West Bengal News Live Updates: গ্রুপ ডি নিয়োগে ‘দুর্নীতি’, আদালতের নজরে আরও ৫৪২

Get the latest West Bengal News and Live Updates:প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মমতা-সুব্রহ্মণ্যম স্বামী বৈঠক। জয়প্রকাশ, মোরারজি, রাজীবের সঙ্গে তুলনা করে প্রশংসা সুব্রহ্মণ্যমের।

abp ananda Last Updated: 25 Nov 2021 03:02 PM
West Bengal News Live: কালীঘাটের গেস্ট হাউসে কালিম্পং থেকে আসা মহিলার রহস্যমৃত্যু

কালীঘাটের গেস্ট হাউসে কালিম্পং থেকে আসা মহিলার রহস্যমৃত্যু। ঘরের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ।

West Bengal News Live: শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল ডাম্পার

শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল ডাম্পার। ডাম্পারের ধাক্কায় মৃত্যু ২ জনের, আহত ৭ জন। শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি আহতরা 

West Bengal News Live: ১৭ লক্ষ টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করলেন তৃণমূল নেতা

১৭ লক্ষ টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করলেন তৃণমূল নেতা। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। অপহরণের ঘটনা স্বীকারও করেছেন অভিযুক্ত,  পঞ্চায়েত সদস্যার স্বামী। ২২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ।

West Bengal News Live: ফেসবুক পোস্ট হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

এবার বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের কোনও অবস্থাতেই তৃণমূলে ফেরানো যাবে না। তাঁর প্রতি দলের এমনই নির্দেশ রয়েছে। ফেসবুক পোস্টে এই দাবি করেছেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সম্প্রতি হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের তরফে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, বিজেপি বা অন্য দলের কোনও নেতা, কর্মী যদি তৃণমূলে যোগ দিতে চান, তাহলে আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত নির্দেশ ছাড়া  তৃণমূলে কোনও রকম যোগদান করানো যাবে না।

West Bengal News Live: দেওয়াল লিখে প্রচার শুরু করে দিল তৃণমূল

মেদিনীপুর পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই, দেওয়াল লিখে প্রচার শুরু করে দিল তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগে সরব বিজেপি। দেওয়াল কি কারও পৈত্রিক সম্পত্তি? পাল্টা খোঁচা শাসকদলের।

West Bengal News Live: করোনা আবহে দীর্ঘদিন পর খুলেছে স্কুল, কিন্তু বহু স্কুলেই কমেছে পড়ুয়ার সংখ্যা

করোনা আবহে দীর্ঘদিন পর খুলেছে স্কুল। কিন্তু বহু স্কুলেই কমেছে পড়ুয়ার সংখ্যা। রায়গঞ্জ থেকে দুর্গাপুর ছবিটা একই রকম। কোথাও লকডাউনে ভিন রাজ্যে কাজে যাওয়া পড়ুয়ারা ফিরতে পারেনি। কোথাও স্কুলের পোশাক, জুতোর অভাবের কথা বলছেন অভিভাবকরা। পড়ুয়াদের ফেরাতে শুরু হয়েছে উদ্যোগ।

West Bengal News Live: ভোট করানো নিয়ে তৃণমূলের প্রাক্তন পুর চেয়ারম্যানের বিস্ফোরক মন্তব্য ঘিরে সরগরম বনগাঁ

ভোট করানো নিয়ে তৃণমূলের প্রাক্তন পুর চেয়ারম্যানের বিস্ফোরক মন্তব্য ঘিরে সরগরম বনগাঁ। কীভাবে শঙ্কর আঢ্য জিতেছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দল তৃণমূল। দল হুঁশিয়ারি দিলেও, মচকাচ্ছেন না বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান

West Bengal News Live: নির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে কি জোট হবে? তৈরি হয়েছে ধোঁয়াশা

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। সেই নির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে কি জোট হবে? তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরভোটে জোট হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব। জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পুরভোটে জোটের ব্যাপারে একই অবস্থান প্রদেশ কংগ্রেসেরও।

West Bengal News Live: তৃণমূলের মুখপত্রে এবার নিশানা করা হল অধীর চৌধুরীকে

তৃণমূলের (TMC) মুখপত্রে এবার নিশানা করা হল অধীর চৌধুরীকে (Adhir Chowdhury)। অক্ষম কংগ্রেস শিরোনাম-সহ সম্পাদকীয়তে লেখা হয়েছে, বাংলায় দলকে শূন্যে টেনে নামিয়েছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কংগ্রেসের (Congress) ব্যর্থতা ঢাকতে, তিনি তৃণমূল (TMC) কংগ্রেসকে কটাক্ষ করছেন বলেও আক্রমণ করা হয়েছে প্রতিবেদনে। যদিও, প্রদেশ কংগ্রেস সভাপতি এতে গুরুত্ব দিচ্ছেন না।

West Bengal News Live: হাওড়ার নাজিরগঞ্জে তৃণমূল নেতা খুনে নাম জড়াল দলেরই এক নেত্রীর

হাওড়ার নাজিরগঞ্জে তৃণমূল নেতা খুনে নাম জড়াল দলেরই এক নেত্রীর। নিহতের পরিবারের অভিযোগ, তোলাবাজির প্রতিবাদ করায় খুন হন ওয়াজুল খান। তাঁর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠলেও, তা মানতে চাননি অভিযুক্ত নেত্রী।

West Bengal News Live: হাওড়ার মতো অনিশ্চয়তায় বালির পুরভোট

হাওড়ার মতো অনিশ্চয়তায় বালির পুরভোট। কেন হাওড়ার সঙ্গে বালিকে মিশিয়ে দেওয়া হল? কেনই বা ফের আলাদা করা হল? তা নিয়ে তৃণমূলের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও শাসক দলের দাবি, বালি আলাদা হওয়ায় উন্নয়ন গতি পাবে।

West Bengal News Live: তমলুক পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বোমাবাজি

তমলুক পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বোমাবাজি। বিজেপিকে দুষল তৃণমূল। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এনেছে গেরুয়া শিবির।

West Bengal News Live: বাঁকুড়া শহরে বিদায়ী কাউন্সিলরের মিছিল ঘিরে তৃণমূলের অন্দরের ফাটল প্রকাশ্যে চলে এল

বাঁকুড়া শহরে বিদায়ী কাউন্সিলরের মিছিল ঘিরে তৃণমূলের অন্দরের ফাটল প্রকাশ্যে চলে এল। দলের প্রাক্তন বিধায়ক ও বিদায়ী কাউন্সিলরের মিছিলের বিরোধিতায় সরব হয়েছেন বাঁকুড়ার তৃণমূল শহর সভাপতি। পাল্টা জবাব দিয়েছেন বিদায়ী কাউন্সিলরও। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি

WB News Live Updates: অবহেলা, অনাদরে পড়ে সিধু-কানহুর মূর্তি

অবহেলা, অনাদরে পড়ে সিধু-কানহুর মূর্তি। কাঁকসার দেউল পার্কে সাঁওতাল বিদ্রোহের দুই বীর নেতার মূর্তি এভাবে পড়ে থাকায় তৈরি হয়েছে ক্ষোভ। দ্রুত মূর্তি সংস্কারের আশ্বাস দিয়েছে কাঁকসা পঞ্চায়েত সমিতি। এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।

West Bengal News Live: কলকাতায় পুরভোটের বিজ্ঞপ্তি, আলিপুরে সর্বদল বৈঠক

কলকাতায় পুরভোটের বিজ্ঞপ্তি, আলিপুরে সর্বদল বৈঠক। সর্বদল বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। ‘নির্বাচনী এজেন্টকে হতে হবে সংশ্লিষ্ট বুথ এলাকার। বৈঠকে দাবি তৃণমূলের, বিরোধিতায় বাম-কংগ্রেস-বিজেপি। বুথ এলাকার নয়, সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে হোক নির্বাচনী এজেন্ট।
একযোগে দাবি বাম-কংগ্রেস-বিজেপির। বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে। জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ।

WB News Live Updates: ভোট জল্পনার মধ্যে পাহাড়ে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন দল

ভোট জল্পনার মধ্যে পাহাড়ে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন দল। হামরো পার্টি নামে নতুন দল ঘোষণা করলেন প্রাক্তন GNLF নেতা অজয় এডওয়ার্ড। গত নয়ই সেপ্টেম্বর অনীত থাপা নতুন দল ঘোষণার দুমাস ষোল দিনের মাথায় পাহাড়ের রাজনীতিতে যুক্ত হল নতুন দল।

West Bengal News Live: বিহার থেকে মামার বাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল কিশোর

বিহার থেকে মামার বাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল কিশোর। ঘটনায় আতঙ্ক দুর্গাপুরের মায়াবাজারে। পুলিশের ভূমিকায় ক্ষোভ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ কিশোরের খোঁজ চলছে। জানিয়েছেন, দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের ডিসি।

WB News Live Updates: স্কুলে গ্রুপ ডি নিয়োগে ‘দুর্নীতি’, আদালতের নজরে আরও ৫৪২

স্কুলে গ্রুপ ডি নিয়োগে ‘দুর্নীতি’।  আদালতের নজরে আরও ৫৪২। ৪ মে ২০১৯-র পর কমিশনের সুপারিশে পর্ষদ নিয়োগ করলে পদক্ষেপ নেওয়া হবে। নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ৫৪২ জনের মধ্যে যাঁদের নিয়োগ, তাঁদের বেতন বন্ধের নির্দেশ। নিয়োগ মামলায় মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ হাইকোর্টের। ডিভিশন বেঞ্চে শুনানির পরে ফের নির্দেশ সিঙ্গল বেঞ্চের।

West Bengal News Live: বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে হাইকোর্টে মামলা

বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে হাইকোর্টে মামলা। বিএসএফের ডিজিকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের। বিএসএফ আইনের ১৩৯ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা। সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিযোগ। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবীর জনস্বার্থ মামলা। ১৪ ডিসেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি। 

WB News Live Updates: গ্রুপ ডি নিয়োগে ‘দুর্নীতি’, আদালতের নজরে আরও ৫৪২

গ্রুপ ডি নিয়োগে ‘দুর্নীতি’, আদালতের নজরে আরও ৫৪২। ‘৪ মে ২০১৯-র পর কমিশনের সুপারিশে পর্ষদ নিয়োগ করলে পদক্ষেপ’,নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ। ৫৪২জনের মধ্যে যাদের নিয়োগ, তাদের বেতন বন্ধের নির্দেশ।নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ হাইকোর্টের।ডিভিশন বেঞ্চে শুনানির পরে ফের নির্দেশ সিঙ্গল বেঞ্চের

West Bengal News Live: কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় ঢেঁড়া পিটিয়ে নোটিস জারি করল সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় ঢেঁড়া পিটিয়ে নোটিস জারি করল সিবিআই। এদিন পলাতক অভিযুক্তদের বাড়িতে গিয়ে নোটিস সেঁটে দেন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের নোটিসে উল্লেখ, ১৭ ডিসেম্বরের মধ্যে শিয়ালদা আদালতে আত্মসমর্পণ না করলে, বিজেপি কর্মী খুনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

WB News Live Updates: গায়ের জোরে শুধু কলকাতা পুরসভায় ভোট,কটাক্ষ কংগ্রেসের

গায়ের জোরে শুধু কলকাতা পুরসভায় ভোট। বোঝাই যাচ্ছে, কীরকম নিয়ম কানুন মানবে তৃণমূল। কটাক্ষ কংগ্রেসের।

West Bengal News Live: কেন একসঙ্গে সব পুরসভার ভোট নয়? প্রশ্ন বিজেপির

ভোট করতে কমিশনের এত তাড়া কীসের? কেন একসঙ্গে সব পুরসভার ভোট নয়? প্রশ্ন বিজেপির।

WB News Live Updates: এপ্রিলের মধ্যে রাজ্যের সব পুরভোট করানোর পরিকল্পনা, হাইকোর্টে সওয়াল রাজ্যের

‘আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কীভাবে ভোটের বিজ্ঞপ্তি? মামলা বিচারাধীন, আদালত কেন পদক্ষেপ নেবে না?’ হাইকোর্টে পুরভোট মামলায় প্রশ্ন বিজেপির।
‘১৯ ডিসেম্বর ভোট করব, হলফনামায় জানিয়েছিলাম। এপ্রিলের মধ্যে রাজ্যের সব পুরভোট করানোর পরিকল্পনা আছে’,হাইকোর্টে পাল্টা সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর

West Bengal News Live: বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে হাইকোর্টে মামলা

বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে হাইকোর্টে মামলা। বিএসএফের ডিজিকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের।বিএসএফ আইনের ১৩৯ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা।সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিযোগ।কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবীর জনস্বার্থ মামলা।১৪ ডিসেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি

WB News Live Updates: কলকাতা পুরভোটে সন্ধে ৭ থেকে সকাল ১০ পর্যন্ত করা যাবে না বড় জনসভা, জানাল কমিশন

‘হাওড়ায় ভোট নিয়ে এখনও কমিশনকে কিছু জানায়নি রাজ্য’
‘মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন ২ জন’
‘ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন’
‘সন্ধে ৭ থেকে সকাল ১০ পর্যন্ত করা যাবে না বড় জনসভা’

West Bengal News Live: সম্ভবত কলকাতা পুরভোটের গণনা ২১ ডিসেম্বর

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, কলকাতা পুরভোট হবে ইভিএমে।  চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি।  কত পুলিশ মোতায়েন করতে হবে, তা জানাতে বলেছি ডিজি-সিপি-কে। সম্ভবত কলকাতা পুরভোটের গণনা ২১ ডিসেম্বর।’

WB News Live Updates: কলকাতা পুরভোটে মতাধিকার প্রয়োগ করবেন ৪০ লক্ষের বেশি ভোটার, জানাল রাজ্য নির্বাচন কমিশন

কলকাতার পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। কমিশন জানিয়েছে,   ‘কলকাতার ১৪৪টি ওয়ার্ডে হবে ভোট। ৪,৭৪২টি বুথে হবে ভোট। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ। ‘ভোট দেবেন ৪০ লক্ষের বেশি ভোটার।ভোট হবে ১৯ ডিসেম্বর।’

West Bengal News Live: ডুয়ার্সের লাটাগুড়ি বাজারে হানা হাতির দলের, আতঙ্ক এলাকায়

ডুয়ার্সের লাটাগুড়িতে হাতির পাল। গতকাল রাতে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি বাজারে হানা দেয় প্রায় ১০-১২টি হাতি। এলাকায় দাপিয়ে বেড়ায় তারা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষয়ক্ষতি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

WB News Live Updates: ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন

কলকাতা পুরভোটে  ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। আজ থেকেই জারি আদর্শ আচরণবিধি। ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

West Bengal News Live: কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপির

কলকাতা পুরসভার ভোটের বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপির। দুপুর একটায় সময় দিলেন প্রধান বিচারপতি

WB News Live Updates: ১৯ ডিসেম্বরই কলকাতা পুরসভার ভোট, জারি বিজ্ঞপ্তি

১৯ ডিসেম্বরই কলকাতা পুরসভার ভোট
২১ ডিসেম্বর কলকাতা পুরভোটের গণনা
বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের

West Bengal News Live: আজই কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি

আজই কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি। সকাল ১০টায় বিজ্ঞপ্তি জারি হবে।বেলা ১২টায় সাংবাদিক বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের।আজ হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না 

WB News Live Updates: মেট্রোয় ফিরল টোকেন পরিষেবা,সংক্রমণ এড়াতে প্রতিটি স্টেশনে স্যানিটাইজিং মেশিন

মেট্রোয় ফিরল টোকেন পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিটি স্টেশনেই টোকেনে যাত্রা। সংক্রমণ এড়াতে প্রতিটি স্টেশনে স্যানিটাইজিং মেশিন।

West Bengal News Live: সেতু দুর্বল, বন্ধ ভারী যান চলাচল,বক্রেশ্বর মন্দিরে যেতে সমস্যায় পড়ছেন ভক্তরা

সেতু দুর্বল, বন্ধ ভারী যান চলাচল। তার জেরেই বক্রেশ্বর মন্দিরে যেতে সমস্যায় পড়ছেন ভক্তরা। বাস বা অন্যান্য গাড়ি বন্ধ থাকায় অনেকটা হেঁটে নয়তো টোটোয় যেতে হচ্ছে ভক্তদের। এ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

WB News Live Updates: বীরভূমের গোপালনগরে ঢাক পিটিয়ে খুনে অভিযুক্তদের নামে নোটিস সিবিআইয়ের

বীরভূমের গোপালনগরে ঢাক পিটিয়ে, খুনে অভিযুক্তদের নামে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। শুক্রবার, বোলপুর আদালতে হবে এই মামলার পরবর্তী শুনানি।

West Bengal News Live: দু’ দিনে ৩ ডিগ্রির বেশি নামল পারদ,কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি

দু’ দিনে ৩ ডিগ্রির বেশি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

WB News Live Updates: তপসিয়া থানা এলাকায় চপ্পল তৈরির কারখানার গোডাউনে আগুন, এক ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে

তপসিয়া থানা এলাকার জি জে খান রোডে রবারের চপ্পল তৈরির কারখানার গোডাউনে আগুন। বুধবার রাত দেড়টা নাগাদ এলাকার বাসিন্দারা ওই গোডাউনে আগুন জ্বলতে দেখে দমকলে খবর দেন, ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন। দমকলের আটটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর নেই। কীভাবে আগুন লেগেছে এবং গোডাউনের অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল কিনা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

West Bengal News Live:দুবরাজপুরে ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আট

বীরভূমের দুবরাজপুরে ১০০ দিনের কাজ বণ্টন নিয়ে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আট। গ্রাম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি।

West Bengal News Live:বয়সের কারণে সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য

দলের সিদ্ধান্ত মেনে, বয়সের কারণে সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য। তেমনই ইঙ্গিত দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। সিপিএম নেতা জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়াই উদ্দেশ্য। যদিও, এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।

প্রেক্ষাপট

কলকাতা: এবার মেঘালয় কংগ্রেসে ধস নামিয়ে প্রধান বিরোধী দল তৃণমূল। বিরোধী দলনেতা মুকুল সাংমা সহ ১২ বিধায়ক যোগ দিলেন জোড়াফুলে, খবর সূত্রের।


টাকা দিয়ে মেঘালয়ে বিধায়ক কিনেছে তৃণমূল। নৈতিকতা থাকলে জোড়াফুলের প্রতীকে জিতে দেখাক, আক্রমণ অধীরের। প্রমাণ দিন, নৈতিকতা শিখব না, পাল্টা সৌগত।


২০ এপ্রিল শিল্প সম্মেলনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর।


মোদির সঙ্গে বৈঠকে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির নিয়ে নালিশ মমতার। উঠল বকেয়ার প্রসঙ্গ। কোথায় কত পেয়ে, কত খরচ, তথ্য দিন, দাবি বিজেপির।


পুরভোট নিয়ে অশান্ত ত্রিপুরা। সায়নীর বিরুদ্ধে কীভাবে খুনের চেষ্টার মামলা? মোদির কাছে নালিশ মমতার। ৩০ নভেম্বর যাচ্ছেন মুম্বই।  


দিল্লি গিয়েও সনিয়ার সঙ্গে দেখা করলেন না মমতা। বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ অধীরের।গুরুত্বে নারাজ তৃণমূল।


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মমতা-সুব্রহ্মণ্যম স্বামী বৈঠক। জয়প্রকাশ, মোরারজি, রাজীবের সঙ্গে তুলনা করে প্রশংসা সুব্রহ্মণ্যমের।


পুরভোট মামলা পিছিয়ে হাইকোর্টে সোমবার শুনানি। আজ বিজ্ঞপ্তি জারি না হলে ১৯ ডিসেম্বর ভোট অসম্ভব। আইনি পরামর্শ নিচ্ছে কমিশন।


বিজ্ঞপ্তি জটে হাওড়া পুরসভা। বিলে সই না করে ফের ব্যাখ্যা তলব রাজ্যপালের। প্রয়োজনে হাওড়া বাদ দিয়ে শুধু কলকাতায় ভোটের প্রস্তুতি।


খেজুরির সভায় শুভেন্দুর বার্তা, খারিজ বামেদের। আঁতাত স্পষ্ট, খোঁচা তৃণমূলের।


নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।


স্কুলে গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ। সিবিআই অনুসন্ধানের নির্দেশে ৩ সপ্তাহের জন্য ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। সোমবার শুনানি।


কমিশন ও পর্ষদকে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সব নথি জমার নির্দেশ হাইকোর্টের। দিতে হবে রেজিস্ট্রার জেনারেলের কাছে। সোমবার শুনানি।


মোদির ঘোষণার পরে কৃষি আইন প্রত্যাহারের পথে কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র, শীতকালীন অধিবেশনে পেশ। মার্চ পর্যন্ত ফ্রি রেশনের সিদ্ধান্ত।


স্কুলে যাওয়ার পথে গলা কেটে ফালাকাটায় দশম শ্রেণির ছাত্রীকে খুন। প্রেমে প্রত্যাখ্যানের প্রতিশোধের অভিযোগ। প্রতিবেশী গ্রেফতার।


রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাই শীর্ষে। পুজোর পরে টেস্ট কমায় রাজ্যকে চিঠি কেন্দ্রের। হুগলি, কোচবিহার-সহ ৪ জেলার উল্লেখ।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.