West Bengal News Live: কলকাতার ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Get the latest West Bengal News and Live Updates: কলকাতা পুরভোটে বামেদের সঙ্গে লড়াইয়ে কংগ্রেস? কলকাতার ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।

abp ananda Last Updated: 27 Nov 2021 07:07 PM
West Bengal News Live Updates: হাওড়ার টিকিয়াপাড়ায় হেলে পড়েছে নির্মীয়মাণ টাওয়ার-রেস্তোরাঁ

হাওড়ার টিকিয়াপাড়ায় হেলে পড়েছে নির্মীয়মাণ টাওয়ার-রেস্তোরাঁ। খবর পেয়ে টাওয়ার পরিদর্শন করলেন হাওড়ার পুর প্রতিনিধিরা। বিশেষজ্ঞদের দিয়ে টাওয়ার পরীক্ষার করানো হবে, আশ্বাস পুর কর্তৃপক্ষের। দুর্ঘটনা রুখতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি নির্মাণকারী সংস্থার।

WB News Live Updates: ১ ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া দিতে হবে, বিজ্ঞপ্তি বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষের

৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে বের করে নিতে হবে মজুত রাখা আলু। খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের নির্দেশে এমনিতেই মাথায় হাত পড়েছিল কৃষকদের। এবার ১ ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া দিতে হবে, বিজ্ঞপ্তি দিল বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষ। একদিকে সরকার, অন্য দিকে হিমঘর কর্তৃপক্ষ। জোড়া বিজ্ঞপ্তিতে মাথায় হাত বাঁকুড়ার আলু চাষি থেকে ব্যবসায়ীদের। 

West Bengal News Live Updates: সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু বিহারের বাসিন্দার

সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু বিহারের বাসিন্দা এক ব্যক্তির। তিনি চলন্ত বাস থেকে নামার সময় পড়ে যান। বাসের পিছনের চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। এই ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।

WB News Live: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাদক উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, ওষুধের দোকানের মালিক-সহ ৬। এনসিবি সূত্রে খবর, ব্যারাকপুর থেকে নদিয়া হয়ে বাংলাদেশে মাদক পাচারের ছক ছিল। তার আগেই সীমান্ত এলাকায় এনসিবি-র হাতে ধরা পড়ে মাদক পাচারকারীরা। সূত্রের খবর, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের বাড়ির গুদামেই মজুত করা হত মাদক। এই চক্রে ওষুধের ডিস্ট্রিবিউটর ও দোকান মালিক-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live: হাবড়ায় সমব্যথী প্রকল্পের টাকা পেতে হয়রানির অভিযোগ

সমব্যথী প্রকল্পের টাকা পেতে হয়রানির অভিযোগ। মৃত্যুর পর বছর ঘুরে গেলেও মিলছে না সরকারি সাহায্য। এই নিয়ে হাবড়ায় বিডিও-র কাছে অভিযোগ। তৃণমূল আমলে এটাই সরকারি সহায়তার ছবি। প্রকল্প থাকলেও টাকা দিতে টালবাহানা, আক্রমণ বিজেপির। সমাধানের আশ্বাস তৃণমূলের।

WB News Live Updates: বাঁকুড়ায় বেহাল ত্রিফলা বাতিস্তম্ভ, দুর্নীতির অভিযোগ বিজেপির

লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঁকুড়া শহরে বসানো হয়েছিল ত্রিফলা আলো। কিন্তু, কয়েক বছরেই সব বাতিস্তম্ভ বেহাল। এই নিয়ে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান প্রশাসকমণ্ডলীর মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। পুরবোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: ফের ডুয়ার্সের চা-বাগানে ভালুকের হানা

ফের ডুয়ার্সের চা-বাগানে ভালুকের হানা। শনিবার ভগতপুর চা-বাগানে ভালুকের দেখা মিলতেই আতঙ্ক ছড়ায়। শেষপর্যন্ত ভালুকটি ঘুমপাড়ানি গুলি ছুড়ে বেহুঁশ করে জালবন্দি করা হয়। বন দফতর সূত্রে খবর, তাকে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ছাড়া হবে।

WB News Live Updates: এজেন্সির কাছে কথা বলে অনেকে পুরস্কৃত আর তিনি না বলে তিরষ্কৃত, দাবি শোভনের

শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। আর তা নিয়ে বিস্ফোরক প্রাক্তন মেয়র। অভিযোগ করলেন, এজেন্সির কাছে কথা বলে অনেকে পুরস্কৃত আর তিনি না বলে তিরষ্কৃত। রত্না চট্টোপাধ্যায়কে বেহালার বাড়ি ছাড়ার নোটিস পাঠলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates: পরিবারতন্ত্র নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা

তৃণমূলের কলকাতা পুরসভার প্রার্থী তালিকায় একাধিক নেতা-মন্ত্রীর পুত্র-কন্যারা জায়গা পেয়েছেন। তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে। পরিবারতন্ত্র নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপির তরজা।

WB News Live: কাল কলকাতা পুরভোটের প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি

বাম, কংগ্রেস বা তৃণমূল কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা করলেও, এখনও পিছিয়ে বিজেপি। কাল প্রার্থী ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। রাজ্যের প্রধান বিরোধী দল কেন প্রার্থী ঘোষণায় পিছিয়ে? এই প্রশ্নে শুরু হয়েছে তরজা।

West Bengal News Live Updates: তৃণমূল প্রার্থী ক্ষিতি গোস্বামীর মেয়ে

কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী বাম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। ৯৬ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে সিপিএম।

WB News Live Updates: কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভের আঁচ তৃণমূল, সিপিএমে

কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভের আঁচ তৃণমূল, সিপিএমে। ক্ষোভ উগড়ে দিয়ে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর। প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ দিলেন বিদায়ী বাম কাউন্সিলর।

West Bengal News Live Updates: বাঁকুড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে সংঘর্ষ

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার সোনামুখীর রামপুর গ্রাম। সশস্ত্র পুলিশের সামনেই চলল লাঠি নিয়ে সংঘর্ষ। লাঠির ঘায়ে মাথা ফাটল গ্রামবাসীর। একাধিক বাড়িতে চলে ভাঙচুর। পুলিশ সূত্রে খবর, অশান্তির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

WB News Live Updates: বিজেপি পরিচালিত পঞ্চায়েত দখল তৃণমূলের

জলপাইগুড়ি সদর ব্লকের বিজেপি পরিচালিত নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। উপপ্রধান-সহ ৪ সদস্য যোগ দিলেন শাসক শিবিরে। বিজেপি শূন্য পঞ্চায়েত গড়ে দলকে শক্তিশালী করাই উদ্দেশ্য বলে দাবি তৃণমূলের। ভাঙনের খেলায় নেমেছে রাজ্যের শাসক দল, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: রাসমেলাকে কেন্দ্র করে কোচবিহারে রাজনৈতিক তরজা

পুরভোটের আগে রাসমেলাকে কেন্দ্র করে কোচবিহারে রাজনৈতিক তরজা। মেলার মাঠে সহায়তা কেন্দ্র চালু করেছে তৃণমূল। মেলায় ভিড় দেখে পুরভোটের আগে জনসংযোগের চেষ্টা, উদ্দেশ্য স্পষ্ট করেছে শাসকদল। মেলা প্রাঙ্গণে রাজনীতি টেনে আনায় তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: অক্সিজেন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে আমরা-ওরার অভিযোগ

মেদিনীপুর মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনে আমন্ত্রণই পাননি। ২ মাস পর বিতর্ক উসকে অভিযোগ দিলীপ ঘোষের। আগে পিএম কেয়ার্স ফান্ডের টাকার হিসেব দিক, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal News Live Updates: পুরভোটের আগে ব্যারাকপুরে বিজেপিতে ভাঙন

পুরভোটের আগে ব্যারাকপুরে বিজেপিতে ভাঙন। পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন বড় সংখ্যক নেতা-কর্মী। তৃণমূল সূত্রে দাবি, অর্জুন সিংহের খাসতালুকে পাঁচশোর বেশি বিজেপি নেতা-কর্মী শাসক শিবিরে যোগ দিয়েছেন। দলত্যাগীদের দাবি, উন্নয়নের স্বার্থেই দলবদল। আমল দিতে নারাজ বিজেপি।

WB News Live Updates: মহিলা তৃণমূল কর্মীকে কটূক্তি ও অশালীন ইঙ্গিতের অভিযোগ, গ্রেফতার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

মহিলা তৃণমূল কর্মীকে কটূক্তি ও অশালীন ইঙ্গিতের অভিযোগ। গ্রেফতার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। পরে বহরমপুর আদালতে জামিন মঞ্জুর। নীলরতন আঢ্যর অবশ্য দাবি, তিনি চক্রান্তের শিকার। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live Updates: বাঁকুড়ায় পেট্রোল পাম্প কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চা কর্মী

বাঁকুড়ায় পেট্রোল পাম্প কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চা কর্মী। বাজেয়াপ্ত হয়েছে আগ্নেয়াস্ত্র। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অভিযুক্তের পাশে দাঁড়াচ্ছে না বিজেপিও। 

WB News Live Updates: আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ভিডিও ঘিরে তোলপাড় মালদার হরিশ্চন্দ্রপুর

আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ভিডিও ঘিরে তোলপাড় মালদার হরিশ্চন্দ্রপুর। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, আস্থা ভোটে ভয় দেখাতে অস্ত্র মজুত হয়। দূরত্ব রেখেছে শাসক দল। এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: কলকাতা পুরভোটে বামেদের সঙ্গে লড়াইয়ে কংগ্রেস?

কলকাতা পুরভোটে বামেদের সঙ্গে লড়াইয়ে কংগ্রেস? কলকাতার ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রার্থীতালিকায় তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর। কংগ্রেসের প্রার্থীতালিকায় পার্থ মিত্র, মুমতাজ বেগম। তৃণমূলের টিকিট না পেয়ে ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী পার্থ মিত্র। 

WB News Live Updates: ভোটের প্রচারে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে

কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু। প্রথমবার ভোটের লড়াইয়ে নেমে এদিন গরচা এলাকায় প্রচার করেন মন্ত্রী-পুত্র।

West Bengal News Live Updates: সোশাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে সেক্সটরশনের ফাঁদ

সোশাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে সেক্সটরশনের ফাঁদ। মর্ফ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ। সক্রিয় একাধিক চক্র।  লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের এক ডিজাইনারের।

WB News Live Updates: ভোটের প্রচারে বিকাশরঞ্জন ভট্টাচার্যের জুনিয়র

কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে সিপিএমের টিকিটে লড়ছেন দেবলীনা সরকার। এবারই প্রথম ভোটের ময়দানে তরুণ আইনজীবী। আজ সিঁথি এলাকায় প্রচার করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্যের জুনিয়র।

West Bengal News Live Updates: প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ

প্রথমবার ভোটের লড়াইয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। তালিকা ঘোষণা হতেই ভবানীপুরে প্রচার। টিকিট পেলেন শান্তনু সেনের স্ত্রী কাকলি। প্রার্থী বৈশ্বানর-পত্নীও। 

WB News Live Updates: প্রার্থীতালিকা প্রকাশ হতেই জোরদার প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা প্রকাশ হতেই জোরদার প্রচারে তৃণমূল। আহিরীটোলা থেকে বিজয়গড়, পাড়ায়, বাজারে, মন্দিরে জনসংযোগে শাসক দলের প্রার্থীরা। 

West Bengal News Live Updates: নন্দীগ্রামে সরকারি আধিকারিককে হেনস্থায় গ্রেফতার ৭, প্রতিবাদে বন‍্‍ধ

নন্দীগ্রামে সরকারি আধিকারিককে হেনস্থায় বিজেপি নেতা, উপপ্রধান-সহ গ্রেফতার ৭ জন অভিযুক্ত। ধৃতদের মধ্যে ২ জনের ৫ দিনের পুলিশি হেফাজত। ধৃত বাকি ৫ জনের ১৪ দিনের জেল হেফাজত। গ্রেফতারির প্রতিবাদে ১২ ঘণ্টা নন্দীগ্রাম বন‍্‍ধ।  বিজেপির।

WB News Live Updates: রাজ্য সরকার একসঙ্গে ভোট করতে ভয় পাচ্ছে, দাবি দিলীপ ঘোষের

রাজ্য সরকার একসঙ্গে ভোট করতে ভয় পাচ্ছে। এলাকায় উন্নয়ন হয়নি, তাই এখন পাড়ায় পাড়ায় যেতে হচ্ছে। আমরা লড়াই করব। কারণ মানুষ বিকল্প হিসাবে বিজেপিকে পছন্দ করছে। মেদিনীপুর শহরে চায় পে চর্চায় মন্তব্য দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: ভোটের প্রচারে সিপিএম প্রার্থী

প্রথমবার ভোটের ময়দানে সুরজিৎ সেনগুপ্ত। কলকাতা পুরসভার ৯১ নম্বর ওয়ার্ডের কাঁকুলিয়া রোডে এদিন প্রচার করেন সিপিএম প্রার্থী। একইসঙ্গে চলল দেওয়াল লেখার কাজ। 

WB News Live Updates: কলকাতায় চলছে ভোটের প্রচার

প্রার্থীতালিকা প্রকাশিত হতেই জোরকদমে শুরু হয়েছে পুরভোটের প্রচার। আজ কসবা রাজডাঙা এলাকায় প্রচার করেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লিপিকা মান্না।

West Bengal News Live Updates: ফুটবল মাঠে ভোটের প্রচার

প্রথমবার ভোটের ময়দানে কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিষেক মুখোপাধ্যায়। জার্সি পরে ফুটবল মাঠে নেমে প্রচার-যুদ্ধে মেশালেন ডার্বির উত্তাপ। এদিন ঢাকুরিয়া এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী।

WB News Live Updates: কলকাতার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে প্রার্থীরা

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল ও বামেরা। এরপরই বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামলেন প্রার্থীরা। ৬ বারের কাউন্সিলর। এবার মন্ত্রীও হয়েছেন। কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ চেনা ময়দানে নামলেন পুরভোটের প্রচারে। এদিন নিজের পাড়া ফড়িয়াপুকুরের মোহনবাগান লেনে দেওয়াল লেখার কাজেও হাত লাগান কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। 

West Bengal News Live Updates: ভোটের প্রচারে মদন মিত্র

প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোরকদমে পুরভোটের প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। ৭১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পাপিয়া সিংহের হয়ে প্রচার করলেন মদন মিত্র। লিখলেন দেওয়াল, গাইলেন রবীন্দ্রসঙ্গীত।  

WB News Live Updates: এসএসকেএমে নার্সদের বিক্ষোভ, আন্দোলন, মিন্টো পার্ক পর্যন্ত মিছিল

এসএসকেএমে নার্সদের বিক্ষোভ, আন্দোলন আজ ১৫ দিনে পড়ল। বেতন বৈষম্য ও বদলির প্রতিবাদে এদিন মিছিল করেন আন্দোলনকারীরা। এসএসকেএম থেকে মিন্টো পার্ক পর্যন্ত মিছিল হয়।

West Bengal News Live: প্রথমবার ভোটের ময়দানে সুরজিৎ সেনগুপ্ত, ৯১ নম্বর ওয়ার্ডে প্রচার সিপিএম প্রার্থীর

প্রথমবার ভোটের ময়দানে সুরজিৎ সেনগুপ্ত। কলকাতা পুরসভার ৯১ নম্বর ওয়ার্ডের কাঁকুলিয়া রোডে এদিন প্রচার করেন সিপিএম প্রার্থী। একইসঙ্গে চলল দেওয়াল লেখার কাজ

WB News Live Updates: কুমোরটুলি এলাকায় প্রচারে নেমে মন্দিরে পুজো দিলেন শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা

প্রথমবার ভোটে লড়ছেন মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। এদিন কুমোরটুলি এলাকায় প্রচারে নেমে মন্দিরে পুজো দিলেন। পাশাপাশি, জনসংযোগও সারলেন কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। 

West Bengal News Live: আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার একটা  সেভেনএমএম পিস্তল সহ ৭ রাউন্ড গুলি,  একটি বাইক ও দুটি মোবাইল।

WB News Live Updates: শিয়ালদা এলাকায় প্রচার তৃণমূলের নতুন মুখ মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের

শিয়ালদা এলাকায় প্রচার করলেন তৃণমূলের নতুন মুখ মোনালিসা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী বাড়ি বাড়ি ঘুরে করলেন প্রচার। বাজারে গিয়েও সারলেন জনসংযোগ।

West Bengal News Live: আজই কলকাতা পুরভোটে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস

আজই কলকাতা পুরভোটে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা। ৫০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস।আগামীকাল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে কংগ্রেস।১৩০টি আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস।বামেদের জেতা সব আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস

WB News Live Updates: প্রচারে নেমে দেওয়াল লেখার কাজেও হাত লাগালেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল ও বামেরা। এরপরই বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামলেন প্রার্থীরা। ৬ বারের কাউন্সিলর। এবার মন্ত্রীও হয়েছেন। কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ চেনা ময়দানে নামলেন পুরভোটের প্রচারে। এদিন নিজের পাড়া ফড়িয়াপুকুরের মোহনবাগান লেনে দেওয়াল লেখার কাজেও হাত লাগান কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ।

West Bengal News Live: তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর বিলকিস বেগম

তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর বিলকিস বেগম। আজ ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডে সিপিএমের কাউন্সিলর ছিলেন বিলকিস বেগম। এবার দল তাঁকে প্রার্থী না করায় তৃণমূলে যোগ দিলেন তিনি।

WB News Live Updates: কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে প্রচারে তৃণমূল প্রার্থী কাকলি সেন

কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূলের নতুন মুখ কাকলি সেন। এদিন স্বামী, তৃণমূল সাংসদ শান্তনু সেনকে নিয়ে প্রচার করেন তিনি।

West Bengal News Live: মানুষের ওপরই আস্থা রাখছেন ৪৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অণ্বেষা দাস

মানুষের ওপরই আস্থা রাখছেন ৪৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অণ্বেষা দাস।  প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছেন তিনি।

WB News Live Updates: মহিলাদের প্রতি কটূক্তির অভিযোগ, গ্রেফতার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

মহিলাদের প্রতি কটূক্তি, অশালীন ইঙ্গিতের অভিযোগ।গ্রেফতার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান  নীলরতন আঢ্য।মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ।আজই বহরমপুর আদালতে পেশ করা হবে তাঁকে

West Bengal News Live: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৬

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার।মাদক উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।গ্রেফতার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, ওষুধের দোকানের মালিক-সহ ৬।ব্যারাকপুর থেকে নদিয়া হয়ে বাংলাদেশে মাদক পাচারের ছক ছিল বলে সূত্রের খবর।

WB News Live Updates: খয়রাশোলে কালী মন্দিরে তালা ভেঙ্গে রূপো ও সোনার অলঙ্কার চুরি

খয়রাশোল থানার বাগাশোলা গ্ৰামে রটন্তী কালী মন্দিরে তালা ভেঙ্গে রূপো ও সোনার অলঙ্কার চুরি। রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙ্গে রূপোর তৈরি মায়ের মুকুট এবং সোনার তৈরি বিভিন্ন অলঙ্কার চুরি যায় বলে অভিযোগ। ভোর বেলায় মন্দির পরিষ্কার করতে এসে সেবাইত দীনবন্ধু সাহা দেখেন মন্দিরের তালা ভাঙ্গা, এবং মায়ের মূর্তি থেকে সমস্ত অলঙ্কার চুরি গিয়েছে। 

West Bengal News Live: কলকাতা পুরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তৃণমূল সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন

কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার শান্তনু সেনের নাম না থাকলেও ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তৃণমূল সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন।

WB News Live Updates: রানিগঞ্জে বেসরকারি কারখানায় ভেঙে পড়লো ছাই ভর্তি ট্যাঙ্ক, তিন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা

রানিগঞ্জের মঙ্গলপুরে বেসরকারি সংস্থার কারখানায়  দুর্ঘটনা । ভেঙে পড়লো ছাই ভর্তি ট্যাঙ্ক । তিন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা । উদ্ধারে পুলিশ , দমকল ও কারখানা কর্তৃপক্ষ ।

West Bengal News Live: আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের আত্মীয়র ভিডিও ভাইরাল

আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের আত্মীয়র ভিডিও ভাইরাল। ভিডিওতে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ।মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা।ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুর এলাকায়।অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ভাইরাল ভিডিও নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ

WB News Live Updates: কলকাতা পুরভোটে গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল ও বামেরা, বিভিন্ন ওয়ার্ডে প্রচারে প্রার্থীরা

 ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল ও বামেরা। এরপরই বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামলেন প্রার্থীরা।  সকালেই প্রচার শুরু করলেন বিজয়গড়ের ৯৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত।

West Bengal News Live: ফের নামতে শুরু করেছে পারদ,কলকাতায় তাপমাত্রা নামল কুড়ির নিচে

বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে ফের নামতে শুরু করেছে পারদ। কলকাতায় তাপমাত্রা নামল কুড়ির নীচে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও, ভোরে ও রাতে ফিরল শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন অনেকটাই কমবে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

WB News Live Updates: শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপির ১২ ঘণ্টা নন্দীগ্রাম বনধের ডাকে মিশ্র সাড়া

নন্দীগ্রামের হরিপুরে সরকারি আধিকারিককে হেনস্থার ঘটনায় শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ১২ ঘণ্টা নন্দীগ্রাম বন‍্‍ধের ডাক বিজেপির। বন‍্‍ধে মিশ্র সাড়া। সকাল থেকে দোকানপাট বন্ধ। রাস্তায় গাড়ির সংখ্যা কম। অন্যদিকে, নন্দীগ্রাম-চণ্ডীপুর রাজ্য সড়কে রতনপুরের কাছে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়। টেঙ্গুয়াতে বিজেপি কর্মী, সমর্থকরা পিকেটিং শুরু করেন। কৃষি পণ্য বিলিতে বৈষম্যের অভিযোগে গতকাল নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কৃষি সম্প্রসারণ আধিকারিক বিদ্যুৎবরণ মণ্ডলকে হেনস্থা ও নিগ্রহ করা হয়।

West Bengal News Live: রাজ্য সরকার ভয় পাচ্ছে একসঙ্গে ভোট করতে, পুরভোট নিয়ে কটাক্ষ দিলীপের

রাজ্য সরকার ভয় পাচ্ছে একসঙ্গে ভোট করতে। এলাকায় উন্নয়ন হয়নি, তাই এখন পাড়ায় পাড়ায় যেতে হচ্ছে। আমরা লড়াই করব। কারণ মানুষ বিকল্প হিসাবে বিজেপিকে পছন্দ করছে। মেদিনীপুর শহরে চায় পে চর্চার বৈঠকে মন্তব্য দিলীপ ঘোষের । 

WB News Live Updates: কলকাতা পুরভোটের প্রচারে ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, কথা বললেন স্থানীয় সিপিএম পার্টি অফিসে গিয়েও

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট।ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ৪ নম্বর ওয়ার্ডে প্রাতর্ভ্রমণে বেরিয়ে প্রচার তৃণমূল প্রার্থী গৌতম হালদারের।কথা বললেন স্থানীয় সিপিএম পার্টি অফিসে গিয়েও

West Bengal News Live: পুরভোটের আগে বহরমপুরে শাসক ও বিরোধীদের মধ্যে উন্নয়ন ঘিরে তরজা

পুরভোটের আগে বহরমপুরে উন্নয়ন-তরজা। বেহাল রাস্তা, শ্মশানের বিকল বৈদ্যুতিক চুল্লি নিয়ে পুরসভাকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস, বিজেপি। আগে ওদের ভোট বাড়ুক, তারপর জবাব দেব, বিরোধীদের পাল্টা কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates: পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

পুরভোটের আবহে পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ার পর রঘুনাথপুরের নীলডি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল গেরুয়া শিবিরের। তা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি।

West Bengal News Live: শীতেও ইলিশ!

দরজায় কড়া নাড়ছে শীত। এরই মধ্যে বাজারে এল ইলিশ। বড় সাইজের ইলিশ দেখে মন ভরছে ক্রেতাদেরও। ইলিশ ধরে কাকদ্বীপে ফিরেছে প্রচুর ট্রলার। মাছ বিক্রেতাদের দাবি, তার জন্যই নভেম্বরের শেষেও বাজারে ইলিশের জোগান বেড়েছে।

WB News Live Updates:আবাস যোজনায় ‘দুর্নীতি’

হরিশ্চন্দ্রপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ।  কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও এক সদস্য। বিডিওর কাছে অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার এক অভিযুক্তর।

প্রেক্ষাপট

কলকাতা: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation)  তৃণমূলের প্রার্থীতালিকায় (TMC Candidate list for KMC Poll) ফিরহাদ, অতীন, দেবাশিস, দেবব্রত সহ ৬ বিধায়ক। তালিকায় সাংসদ মালা। নেই গতবারের ৩৯ জন। ৬ জনের ওয়ার্ড বদল।


তৃণমূলের প্রার্থীতালিকা থেকে বাদ শান্তনু, স্মিতা, সুদর্শনা, রতন। তারক সিংহর সঙ্গেই ফের টিকিট পেলেন তাঁর ছেলে-মেয়ে। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ে বোনকেও মনোনয়ন।


 টিকিট পেলেন শান্তনু সেনের স্ত্রী কাকলি। শোভনের ওয়ার্ডে প্রার্থী রত্না। প্রার্থী হচ্ছেন বৈশ্বানর-পত্নীও। প্রথমবার লড়াইয়ে তৃণমূলনেত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।


 তারুণ্যে জোর তৃণমূলে। প্রার্থী হচ্ছেন শশী পাঁজার মেয়ে পূজা, চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ, স্বর্ণকমল-পুত্র সন্দীপন। টিকিট পেলেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ।


 চমক দিয়ে তৃণমূলের আগেই কলকাতা পুরসভার প্রার্থীতালিকা প্রকাশ বামেদের। জোট না হলেও ছেড়ে রাখা ১৭ আসনে কংগ্রেস, আইএসএফকে সমর্থনের ঘোষণা।


বাম প্রার্থীতালিকায় ৫৬ জন মহিলা। সংখ্যালঘু ১৭ জন। জোর নতুন মুখে। গড় বয়স ৫০-এর নীচে।


সৌগত রায় বলেছেন ভোটে জবরদস্তি নয়, করলে নির্বাচন প্রয়োজনে বাতিল।নতুন কৌশল। কটাক্ষ বিজেপির। সংশয় প্রকাশ অধীরের। আত্মবিলাপ, খোঁচা সুজনের।


গ্রুপ ডি নিয়োগ নিয়ে ফের অস্বস্তি কমিশনের। এবার এসএসসি পশ্চিমাঞ্চলে ৪ ‘ভুয়ো’ নিয়োগের অভিযোগ। বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের।
‘ভুয়ো’ নিয়োগে বন্ধ বেতন
 
বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে গরহাজির শুভেন্দুরা।  সংবিধান মেনে প্রশাসন চালানোর পরামর্শ রাজ্যপালের। রাষ্ট্রপতি-রাজ্যপালকে বিল দ্রুত সইয়ের অনুরোধ স্পিকারের। 


নন্দীগ্রামের হরিপুরে সরকারি আধিকারিককে হেনস্থার ঘটনায় গ্রেফতার উপ-প্রধান সহ ২। প্রতিবাদে ১২ ঘণ্টা নন্দীগ্রাম বনধের ডাক বিজেপির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.