West Bengal News Live: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, এক দিনে আক্রান্ত ৮০৩, মৃত ১২

Get the latest West Bengal News and Live Updates:পুরভোট নিয়ে সরকারেরই পথে কমিশন। আপস নয়, সংবিধান মানুন। বৈঠকের পরেই কমিশনারকে রাজ্যপালের পত্রাঘাত। বিজেপির মতো কথা, কটাক্ষ তৃণমূলের। 

abp ananda Last Updated: 25 Nov 2021 12:18 AM
West Bengal News Live: মুর্শিদাবাদের অন্যতম পর্যটনকেন্দ্র মতিঝিলের দায়িত্ব গেল পর্যটন দফতরের হাতে

মুর্শিদাবাদের অন্যতম পর্যটনকেন্দ্র মতিঝিলের দায়িত্ব গেল পর্যটন দফতরের হাতে। সার্কিট ট্যুরিজম-সহ নবাবের জেলাকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তেলা হবে, জানালেন পর্যটন দফতরের প্রধান সচিব।

West Bengal News Live: বীরভূমের দুবরাজপুরে ১০০ দিনের কাজ বণ্টন নিয়ে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আট

বীরভূমের দুবরাজপুরে ১০০ দিনের কাজ বণ্টন নিয়ে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আট। গ্রাম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি

West Bengal News Live: সল্টলেকের জি ডি ব্লকের সেন্ট জন্স স্কুলের মেন গেটের ঠিক বিপরীতে খোলা ফিডার বক্স

সল্টলেকের জি ডি ব্লকের সেন্ট জন্স স্কুলের মেন গেটের ঠিক বিপরীতে খোলা ফিডার বক্স। প্রতিদিন এপথেই স্কুলে ঢোকে কয়েকশ পড়ুয়া। দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যুর স্মৃতি উস্কে অভিভাবকদের আশঙ্কা, যে কোনওদিন ঘটতে পারে দুর্ঘটনা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিধাননগর পুরসভা।

West Bengal News Live: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হুগলির চণ্ডীতলা

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হুগলির চণ্ডীতলা। নার্সিংহোম ভাঙচুর। গতকাল পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন হাওড়ার জগদীশপুরের এক মহিলা। আজ তাঁর মৃত্যুর পরেই পরিজনেরা নার্সিংহোমে ভাঙচুর চালান। চিকিৎসার সুযোগ না থাকায় রেফার করা হয়েছিল, কিন্তু রোগীর পরিবার নিয়ে যেতে দেরী করেছে, গাফিলতির অভিযোগ উড়িয়ে দাবি নার্সিংহোমের।

West Bengal News Live: হাওড়ায় ফের শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা

হাওড়ায় ফের শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা। দাশনগরে প্রকাশ্যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বাইকে চেপে দুষ্কৃতী হামলা, অল্পের জন্য রক্ষা। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের

West Bengal News Live: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন এক কংগ্রেস নেতা ও এক প্রাক্তন কংগ্রেস সাংসদ

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন এক কংগ্রেস নেতা ও এক প্রাক্তন কংগ্রেস সাংসদ। তিনদিনের এই দিল্লি সফরে সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে প্রশ্নের মুখে, কার্যত বিরক্তিও প্রকাশ করেন তিনি। এসব নিয়ে ঝাঁঝাঁল আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

West Bengal News Live: ৪৭৪ জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

<গ্রুপ ডি নিয়োগে বিতর্কের মধ্যেই এবার প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ। ৪৭৪ জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরও ৭৩৮টি শূন্যপদে নিয়োগ হবে। জানালেন পর্ষদ সভাপতি।

WB News Live Updates: ইলামবাজারে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় ঢেঁড়া পিটিয়ে নোটিস সিবিআইয়ের

ইলামবাজারে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় ঢেঁড়া পিটিয়ে নোটিস সিবিআইয়ের। বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন খুন হন বিজেপি কর্মী। মৃতের বাবা ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেন। এখনও পর্যন্ত ৩ জন গ্রেফতার হয়েছেন, ৬ জন আত্মসমর্পণ করেন। ৮ অভিযুক্ত এখনও পলাতক। পলাতক অভিযুক্তদের খোঁজে নোটিস দিল সিবিআই । 

West Bengal News Live: পুজোর পর রাজ্যে কমেছে করোনা পরীক্ষা, উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি কেন্দ্রের

পুজোর পর রাজ্যে কমেছে করোনা পরীক্ষা। উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি কেন্দ্রের। জুন পর্যন্ত দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা প্রায় ৬৮ হাজার। বর্তমানে দৈনিক করোনা পরীক্ষার গড় সংখ্যা ৩৯ হাজার। কিন্তু পজিটিভিটি রেট ২.১ শতাংশ। ‘৭ জেলায় পজিটিভিটি রেট ২ শতাংশর বেশি। সবথেকে কম পরীক্ষা হচ্ছে হুগলি, কোচবিহার সহ ৪ জেলায়। সেখানে এত কম দৈনিক করোনা পরীক্ষা উদ্বেগের। অবিলম্বে দৈনিক করোনা পরীক্ষা বাড়াতে পরামর্শ কেন্দ্রের। রাজ্য সরকারকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের। 

WB News Live Updates: শর্তসাপেক্ষে খুলছে মুর্শিদাবাদের কান্দির রণগ্রাম সেতু

শর্তসাপেক্ষে খুলছে মুর্শিদাবাদের কান্দির রণগ্রাম সেতু। আগামী সোমবার থেকে চালু হবে ছোট বাস পরিষেবা। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সেতুতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হবে। খালি বাস ব্রিজ পেরিয়ে গেলে, ফের বাসে উঠবেন যাত্রীরা। রণগ্রাম সেতু নিয়ে অব্যাহত রাজনীতি।

West Bengal News Live: শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ

শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। টেকনো সিটি থানা এলাকায় সিআইডি-র জালে তিন মহিলা-সহ ১০ জন। সিআইডি সূত্রে খবর, টেকনো সিটি থানা এলাকায় শ্যাম সলিউশন নামে ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সেখানে হানা দেয় সিআইডি। হাতেনাতে পাকড়াও করে তিন মহিলা-সহ ১০ জনকে। ধৃতদের মধ্যে রয়েছে অসম, বিহার,ঝাড়খণ্ডের বাসিন্দারাও। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল ফোন, রেজিস্টার।

WB News Live Updates: ২০ এপ্রিল শিল্প সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

২০ এপ্রিল শিল্প সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। 'রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকবেই। কিন্তু তার জন্য কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয়। শিল্প সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন।' প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live: ফালাকাটায় দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

ফালাকাটায় দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে  উত্ত্যক্ত করছিল ওই যুবক। এদিন সকালেও বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাব দিলে, তা প্রত্যাখ্যান করে মেয়েটি করায় এদিন সকালে ওই কিশোরীকে খুন করে অভিযুক্ত। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ।

WB News Live Updates: উল্টোডাঙার মুচিবাজারে ভোরের আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডালের গুদাম ও মিল

উল্টোডাঙার মুচিবাজারে ভোরের আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডালের গুদাম ও মিল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ডালের আরেকটি গুদাম। দমকলের ১২টি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি।

West Bengal News Live: সোমবার হাইকোর্টে পুরভোট মামলার শুনানি

সোমবার হাইকোর্টে পুরভোট মামলার শুনানি। মামলার বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপির আইনজীবীর। ভোট করতে দ্রুত শুনানির প্রয়োজন, আবেদন সরকারি আইনজীবীর
হাইকোর্টে পুরভোট মামলার সিরিয়াল নম্বর ছিল ৪৪, ৪৫। এখনও সিরিয়াল নম্বরে না পৌঁছনোয় পিছিয়ে গেল শুনানি। কেন এই মামলা এত গুরুত্বপূর্ণ, প্রশ্ন বিচারপতির। ‘পুরভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করতে দ্রুত শুনানি প্রয়োজন। দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদন সরকারি আইনজীবীর। 

West Bengal News Live: হাওড়া-বালি পুরসভা আলাদা করার সংশোধনী বিল ফেরালেন রাজ্যপাল

হাওড়া-বালি পুরসভা আলাদা করার সংশোধনী বিল ফেরালেন রাজ্যপাল। রাজ্য সরকারের কাছে আরও তথ্য চেয়ে বিল ফেরালেন রাজ্যপাল। সংশোধনী বিলে ১৮টি আপত্তির কথা জানিয়ে ট্যুইট রাজ্যপালের। 

West Bengal News Live: গ্রুপ ডি বিতর্কের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ

গ্রুপ ডি বিতর্কের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ। ৪৭৪ জনের মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানানো হয়েছে নিয়োগপত্র পাবেন প্রার্থীরা। আরও ৭৩৮ টি শূন্যপদ পূরণ করা হবে। জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

West Bengal News Live: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার

গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার। দুর্নীতিতে জড়িত আধিকারিকদের শাস্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে করুণাময়ী থেকে এসএসসি দফতর অভিযান। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

West Bengal News Live: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি ভবন অভিযান

গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি ভবন অভিযান। দুর্নীতিতে জড়িত আধিকারিকদের শাস্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে করুণাময়ী থেকে এসএসসি দফতর অভিযান। 

West Bengal News Live: ‘আমি সবসময় মমতার সঙ্গেই আছি’বৈঠক শেষে বললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

‘আমি সবসময় মমতার সঙ্গেই আছি’বৈঠক শেষে বললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Rajya Sabha MP Subramanian Swamy) । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে আজ বুধবার সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর (West Bengal Chief Minister Mamata Banerjee) সঙ্গে সাক্ষাত করতে সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে আসেন সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। প্রায় ২৫ মিনিট বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  সঙ্গে। 

West Bengal News Live: দমদম পুরসভার নিজস্ব হাসপাতালে চালু হল অক্সিজেন প্লান্ট

দক্ষিণ দমদম পুরসভার নিজস্ব হাসপাতালে চালু হল অক্সিজেন প্লান্ট। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। দক্ষিণ দমদম পুরসভা সূত্রে খবর, তাদের হাসপাতালে প্রতিদিন দেড় লক্ষ লিটারের বেশি অক্সিজেন উৎপাদন হবে।

West Bengal News Live: বছর ঘুরলেও মেলেনি শিশুর বার্থ সার্টিফিকেট, আরজিকর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

বছর ঘুরলেও মেলেনি শিশুর বার্থ সার্টিফিকেট। অভিযোগ আরজিকর হাসপাতালের বিরুদ্ধে। হয়রানির অভিযোগে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

WB News Live Updates: ডেঙ্গির উপসর্গে অভিনব উলটপুরাণ

ডেঙ্গির উপসর্গে অভিনব উলটপুরাণ। প্লেটলেট কমে যাওয়ার বদলে, বেড়ে গেল তিনগুন! ব্যতিক্রমী উপসর্গ নিয়ে এক বছর তিন মাসের শিশু পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি। মেডিক্যাল বোর্ড গড়ে চলছে চিকিৎসা

West Bengal News Live: মমতার দিল্লি সফরকে কটাক্ষ দিলীপ ঘোষের

ভিক্ষে চাইতে দিল্লি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ দিলীপ ঘোষের।

WB News Live Updates: আজ নির্ঘণ্ট ঘোষণা?

পুরভোট নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই আজ নজর হাইকোর্টে। পুরভোট সংক্রান্ত মামলার শুনানির পর নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা।  

West Bengal News Live: ফালাকাটায় দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

ফালাকাটায় দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে  উত্ত্যক্ত করছিল ওই যুবক। এদিন সকালেও বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাব দিলে, তা প্রত্যাখ্যান করে মেয়েটি করায় এদিন সকালে ওই কিশোরীকে খুন করে অভিযুক্ত। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ।

WB News Live Updates: খেজুরিতে হার্মাদ মুক্তি দিবসে সিপিএম কর্মীদের পাশে থাকার আহ্বান শুভেন্দুর

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে হার্মাদ মুক্তি দিবসে সিপিএম কর্মীদের পাশে থাকার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। বাম কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বিরোধী দলনেতার বার্তা, ২০২৩-এ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যকে তৃণমূল-মুক্ত করুন। তারপর অন্য ভাবনা।

WB News Live Updates: গ্রুপ ডি নিয়োগে বিতর্কের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগে ৪৭৪ জনের মেধা তালিকা প্রকাশ

গ্রুপ ডি নিয়োগে বিতর্কের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ। ৪৭৪ জনের মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।নিয়োগপত্র পাবেন প্রার্থীরা ।
আরও ৭৩৮টি শূন্যপদ পূরণ করা হবে।জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

WB News Live Updates: মত্ত অবস্থায় অ্যাপ ক্যাব চালাতে গিয়ে দুর্ঘটনা,নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা চালকের

মত্ত অবস্থায় অ্যাপ ক্যাব চালাতে গিয়ে দুর্ঘটনা। আউট্রাম রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা চালকের। আহত গাড়িতে থাকা সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে খবর, সরকারি বোর্ড লাগানো গাড়ির চালকের সঙ্গে বিবাদে জড়ান মত্ত অ্যাপ ক্যাব চালক। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার অ্যাপ ক্যাবে উঠে চালককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে, গাড়ি নিয়ে রাস্তার ধারে গার্ডরেলে ধাক্কা মারেন চালক। 
আহত হন সিভিক ভলান্টিয়ার। অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ।

WB News Live Updates: জলপাইগুড়ি শহর থেকে নাইন এমএম পিস্তল সহ কার্তুজ উদ্ধার, গ্রেফতার ১

গতকাল রাতে জলপাইগুড়ি শহর থেকে নাইন এম এম পিস্তল সহ লাইভ কার্তুজ উদ্ধার। গ্রেফতার এক ব্যক্তি। বন্দুক বিক্রি করতে গিয়ে ধৃত যুবক।

WB News Live Updates: এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ।স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ

WB News Live Updates: এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ।স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ

West Bengal News Live: কাল থেকে মেট্রোয় ফের চালু হচ্ছে টোকেন

কাল থেকে মেট্রোয় ফের চালু হচ্ছে টোকেন। তার জেরে যাত্রী সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভিড়ের চাপ সামলাতে বাড়ানো হবে মেট্রোর সংখ্যাও। জানিয়েছেন মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ। করোনাকালে বন্ধ রাখা হয়েছিল টোকেন ব্যবস্থা। 

WB News Live Updates: নয়াচর পরিদর্শনে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল

নয়াচর পরিদর্শনে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন রাজ্য সরকারের পর্যটন, মৎস্য, বিদ্যুৎ দফতর সহ অন্যান্য দফতরের আধিকারিকরা। ছিলেন, জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরাও।
গত ১৮ই নভেম্বর হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার  নয়াচরে ফিশিং হাব, ইকো ট্যুরিজম সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে জোর দিতে হবে। 

West Bengal News Live: খেজুরিতে হার্মাদ মুক্তি দিবস পালন বিজেপির

খেজুরিতে হার্মাদ মুক্তি দিবস পালন বিজেপির।প্রথমবার হার্মাদ মুক্তি দিবস পালন বিজেপির।খেজুরির কুলঠা থেকে শুভেন্দু অধিকারীর পদযাত্রা

WB News Live Updates: মহিষাদলে বাংলা আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি চাওয়ার অভিযোগ

বাংলা আবাস যোজনায় বাড়ি পেতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ৭০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল সদস্যের বিরুদ্ধে। চকগাজিপুরের বাসিন্দা শেখ মামুদের অভিযোগ, নাটশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও পূর্ত সঞ্চালক অভিজিৎ দাসের দাবি মতো টাকা না দেওয়ায় বাংলা আবাস যোজনায় তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি ঘর পাননি। সুরাহা চেয়ে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন উপভোক্তা। কাটমানির অভিযোগ উড়িয়ে তৃণমূল সদস্যের দাবি, ওই উপভোক্তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবেদন করায়, তিনি ঘর পাননি।

West Bengal News Live: আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক।বিএসএফের এক্তিয়ার ইস্যুতে বৈঠকে আলোচনা হবে।আলোচনা হবে রাজ্যের নানা দাবি দাওয়া নিয়েও ।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে বৈঠক।দুপুর ৩.৩০টায় বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় 

WB News Live Updates: কুঁদঘাট মেট্রোর কাছে পাম্পিং স্টেশনে সদ্যোজাতর দেহ উদ্ধার

কুঁদঘাট মেট্রোর কাছে পাম্পিং স্টেশনে সদ্যোজাতর দেহ উদ্ধার।সাফাইয়ের কাজ চলাকালীন কাপড়ে মোড়া দেহ নজরে আসে।রিজেন্ট পার্ক থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

West Bengal News Live: নিউটাউনের পাথরঘাটায় বাড়িতে চুরি,এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টার অভিযোগ

নিউটাউনের পাথরঘাটায় বাড়িতে চুরি। একই এলাকায় এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে পাথরঘাটার একটি বাড়িতে হানা দেয় চোর। অভিযোগ, বাড়ির নীচে দোকানের শাটার ভাঙার চেষ্টা ব্যর্থ হওয়ার পর, বাড়ির পিছন দিয়ে দোতলায় উঠে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করা হয় বলে অভিযোগ। এরপর এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ জানতে পারে,  বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চম্পট দেয় দুষ্কৃতী।

WB News Live Updates: ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, সেখানে কোনও মানুষই নিরাপদে নেই,কলকাতায় ফিরে দাবি সায়নী ঘোষের

ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। সেখানে কোনও মানুষই নিরাপদে নেই। সামগ্রিক পরিস্থিতিতে তিতিবিরক্ত ত্রিপুরাবাসী বিপ্লব দেব সরকারকে উৎখাত করতে চাইছে। রাতে আগরতলা থেকে কলকাতায় ফিরে এই দাবি করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, প্রার্থীই তো দিতে পারেনি, তাহলে কীকরে লড়বে তৃণমূল?

West Bengal News Live: বার্নপুরে দিলীপ ঘোষের চা-চক্র ঘিরে উত্তেজনা, ‘খেলা হবে’ স্লোগান, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি সমর্থকদের

 পশ্চিম বর্ধমানের বার্নপুরে দিলীপ ঘোষের চা-চক্র ঘিরে উত্তেজনা।  দিলীপ ঘোষকে দেখে ‘খেলা হবে’ স্লোগান ।পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি সমর্থকরা।উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও।বিজেপির দাবি এর পিছনে রয়েছে তৃণমূল।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি

WB News Live Updates: সব জেলায় রাজনৈতিক খুন হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীকোন্দলই কারণ, বললেন দিলীপ ঘোষ

সব জেলায় রাজনৈতিক খুন হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্যই এরকম হচ্ছে। পুলিশের ওপর ভরসা নেই কারুর। তৃণমূলের লোকেরা এখন সিবিআই চাইছে। মন্তব্য দিলীপ ঘোষের। 

West Bengal News Live: চোর সন্দেহে প্রতিবেশীদের হাতে আক্রান্ত প্রতিবন্ধী তরুণ

চোর সন্দেহে প্রতিবেশীদের হাতে আক্রান্ত প্রতিবন্ধী তরুণ। মাকে খুঁজতে বেরিয়ে প্রতিবেশীদের হাতে আক্রান্ত। প্রতিবন্ধী তরুণকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর এর কোদালিয়া এলাকায়। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের

WB News Live Updates: ফিরল শীতের আমেজ, কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ

ফিরল শীতের আমেজ। কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। গতকাল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। 

West Bengal News Live: জামুড়িয়া থানার চাঁদা মোড়ে ইসিএল কর্মীকে গুলি করে খুন

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার চাঁদা মোড়ে ইসিএল কর্মীকে গুলি করে খুন।মৃতের নাম মদন বাউড়ি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ জামুড়িয়ার চাপুই রোডে একটি দোকানে বসেছিলেন ওই ইসিএল কর্মী। অভিযোগ, কাপড়ে মুখ ঢাকা দুষ্কৃতী হেঁটে এসে তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ইসিএল কর্মীর। কী কারণে হামলা, খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।

WB News Live Updates: বর্ধমান উড়ালপুলের কাটোয়াগামী লেনে দুর্ঘটনা

বর্ধমান উড়ালপুলের কাটোয়াগামী লেনে দুর্ঘটনা। কন্টেনারের চাকায় পিষ্ট বাইক আরোহী। রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া লেন দিয়ে যাওয়ার সময়, কন্টেনারটি পিছন থেকে ধাক্কা মেরে প্রায় ১০ মিটার রাস্তা টেনে নিয়ে যায় বাইক চালককে। দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান উড়ালপুলের কাটোয়া লেন। 

West Bengal News Live:উল্টোডাঙার আরিফ রোডে ডালের গুদামে বিধ্বংসী আগুন, একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

উল্টোডাঙার আরিফ রোডে আগুন ডালের গুদামে বিধ্বংসী আগুন। ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি থেকে আরেকটি ডালের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের ১২টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভস্মীভূত গুদাম। আরেকটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

WB News Live Updates:উল্টোডাঙার আরিফ রোডে আগুন

উল্টোডাঙার আরিফ রোডে আগুন। আগুন লাগে ডালের মিলে।ভোর ৪.৩০ নাগাদ আগুন লাগে ।ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

প্রেক্ষাপট

আলাদা করে নয়, একসঙ্গে সব পুরসভায় ভোট চান রাজ্যপাল। কমিশনের সঙ্গে বৈঠক। আজ হাইকোর্টে মামলার শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা।


কলকাতা:সরকারের অঙ্গ নয় কমিশন (State Election Commission)। বৈঠকের পরেই কড়া চিঠি রাজ্যপালের (Governor)। একসঙ্গে ভোট চেয়েও আলাদা ভোটের (Civic Polls) যৌক্তিকতায় প্রশ্ন। এক্তিয়ার মনে করিয়ে পাল্টা তৃণমূল (TMC)। 


পুরভোট নিয়ে সরকারেরই পথে কমিশন। আপস নয়, সংবিধান মানুন। বৈঠকের পরেই কমিশনারকে রাজ্যপালের পত্রাঘাত। বিজেপির মতো কথা, কটাক্ষ তৃণমূলের। 


 দিল্লিতে মমতা। কংগ্রেস ছেড়ে জোড়াফুলে কীর্তি আজাদ, অশোক তানওয়ার। তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদও। 


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তৎপর মমতা। দেখা করলেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি। 


গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর। দফায় দফায় গুলি, বোমা। আহত ৮। 


এসটির তালিকায় এসসি প্রার্থী! গ্রুপ ডির পরে এবার আপার প্রাইমারি প্যানেলেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা। তদন্ত শুরু হয়েছে, জানাল রাজ্য। 


স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টের নির্দেশে কমিটি গঠনের প্রস্তুতি সিবিআইয়ের। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। আজ শুনানির সম্ভাবনা। 


ক্যানিংয়ের পর হাওড়া, জলপাইগুড়ি। নাজিরগঞ্জে তৃণমূল নেতা খুন, গ্রেফতার ৪। রাজগঞ্জে জখম নেতার মৃত্যু, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ।


ত্রিপুরার সন্ত্রাসের প্রতিবাদে মিছিল থেকে হামলার অভিযোগ। বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। 


রাজ্যে একদিনে ১০জনের মৃত্যুর ৪জনই কলকাতার। নিয়ন্ত্রণে থাকার দাবি করে বেশিরভাগ কোভিড হাসপাতাল, সেফ হোম বন্ধ করছে স্বাস্থ্য দফতরের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.