West Bengal News Live: ১২ বছর পর পেনশন পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Sep 2021 09:25 PM
West Bengal News Live: ১২ বছর পর পেনশন পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা

১২ বছর পর পেনশন পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা। অবসরের ১২ বছর পেনশনের ছাড়পত্র রাজ্য সরকারের। ইরা বসুর পেনশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। ২০০৯ মে থেকে বকেয়া পেনশনও পাবেন ইরা বসু। খড়দার প্রিয়নাথ গালর্স হাইস্কুলের শিক্ষিকা ছিলেন ইরা বসু। এবিপি আনন্দে খবর সম্প্রচারের ১০দিনের মাথায় পেনশনের ছাড়পত্র। পেনশনের নমিনি করা আছে বুদ্ধদেব-কন্যা সুচেতনাকে, খবর সূত্রের। 

WB News Live Updates: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

কলকাতায় একদিনে ১০৮ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে ৯৮ জন আক্রান্ত হয়েছেন, ৪ জনের মৃত্যু হয়েছে।

West Bengal News Live: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। সর্বোচ্চ মৃতের সংখ্যা উত্তর ২৪ পরগনায়। 

WB News Live Updates: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

 স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে ৫৩৭ জন করোনা আক্রান্ত।

West Bengal News Live: টিটাগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

লাগাতার বৃষ্টির জের। টিটাগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। 

WB News Live Updates: প্রবল বৃষ্টিতে পূর্ব বর্ধমানে ভেঙে পড়ল ১০০ বছরের পরিত্যক্ত বাড়ি

প্রবল বৃষ্টিতে পূর্ব বর্ধমানে ভেঙে পড়ল ১০০ বছরের পরিত্যক্ত বাড়ি। সোমবার ভোরে বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়ার্ডের আরপি দাস রোডের এই বাড়িটি ভেঙে পড়ে। বাড়ির অন্যতম মালিক জানিয়েছেন, ১ বছর ধরে এই বাড়িতে কেউ বাড়িতে থাকতেন না। তাঁর দাবি, বাড়িটি ভেঙে ফেলার জন্য পুরসভার দারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। তবে ঘটনায় হতাহতের খবর মেলেনি।

West Bengal News Live: বৃষ্টি থামলেও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ এলাকা

বৃষ্টি থামলেও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ এলাকা। দক্ষিণের নিউ গড়িয়া থেকে বাঙুর, ভিআইপি। এখনও জলবন্দি রাস্তা। জল থইথই খিদিরপুর। শেষমুহূর্তে মমতার পথসভা বাতিল। আজকের বদলে কাল পথসভার প্রস্তুতি। লন্ডন নয়, কলকাতা এখন ভেনিস, খোঁচা সুকান্তর। পুরসভা তৎপর, তাই দ্রুত নামছে জল, দাবি ফিরহাদের।

WB News Live Updates: খড়দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

খড়দার পাতুলিয়ায় আবাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু। ঘরের মধ্যে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু তিনজনের। মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট গৃহকর্তা। স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রী, মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বড় ছেলে। পরিবারে একমাত্র বেঁচে ৪ বছরের ছোট ছেলে। 

West Bengal News Live: জল জমার কারণে খিদিরপুরে বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা

জল জমার কারণে খিদিরপুরে বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আজ খিদিরপুরে সভা করার কথা ছিল ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জমা জলের কারণে বাতিল মমতার সভা। কাল খিদিরপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: দিল্লি হাইকোর্টে অভিষেকের ইডি-র বিরুদ্ধে মামলার শুনানি মুলতুবি

দিল্লি হাইকোর্টে অভিষেকের ইডি-র বিরুদ্ধে মামলার শুনানি মুলতুবি। দু’পক্ষকেই হলফনামা জমা দিতে নির্দেশ। তিনদিনের মধ্যে দু’পক্ষকে জমা দিতে হবে হলফনামা। এই মামলায় পরবর্তী শুনানি আগামী সোমবার।

West Bengal News Live: চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ভরদুপুরে ডাকাতি, পাকড়াও ৩, পলাতক ৪

চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ভরদুপুরে ডাকাতি। ভরদপুরে গ্রাহক সেজে ৭ সশস্ত্র দুষ্কৃতীর হামলা। গুলি চালিয়ে, রিভলভারের বাট দিয়ে মেরে ডাকাতি। পালানোর সময় চন্দননগর, চুঁচুড়া থেকে ৩ ডাকাত পাকড়াও। মগরা থেকে রিষড়া পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ করে তল্লাশি। পলাতক ৪ ডাকাতের খোঁজে উত্তরপাড়া-ব্যান্ডেলেও তল্লাশি। 

WB News Live Updates: কংগ্রেস ছাড়লেন পাঁচবারের বিধায়ক মইনুল হক

জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন মইনুল হক। তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন মইনুল। ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক ছিলেন মইনুল হক। কংগ্রেসের সম্পাদক, ঝাড়খণ্ডের পর্যবেক্ষকের পদ ছিলেন তিনি। আজ সনিয়া গাঁধী, অধীর চৌধুরীকে চিঠি দিয়ে সম্পাদকের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। তৃণমূল সূত্রের খবর, ‘২৩ সেপ্টেম্বর অভিষেকের সভায় যোগ দিতে পারেন মইনুল। জঙ্গিপুরের সভায় যোগ দিতে পারেন মইনুল। এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘কেন দল ছাড়ছেন, তা মইনুল হকই বলতে পারবেন।’ ইস্তফা নিয়ে এখনও পর্যন্ত মেলেনি মইনুল হকের প্রতিক্রিয়া। 

West Bengal News Live: পুরুলিয়ার শিশু-সূচকাণ্ডে মা ও মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড

পুরুলিয়ায় সাড়ে ৩ বছরের শিশুকে সূচ ফুটিয়ে খুনের ঘটনায় তার মা ও মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত।  নৃশংস ওই ঘটনা ঘটে ২০১৭-র ১১ জুলাই।  পুরুলিয়ার মফসসল থানার নদিয়াড়া গ্রামের বাসিন্দা মঙ্গলা গোস্বামীর সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে সূচ ফুটিয়ে দেয় তাঁর প্রেমিক সনাতন ঠাকুর।  গুরুতর আহত ওই শিশুকে কয়েকটি হাসপাতাল ঘুরে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হয়। সেখানেই মৃত্যু হয় তার।  সনাতন ও মঙ্গলাকে গ্রেফতার করে পুলিশ। চার বছর ধরে চলে বিচারপর্ব। আজ পুরুলিয়ার জেলা দায়রা আদালতের বিচারক দু’জনকে খুন ও ষড়যন্ত্রের ধারায় মৃত্যুদণ্ড দেন।

WB News Live Updates: নেতৃত্বে নতুন মুখ প্রয়োজন ছিল,বললেন দিলীপ ঘোষ

নেতৃত্বে নতুন মুখ প্রয়োজন ছিল। নবনিযুক্ত রাজ্য সভাপতিকে স্বাগত জানিয়ে বললেন দিলীপ ঘোষ।

West Bengal News Live: ‘সময় এলেই খেলা হবে’, তৃণমূলকে কটাক্ষ বিজেপির নতুন রাজ্য সভাপতির

বিজেপির নতুন রাজ্য সভাপতি তৃণমূলের খেলা হবে স্লোগানকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এখন তৃণমূল বলছে খেলা হবে। কিন্তু খেলা এক পক্ষে হয় না। সময় এলেই খেলা হবে।

WB News Live Updates: বিজেপির কর্মীরাই দলের মূল শক্তি, বললেন সুকান্ত মজুমদার

বিজেপির কর্মীরাই দলের মূল শক্তি। তাই কোন নেতা দল ছাড়লে বিজেপির কোনও ক্ষতি হবে না। মন্তব্য সুকান্ত মজুমদারের

West Bengal News Live: আগামীকাল ত্রিপুরায় আসছেন অভিষেক,কোভিড বিধি মেনেই ঐতিহাসিক বিক্ষোভ হবে,দাবি সুবল ভৌমিকের

আগামীকাল ত্রিপুরায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনেই ঐতিহাসিক বিক্ষোভ হবে। দাবি সুবল ভৌমিকের।

WB News Live Updates: বাবুল সুপ্রিয় প্রথম কিংবা শেষ নন, আরও বিশ্বাসঘাতক আছে, মন্তব্য তথাগতর

বাবুল সুপ্রিয় প্রথম কিংবা শেষ নন। আরও বিশ্বাসঘাতক আছে। বিস্ফোরক মন্তব্য প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের।

West Bengal News Live: দলের সম্বর্ধনা অনুষ্ঠানে তৃণমূলকে আক্রমণ বিজেপির নতুন রাজ্য সভাপতির

সম্বর্ধনা অনুষ্ঠানে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার। বলেছেন, ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীকে আর একবার পরাজয়ের স্বাদ দেওয়ার জন্য উদগ্রীব রয়েছি।

WB News Live Updates: বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সম্বর্ধনা দলের

বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সম্বর্ধনা। দলের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য নতুন রাজ্য সভাপতির

West Bengal News Live: হাওড়ার টিকিয়াপাড়া কারশেডে, ট্রেনের লাইনে টানা বৃষ্টির জেরে জল, ব্যহত হয়েছে ট্রেন চলাচল

হাওড়ার টিকিয়াপাড়া কারশেডে টানা বৃষ্টির জেরে জল দাঁড়িয়ে গেছে।  ট্রেনের লাইনেও জল। এর ফলে ব্যহত হয়েছে ট্রেন চলাচল।  পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, সিগন্যাল সিস্টেম কাজ করলেও ওই জায়গায় ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে। কারশেডে জল সরানোর জন্য চালানো হচ্ছে পাম্প।  

WB News Live Updates: খিদিরপুরে ৭৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন ফিরহাদ হাকিম

খিদিরপুরে কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন ফিরহাদ হাকিম। এই ওয়ার্ড ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। এখানেই আজ বিকেলে প্রচারে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৭৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন সুধীর বসু রোডে দাঁড়িয়ে উপস্থিত পুর আধিকারিকদের সঙ্গে কথা বলেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান।  দ্রুত জল নামানোর জন্য তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

West Bengal News Live: ত্রিপুরার আগরতলায় এনসিসি থানায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ

ত্রিপুরার আগরতলায় এনসিসি থানায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।  তৃণমূল সূত্রে খবর, তাঁকে প্রথমে খোয়াই থানায় হাজির হতে বলা হয়েছিল। পরে খোয়াই থানা থেকেই জানানো হয়, আগরতলায় এনসিসি থানায় হাজির হওয়ার জন্য। সেই থানায় গিয়েই অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ। 

WB News Live Updates: সুনীল মণ্ডল, অশোক দিন্দা ও অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

সুনীল মণ্ডল, অশোক দিন্দা ও অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রে খবর, চিঠিতে বলা হয়েছে, ওই তিনজনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই পর্যালোচনার পরই সিদ্ধান্ত হয়েছে, সাংসদ সুনীল মণ্ডল, বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই। রাজ্যের নিরাপত্তাই তাঁদের জন্য যথেষ্ট।

West Bengal News Live: প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, জানাল আদালত, আগরতলায় কাল হচ্ছে না অভিষেকের র‍্যালি

তৃণমূলের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে আদালতে ত্রিপুরা সরকারের আইনজীবী জানালেন,    ‘আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় সমস্ত বিক্ষোভ-সমাবেশ-মিছিল বন্ধ। বিপর্যয় মোকাবিলা আইন-সহ ১৪৪ ধারা বলবত্‍ করা হয়েছে।  সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। আজই এই বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা সরকার।’


করোনা-আবহে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত।তাই আগরতলায় কাল হচ্ছে না অভিষেকের র‍্যালি

WB News Live Updates: রাজ্য দফতরে দলের নতুন রাজ্য সভাপতিকে স্বাগত জানাল বিজেপি

রাজ্য দফতরে দলের নতুন রাজ্য সভাপতিকে স্বাগত জানাল বিজেপি।  এর আগে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর সাজানো হয়।  সভাপতির ঘর থেকে সরানো হয় দিলীপ ঘোষের নেমপ্লেট। নতুন রাজ্য সভাপতিকে অভ্যর্থনা জানানোর জন্য বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা ভিড় জমিয়েছেন।

West Bengal News Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে প্রার্থী না দিলে, সেটা হত বিজেপির গুড জেশ্চার, মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের

ভোটের প্রচারে বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরাকে ভালভাবে নেয়নি বাংলার মানুষ। যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলা শোভনীয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে প্রার্থী না দিলে, সেটা হত বিজেপির গুড জেশ্চার। কলকাতায় পৌঁছে একের পর এক বিস্ফোরক মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: আনন্দপুরে জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে গেল গাড়ি, উদ্ধার তিন আরোহী

রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক অঞ্চল। তারই মধ্যে রাতের অন্ধকারে দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর। গতকাল রাত ১১ নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত নেতাজি সুভাষ নগর কলোনিতে জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের পুকুরে পড়ে যায় একটি প্রাইভেট গাড়ি। সেই সময় গাড়িতে ছিলেন তিনজন।  পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের চেষ্টায় গাড়িতে আটকে পড়া তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

West Bengal News Live: ভবানীপুরে প্রচারে বেরিয়ে ফের পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর

ভবানীপুরে প্রচারে বেরিয়ে ফের পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি আজ সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি যে ওয়ার্ডে, সেই ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন। কালীঘাট রোড থেকে যে গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে গেছে, সেদিকে বিজেপি প্রার্থী যেতে গেলে পুলিশ বাধা দেয়। স্থানীয় সূত্রে দাবি, পুলিশ জানানয়, ওই গলিগুলিতে ১৪৪ ধারা জারি আছে। তাই এত লোক নিয়ে ওই জায়গায় যাওয়া যাবে না।  এ নিয়ে পুলিশের সঙ্গে বচসাও হয় বিজেপি প্রার্থীর। 

WB News Live Updates: বেলঘরিয়ার এমবি রোড এখনও জলমগ্ন, দোকান, বাড়িতে ঢুকেছে জল

বেলঘরিয়ার এমবি রোড এখনও জলমগ্ন।  দোকান, বাড়িতে জল ঢুকেছে। এর ওপর এই রাস্তায় প্রচুর খানাখন্দ রয়েছে।  স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা জলের নীচে চলে যাওয়ায় খানাখন্দের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

West Bengal News Live: রাজ্যে প্রথম ফুসফুস প্রতিস্থাপন হল মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে

রাজ্যে প্রথম ফুসফুস প্রতিস্থাপন হল মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে।  হাসপাতাল সূত্রে খবর, রাতভর প্রতিস্থাপনের অস্ত্রোপচার চলে।  আজ সকাল ৬টায় প্রতিস্থাপন সম্পূর্ণ হয়।  রোগী একমো সাপোর্টে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করার প্রক্রিয়া চলছে। তা শেষ হতে কয়েক ঘণ্টা লাগবে।  করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে প্রায় ১০৩ দিন একমো সাপোর্টে রয়েছেন কলকাতার বাসিন্দা ওই রোগী।  কোভিডে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিত্‍সকরা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। গতকাল রাতেই সুরাট থেকে প্রতিস্থাপনের জন্য সংগৃহীত ফুসফুস কলকাতায় আনা হয়। হাসপাতাল সূত্রে দাবি, পূর্ব ভারতেও এটিই প্রথম ফুসফুস প্রতিস্থাপন।

WB News Live Updates: রাজপুর সোনারপুর পুরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডই এখনও কমবেশি জলমগ্ন

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডই এখনও কমবেশি জলমগ্ন। একাধিক রাস্তায় প্রায় হাঁটু সমান জল।  অলি গলিতে জল আরও বেশি।  অনেক বাড়িতে জল ঢুকেছে।  পরিস্থিতি এতটাই খারাপ যে অনেককে বাডি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।পুরসভা সূত্রে দাবি, পাম্প চালিয়ে জল সরানোর কাজ চলছে। পঞ্চায়েত এলাকাতেও নীচু জমি জলের তলায়।  

West Bengal News Live: সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন

সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন। কোথাও কোথাও হাঁটু সমান জল। জমা জল দেখে অনেকে গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন।  নবদিগন্তের কর্মীরা জল সরানোর কাজে নেমেছেন। রাস্তার নিকাশী নালার ঢাকনা খুলে দেওয়া হচ্ছে যাতে দ্রুত জল নামতে পারে।    

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ত্রাণ নিয়ে যাওয়ার পথে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু একজনের

ত্রাণ নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের।  আর একজন পড়ে যান নৌকা থেকে। তাঁর এখনও খোঁজ মেলেনি। ঘটনায় তিনজন আহত হন। তাঁদের পূর্ব মেদিনীপুর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে।

West Bengal News Live: ভোটের রণকৌশলে ভুল ছিল, আগামী লড়াইয়ের আগে স্ট্র্যাটেজিতে বদল হবে, বললেন দিলীপ

ভোটের রণকৌশলে ভুল ছিল। পরবর্তী লড়াইয়ের আগে স্ট্র্যাটেজি বদল হবে, বললেন দিলীপ। বললেন, নেতৃত্বে নতুন মুখ প্রয়োজন ছিল।

WB News Live Updates: সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের দাদা

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের দাদা বিশ্বজিত্‍ সরকার। বিজেপির রাজ্য সভাপতির কাছে তাঁর অভিযোগ, এখনও তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।  সব শুনে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে তালিবানি শাসন চলছে।  পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি।  

West Bengal News Live: চিনার পার্কের চারটি রাস্তার মোড়ে জল ঠেলেই চলছে বাস, গাড়ি

চিনার পার্কের চারটি রাস্তার মোড় জল থইথই। জল ঠেলেই চলছে বাস, গাড়ি।  জল জমে থাকায় বাস সংখ্যায় কম।  সকালে অফিসযাত্রীরা বাসের ধরতে গিয়ে দুর্ভোগে পড়েন।  চিনারপার্ক থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় বেশি পরিমাণে জল জমে থাকায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।  

WB News Live Updates: উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও জমে রয়েছে জল

উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও জল জমে আছে।   সিঁথির মোড় থেকে ডানলপগামী বিটি রোডের বড় অংশ এখনও জলমগ্ন।  জল জমে রয়েছে টালা, দমদম, বরানগর , চিত্‍পুর, বাগবাজার, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে। 

West Bengal News Live: আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে।  
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।  

WB News Live Updates: লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকা

লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকা। মাতলা ১ ও মাতলা ২ নং গ্রাম পঞ্চায়েতের মমতা পল্লী, মিঠাখালি,নোনাঘেরি, আয়ুব নগর সহ বেশ কিছু এলাকায় হাঁটু সমান জল। বাড়ির মধ্যেও ঢুকে রয়েছে জল।সমস্যায় ক্যানিংয়ের সাধারণ মানুষ।

West Bengal News Live: বাবুল সুপ্রিয় দলে থাকলে ভাল হত, শহরে এসে মন্তব্য বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

বাবুল সুপ্রিয় দলে থাকলে ভাল হত।  আজ কলকাতায় এসে এই মন্তব্য করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  সেইসঙ্গে তাঁর ব্যাখ্যা, দলের দুর্বলতা ছিল বলেই বিধানসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে।  

WB News Live Updates: রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে কলকাতায় এলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে কলকাতায় এলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এদিন সকালে বালুরঘাট থেকে ট্রেনে শিয়ালদহে আসেন তিনি।

West Bengal News Live: ঘূর্ণাবর্ত সরছে পশ্চিমে,পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, তবে আজও বৃষ্টি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়

আজ ঘূর্ণাবর্ত সরছে পশ্চিমে। তার জেরে, পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমান। তবে রেহাই নেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টি হবে। তবে তা গতকালের তুলনায় পরিমানে কম

WB News Live Updates: কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যুতে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

কর্মরত অবস্থায় কাঁকিনাড়া জুটমিলে শ্রমিকের মৃত্যু। সহকর্মীদের দাবি, কাজ করার সময় মাথা ঘুরে মেশিনের ওপর পড়ে যান তিনি। তখনই মৃত্যু হয়। শ্রমিক মৃত্যুতে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা।

West Bengal News Live:বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড়ে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড়ে এলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার বিকালে প্রথমে তিনি ভোজেরহাটে আসেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। সেখান থেকে তিনি ভাঙড়ের মরিচা গ্রামে যান।

WB News Live Updates:কেলেঘাইয়ের বাঁধ ভেঙে ভাসছে পটাশপুর

কেলেঘাইয়ের বাঁধ ভেঙে ভাসছে পটাশপুর। প্লাবিত ভগবানপুর, এগরা-সহ কাঁথি ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বাঁধ এখনও মেরামত করতে না পারায়, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: আচমকা বিজেপির রাজ্য সভাপতির পদে বদল। সরানো হল দিলীপকে। নতুন রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দিলীপকে করা হল সর্বভারতীয় সহ সভাপতি।


ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোটের ঠিক আগে রাজ্য বিজেপির ক্যাপ্টেন বদল। ট্যুইট করে সুকান্তকে শুভেচ্ছা জানালেন দিলীপ। সময়োচিত পদক্ষেপ, নাম না করে দিলীপকে খোঁচা দিয়ে ট্যুইট তথাগতর।


দায়িত্ব পেয়েই সবাইকে নিয়ে এগিয়ে চলার বার্তা সুকান্তর।


আমার নেতৃত্বেই ৪ নম্বর থেকে বিরোধী দলের ভূমিকায় বিজেপি। নেতৃত্বে নতুন মুখ প্রয়োজন। নতুন দায়িত্ব পাওয়ার পরে প্রতিক্রিয়া দিলীপের। দলকে শক্তিশালী করেছেন দিলীপ, বললেন সুকান্ত।


দিলীপের কিছু কাজের জন্যেই রাজ্যে সংগঠনের ক্ষতি, খোঁচা তথাগতর।বদল হওয়ারই ছিল, সুকান্ত খুব ভদ্র, বললেন সৌমিত্র। দিলীপের আগেই পদত্যাগ করা উচিত ছিল। বিজেপির রদবদল নিয়ে কটাক্ষ সৌগতর।


তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথমবার। নবান্নে মমতা-বাবুল সুপ্রিয় সাক্ষাৎ। বাবুলের জন্য জ্বালা নেই, মিষ্টি বিলি হচ্ছে আসানসোলে, দাবি দিলীপের।


  ইডির সমন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে আজ অভিষেক-রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। দিল্লির বদলে কয়লাকাণ্ডে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের আবেদন। আজ বিচারপতি যোগেশ খান্নার বেঞ্চে শুনানি।


অভিষেকের মিছিলের অনুমতি বারবার বাতিল। ত্রিপুরা হাইকোর্টে তৃণমূল। সরকারের অবস্থান কী? জানাতে বলল আদালত। আজ শুনানি। আগে বাংলাকে বাঁচান, কটাক্ষ দিলীপের।


রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের মনোনয়ন। হারার ভয়ে আগেই ময়দান ছেড়ে পলাতক, প্রার্থী না দেওয়ার শুভেন্দুর ঘোষণাকে খোঁচা তৃণমূলের। নবান্নে মমতা-অভিষেকের সঙ্গে পিকের বৈঠক।


আমফান দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে রাজ্যের তদন্ত। রাজ্যের দেওয়া রিপোর্ট নিল না হাইকোর্ট। আইওয়াশের জন্য রিপোর্ট, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচরপতির। ২৭ তারিখ রিপোর্ট দেওয়ার নির্দেশ।


নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বহু এলাকা জলের তলায়। কোথাও কোথাও কোমর সমান। নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। সরানো হল প্রায় দেড় লক্ষ দুর্গতকে।


আজও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে পঃ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। নদীর জলস্তরও বাড়ার আশঙ্কা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.