West Bengal News Live: পুজোর পর স্কুল খোলার ব্যবস্থা করা হচ্ছে, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Get the latest West Bengal News and Live Updates:আজ হচ্ছে না অভিষেকের  র‍্যালি। করোনা-আবহে বিপর্যয় মোকাবিলা আইন-সহ ১৪৪ ধারা কার্যকর, পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। হাইকোর্টে জানাল ত্রিপুরা সরকার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Sep 2021 05:06 PM
West Bengal News Live: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পের প্রস্তুতি

পুজোর পরেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভাবনা, শুরু তৎপরতা। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পের প্রস্তুতি।

West Bengal News Live: তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে

আবাস যোজনার টাকা পেতে তৃণমূল নেতাকে দিতে হচ্ছে কাটমানি! এমনই অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে।

West Bengal News Live: তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে

আবাস যোজনার টাকা পেতে তৃণমূল নেতাকে দিতে হচ্ছে কাটমানি! এমনই অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে।

West Bengal News Live: তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে

আবাস যোজনার টাকা পেতে তৃণমূল নেতাকে দিতে হচ্ছে কাটমানি! এমনই অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে।

West Bengal News Live: দমদমের মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু

দমদমের মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু। ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট, দাবি স্থানীয়দের।

West Bengal News Live: বাংলাদেশ থেকে ১৬ টন ইলিশ এল রাজ্যে

বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ এল রাজ্যে। বাংলাদেশ সরকার আগেই ঘোষণা করেছিল ভারতে পাঠানো হবে পদ্মার ইলিশ। 

West Bengal News Live: প্লাবিত পূর্ব মেদিনীপুরের একের পর এক গ্রাম

বৃষ্টির পাশাপাশি ঢুকছে কেলেঘাইয়ের জল। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে পূর্ব মেদিনীপুরের একের পর এক গ্রাম।

West Bengal News Live: মগরাহাটের করিমাবাদে বোমা উদ্ধার

মগরাহাটের করিমাবাদে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিত্যক্ত বাড়ি থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার।

West Bengal News Live: দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

খড়দার পর দমদম। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ জনের।

West Bengal News Live: দুবরাজপুর-খয়রাশোলে বেহাল সড়ক

বেহাল অবস্থা দুবরাজপুর-খয়রাশোল সড়কের। বড় বড় গর্তে রাস্তা এমনিতেই মরণফাঁদ। ক্ষোভ যাত্রীদের। 

West Bengal News Live: প্রেসিডেন্সি জেলে ফের মাদক পাচারের চেষ্টা

প্রেসিডেন্সি জেলে ফের মাদক পাচারের চেষ্টা। মাদক-সহ হাতেনাতে পাকড়াও বিচারাধীন বন্দি। আদালত থেকে ফেরার পর তল্লাশির সময় উদ্ধার মাদক

West Bengal News Live: করোনায় মৃত্যু হলে আর্থিক সাহায্যের ঘোষণা সুপ্রিম কোর্টর

করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য। পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা সুপ্রিম কোর্টের। 

West Bengal News Live: চেতলায় ভোট প্রচারে মমতা

'ভবানীপুরেও বহিরাগত এসে ভোট করেছে', চেতলায় ভোট প্রচারে বার্তা মমতার

West Bengal News Live: প্রিয়ঙ্কার হয়ে প্রচারে শুভেন্দু

লর্ডস সিনহা রোডে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে শুভেন্দু অধিকারী। 

West Bengal News Live: চেতলায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

চেতলায় নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live: একবালপুরে প্রচারে মমতা

''আমি যদি জিততে না পারি, তবে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবে'', নির্বাচনী প্রচারে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live: একবালপুরে নির্বাচনী প্রচার মমতার

''ভোটের ময়দানে লড়াই হবে। বিজেপিকে দেশছাড়া করব'', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

খিদিরপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: খড়দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

খড়দার আবাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ জনের। আতঙ্কে আবাসন ছাড়ছেন অনেকেই। 

WB News Live Updates: মমতা, অভিষেককে ধন্যবাদ জানালেন ইরা বসু

পেনশন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন ইরা বসু।

West Bengal News Live: ১২ বছর পর পেনশনে ছাড়পত্র পেলেন ইরা বসু

১২ বছর পর পেনশনে ছাড়পত্র পেলেন ইরা বসু। বুদ্ধদেব ভট্টাচার্যর শ্যালিকা ইরা বসুর পেনশন চালু। খড়দায় গিয়ে ইরা বসুর হাতে পেনশনের নথি তুলে দিলেন ডিআই। হাতে নথি পেয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেককে ধন্যবাদ জানালেন ইরা বসু।

WB News Live Updates: ঠাকুরপুকুরের নার্সিংহোমে মগরাহাট পশ্চিমের বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু

ঠাকুরপুকুরের নার্সিংহোমে মগরাহাট পশ্চিমের বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু।  ‘ভোট গণনার দিন বিজেপির প্রার্থীর উপরে হামলা, মাথায় চোট। তারপর থেকেই অসুস্থ ছিলেন বিজেপির পরাজিত প্রার্থী। আজ ঠাকুরপুকুরের নার্সিংহোমে ধূর্জটি ওরফে মানস সাহার মৃত্যু । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সিবিআই তদন্তের দাবি।এখনও এব্যাপারে মেলেনি তৃণমূলের কোনও প্রতিক্রিয়া

West Bengal News Live: চন্দ্র বসুর বাড়িতে এলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল

চন্দ্র বসুর গোলপার্কের বাড়িতে এলেন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

WB News Live Updates: ফের কলকাতায় সিমবক্স প্রতারণার কারবার, কসবায় তল্লাশি এসটিএফের

ফের কলকাতায় সিমবক্স প্রতারণার কারবার। কসবা এলাকায় তল্লাশি চালায় কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হল ৩টি সিমবক্স, প্রচুর সিমকার্ড, রাউটার, সিপিইউ, মিডিয়া কনভার্টার। অভিযোগ, ইন্টারন্যাশনাল কলকে জিএসএম কলে রূপান্তরিত করে চলত প্রতারণা

West Bengal News Live: বেআইনি কয়লা খাদান মামলায় ইসিএল-কে ভর্ত্‍‍সনা হাইকোর্টের

বেআইনি কয়লা খাদান মামলায় ইসিএল-কে ভর্ত্‍‍সনা হাইকোর্টের।‘২০১৩ সালে বেআইনি কয়লা খাদান নিয়ে মামলা দায়ের হয়।  এতদিন ধরে কি ঘুমিয়ে ছিলেন? কেন পদক্ষেপ হয়নি? কেন আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়নি?’,প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে হাজিরার নির্দেশ। ১১ নভেম্বর ভার্চুয়ালি হাজিরার নির্দেশ আদালতের।বেআইনি কয়লা খাদান নিয়ে আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট সিবিআইয়ের। রিপোর্ট পেশ করা হয় রাজ্যের তরফেও

WB News Live Updates: ইডি-র পর সিবিআই, অধ্যক্ষের তলবে বিধানসভায় যাচ্ছেন না সিবিআই আধিকারিকরা

ইডি-র পর সিবিআই। অধ্যক্ষের তলবে বিধানসভায় যাচ্ছেন না সিবিআই আধিকারিকরা। ই মেল মারফত জানাল সিবিআই। নারদ-মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত হয়েছে, মানা হয়েছে সব নিয়ম, ই মেলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। খবর সূত্রের। 

West Bengal News Live: মানিকচক পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে ফের শাসকদলের বিভাজন প্রকাশ্যে

মানিকচক পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে ফের শাসকদলের বিভাজন প্রকাশ্যে। তৃণমূল সদস্যার স্বামীকে অপহরণের অভিযোগ ঘিরে গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। আহত হন চারজন। অভিযোগ, তৃণমূল সদস্যার স্বামী ও স্থানীয় তৃণমূল নেতাকে অপহরণের চেষ্টা করে তৃণমূল কর্মী ও তাঁর দলবল। অভিযুক্তের দাবি, বিজেপি প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা বানচাল করতেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। দু’ পক্ষই মানিকচক থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তৃণমূল নেতৃত্বে জানিয়েছে, দলবিরোধী কাজে যারা যুক্ত তাদের দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। বিজেপির কটাক্ষ, গোষ্ঠীকোন্দল তৃণমূলের সহজাত প্রবৃত্তি। 

WB News Live Updates: মালদহে বন্যার ত্রাণের টাকা নয়ছয় উদ্বেগের, সরাসরি জড়িত পঞ্চায়েত সমিতির প্রধান, হাইকোর্টে স্বীকার রাজ্যের

‘মালদহে বন্যা পরিস্থিতির পর ত্রাণের টাকা নয়ছয় অত্যন্ত উদ্বেগের। ত্রাণের টাকা নয়ছয়ে সরাসরি জড়িত পঞ্চায়েত সমিতির প্রধান’,হাইকোর্টে স্বীকার করল রাজ্য সরকার।
২০১৯ সালে মালদহে ত্রাণের টাকা অ্যাকাউন্টে জমার কথা ঘোষণা। একই অ্যাকাউন্টে পাঠানো হয় একাধিক ব্যক্তির টাকা।আদালতের নির্দেশে এফআইআর হলেও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। ‘এই মামলায় অপরাধী পালিয়েছে।  প্রশাসন কাজ করছে, প্রমাণে আরও ১ সপ্তাহ সময় দেওয়া হোক।’আদালতে আর্জি অ্যাটর্নি জেনারেল গোপাল মুখোপাধ্যায়ের।‘তাহলে কাজ হচ্ছে না কেন? আইওয়াশ হচ্ছে?’তীব্র ভর্ত্‍‍সনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

West Bengal News Live: 'নিয়ম মেনেই চার্জশিট', বিধানসভার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি পাঠাল ইডি

বিধানসভার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি পাঠাল ইডি। নারদ মামলায় দ্বিতীয়বার চিঠি পাঠাল ইডি।চিঠিতে বলা হয়েছে, ‘আর্থিক তছরুপ মামলায় নিয়ম মেনেই চার্জশিট করা হয়েছে’।‘এক্ষেত্রে স্পিকারের অনুমোদনের প্রয়োজন পড়ে না।

WB News Live Updates: ভয় পেয়েছে তৃণমূল, প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ বিজেপির

 ভয় পেয়েছে তৃণমূল। ভবানীপুরে প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ বিজেপির। অস্ত্র নিয়ে হাই সিকিউরিটি জোনে বিজেপি, বদল করেছে রুট। মানা হয়নি কমিশনের নিয়ম, দাবি পুলিশের।

West Bengal News Live: মগরাহাটে পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল ৪০টা তাজা বোমা

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে উদ্ধার হল ৪০টা তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে কড়িমাবাদ নস্করপাড়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে প্রচুর বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে যায় মগরাহাট থানার পুলিশ। বাড়ি ঘিরে ফেলা হয়। আজ সকালে এলাকায় গিয়ে বোমাগুলো উদ্ধার করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। কে বা কারা, পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত করেছিল, খতিয়ে দেখছে মগরাহাট থানার পুলিশ।

WB News Live Updates: প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের

দায়িত্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় থেকে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সমর্থনে মাঠে নামলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে আটকায় পুলিশ। 

West Bengal News Live: রাতে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে তছনছ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পূর্ব আম্বা গ্রাম

রাতে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে তছনছ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পূর্ব আম্বা গ্রাম। প্রায় ৭০-৭৫টা বাড়ি ক্ষতিগ্রস্ত। গাছ উপড়ে বেশ কয়েকটি বাড়ির ওপর পড়ে। মাটির বাড়ির খড়ের চাল উড়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা সাফাইয়ে হাত লাগিয়েছেন স্থানীয়রাই

WB News Live Updates: ঝাড়খণ্ডে সরেছে নিম্নচাপ,আজও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

ঝাড়খণ্ডে সরেছে নিম্নচাপ। আজও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে।কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

West Bengal News Live: কোটি টাকার বেশি আর্থিক তছরুপের অভিযোগে সিবিআইয়ের জালে ইছাপুর রাইফেল কারখানার কর্মী

কোটি টাকার বেশি আর্থিক তছরুপের অভিযোগে সিবিআইয়ের জালে ইছাপুর রাইফেল কারখানার এক কর্মী। ধৃতের নাম মধুসূদন মুখোপাধ্যায়। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্টস বিভাগের কর্মী। অভিযোগ, ২০১২-২০১৬ সালের মধ্যে তিনি ১ কোটি ৭০ লক্ষ টাকা তছরুপ করেন। ২০১৭ সালে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই।

WB News Live Updates: মহিষাদলে বাজ পড়ে মৃত্যু দুজনের

সকালে রূপনারায়ণে মাছ ধরতে গিয়েছিলেন। বাজ পড়ে মৃত্যু হল দু’ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহিষাদলের গাজিপুরে। গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। 

West Bengal News Live: বাঁশদ্রোণীতে রাগের বশে ছেলের মাথায় কোপ মায়ের

বাঁশদ্রোণীতে মায়ের হাতে আক্রান্ত হলেন যুবক। গতকাল রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ, মা ও ছেলের মধ্যে বচসা চলছিল। রাগের বশে কাটারি দিয়ে ছেলের মাথায় কোপ মারেন মা। এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন ৩০ বছরের সুরজিৎ দাস। মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্ত্রী

স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে। মৃতের নাম রাম মুসোহার, পেশায় রঙের মিস্ত্রি।মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও পিসতুতো দাদা গ্রেফতার।স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন কি না, খতিয়ে দেখা হচ্ছে

West Bengal News Live: প্রতিবারের মতো এবারও জলে ভাসছে আলিপুর বডিগার্ড লাইন্স

জুতো হাতে, ইউনিফর্ম পরে ডিউটিতে যাচ্ছেন পুলিশ কর্মীরা। ভরসা স্পিড বোট।তবে সংখ্যায় কম থাকায় কোমর-সমান জল ঠেলেই চলছে যাতায়াত। সময়ে হাজিরা দেওয়ার জন্য আগেভাগে বেরিয়ে পড়ছেন পুলিশ কর্মীরা। প্রতিবারের মতো এবারও জলে ভাসছে আলিপুর বডিগার্ড লাইন্স।

WB News Live Updates: বৃষ্টি কমলেও এখনও জলমগ্ন মুকুন্দপুরের একাংশ

খাল-বিল, রাস্তা মিলেমিশে একাকার। বৃষ্টি কমলেও, এখনও জলমগ্ন মুকুন্দপুরের একাংশ। পূর্ব যাদবপুর থানার সামনে রাস্তায় জল জমে রয়েছে। যাতায়াতে ভোগান্তি বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।

West Bengal News Live: ভবানীপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে হরদীপ সিং পুরী

বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। সকালে প্রথমে যান ভবানীপুর গুরদোয়ারায়। এরপর রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করবেন পেট্রোলিয়ামমন্ত্রী। লর্ড সিন্হা রোডে করবেন পথসভা। 

WB News Live Updates: বানারহাটের চা বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে আহত ৪ শ্রমিক

বানারহাটের রিয়াবাড়িতে বৃষ্টির মধ্যে চা বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে আহত ৪ শ্রমিক। আহতদের প্রথমে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ভর্তি করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে।

West Bengal News Live: নয়াগ্রাম, গোপীবল্লভপুরে আচমকা হড়পা বান, ভেঙে পড়ল বাড়ি, ভাঙল রাস্তা

ঝাড়গ্রামের নয়াগ্রাম, গোপীবল্লভপুরে আচমকা হড়পা বান। ভেঙে পড়ল বাড়ি, ভাঙল রাস্তা। প্রবল বৃষ্টির মধ্যেই হঠাৎ হড়পা বানে বিপর্যস্ত এলাকা। প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল।

WB News Live Updates: কোচবিহারের জিরানপুরে বোমার আঘাতে জখম দুই ব্যক্তি

কোচবিহারের জিরানপুরে বোমার আঘাতে জখম দুই ব্যক্তি। কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহতরা। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জানিয়েছেন জেলার পুলিশ সুপার। রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি আহতদের।

West Bengal News Live: গাড়িতে টয়ট্রেনের ধাক্কা

শিলিগুড়ির দাগাপুরে টয়ট্রেন দুর্ঘটনা। লাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি চারচাকার গাড়িকে ধাক্কা মারল দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়িগামী টয় ট্রেন। গাড়িতে কেউ না থাকায় হতাহতের খবর নেই।

WB News Live Updates:সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুরসভার দুই কোঅর্ডিনেটর

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুরসভার দুই কোঅর্ডিনেটর সহ প্রায় ৫০ জন নেতা-কর্মী। খবর প্রকাশ্যে আসতেই ওই দুজনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করল সিপিএম। ঘটনা ঘিরে তুঙ্গে সিপিএম-তৃণমূল তরজা।

প্রেক্ষাপট

 ঘরের মধ্যে জমা জলে বিদ্যুতের তার পড়ে দুর্ঘটনা। খড়দার আবাসনে একই পরিবারের ৩জনের মৃত্যু। টিটাগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। ভগবানপুরে নৌকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে ২জনের মৃত্যু। 


বৃষ্টি থামলেও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ এলাকা। দক্ষিণের নিউ গড়িয়া থেকে বাঙুর, ভিআইপি। এখনও জলবন্দি রাস্তা। 
বর্ধমানে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি। 


 জল থইথই খিদিরপুর। শেষমুহূর্তে মমতার সভা বাতিল।লন্ডন নয়, কলকাতা এখন ভেনিস, খোঁচা সুকান্তর। পুরসভা তৎপর, তাই দ্রুত নামছে জল, দাবি ফিরহাদের। 


 কলকাতা: সুনীল মণ্ডল, অশোক দিন্দা ও অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের নিরাপত্তাই যথেষ্ট, পর্যালোচনার পর সিদ্ধান্ত, জানাল দিল্লি। শুরু জল্পনা।


তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন ফরাক্কার ৫ বারের প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার যোগ দিতে পারেন অভিষেকের জঙ্গিপুরের সভায়। কেন ছাড়ছেন উনিই বলতে পারবেন, মন্তব্য অধীরের। 



হাই সিকিওরিটি জোনের কারণ দেখিয়ে অভিষেকের বাড়ির কাছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রচারে বাধা। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। কমিশনের কাছে নালিশ প্রিয়ঙ্কার। 


আজ হচ্ছে না অভিষেকের  র‍্যালি। করোনা-আবহে বিপর্যয় মোকাবিলা আইন-সহ ১৪৪ ধারা কার্যকর, পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। হাইকোর্টে জানাল ত্রিপুরা সরকার। 


 আগরতলায় এনসিসি থানায় গিয়ে অসুস্থ সম্পাদক কুণাল ঘোষ। জিজ্ঞাসাবাদের সময় আচমকা অসুস্থ, বমি করায় চিকিত্সার জন্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে হাসপাতালে, জানাল পুলিশ।


 রাজ্যপালের সম্মতি নিয়েই চার্জশিটে ফিরহাদ-সুব্রত-মদন। বিধানসভায় হাজিরার আগের দিন স্পিকারকে ইডির চিঠি। পাল্টা চিঠি স্পিকারের। আমার প্রত্যাশা আজ আসবেন ২ অফিসার, বললেন বিমান বন্দ্যোপাধ্যায়। 


দিল্লি হাইকোর্টে ইডির সমন খারিজ চেয়ে অভিষেক-রুজিরার মামলার শুনানি স্থগিত। ৩দিনের মধ্যে দু’পক্ষকেই হলফনামা দিতে নির্দেশ আদালতের। সোমবার পরবর্তী শুনানি। 
শুনানি স্থগিত


এবার স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পথে বৈশাখী। তিন বছর আলাদা আছি, ডিভোর্স জরুরি, বললেন মনোজিৎ। 


চিটফান্ড মামলায় হাইকোর্টে রাজ্য পুলিশের ডিজির হাজিরা। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সহযোগিতা চাইল আদালত। নথি সংক্রান্ত সমস্যা সমাধানে নোডাল অফিসার নিয়োগের পরামর্শ। 



পুরুলিয়া সুচকাণ্ডে সাজা ঘোষণা। মৃত শিশুর মা ও মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত। দু’জনকে খুন ও ষড়যন্ত্রের ধারায় মৃত্যুদণ্ডের নির্দেশ।
এবিপি আনন্দে খবর সম্প্রচারের ১০দিনের মাথায় তৎপরতা। ১২ বছর পরে পেনশন পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু। মিলবে ২০০৯ থেকে বকেয়াও। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.