, আরও ২০ হাজার পড়ুয়াকে দেওয়া হল কার্ড
Get the latest West Bengal News and Live Updates : রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন...
বেহালার পর্ণশ্রীতে অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। পরিবারের তরফে জানানো হয়েছে মোবাইলে আসক্তি ছিল ছাত্রীর। তার জন্য বকাঝকা করেছিলেন বাবা। অনুমান, তাতেই অভিমানে আত্মঘাতী হয়েছে মেয়ে।
অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ নাকতলায়। নিজের ঘড়ি, আঙটি মহিলার জিম্মায় দিয়ে, মহিলার সোনার আঙটি নিয়ে চম্পট দিলেন ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এবার ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে নাম জড়াল সৌমিত্র খাঁর। কথোপকথনে শোনা যায়, লোকসভা ভোটে বাংলায় তিনটের বেশি আসন পাবে না বিজেপি। পঞ্চায়েত ভোটে ভরাডুবি হবে নিশীথ প্রামাণিকের। তৃণমূল বা তাঁর বিরোধীরা এর সঙ্গে যুক্ত বলে দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের।
হাত বেঁধে ২ কিশোরীকে বাইকে করে নিয়ে যাওয়ার সময় কান্না শুনে সন্দেহ। তিলজলায় হাতেনাতে পাকড়াও করল পুলিশ। দুই কিশোরীকে পাচারের চেষ্টা? তদন্তে পুলিশ।
ট্রেনে ফের মিলবে রান্না করা খাবার। সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বেস কিচেনগুলিতে। ট্রেনের যাত্রাপথে ফের মিলবে গরম গরম খাবারের স্বাদ। মেল, এক্সপ্রেসে ফিরে আসছে প্যান্ট্রি কার। সেই সঙ্গে খুলে যাচ্ছে বেস কিচেন। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই প্রস্তুতি শুরু শিয়ালদা বেস কিচেনে।
হুগলির চুঁচুড়ায় শ্যুট আউট। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ল মূল অভিযুক্ত-সহ ২ জন। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্রটিও। গুলিবিদ্ধ যুবক আরজিকর হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে শনিবার চুঁচুড়ার রবীন্দ্রনগরে সভা করে তৃণমূল।
পুরভোটের আগে ত্রিপুরায় তৃণমূলের প্রচার সভার পাশেই বাজল, ‘এই তৃণমূল আর নয়’ গান। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নিউটাউনে দিলীপ ঘোষকে খেলা হবে স্লোগান তৃণমূলের। পাল্টা, ত্রিপুরার প্রসঙ্গ তুলে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ।
জমি-বিবাদের জের। ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ দাদার বিরুদ্ধে। ক্যানিংয়ের তালদির শিবনগর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পৈত্রিক সম্পত্তি নিয়ে কয়েকবছর ধরে ছোট ভাইয়ের সঙ্গে তিন দাদার বিবাদ চলছিল। ঘটনায় দু’পক্ষের ৩ জনকে আটক করেছে পুলিশ।
পূর্ব বর্ধমানের ভাতারে করোনা আক্রান্ত তরুণীর বিয়ে রুখলেন বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। তরুণীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। ঘটনায় পাত্রীর বাবার যুক্তি, মেয়ের উপসর্গ না থাকায় বিয়ে থেকে পিছিয়ে আসেননি তিনি।
রেশন পেতে সমস্যায় পড়েছেন বারাসাত ১ নম্বর ব্লকের বাসিন্দারা। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। দেড় লক্ষেরও বেশি রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করা সম্ভব হয়নি। বিজেপির দাবি, রেশন ডিলারদের দুর্নীতির জন্যই এই হেনস্থা। দুর্নীতি-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গাফিলতির দায় ভারপ্রাপ্ত সংস্থার।
অস্থায়ী কর্মী নিয়োগে বেনিয়ম হয়েছে। সবাইকে অন্ধকারে রেখে কর্মী নিয়োগ করেছেন বিডিও। এই দাবিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে অভিযোগ করলেন অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। যদিও বিডিও পাল্টা দাবি করেছেন, নিয়ম মেনেই সবকিছু হয়েছে।
চিংড়িঘাটা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরেই তত্পর পুলিশ-প্রশাসন। পথচলতি মানুষ, বাসচালকদের সতর্ক করতে মাইক নিয়ে চলল প্রচার। সল্টলেক সেক্টর ফাইভেও বাড়ানো হল নজরদারি। বাস চালক ও কনডাক্টরদের সঠিক জায়গায় বাস থামাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, বাসের জন্য নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পরামর্শ দেওয়া হয় যাত্রীদের। সিগনাল অমান্য করে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া নিয়ে সতর্ক করা হয়। হেডফোন লাগিয়ে রাস্তা পার হতে গিয়ে পুলিশ কর্মীদের হাতে ধরাও পড়েন অনেকে। সেইসমস্ত পথচারীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
শহরের উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হবু স্বামী। চলতি মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। অভিযোগ, তার আগেই হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে কলকাতার নামী হোটেলের বার ম্যানেজার অভিজিত্ সর্দারের বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, জোর করে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। সোমবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেমিককে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
পরিস্থিতি ঠিক হলে ভাবা যাবে আইনের কথা। কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
সল্টলেকের মহিষবাথানে শতাব্দীপ্রাচীন বাড়িতে আগুন। ভস্মীভূত তিনতলার হলঘর। লালবাড়ি বলে পরিচিত পুরনো বাড়িটির ওই ঘরে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন লাগে। বহুমূল্য কাঠের আসবাবে সুসজ্জিত ঘরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
মোবাইল ফোনে আসক্তি। মা-বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী। দাবি পরিবারের। বেহালার পর্ণশ্রী থানা এলাকার ঘটনা। মায়ের দাবি, গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করত ১৭ বছরের ওই কিশোরী। এই নিয়ে বেশ কয়েকবার বকাবকি করা হয়। বৃহস্পতিবার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ছাত্রীর। এরপরই গতকাল বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে কিশোরী আত্মঘাতী হয় বলে পরিবারের দাবি।
বেঙ্গালুরুতে ফার্মাসি পড়ত। সেখানে ফিরে যাওয়ার ৮ ঘণ্টা আগে নিজের শোওয়ার ঘর থেকে উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। তবে, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ
কাউন্ট ডাউন তুঙ্গে | পরপর দুটি টি২০ তে কিউইদের দুরমুশ করে রোহিতরা সিরিজ জিতে নিলেও ইডেনের সানডে ব্লকবাস্টার নিয়ে উত্তেজনা বিন্দুমাত্র কমেনি| ২ বছর পর দর্শক ফিরছে ইডেনে| টিকিট ইতিমধ্যেই নি:শেষিত| ক্রিকেটের নন্দনকাননে চলছে ফিনিশিং টাচ| কালই পিচ পরিদর্শন করে যান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়| স্টেডিয়াম পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার| রাঁচি ম্যাচ জয়ের পর আজ দুপুরেই শহরে নামছে ভারত ও নিউজিল্যান্ড দল|
তথাগত রায়ের ট্যুইট ঘিরে জল্পনা। "কারুর কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি ট্যুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন, সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করেছিলাম। এবার ফলেন পরিচিয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি।" ট্যুইট করে জানালেন তথাগত রায়...
বেলেঘাটার হরমোহন ঘোষ লেন থেকে মহিলার দেহ উদ্ধার। আনুমানিক পঞ্চাশ বছরের মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। বাড়ির সামনের প্যাসেজে পড়ে ছিল মৃতদেহ। খুনের অভিযোগ পরিবারের
কৃষি আইন প্রত্যাহারের পরের দিনই, প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখোমুখি রাজারহাট নিউটাউনের তৃণমূল যুব সভাপতি আফতাব উদ্দিন। পরস্পরকে সুপ্রভাত জানালেন। তৃণমূলের তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশ খেলা হবে স্লোগান দিলে পাল্টা দিলীপ ঘোষের কটাক্ষ , খেলা হবে ত্রিপুরায়।
পানিহাটিতে হোমিওপ্যাথি চিকিৎসকের রহস্যমৃত্যু। বাড়ির শৌচালয়ের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার। বাড়িতে একাই থাকতেন চিকিৎসক নির্মল ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ
বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে রহস্য উদঘাটনের চেষ্টা পুলিশের।
ব্যাঙ্ক প্রতারণার ফাঁদে খোদ পুলিশ কর্মী। ওটিপি ছাড়াই মোবাইল ফোন হ্যাক করার অভিযোগ। সেভিংস অ্যাকাউন্ট থেকে উধাও টাকা। লালবাজারের ট্রাফিক বিভাগের ওই পুলিশ কর্মীর অভিযোগ, কয়েকদিন ধরেই ব্যাঙ্কের তরফে মোবাইল ফোনে মেসেজ আসছিল। গতকাল তিনি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন থেকে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর পেয়ে সেখানে ফোন করেন। ওটিপি ছাড়াই তাঁকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির নির্দেশে তিনি একটি সফটওয়্যার ডাউনলোড করেন। সেখানে কয়েকটি সংখ্যা লেখার পরেই তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ২০ হাজার টাকা। নদিয়ার চাকদার বাসিন্দা ওই পুলিশ কর্মী এরপর সিআইডি-র সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান। সংশ্লিষ্ট ব্যাঙ্কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবার কি আলাদা পুরসভা হওয়ার পথে মালদার চাঁচল? পরিবহণমন্ত্রীর মন্তব্যে নতুন করে স্বপ্ন দেখছেন এলাকার বাসিন্দারা। পুরভোটের আগে পুরসভা গঠন সম্ভব নয়, কটাক্ষ বিজেপির। সব প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী, দ্রুত চাঁচলে পুরসভা হবে, পাল্টা দাবি করেছে তৃণমূল।
দুর্গাপুরে দু’টি কমিটির নামে বিভিন্ন দামের কুপন ছাপিয়ে চলছে টাকা সংগ্রহ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই বাস, ট্যাক্সি, অটো ও টোটো থেকে তোলা আদায় অভিযোগ উঠেছে। এনিয়ে একযোগে আক্রমণ করেছে বাম ও বিজেপি। যদিও তোলাবাজির অভিযোগ মানতে চাননি কাউন্সিলর।
দুয়ারে সরকারের ধাঁচে ২৬ নভেম্বর থেকে দুয়ারে পুরসভা চালু হচ্ছে মেদিনীপুরে। মাসে একদিন করে বিভিন্ন ওয়ার্ডে যাবেন পুর আধিকারিকরা। শুনবেন সমস্যার কথা। ভোট না করিয়ে মানুষকে বোকা বানাতে কর্মসূচি, কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
ফের রাতের শহরে শুরু নাকা চেকিং। হল ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষাও। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, লাউডন স্ট্রিট, গড়িয়াহাট, পাটুলি। শহর জুড়ে চলল নাকা চেকিং ও ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা।
প্রেক্ষাপট
হাসপাতাল চত্বরে পার্টি অফিস খোলা যাবে না। মুখ্যমন্ত্রীর কড়াবার্তার পরই তৎপর প্রশাসন। হাবড়া হাসপাতালের কাছে যেখানে ঘর ভাড়া নিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, সেই এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। পুরভোটের আগে চাপে রাখার চেষ্টা হচ্ছে, মন্তব্য করেছে বিজেপি।
ভেড়ির মাছ চোর সন্দেহে ৮ বছরের শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার শাসনে। মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যর আত্মীয়। দুঃখজনক ঘটনা, তদন্ত হচ্ছে, প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
সমস্যা রয়েছে ব্যারাকপুরের রাস্তা ও নিকাশি নিয়ে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক পরিস্থিতির কথা তুলে ধরতেই তৎপর প্রশাসন। ব্যারাকপুরের লালকুঠি এলাকায় ঘোষপাড়া রোড পরিদর্শন করল পূর্ত দফতর ও পুলিশ-প্রশাসন। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস মিলেছে পূর্ত দফতর ও প্রশাসনের তরফে।
প্রত্যন্ত কোনও গ্রামের রাস্তা নয়। কিন্তু দু’পাশের বেড়ে ওঠা আগাছার জঙ্গল দেখে বিশ্বাস করাই কঠিন, এই রাস্তা খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের। শুধু জঙ্গলই বেড়ে ওঠেনি, প্রায়দিনই এখান থেকে বেরিয়ে আসে বিষধর সাপ! বুধবার সাপের কামড়ে এক পঞ্চম শ্রেণির পড়ুয়ার মৃত্যুর পর আগাছার ভিড় কমাতে উদ্যোগ নিলেন স্থানীয়রাই। খড়গপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালকাটি এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার ওয়ার্ড কো-অর্ডিনেটরকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই ঘটনায় ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।
এবার কি আলাদা পুরসভা হওয়ার পথে মালদার চাঁচল? পরিবহণমন্ত্রীর মন্তব্যে নতুন করে স্বপ্ন দেখছেন এলাকার বাসিন্দা। পুরভোটের আগে পুরসভা গঠন সম্ভব নয়, কটাক্ষ বিজেপির। সব প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী, দ্রুত চাঁচলে পুরসভা হবে, পাল্টা দাবি করেছে তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -