WB News Live Updates: করোনা সংক্রমণের শীর্ষে ফের কলকাতা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন...
কাল সকাল আটটা থেকে ভবানীপুরের আটটি ওয়ার্ডে নজর দিয়েছে গেরুয়া শিবির। আটটি ওয়ার্ডের ৮০টি জায়গায়, ৮০ জন বিজেপি নেতা প্রচার করবেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, দীনেশ ত্রিবেদী-সহ হেভিওয়েট নেতা থাকবেন শেষ বেলার প্রচারে।
সরকারি হাসপাতাল লিজ নিয়ে পিপিপি মডেলে বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার ছাড়পত্র দিয়েছে রাজ্য। ৪টি বেসরকারি সংস্থাকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে রানাঘাট মহকুমা হাসপাতালে, বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার জন্য মউ-ও সই হয়েছে।
মানিকচকে মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধেয় বাড়ি ফেরার পথে, যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে প্রতিবেশী যুবক। মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার।
শহরে নতুন আতঙ্ক। যাত্রী সেজে অ্যাপ ক্যাব চালককে গাড়ি সহ অপহরণ। দিন দুয়েক পর চালককে পৌঁছে দেওয়া হচ্ছে থানা, হাসপাতাল বা অন্য কোথাও। ফেরানো হচ্ছে গাড়িও। খোয়া যাচ্ছে শুধু মানিব্যাগ ও মোবাইল। সৌজন্যে রহস্যময় যুগল। রিলের বান্টি-বাবলির দেখা মিলল বাস্তবে।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল মোট ১৫,৬৬,৩৯৩ জন। সরকারি হিসেব অনুযায়ী ২৬ সেপ্টেম্বর রাজ্যে করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৮৩ জন।
ঘূর্ণিঝঢ় গুলাব প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত। ঝড়-বৃষ্টির সময় সতর্ক থাকবেন। পুরসভা-সিইএসসি সবাইকে বলেছি, কারও যেন অসুবিধা না হয়’।
উদয়পুরের সমুদ্রে স্নান করতে গিয়ে নিখোঁজ ২ বাঙালি। নিখোঁজ দেবশ্রী সিংহ ও অভ্রদ্বীপ আচার্য মধ্যমগ্রামের বাসিন্দা। আজ দুপুরে ওড়িশায় তালসারি সি বিচে স্নান করতে গিয়েছিল বন্ধুরা। বন্ধুদের বারণ সত্বেও সমুদ্রে নামে দুজন। সমুদ্রে নামার পরেই তলিয়ে যায়। স্পিডবোডের মাধ্যমে চলছে খোঁজ।
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে জলপাইগুড়ির রাজগঞ্জে গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন। চুল কেটে, জুতোর মালা পরিয়ে, মারধরের ওপর অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। অত্যাচারের ছবি তুলে ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনায় তিনজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হওয়ায় এর আগে বারদুয়েক বাড়ি ছেড়ে চলে যান ওই গৃহবধূ। সম্প্রতি আরও একজনের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। গতকাল গ্রামে ফিরতেই গৃহবধূর ওপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে উপনির্বাচনের প্রচারে এসে মোদি সরকারকে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, "মমতা তৃণমূলের দরজা বন্ধ করে রেখেছেন, যেদিন খুলবে সেদিন বিজেপি উঠে যাবে।আমরা চাই না, পচাগুলোকে নিতে চাই না। যত বিজেপিতে গেছে তত মঙ্গল হয়েছে। বিজেপি চায় তৃণমূল বাংলার বাইরে না যায়। আমি সব রাজ্যে যাব, উত্তরপ্রদেশ-হরিয়ানা-মধ্যপ্রদেশে যাব। তোমার রাজ্যে ঢুকব, মমতার ছবি নিয়ে লড়ব। তোমার চোখে চোখ রেখে রাজ্য ছিনিয়ে আনব।"
মাঝরাতে আছড়ে পড়বে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের কাছে। এরাজ্যে সরাসরি প্রভাব না পড়লেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সন্ধের পর থেকেই উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বাড়বে। সেখানে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া ভারীত বৃষ্টির পূর্বাভাস। আর আগামী বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। এই সময়ের মধ্যে উত্তাল থাকবে সমুদ্র। সেজন্য বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভবানীপুর উপনির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ভবানীপুরে যদি মমতাকে ১ লক্ষ ভোটে না জেতাতে পারি, ভারত বাঁচবে না। মাথা উঁচু করে বুথে যাবেন। আপনি ভোট দেবেন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন। "
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুই শিশুর মৃত্যু। একজনের বয়স তিনমাস, অন্যজনের ছয়মাস। হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুর জ্বর, সর্দি বা শ্বাসকষ্টজনিত কোনও সমস্যা ছিল না। দুজনেরই মৃত্যুর কারণ মাল্টি অরগ্যান ফেলিওর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গত ২৪ ঘণ্টায় জ্বর নিয়ে ভর্তি হয়েছে ৫জন শিশু।
প্রচারের শেষ ধাপে ভবানীপুরের ভোটারদের কাছে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদনপত্রে তিনি লিখেছেন, ভবানীপুর থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আমি আপনাদের ঘরের মেয়ে। কোভিডের জন্য কমিশনের নিয়ম মেনে সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আমার লিখিত আবেদন, ৩০ সেপ্টেম্বর যেন আপনাদের আশীর্বাদ পাই।
ফের দুর্যোগের ভ্রুকুটি। হলদি নদীর তীরবর্তী এলাকার মানুষ জনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কাঁচা বাড়ির বাসিন্দাদেরও নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে। হলদিয়া থানার তরফে বিভিন্ন জায়গায় মাইকে প্রচার চালানো হচ্ছে।
কলকাতার আকাশে ফের দুর্যোগের ভ্রুকুটি। কয়েকদিন আগেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। নিরাপত্তার ক্ষেত্রে তাই আর কোনও ফাঁক রাখতে চায় না কলকাতা পুরসভা ও পুলিশ। যে সব বিদ্যুতের পোস্টে খোলা তার রয়েছে, সেগুলিতে আটকে দেওয়ার কাজ চলছে আলিপুর এলাকায়।
ঘূর্ণিঝড় গুলাবের সতর্কতা বকখালিতেও। সমুদ্র সৈকত জুড়ে চলছে প্রচার। পর্যটকদের হোটেল থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
মুখ্যমন্ত্রীর রোম সফর বাতিল করায় এবার কেন্দ্রকে নিশানা সুব্রহ্মণ্যন স্বামীর। রোমে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন বাধা দেওয়া হল ? কোন আইনে মমতাকে আটকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ? প্রশ্ন তুলে ট্যুইট বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামীর। সংবিধানের ১৯ নম্বর ধারায় ভ্রমণের স্বাধীনতা মৌলিক অধিকার। যদিও কিছু বিধিনিষেধ নিয়ে সুপ্রিম কোর্ট প্রচুর রায় দিয়েছে। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী পদের উপযুক্ত নয়, এমন কারণ নেই। ট্যুইট বিজেপির রাজ্যসভার সাংসদের।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকীতে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর দুই সদস্য অতীন ঘোষ ও দেবাশিস কুমার। অন্যদিকে ধর্মতলায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ পার্কে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। যদিও বিদ্যাসাগরের জন্মদিনেও থেমে নেই রাজনৈতিক তরজা।
ঘূর্ণিঝড়ের আগে দিঘাজুড়ে পুলিশি তত্পরতা। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামায় সতর্ক করা হচ্ছে পর্যটকদের। সৈকত ও উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ-প্রশাসন।
আজ সন্ধেয় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব। এই মুহূর্তে গোপালপুর থেকে ৩০০ কিলোমিটার ও কলিঙ্গপত্তনম থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। রাজ্যে এর সরাসরি প্রভাব না, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা সবথেকে বেশি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় তত্পর রাজ্য প্রশাসন। এদিন সাগরের বঙ্কিমনগরে মুড়িগঙ্গা নদীর বাঁধ পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত নদী বাঁধের একাংশ এখনও মেরামত হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। ফলে জল বাড়লে ফের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিদর্শনে গিয়ে আগামীকালের মধ্যে বাঁধ সারাতে সেচ দফতরের আধিকারিকদের নির্দেশ দেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী। তাঁর আশ্বাস, ক্ষতিগ্রস্ত নদী বাঁধের বাকি অংশও দ্রুত সারানো হবে।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। এদিন সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচারে যান তিনি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে তাঁদের আটকায় পুলিশ। বাম নেতা, কর্মীরা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শেষপর্যন্ত পাঁচজনকে নিয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচার করার অনুমতি দেয় পুলিশ>>
রবিবার সকালে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনিতে প্রচার করলেন ভবানীপুরের প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সঙ্গে ছিলেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বাড়ি বাড়ি ঘুরে চলল প্রচার।
প্রচারের শেষ ধাপে ভবানীপুরের ভোটারদের কাছে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদনপত্রে তিনি লিখেছেন, ভবানীপুর থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আমি আপনাদের ঘরের মেয়ে। কোভিডের জন্য কমিশনের নিয়ম মেনে সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আমার লিখিত আবেদন, ৩০ সেপ্টেম্বর যেন আপনাদের আশীর্বাদ পাই।
বীরভূমে রহস্যমৃত্যুর জোড়া ঘটনা। শান্তিনিকেতনের পারুলডাঙায় ২ দিন নিখোঁজ থাকার পর, পুকুর থেকে উদ্ধার হল তিনবছরের শিশুকন্যার দেহ। পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকে খোঁজ মিলছিল না শিশুর। গতকাল দেহ উদ্ধারের পর, খুনের অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। তদন্তে আনা হয় পুলিশ কুকুর। অন্যদিকে, গতকাল থেকে নিখোঁজ ছিলেন মুরারইয়ের রাজগ্রামের বাসিন্দা রাজকুমার ভক্ত। আজ সকালে পরিত্যক্ত পাথর খাদানের পুকুর থেকে বছর চুয়ান্নর ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।
প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সমর্থনে ভবানীপুরের নর্দার্ন পার্কে প্রচারে নেমে তৃণমূল কর্মীর কাছে ভোট চাইলেন সুভাষ সরকার। তৃণমূলকেই ভোট দেব, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানিয়ে দেন ওই কর্মী। এদিন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমে জনসংযোগের পাশাপাশি, ভোটারদের কাছে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানান সুভাষ সরকার। যদি ভোট লুঠ না হয়, তাহলে মাননীয়া হারবেন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
ভবানীপুরে ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। চেতলার কলাবাগান এলাকা থেকে প্রচার শুরু করেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে চলে জনসংযোগ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ফের নিগৃহীত গৃহবধূ। বধূর চুল কেটে, জুতোর মালা পরিয়ে চলে বেধড়ক মারধর। সেই ছবি তুলে ভাইরাল করে দেয় গ্রামবাসীর একাংশ। জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনা। খবর পেয়ে নিগৃহীতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
ভবানীপুর উপনির্বাচনের আগে ওই বিধানসভাকেন্দ্রের ভোটার হলেন প্রশান্ত কিশোর। ভবানীপুর কেন্দ্রের সেন্ট হেলেন স্কুলের পার্ট নম্বর ২২২-এর ভোটার ভোটকুশলী পিকে। ২০১৯-এর লোকসভা ভোটে খারাপ ফলের পর তৃণমূল কংগ্রেস গাঁটছড়া বাঁধে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে। গত বিধানসভা ভোটে বিপুল জনসমর্থন নিয়ে প্রত্যাবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ তারিখ ভবানীপুরে উপনির্বাচন। এই প্রেক্ষিতেই এবার ভবানীপুরের ভোটার প্রশান্ত কিশোর। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যসভায় যেতে হলে, সেই রাজ্যের ভোটার হতে হয়, সৌগত রায়ের মন্তব্যে জল্পনা।
নদিয়ার হাঁসখালির কৈখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। আহত হয়েছেন উভয়পক্ষের চারজন। তৃণমূলের অভিযোগ, পেশায় শিক্ষক এক বিজেপি কর্মী সবুজ সাথী সাইকেল চুরি করে বিক্রি করে দিচ্ছিলেন। তার প্রতিবাদ করায় গুলি চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। আহত হন তৃণমূলের দুই সদস্য। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ বিজেপির। তাদের দাবি, হামলায় আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। শক্তিনগর জেলা হাসপাতাল চিকিৎসাধীন আহত ২ তৃণমূল কর্মী। অন্যদিকে, কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন দুই বিজেপি কর্মী। দোষীদের গ্রেফতারির দাবিতে শক্তিনগর জেলা হাসপাতালের সামনে রানাঘাট উত্তর পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের নেতৃত্বে রাত থেকে অবস্থানে বসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
শোভনের বেহালার বাড়ির মালিক এখন বৈশাখী । কোটি টাকা দিয়ে শোভনেরই বাড়ি কিনে নিলেন বৈশাখী। ‘আইনি খরচের জন্য অর্থনৈতিক সঙ্কট চলছে’। বৈশাখীর আর্থিক সাহায্যের বদলে বাড়ি বিক্রি করেছি। বৈশাখীকে বেহালার বাড়ি বিক্রি প্রসঙ্গে বললেন শোভন। বাড়ির মালিকানা হাতে পেয়েই রত্নাকে হুঁশিয়ারি বৈশাখীর। মালিক আমি, এবার বাড়ি ছাড়ুন রত্না, হুঁশিয়ারি বৈশাখীর। মায়ের সঙ্গ ছাড়লে বাড়িতে থাকতে পারেন শোভন-কন্যা’। শোভনের বেহালার বাড়ির মালিক হয়েই বললেন বৈশাখী।
এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রত্নার।
প্রেক্ষাপট
প্রয়াত শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী। বয়স হয়েছিল ৬৭ বছর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শনিবার বিকেল ৪.৫২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এই প্রাক্তন অধ্যাপক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন ডিরেক্টর জেনারেলও ছিলেন স্বপন চক্রবর্তী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পাদক ও কিউরেটরের দায়িত্ব সামলেছেন। কয়েক দিন আগে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হন তিনি। আমৃত্যু সেই পদে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি শাসিত অসমে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি চালানোর ঘটনায়, এবার মানবাধিকার কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দেশে যা হচ্ছে, পরশু অসমে উচ্ছেদ নিয়ে কি অমানবিক কাণ্ড হল..কোথায় মানবাধিকার কমিশন?...বাংলায় কিছু হয় না, তাও পাঠিয়ে দেয়, আর অসমে যখন কাউকে মারা হয়, মৃতদেহের উপর নাচে, মানবাধিকার কমিশন কোথায় যায়?" পাল্টা, আক্রমণ করেছে বিজেপিও। প্রসঙ্গত, অসমকাণ্ডে, CBI তদন্তের নির্দেশ দিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার।
জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আনা হয়। চিকিত্সার সুযোগই মেলেনি বলে দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের। এই নিয়ে মালদা জেলায় ৯ দিনে ৯ শিশুর মৃত্যু হল।
জঙ্গলের বুকে ফের গণ্ডারের জীবন সঙ্কট! জলপাইগুড়ির গোরুমারা অভয়ারণ্য এলাকায় তিন জন সন্দেহভাজনের দেখা মিলেছে বলে বলে দাবি বন দফতরের। কড়া নজরদারির চাদরে মুড়ে ফেলা হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকাকে। তিন সন্দেহভাজনের দেখা মিলতেই, এখন আরও কড়া নজরদারি শুরু হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরেই তৈরি হবে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ হিসেবে সেটি আছড়ে পড়বে বাংলায়। সূত্রের খবর, আজ বিকেলে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব। ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না পড়লেও, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -