West Bengal News Live: পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি রাজ্যপালের

Get the latest West Bengal News and Live Updates: বৈঠকের পরেই রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি রাজ্যপালের

abp ananda Last Updated: 23 Nov 2021 07:20 PM
West Bengal News Live: মহিষাদলে প্রশাসনের নির্ধারিত দিনে, গৃহপ্রবেশ করলেন বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়া গ্রাহকরা

মহিষাদলে প্রশাসনের নির্ধারিত দিনে, গৃহপ্রবেশ করলেন বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়া গ্রাহকরা। যেখানে বাড়ি পেতে পক্ষপাতিত্ব করা হয়, সেখানে গৃহপ্রবেশ নাটক, কটাক্ষ করেছে বিজেপি।তৃণমূলের কাজ মানুষ দেখছে, তাই বিজেপি হারছে, তৃণমূল জিতছে, খোঁচা শাসকদলের।

WB News Live Updates: ৮ দিন ধরে, SSKM’এর মেইন বিল্ডিংয়ের উল্টোদিকে মাটিতে পড়ে রয়েছেন ক্যান্সার আক্রান্ত রোগী

৮ দিন ধরে, SSKM’এর মেইন বিল্ডিংয়ের উল্টোদিকে মাটিতে পড়ে রয়েছেন ক্যান্সার আক্রান্ত রোগী। কোনও চিকিৎসা মিলছে না বলে অভিযোগ পরিবারের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।

West Bengal News Live: দুর্গাপুর স্টিল প্লান্টের জমি থেকে গাছ কেটে পাচার ও ফাঁকা প্লট বিক্রির অভিযোগ

দুর্গাপুর স্টিল প্লান্টের জমি থেকে গাছ কেটে পাচার ও ফাঁকা প্লট বিক্রির অভিযোগ। জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব স্থানীয়দের একাংশ। ঘটনাস্থল খতিয়ে দেখল বন দফতর। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। জানিয়েছে দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ।

WB News Live Updates: কালনার সাহাপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কালনার সাহাপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অপমানে আত্মহত্যার অভিযোগ, উদ্ধার সুইসাইড নোট। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ, তদন্তে পুলিশ।

West Bengal News Live: ক্যানিং যুব তৃণমূল নেতা খুনে আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিং যুব তৃণমূল নেতা খুনে আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। যে অটোতে এসে হামলা চলে, তা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন সরাসরি খুনের ঘটনায় যুক্ত। তবে ঘটনার পর ৩ দিন পেরিয়ে গেলও অধরা মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি।

WB News Live Updates: বিধাননগরের সুকান্তনগরে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বিধাননগরের সুকান্তনগরে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগ দায়ের বিধাননগর দক্ষিণ থানায়। প্রতিবাদীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 
২০২০ সালে বেআইনি নির্মাণের প্রতিবাদ সুকান্তনগরের বাসিন্দা। ঘটনার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। প্রতিবাদীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 

West Bengal News Live: নিউ আলিপুরে ড্রেনের ঢাকনা চুরি

নিউ আলিপুরে ড্রেনের ঢাকনা চুরি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির ছবি। এনিয়ে থানায় অভিযোগ করে তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটরের দাবি, কলকাতা পুরসভাকে বদনাম করতে একাজ করা হয়েছে। যা শুনে শাসকদলকে পাল্টা তোপ দেগেছে বিজেপি।

WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭২০, ১০জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭২০। ১০জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা। একদিনে ৪জনের মৃত্যু হয়েছে কলকাতায়। কলকাতায় একদিনে ২১১জন করোনা সংক্রমিত। জলপাইগুড়িতে একদিনে ২জনের মৃত্যু, ১০জন আক্রান্ত।


 

West Bengal News Live: পুরুলিয়ার বরাবাজারের ধারগ্রামে পাথর খাদানে বিস্ফোরণের জেরে একাধিক ঘরে ফাটলের অভিযোগ

পুরুলিয়ার বরাবাজারের ধারগ্রামে পাথর খাদানে বিস্ফোরণের জেরে একাধিক ঘরে ফাটলের অভিযোগ। গ্রেফতার খাদানের মালিক বিজেপির পঞ্চায়েত সদস্য। ঘটনায় চক্রান্তের অভিযোগ করেছে গেরুয়া শিবির। এদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় বেআইনি খাদানের রমরমা হলেও প্রশাসন নীরব। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।

WB News Live Updates: সব জেলায় কোভিড হাসপাতাল ও ওয়ার্ডের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ আগের চেয়ে অনেক কম থাকায় আপাতত সব জেলায় কোভিড হাসপাতাল ও ওয়ার্ডের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।  প্রতি জেলায় একটি বা দুটি কোভিড হাসপাতাল অথবা ওয়ার্ড রেখে বাকি কোভিড হাসপাতালগুলি আপাতত বন্ধ করে দিতে বলা হয়েছে। সোমবার সেই মর্মে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

West Bengal News Live: পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি রাজ্যপালের

পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি রাজ্যপালের। ‘সাংবিধানিক ক্ষমতা থাকা সত্ত্বেও সরকারের পথেই হাঁটছে কমিশন। পুরভোট নিয়ে রাজ্য সরকারের পথেই চলছে রাজ্য নির্বাচন কমিশন। আমার কাছে এব্যাপারে বিস্তারিত তথ্য আছে।''বৈঠকের পরেই রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি রাজ্যপালের। 

WB News Live Updates: নাগেরবাজার উড়ালপুলে দুর্ঘটনায় বাইক আরোহী মহিলার মর্মান্তিক মৃত্যুর পর তত্‍পর হয়েছে পুলিশ

নাগেরবাজার উড়ালপুলে দুর্ঘটনায় বাইক আরোহী মহিলার মর্মান্তিক মৃত্যুর পর তত্‍পর হয়েছে পুলিশ। আজ সকাল থেকে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে শুরু হয়েছে কড়া নজরদারি। উড়ালপুলে যে সব গাড়ি উঠছে, তার কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে। হেলমেটবিহীন বাইক চালকদের করা হচ্ছে জরিমানা।

West Bengal News Live: ফের কলকাতায় সাইবার প্রতারণা

ফের কলকাতায় সাইবার প্রতারণা। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিআইটি রোড শাখার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে হয় প্রতারণা। ব্যাঙ্কের এক আউটসোর্স কর্মী সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: ত্রিপুরায় পুরভোট স্থগিতের তৃণমূলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ত্রিপুরায় পুরভোট স্থগিতের তৃণমূলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের নির্দেশ। কমিশনের সঙ্গে ত্রিপুরার ডিজিপি, আইজিপিকে বৈঠকের নির্দেশ। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কাল সকালের মধ্যে বৈঠকের নির্দেশ। 

West Bengal News Live: রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় আরও গ্রেফতার ৩

রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় আরও গ্রেফতার। বীরভূমের কাঁকড়তলায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ৩ অভিযুক্ত। বিজেপি নেতা মিঠুন বাগদী খুনে গ্রেফতার আরও ৩ অভিযুক্ত। সিবিআইয়ের হাতে গ্রেফতার ৩ অভিযুক্ত। 

WB News Live Updates: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা কীর্তি আজাদ

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদ পবন বর্মা। তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অশোক তানওয়ার। কীর্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০১৯-এ। মমতার সঙ্গে সাক্ষাৎ জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নির।

West Bengal News Live: রাজভবন-কমিশন বৈঠকের পরেই পটভূমিকায় বদল, আজ হচ্ছে না রাজ্যে পুরভোটের দিন ঘোষণা

আজ হচ্ছে না রাজ্যে পুরভোটের দিন ঘোষণা। রাজভবন-কমিশন বৈঠকের পরেই পটভূমিকায় বদল। একসঙ্গে সব পুরসভায় ভোট চান রাজ্যপাল: সূত্র। কাল হাইকোর্টে মামলার শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা। প্রায় ১ ঘণ্টা রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক। 

WB News Live Updates: ২০১৬-য় আপার প্রাইমারি প্যানেলেও দুর্নীতির অভিযোগ

২০১৬-য় আপার প্রাইমারি প্যানেলেও দুর্নীতির অভিযোগ। গ্রুপ-ডির পরে এবার আপার প্রাইমারি নিয়েগে হাইকোর্টে মামলা। তদন্ত শুরু হয়েছে, হাইকোর্টে জানাল রাজ্য সরকার। 

West Bengal News Live: বীরভূমের দুবরাজপুরে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

বীরভূমের দুবরাজপুরে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বোমাবাজিতে উত্তপ্ত এলাকা, বেশ কয়েকজন আহত। উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ, গ্রেফতার ৮। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ পর্যবেক্ষণ করতে গেলে উত্তেজনা। দুবরাজপুর ব্লকের একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে গেলে উত্তেজনা। 

WB News Live Updates: তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদ পবন বর্মা

তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদ পবন বর্মা। 

West Bengal News Live: আজই রাজ্যে পুরভোট নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা

আজই রাজ্যে পুরভোট নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। রাজ্যপালের সঙ্গে আজ বৈঠক নির্বাচন কমিশনারের।  ১৯ নভেম্বর কলকাতা এবং হাওড়া পুরভোটের প্রস্তাবিত দিন। গতকালই  হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য। রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে আজই নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। ‘রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরই দিন ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে

WB News Live Updates: অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার

বারুইপুর মল্লিকপুরে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ধারালো দাঁ। মঙ্গলবার সকালে মল্লিকপুর নিউ হাবিব প্লান্টের একটি ডোবাতে একটি ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।মৃতদেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানার পুলিশ।

West Bengal News Live: তৃণমূলে যোগ দিলেন মালদা পুরসভার বিজেপির বিদায়ী কাউন্সিলর

পুরভোটের মুখে মালদায় বিজেপিতে আরও ভাঙন। তৃণমূলে যোগ দিলেন ওল্ড মালদা পুরসভার বিজেপির বিদায়ী কাউন্সিলর। পুরভোটের মুখে দল আরও শক্তিশালী হল বলে দাবি করেছে তৃণমূল। যদিও, বিজেপির কটাক্ষ ক্ষমতালোভীরা দল ছাড়ায় ক্ষতি হবে না।

WB News Live Updates: প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে

প্রেমের সম্পর্ক মানতে না পেরে, প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে! মালদার ইংরেজবাজারে আমবাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনই অভিযোগ উঠেছে। থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তরা বেপাত্তা।

West Bengal News Live: নাগেরবাজার উড়ালপুলে গাড়ির গতি নিয়ন্ত্রণ

নাগেরবাজার উড়ালপুল থেকে গাড়ির ধাক্কায় নীচে পড়ে গতকালই মৃত্যু হয়েছে বাইক আরোহী মহিলার। ঘটনার পর তত্‍পর হয়েছে পুলিশ।  আজ সকাল থেকে নাগেরবাজার উড়ালপুলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।  সেইসঙ্গে উড়ালপুলে যে সব গাড়ি উঠছে, তার কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে।   

WB News Live Updates: স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় CBI’কে দিয়ে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় CBI’কে দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।  সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।  আদালত সূত্রে খবর, রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, এই তিন পক্ষ মামলা দায়ের করার অনুমতি চায়।  সেই অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।  আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।  

West Bengal News Live: তৃণমূল নেতা খুনে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

হাওড়ার নাজিরগঞ্জে তৃণমূল নেতা ওয়াজুল খানকে খুনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  লিচুবাগান এলাকা থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।  স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ির কাছে বসেছিলেন বছর বাহান্নর ওই তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে ভর্তি করা হয় নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই হাওড়া জেলা সদরের তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদককে মৃত বলে ঘোষণা করা হয়। দলীয় নেতা খুনের নেপথ্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, এই ঘটনার দলের কোনও যোগ নেই। 

WB News Live Updates: তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

ত্রিপুরায় পুরভোটের দু’দিন আগে ফের উত্তপ্ত পরিস্থিতি।  আগরতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। যদিও গুলিতে কেউ হতাহত হননি।  পুলিস সূত্রে খবর, তৃণমূল প্রার্থী গৌরী মজুমদারের বাড়ি থেকে বুলেটের খোল উদ্ধার হয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, দলের কেউ এর সঙ্গে জড়িত নয়।  

West Bengal News Live: কোভিড চিকিত্‍সা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন

রাজ্যে কোভিড চিকিত্‍সা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন।  বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম।  স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

WB News Live Updates: গুলিতে আহত তৃণমূল নেতার মৃত্যু

জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা, গুলিতে আহত তৃণমূল নেতার মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।  গত রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জে গণ্ডারমোড় এলাকায় একটি লটারির দোকানে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ সোলেমান।  আচমকা বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর মাথায় গুলি করে। গুলি ছিটকে জখম হন লটারি বিক্রেতাও।   আহত তৃণমূল নেতাকে প্রথমে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকাল ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

West Bengal News Live: গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ

সিআইটি রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় এক গ্রাহকের  অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গত ১১ নভেম্বর ওই অ্যাকাউন্ট থেকে একাধিক বেআইনি লেনদেনের প্রমাণ মেলে।  গ্রাহকের কাছে ব্যাঙ্কের নাম করে ফোন করে প্রতারকরা।  বিভিন্নভাবে তাঁকে বিভ্রান্ত করে জেনে নেওয়া হয় আইডি ও পাসওয়ার্ড।  এরপর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হয় প্রায় ৪৫ লক্ষ টাকা। এখনও পর্যন্ত সাড়ে ৬ লক্ষ টাকা উদ্ধার করা গেছে।  প্রতারণার অভিযোগে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। চক্রের বাকিদের খোঁজ চলছে। 

WB News Live Updates: কুয়াশায় ঢাকল শহর থেকে জেলা

ঘন কুয়াশায় মুখ ঢেকেছে কলকাতা। তার জেরে এক লাফে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।  আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতি।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে নামবে পারদ।  সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে।  

West Bengal News Live: শহরে ফের রহস্যমৃত্যু!

গড়ফা থানা এলাকার মহিলার রহস্যমৃত্যু। একটি ফ্ল্যাটবাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গড়ফার ১৪ নম্বর কালীতলা রোডের বাসিন্দা, মৃত রুমা ঘোষ পরিচারিকার কাজ করতেন।  যে ফ্ল্যাটের ছাদে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়,  সেই ফ্ল্যাটের এক আবাসিকের কাছে তিনি পরিচারিকার কাজ করতেন।  ওই  আবাসিকের থেকে তিনি বেশ কয়েক হাজার টাকা ধার নিয়েছিলেন বলে মৃতের পরিবারের দাবি।  

WB News Live Updates: মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল

মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। তাঁদের দাবি, বিধানসভা ভোটের আগে, এই তিন জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাল্টা বিজেপির দাবি, ভোটাভুটি হলেই প্রমাণ হবে, বেশিরভাগ সদস্যই আমাদের সঙ্গে আছেন।

West Bengal News Live: শীতের আগেই কুয়াশার দাপট শুরু রাজ্যে

স্বাভাবিকের থেকে এখনও অনেকটা বেশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। শীতের প্রবেশের আগেই ফের নিম্নচাপের চোখ রাঙানি রয়েছে বাংলায়। যদিও এদিন জেলায় জেলায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। সকাল থেকেই মুখ ভার আকাশের। 

WB News Live Updates: জেলা তৃণমূল নেতৃত্বের হুইপ অগ্রাহ্য করে অনাস্থা, অপসারিত সভাপতি

জেলা তৃণমূল নেতৃত্বের হুইপ অগ্রাহ্য করে অনাস্থা। অপসারিত হলেন তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি। এই নিয়ে মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে শাসক কোন্দল। মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। 

West Bengal News Live: ১৯ ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট?

১৯ ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট চায় সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে একসঙ্গেই সব পুরসভায় বকেয়া ভোটের দাবি তুলেছে বিরোধীরা। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকেছেন রাজ্যপাল।

WB News Live Updates: অন্তর্দেশীয় মাদক কারবারের পর্দাফাঁস করল পুলিশ-BSF

বসিরহাটে মাদক তৈরির কারখানার হদিশ। অন্তর্দেশীয় মাদক কারবারের পর্দাফাঁস করল পুলিশ ও BSF। উদ্ধার প্রচুর, ভেজাল কাশির ওষুধের বোতল ও তরল মাদক তৈরির কেমিক্যাল। গ্রেফতার ১।

West Bengal News Live: নাজিরগঞ্জে খুন তৃণমূল নেতা ওয়াজুল খান

ক্যানিংয়ের পর এবার হাওড়ায় শ্যুটআউট। নাজিরগঞ্জে খুন হলেন তৃণমূল নেতা ওয়াজুল খান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ির কাছে বসেছিলেন বছর বাহান্নর ওই তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা।

প্রেক্ষাপট

ক্যানিংয়ের পর এবার হাওড়ায় শ্যুটআউট। নাজিরগঞ্জে খুন হলেন তৃণমূল নেতা ওয়াজুল খান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ির কাছে বসেছিলেন বছর বাহান্নর ওই তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে ভর্তি করা হয় নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে।


বিষ্ণুপুরে টেন্ডার দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন মন্ত্রী শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়কে সোমবার তোলা হল বাঁকুড়া জেলা আদলতে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারা যোগ করা হয়েছে। এদিন তাঁক ৭ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।


আগামী মাসে পুরভোট হলে, অল্প সময়ে কীভাবে হাওড়ায় হবে ওয়ার্ড পুনর্বিন্যাস? সর্বদল বৈঠকে এমন প্রশ্নই তুলল বিজেপি। এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। এদিকে, পুরভোট সম্পর্কে জানতে কাল রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল।


জেলা তৃণমূল নেতৃত্বের হুইপ অগ্রাহ্য করে অনাস্থা। অপসারিত হলেন তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি। এই নিয়ে মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে শাসক কোন্দল। মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। 


কলকাতার তিনটি সরকারি হাসপাতাল থেকে ট্রেন দুর্ঘটনায় আহত রোগীকে ফেরানোর অভিযোগ।  শেষপর্যন্ত এপিবি আনন্দে খবর সম্প্রচারের পর এসএসকেএম-এ ভর্তি করা হয় মুর্শিদাবাদের যুবককে।


মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। তাঁদের দাবি, বিধানসভা ভোটের আগে, এই তিন জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাল্টা বিজেপির দাবি, ভোটাভুটি হলেই প্রমাণ হবে, বেশিরভাগ সদস্যই আমাদের সঙ্গে আছেন।


স্কুল খুলতেই শিক্ষিকাদের পোশাক নিয়ে বিতর্ক দক্ষিণ ২৪পরগনার সোনারপুরে। অভিভাবকদের দাবি, শাড়ি পরে আসতে হবে স্কুলে। স্কুল কর্তৃপক্ষও তাতে সম্মত হলে তৈরি হয় বিতর্ক। সোমবার তড়িঘড়ি বৈঠক ডেকে মেটানো হল বিতর্ক। শালীনতা বজায় রেখে পোশাক পরার অনুমতি পেলেন শিক্ষিকারা।


ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও এই ডাক দিয়ে কলকাতা থেকে দিল্লি যাত্রা করবে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন। আগামী ২৪ নভেম্বর কলকাতা থেকে শুরু হবে যাত্রা।  দিল্লিতে গিয়ে শেষ হবে আগামী ৩০ নভেম্বর। এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসাররা। 


ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা। মাস্ক নেই তাদের অনেকের মুখেই। সরকারি নির্দেশিকা অমান্য করে বেসরকারি স্কুল চালানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনায়। এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন কালনার মহকুমাশাসক। পড়ুয়াদের কথা ভেবেই পড়ানো হচ্ছিল,সাফাই প্রধান শিক্ষিকার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.