West Bengal News Live: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখুন...
ভবানীপুরে হেরে গেলে ভারতবর্ষও হেরে যাবে। তালিবানপন্থীদের থেকে ভোটারদের ভোট অনেক বেশি শক্তিশালী। মদনের পাড়ায় প্রচারে গিয়ে বললেন মমতা।
অপেক্ষা শেষ। এবার ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলছে পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে আসা ইলিশ পৌঁছে গিয়েছে কলকাতা থেকে উত্তরবঙ্গে। খুশি মাছ প্রিয় বাঙালি।
গতকাল মগরাহাট পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী, ধুর্জটি সাহার মৃতদেহ নিয়ে যাওয়ার পথে ধুন্ধুমারকাণ্ড বেধেছিল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা।
১১ বছর ধরে মামলা চলার পর, বেকসুর খালাস পেলেন মাওবাদী নেতা তেলেগু দীপক। আলিপুর আদালতের পর্যবেক্ষণ, কিষেণজি ঘনিষ্ঠর বিরুদ্ধে সিআইডি নাশকতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলেও, পর্যাপ্ত প্রমাণ মেলেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে রাজ্য
প্রতিপক্ষ দুষ্কৃতীকে খুনের চেষ্টার অভিযোগে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র মজুত, তোলাবাজি, গোলমাল বাধানো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
সিমবক্সের মাধ্যমে প্রতারণার কারবার চালানোর অভিযোগে গ্রেফতার আরও এক অভিযুক্ত। বরানগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।দিন দুয়েক আগে কসবা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতকে জেরা করেই বরানগরের অভিযুক্তর খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।
শুক্রবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। মৃত্যু ১৩ জনের।
ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ একাধিক শিশু। অসুস্থ হয়ে পড়ল শিশুবিভাগে ভর্তি অন্তত ১৫ শিশু। দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ । ‘অ্যান্টিবায়োটিকের কারণে সাময়িক অসুস্থতা, আতঙ্কের কারণ নেই’ আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। পশ্চিমবঙ্গ ও ওড়িশার কোস্টগার্ডকে হাই অ্যালার্ট। ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটকে হাই অ্যালার্ট জারি। মৎসজীবীদের সতর্কবার্তা কোস্টগার্ডের তরফে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। মৎসজীবীদের সমুদ্র থেক ফেরাতে আকাশপথে নজরদারি কোস্টগার্ডের
রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে ফের জল্পনা। খুলে নেওয়া হল বিজেপি বিধায়কের কার্যালয়ের বোর্ড। বোর্ড সরিয়ে নেওয়া মানে বিজেপিও সরে যাওয়া, কটাক্ষ তৃণমূলের
খারাপ হয়ে যাওয়ার কারণে খোলা হয়েছে বোর্ড, দাবি বিজেপি বিধায়কের। বর্তমানে কলকাতায় রয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কালীঘাট থানার পুলিশ। একইসঙ্গে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও বিজেপির দুই সাংসদ অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। গতকাল বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দেহ নিয়ে রাস্তায় বসে পড়ার অভিযোগ ওঠে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। সুকান্ত মজুমদারকে কার্যত রাস্তায় ছুটতে দেখা যায়। পিছু ধাওয়া করে পুলিশ। ওই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে রাস্তায় বসে পড়া, যান চলাচলে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর। বাধা দেওয়ায় গৃহকর্তার ৭০ বছরের মায়ের মাথায় রডের বাড়ি। ভয়ঙ্কর এই ছবি রায়গঞ্জ শহরের। ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। গতকাল ভোরের ঘটনা। রায়গঞ্জ শহরে বন্দর আদি মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। মন্দির লাগোয়া চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি।
নিকাশি নিয়ে দুই পাড়ার বিবাদ ঘিরে ভাঙড়ের ভোগালিতে চলল গুলি, এলাকায় বোমাবাজি। লাঠির ঘায়ে মাথা ফাটে একজনের। ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর। বাধা দেওয়ায় গৃহকর্তার ৭০ বছরের মায়ের মাথায় রডের বাড়ি। ভয়ঙ্কর এই ছবি রায়গঞ্জ শহরের। ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। গতকাল ভোরের ঘটনা। রায়গঞ্জ শহরে বন্দর আদি মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। মন্দির লাগোয়া চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি। গৃহকর্তার অভিযোগ, গতকাল ভোরে তাঁর মা চিত্রা চট্টোপাধ্যায় দরজা খুলতেই রড হাতে বাড়িতে ঢুকে পড়েন প্রতিবেশী রামু সাহা। গাড়ি ভাঙচুর করেন। বাধা দেওয়ায় গৃহকর্তার মায়ের মাথায় পড়ে রডের বাড়ি। সেখানেই লুটিয়ে পড়েন প্রৌঢ়া। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে নিম্নচাপ। সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত। ত্রিফলা আক্রমণে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন। উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা করছে মৃত স্নেহা বণিকের পরিবার। আজ সকালে আইনজীবীর কাছে যান পরিবারের সদস্যরা।পাশাপাশি, স্নেহার পরিবারের দাবি, গতকাল রাজ্য সরকারের তরফে তাদের সাড়ে ৩ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। সেই টাকা তারা নেবে না বলে দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক পাচুগোপাল রায়কে জানিয়ে দিয়েছে বলে দাবি করে স্নেহার পরিবার। আজ স্নেহা ও অনুষ্কার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ অর্জুন সিংহ। মৃত ২ নাবালিকার পরিবারকে আইনি লড়াইয়ে গেলে পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে বিজেপির তরফে।
নিকাশি নিয়ে দুই পাড়ার বিবাদ ঘিরে ভাঙড়ের ভোগালিতে চলল গুলি, এলাকায় বোমাবাজি। লাঠির ঘায়ে মাথা ফাটে একজনের। ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
খবর পেয়ে এলাকায় গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে কাশীপুর থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
ত্রাণ শিবিরে বিলি করা খাবার খেয়ে অসুস্থ ৫ শিশু-সহ ৮ জন। খাবারে বিষক্রিয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের কাটলিয়া এলাকায়। মেয়াদ উত্তীর্ণ খাবার বিলির অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গাফিলতির অভিযোগ স্বীকার করেছেন উপ প্রধান। মাসখানেকেরও বেশি সময় ধরে কাটলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে রয়েছে কয়েকটি পরিবার। তাদের দাবি, বুধবার মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ত্রাণ শিবিরে এসে শুকনো খাবার বিলি করেন। অভিযোগ, সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু-সহ কয়েকজন। খবর জানাজানি হতে ত্রাণ শিবির পরিদর্শনে যান উপ প্রধান। কীভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
পরপর দুটি মেয়ে হওয়ায় গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। মালদার ইংরেজবাজারের ঘটনা। পরিবার সূত্রে খবর, বছর তিনেক আগে বিয়ে হয় ২২ বছরের তরুণীর। দেড়বছর ও ৮ মাসের দুটি মেয়ে রয়েছে দম্পতির। গৃহবধূর পরিবারের অভিযোগ, পরপর দুটি মেয়ে হওয়ায় অত্যচারের মাত্রা বাড়ে। গতকাল রাতে রান্না করার সময়, স্বামী ও শাশুড়ি চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গৃহবধূ। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
হাইকোর্টে ভর্ত্সনার পরেই মালদায় বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের সামনে তৃণমূল সদস্যার স্বামীকে গণপিটুনি। এই নিয়ে আজ সকালে উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুরের বরোই গ্রাম পঞ্চায়েতের চোপালমোড় এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধারে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়ে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ভুয়ো অ্যাকাউন্ট খুলে ২০১৭-য় বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তৃণমূল সদস্যা শম্পা দাসের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা কুণালকান্তি দাসের বিরুদ্ধে। তদন্তও শুরু হয়। তার জেরেই এদিন তৃণমূল নেতাকে মারধর করা হয়। অভিযুক্ত নেতাকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ভিত্তিহীন অভিযোগ, দাবি অভিযুক্তের। বিজেপির কটাক্ষ, এটাই তৃণমূলের সংস্কৃতি।শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নির্বাচনের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে আজ সকালে দলীয় কর্মীর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মুদাস্সর হোসেন। হামলার নেপথ্যে তৃণমূল, দাবি বাম প্রার্থীর। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
একটি মোবাইল অ্যাপ চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। চাকরির খোঁজে সেই অ্যাপে নাম নথিভুক্ত করে প্রতারণার শিকার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর তালদি গ্রামের মহিলা সুতৃষ্ণা মণ্ডল। চাকরি দেওয়ার নাম করে প্রায় ১৮ হাজার টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে ইতিমধ্যেই ক্যানিং থানা ও বারুইপুর সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা।
শেষ মুহূর্তে জোরকদমে চলছে ভবানীপুর উপনির্বাচনের প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন চেতলার ৮৬ পল্লি ক্লাবের সামনে থেকে প্রচার শুরু করেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে চলে জনসংযোগ। মন্ত্রীকে সামনে পেয়ে পুর পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। নোটবুকে তা লিখে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন কলকাতা পুরসভার প্রশাসক।
৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই জন। লেকটাউন থানার পুলিশ তাদের গ্রেফতার করে। কোচবিহার থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল ওই পরিমাণ গাঁজা।
শুক্রবার সকালে জঙ্গিপুর বিধানসভার মিয়াপুরে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কিছুটা পায়ে হাঁটেন । বিজেপি নেতা-কর্মীদের নিয়ে মেতে ওঠেন চায়ের আড্ডায়। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন।
ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে নিম্নচাপ। সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত। ত্রিফলা আক্রমণে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন। উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কালীঘাট থানার পুলিশ। গতকাল বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দেহ নিয়ে রাস্তায় বসে পড়ার অভিযোগ ওঠে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে।
প্রতিপক্ষ দুষ্কৃতীকে খুনের চেষ্টার অভিযোগে কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। ৯ সেপ্টেম্বর কসবার আরেক দুষ্কৃতী মুন্না পাণ্ডে জেল থেকে ছাড়া পায়। জেলের বাইরেই ২৬ জনের গ্যাং নিয়ে প্রতিপক্ষকে খুনের ছক কষে সোনা পাপ্পু। পুলিশের কাছে খবর পৌঁছে যাওয়ায় হামলার ছক বানচাল হলে সোনা পাপ্পু গা ঢাকা দেয়। গতকাল মাঝরাতে কৈখালির এক আবাসন থেকে কসবার ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সোনা পাপ্পুর সাগরেদ ২৫ জনকে আগেই গ্রেফতার করা হয়।
যশোর রোডে দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে ধাক্কা পিকআপ ভ্যানের। ঘটনাস্থলেই মৃত্যু একজনের। মধ্যমগ্রামে চৌমাথার কাছে দুর্ঘটনা ঘটে। কলকাতাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যান লরির পিছনে ধাক্কা মারে। পিকআপ ভ্যানের চালক সহ তিনজন পলাতক।
বিজেপি নিরাপদ জায়গা। ডুবন্ত নৌকা ছেড়ে বিজেপিতে আসুন। বহরমপুরে গিয়ে এভাবেই অধীর চৌধুরীকে দলে যোগ দেওয়ার আহ্বান জানালেন দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য ধর্তব্যে না এনে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সল্টলেকের নিক্কোপার্কের কাছে গাড়ি উল্টে দুর্ঘটনা। আহত গাড়ির পাঁচ যাত্রী। এয়ারপোর্ট থেকে চিংড়িহাটার দিকে যাওয়ার সময় উল্টে যায় গাড়িটি। দ্রুত বেগে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় বলে পুলিশের অনুমান।
মোবাইল ফোনে আসক্তি। বন্ধ ঘর থেকে উদ্ধার কিশোরীর দগ্ধ মৃতদেহ। সুইসাইড নোটে মায়ের প্রতি অভিমান ব্যক্ত কিশোরীর। পান্ডুয়ার শ্রীপালা গ্রামের বাসিন্দা রুবি খাতুন কলকাতার একবালপুরে মাসির বাড়িতে থেকে পড়াশোনা করত। ক্লাস টেনে পড়ত সে। স্কুল বন্ধ থাকায় দেড় বছর ধরে পান্ডুয়ার গ্রামের বাড়িতেই ছিল। গতকাল কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তার মা সাবিনা খাতুন। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে রুবির অগ্নিদগ্ধ দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পান্ডুয়া থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে।
জলে পড়ে মৃত্যু দেড় বছরের ঘুমন্ত শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভগবানপুর- ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার হিংচাগেড়িয়া গ্রামে। রাত দুটোর সময় বিছানায় শিশুকন্যাকে না দেখতে পেয়ে মা খাটের নিচে দেখেন, মৃত অবস্থায় জলে ভাসছে সন্তান। পরিবারে কান্নার রোল।
প্রেক্ষাপট
শিশুদের জিনঘটিত বিরল এক রোগের ওষুধের দাম বছরে দেড় থেকে আড়াই কোটি টাকা। পিয়ারলেস হাসপাতালে এই রোগে আক্রান্ত ১৩ জন শিশুকে ওষুধ প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে বিনামূল্যে কোটি টাকার ওষুধ দেওয়া শুরু হয়েছে। তিন বছর ধরে এই ওষুধ দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে দাবি।
মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর মৃত্যু। মরদেহ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে রাস্তার ওপর দেহ রেখে বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপির।
মালদায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু। মোথাবাড়িতে হাই টেনশনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু। হবিবপুরে পোস্টের খোলা তার জড়িয়ে মৃত্যু মহিলার। রাজ্যে ৩ দিনে প্রাণ গেল ১২ জনের।
প্রাণচঞ্চল দুই বালিকার মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় শোকের ছায়া। বৃষ্টির আগে থেকেই খোলা ছিল বিদ্যুতের তার। এই নিয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটর ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃত স্নেহা বণিকের পরিবার।
রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
খড়দার ছায়া এবার আগরপাড়ায়। বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী।
পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর ছবি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আগ্নেয়াস্ত্র নিয়ে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ঢোকে চার দুষ্কৃতী। কোলাপসিবল গেটে পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীকে পিস্তল ঠেকিয়ে একটি ঘরে আটকে দেয় তারা। এরপর কাউন্টারের টেবিল টপকে ভিতরে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। বাকি তিনজন ছিল পাহারায়। আতঙ্কিত লোকজনের সামনেই চলে লুঠপাট।
করোনা সংক্রমণের গ্রাফ কমতেই চোখ রাঙাচ্ছে RS virus। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুদের যে জ্বর হচ্ছে, তার ২০ শতাংশই RS ভাইরাসের কারণে। এই ভাইরাসের প্রকোপের কথা উঠে এসেছে জাপান ও ইউরোপের জার্নালেও!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -