West Bengal News Live: রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগের পথে আদিত্য বিড়লা গোষ্ঠী, চুক্তি স্বাক্ষর
Get the latest West Bengal News and Live Updates:কন্যাসন্তান হওয়ায় একবালপুরে সদ্যোজাত শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে।
রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী। চুক্তি স্বাক্ষর হল রাজ্য সরকারের সঙ্গে। নবান্ন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রঙের কারখানা করবে শিল্প সংস্থাটি। আদিত্য বিড়লা গ্রুপের দাবি, এতে ৬০০ মানুষের কর্মসংস্থান হবে। দেড় থেকে ২ বছরের মধ্যে কারখানায় রং উৎপাদন হবে। খবর নবান্ন সূত্রে।
পুরভোটের কথা মাথায় রেখে জলপাইগুড়িতে আগেভাগে প্রচারে নামতে চাইছে বিজেপি। জনসংযোগ যাত্রার মাধ্যমে চলবে প্রচার। ভোটারদের মন পেতে দৈনন্দিন সমস্যাকে হাতিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। পুরভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল।
এবার গোসাবার ভোটে বহিরাগত-বিতর্ক। বিজেপি প্রার্থী বহিরাগত, ভূমিপুত্র নন। এই নিয়ে প্রচারে নেমে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী। ভবানীপুরের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী
একে জমা জলের যন্ত্রণা! তারওপর পুরসভা থেকে পাম্প বসিয়ে জল বের করার জন্য টাকা নেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। একে অন্যের দিকে আঙুল তুলেছে শাসক-বিরোধী দু’পক্ষ।
তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। হাওড়ার জগৎবল্লভপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, পথ অবরোধ বিজেপির।। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
সিঁথি এলাকায় বাড়ির সামনে বৃদ্ধার সোনার হার ছিনতাই। বাধা দেওয়ায় গলা টিপে ধরার অভিযোগ। সাতসকালে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
আরও ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ২৮ শতাংশ থেকে মহার্ঘভাতা বেড়ে হল ৩১ শতাংশ। কার্যকর ১ জুলাই থেকে। অবিলম্বে ডিএ বাড়ানোর দাবিতে সরব কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। শুরু রাজনৈতিক চাপানউতোর।
উত্তরাখণ্ডে ধস আর হড়পা বানে বেড়েই চলেছে মৃত্যু। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৪। নৈনিতালে আটকে পড়েছেন হাওড়ার অন্তত ৫০ জন পর্যটক। অন্যদিকে আজ, উত্তরাখণ্ডে আটকে পড়া চুঁচুড়ার পর্যটকদের বাড়িতে যান স্থানীয় বিধায়ক। দেন, পাশে থাকার আশ্বাস
‘মার খেয়ে নয়, মার দিয়ে মামলা খান, পাশে আছে দল। বোলপুরের এক বিচ্চু আছে, তাকে ভয় পাওয়ার কিছু নেই।’ দিলীপকে পাশে নিয়ে অনুব্রত গড়ে সুকান্ত মজুমদারের হুঙ্কার। ‘মার দিতে এলে কনুই ভেঙে যাবে, হাত সোজা রাখতে পারবেন তো?’ বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের
এবার পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বিপজ্জনক বাড়িটিতে বেশ কয়েকটি পরিবার বসবাস করছিল। ছাদের একাংশ ভেঙে আটকে পড়েন ৩৩ জন বাসিন্দা। পুলিশ ও দমকল এসে তাঁদের উদ্ধার করে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রতিশোধ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুজোর পরে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। হিসেব বলছে ডবল ডোজের পরেও করোনা আক্রান্ত ১৬৩ জন। কলকাতায় আক্রান্ত ২৬০ জনের মধ্যে করোনার ২০১ জন উপসর্গহীন। নবান্ন, স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠাচ্ছে কলকাতা পুরসভা।
একাধিক দাবিতে আরজি করে অব্যাহত ছাত্র আন্দোলন। মেন্টর গ্রুপের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। ১৮দিন ধরে আরজি করে ছাত্রদের অনশন-আন্দোলন। অধ্যক্ষের ইস্তফার দাবিতে ছাত্রদের বিক্ষোভ। ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে, ব্যাহত হয়নি চিকিৎসা পরিষেবা। ছাত্রদের সঙ্গে আলোচনা চলছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
একবালপুরে সদ্যোজাত কন্যাসন্তানকে খুনের ঘটনায় মাকে গ্রেফতার করল পুলিশ। মায়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। একদিনের কন্যাসন্তানকে খুনের ষড়যন্ত্রে কি বাবাও যুক্ত ছিলেন? প্রসূতির স্বামীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, সোমবার একবালপুরের ওই নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং। মঙ্গলবার সকালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। গতকাল ভোরে নার্স ও আয়ারা কেবিনে গিয়ে দেখেন সদ্যোজাত শিশুকন্যা নিথর অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন শিশুকন্যার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, কন্যাসন্তান হওয়ায় খুন, স্বীকার করেছেন মহিলা। ঘটনা জানাজানি হওয়ার পর দম্পতিকে নার্সিংহোমেই নজরবন্দি রাখা হয়। আজ সকালে ছুটি হতেই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
কাঁকুলিয়া জোড়া খুনকাণ্ডে ধৃত মিঠু হালদারের পুলিশ হেফাজত। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। ‘সুবীর চাকীর বাড়িতে লুঠের ব্লু প্রিন্ট করে মিঠুই,’ ‘কাঁকুলিয়া রেলগেটের কাছে শ্বশুরবাড়ি থাকায় এলাকা সম্পর্কে ওয়াকিবহাল,’ ‘লুঠের পর কীভাবে পালাবে ছেলে, ছক কষেছিল মিঠু,’ জেরায় স্বীকার করেছে মিঠু, দাবি পুলিশ সূত্রের।
তৃণমূলের বিক্ষোভ এড়াতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে উপনির্বাচনের প্রচার করলেন কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী। এদিন শালমারা, নাজিরহাট এলাকায় প্রচার করেন অশোক মণ্ডল। ৩০ অক্টোবর, দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রচারে নেমে এর আগে ২ দিন তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা। ভোটে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ, তাই নজর কাড়তে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রচার, বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূলের।
বিজেপি প্রার্থী বহিরাগত, ভূমিপুত্র নন। প্রচারে নেমে আক্রমণ করলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার তৃণমূল প্রার্থী। ভবানীপুরের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় লড়ছেন খড়দায়, পাল্টা আক্রমণ বিজেপি প্রার্থীর। ৩০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলকে নিয়ে সাতজেলিয়া, লাহিড়িপুর এলাকায় নৌকা চড়ে প্রচার করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে ঘাটে ঘাটে ঘুরে চলে প্রচার। বিজেপি প্রার্থীর কটাক্ষ, কেন্দ্রীয় প্রকল্পকেই রাজ্যের বলে চালানোর চেষ্টা চলছে। সাধারণ মানুষ এর জবাব দেবে।
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রবিবার রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক। মঙ্গল-বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক
২৮ তারিখ ফিরে আসছেন মুখ্যমন্ত্রী।
ব্যারাকপুরের কালিয়ানিবাসে বিস্ফোরণের ঘটনায় ভাড়াটেকে গ্রেফতার করল পুলিশ। বছরখানেক ধরে এই বাড়িতে ভাড়া থাকছিলেন হায়দরাবাদের বাসিন্দা বছর চুয়ান্নর প্রৌঢ়। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ইসাইয়া ফেনিহাস গিধলা নামে ওই প্রৌঢ়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে টিটাগড় থানার পুলিশ।
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক। মঙ্গল-বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। ২৮ তারিখ ফিরে আসছেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তগত নতুনডাঙ্গা গ্রামের পালপাড়ার একটি বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার বিশালাকৃতির পাইথন সাপ । ৫ থেকে ৬ ফুট লম্বা ও ওজন প্রায় ১০ কেজির কাছাকাছি বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে বাড়ির মালিক জানিয়েছেন, সকাল বেলায় ওই গোয়াল থেকে খড় বের করার জন্য গিয়ে একটি খরিস সাপ ও একটি পাইথনকে দেখতে পান। খবর জানাজানি হতেই স্থানীয় মানুষজন ভিড় জমাযন । স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে ধরা হয়। এবং খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তর আধিকারিকরা এসে বিশালাকৃতি পাইথন থেকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। ধসে বিচ্ছিন্ন কালিম্পং, সিকিম। আটকে বহু পর্যটক। মেখলিগঞ্জে তিস্তার জলোচ্ছ্বাসে ভেসে মৃত ১
এবার পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। পুরসভার তরফে আগেই বিপজ্জনক বোর্ড ঝোলানো ছিল বাড়িটিতে। তা সত্ত্বেও বাড়িতে বাস করছিল বহু পরিবার। গতকাল রাতে বাড়ির ছাদের একাংশ ভেঙে আটকে পড়েন ৩৩ জন বাসিন্দা। পরে পুলিশ ও দমকল এসে তাঁদের উদ্ধার করে।
একবালপুরে সদ্যোজাত কন্যাসন্তানকে খুনের ঘটনায় মাকে গ্রেফতার করল পুলিশ।মায়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। একদিনের কন্যাসন্তানকে খুনের ষড়যন্ত্রে কি বাবাও যুক্ত ছিলেন? প্রসূতির স্বামীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
গড়ফা থানা এলাকার রামলাল বাজারে রহস্যমৃত্যু। বাড়ির কাছেই পিঠে ব্যাগ বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ব্যাগে শিল-নোড়া মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতের নাম মৈনাক জোতদার। বাড়ি পূর্বাচল মেন রোডে। পরিবারের দাবি, বেসরকারি সংস্থার ওই কর্মী করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন বছর সাঁইত্রিশের মৈনাক। আজ সকালে কলকাতা পুরসভার পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
৩০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলকে নিয়ে সাতজেলিয়া, লাহিড়িপুর এলাকায় নৌকা চড়ে প্রচার করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে ঘাটে ঘাটে ঘুরে চলে প্রচার। বিজেপি প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তৃণমূলের বিক্ষোভ এড়াতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে উপনির্বাচনের প্রচার করলেন কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী। এদিন শালমারা, নাজিরহাট এলাকায় প্রচার করেন অশোক মণ্ডল। ৩০ অক্টোবর, দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রচারে নেমে এর আগে ২ দিন তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
১০০ কোটির টিকাকরণ গৌরবের বিষয়। হীনমন্যতায় ভুগছে তৃণমূল। কোনও রাজ্যে ভ্যাকসিন নিয়ে কোনও গণ্ডগোল নেই। এখানে টিকা নিতে গেলে লাঠি খেতে হচ্ছে মানুষকে। খোঁচা দিলীপ ঘোষের।
জাতীয় সড়কের খাবারের দোকানের সামনে পিক আপ ভ্যান থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ বিস্ফোরক। বীরভূমের রামপুরহাটের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে মাঝখণ্ড মোড় এলাকায় হানা দেয় পুলিশ। ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে খাবারের দোকানের সামনে পিক আপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে ৫ হাজার জিলেটিন স্টিক ও আড়াই হাজার ডিটোনেটর। পিক আপ ভ্যানের চালক ও খালাসি পলাতক।
কোচবিহারে প্রবল বৃষ্টির জের। মেখলিগঞ্জে তিস্তা নদীর জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণপদ রায় নামে বছর ৪৬-এর এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকালে নদী তীরবর্তী এলাকায় বাড়ি থেকে জিনিসপত্র সরাতে যান কৃষ্ণপদ। তখনই জলের তোড়ে তিনি তলিয়ে যান
ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবক।আজ ভোরে ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশন সংলগ্ন কৃষ্ণপল্লি এলাকায়। রেল পুলিশ সূত্রে খবর, স্টেশনে ঢোকার আগে ধীর গতিতে চলছিল ট্রেন। প্রাথমিক তদন্তে অনুমান, সেইসময় চলন্ত ট্রেন থেকে নামতে যান একদুই যুবক। পড়ে গিয়ে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। ওই একই সময়ে আরেক যুবক লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোটের মুখে শান্তিপুরে দলবদল ঘিরে তরজায় জড়াল তৃণমূল-বিজেপি। শাসক দলের দাবি, দলবদল করেছেন ১৫০ জন বিজেপি কর্মী, সমর্থক। পাল্টা বিজেপির দাবি, কেউ দল ছাড়েনি। বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল।
প্রবল বৃষ্টিতে বাঁকুড়ার মানকানালিতে ভাসল গন্ধেশ্বরী নদীর উপর অস্থায়ী সেতু। বাঁকুড়া সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ৩৫টি গ্রামের। চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল রাতে কালিম্পঙের বিরিক দারায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম সংযোগকারী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ।
ভোট পরবর্তী অশান্তি তদন্তে এই প্রথম অস্বাভাবিক মৃত্যুকে খুনের ঘটনা হিসেবে নথিভুক্ত করল সিবিআই। গত ১০ মে, উত্তর ২৪ পরগনার আমডাঙায় বিজেপি কর্মী রঞ্জিত দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআইয়ের দাবি, রাজ্য পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেও, তদন্তে নেমে সিবিআইয়ের তদন্তকারীদের অনুমান, ওই বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি, মৃতের স্ত্রীও খুনের অভিযোগ করেন।
কাঁকুলিয়া রোডে জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন পরিচারিকা মিঠু হালদারই। খুনের পরিকল্পনা থেকে পালানোর ছক, গোটাটাই ছেলের সঙ্গে মিলে ঠিক করেন মিঠু। ধৃত পরিচারিকাকে জেরা করে এমনটাই দাবি করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, জোড়া খুনে পরিচারিকা মিঠু হালদার অন্যতম ষড়যন্ত্রী।
মাঝে দু’-একদিনের বিরতি, ফের ঊর্ধ্বগতি। উত্সবের মরশুমে ফের বাড়ল জ্বালানির দাম। কলকাতায় আজ ১০৭ টাকা ছাড়িয়ে গেল পেট্রোল। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ১১ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩৮ পয়সা।
অতিবৃষ্টি ও ধসের জেরে সাজানো গোছানো লাভা কার্যত লন্ডভন্ড। কালিম্পঙের এই শৈল শহরে একাধিক জায়গায় বসে গেছে রাস্তা। লাভা থেকে গরুবাথান যাওয়ার রাস্তা বন্ধ।
লাগাতার বৃষ্টির মধ্যে মাটিগাড়ায় সেতু বিপর্যয়। ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা বালাসন সেতুর তিন নম্বর পিলার বসে গিয়ে বিপত্তি। ওই রুটে বন্ধ রাখতে হয়েছে যান চলাচল।
সোমবার রাত থেকে ১০ নম্বর ও ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হওয়ায় গতকাল সন্ধের পর থেকে শুরু হয় যান চলাচল। খুলে যায় রোহিণীর রাস্তা। দার্জিলিং ও সিকিমে আটকে পড়া পর্যটকরা ধীরে ধীরে নেমে আসেন সমতলে।
ফুঁসছে তিস্তা, ভয়ঙ্কর তোর্সা। ত্রিবেণীর কাছে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল। দার্জিলিঙের এসডিও অফিস ও টার্নবুল স্কুলের কাছে ধসে ভেঙেছে একাধিক বাড়ি। বন্ধ টয় ট্রেন।
প্রেক্ষাপট
কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা-সহ জোড়া খুনে প্রথম গ্রেফতার। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার মিঠু হালদার। খুনে জড়িত সন্দেহে মিঠুর বড় ছেলের খোঁজে তদন্তকারীরা।
বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা আছে বলে যোগাযোগ করে মিঠুর বড় ছেলে। সুবীর চাকীতে ডেকে পরিকল্পনা ছিল টাকা নিয়ে পালানোর। চিনে ফেলায় আংটি, মানিব্যাগ হাতিয়ে খুন। গোয়েন্দা সূত্রে খবর।
খুন করে ডায়মন্ডহারবার পালিয়ে যায় ভিকি। রক্তমাখা জামাকাপড় পরিষ্কার করে দেয় ধৃত মিঠু। তথ্য গোপন করলেও কাঁকুলিয়ায় সিসিটিভি দেখে ভেঙে পড়ে মিঠু। গোয়েন্দা সূত্রে খবর।
সঙ্গী নিয়েই কাঁকুলিয়ায় কর্পোরেট কর্তা সহ দুজনকে খুন করে ভিকি। বারবার ফোন নম্বর বদল করছে খুনে অভিযুক্ত ভিকি। লোকেশন পাল্টে গোয়েন্দাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, সূত্রের খবর।
২০২০ সালে ছেলেদের সাহায্যে নিজের স্বামীকে খুনের চেষ্টা করেন মিঠু হালদার। মিঠু ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। স্বামীর সঙ্গে ঝামেলার পরেই ছাড়েন শ্বশুরবাড়ি। গোয়েন্দা সূত্রে খবর।
মৃত্যুর দিন বিজয়া সারতে গড়িয়াহাটের দোকান থেকে ৩ প্যাকেট মিষ্টি কেনেন সুবীর চাকী। গাড়িচালককে নিয়ে নিজেও খান মিষ্টি। এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ ফুটেজ।
কন্যাসন্তান হওয়ায় একবালপুরে সদ্যোজাত শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ২ কন্যাসন্তান হওয়ায় বাঁকুড়ায় শিশুকন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। উদ্ধার দেহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -