West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪৭২ জন, মৃত ১৫

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Sep 2021 07:16 PM
WB News Live Updates: ফের প্রকাশ্যে অমানবিক নির্যাতনের ছবি

জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে অমানবিক নির্যাতনের ছবি। বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে এবার নির্যাতনের শিকার হলেন ধূপগুড়ির এক যুবক। হাত বেঁধে চলল মারধর। আহত অবস্থায় যুবক ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live Updates: জমিজটের জেরে জলপাইগুড়িতে থমকে ৪৮ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ

জমিজটের জেরে জলপাইগুড়িতে থমকে ৪৮ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের কাজ করতে দিলেন না জমিদাতারা। আলোচনার মাধ্যমে মিটমাটের আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

WB News Live Updates: সামশেরগঞ্জে তৃণমূল ও কংগ্রেস প্রার্থীর বাগযুদ্ধ চরমে

ভোটের তিন আগেও সামশেরগঞ্জে তৃণমূল ও কংগ্রেস প্রার্থীর বাগযুদ্ধ চরমে। দাদা তৃণমূল সাংসদ। তাঁর টাকাই খরচা হচ্ছে কংগ্রেস প্রার্থীর প্রচারে, মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী। বাড়ির প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করলেন কংগ্রেস প্রার্থী।

West Bengal News Live Updates: পুলিশের জালে আরও এক ভুয়ো আইপিএস অফিসার

পুলিশের জালে আরও এক ভুয়ো আইপিএস অফিসার। আইপিএস পরিচয় দিয়ে তরুণীকে ৩ লক্ষ টাকা প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে দত্তপুকুরের হাটখোলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ।

WB News Live Updates: পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

এবার পুলিশের জালে ধরা পড়লেন ভুয়ো তৃণমূল নেতা। সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মধ্যমগ্রামের ওই বাসিন্দার বিরুদ্ধে। ধৃত ব্যক্তি দলের কেউ নন বলে দাবি করেছে তৃণমূল। ফাঁসানোর অভিযোগ তুলেছে ধৃতের পরিবার।

West Bengal News Live Updates: ভেলায় চেপেই প্রত্যন্ত এলাকায় গিয়ে শিশুদের পোলিও-র টিকা দিলেন স্বাস্থ্যকর্মীরা

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের বহু জায়গায় এখনও জমে রয়েছে জল। হাঁড়িতে করে শিশুদের টিকাকরণের জন্য নিয়ে আসতে দেখা গেল অভিভাবকদের। ভেলায় চেপেই প্রত্যন্ত এলাকায় গিয়ে শিশুদের পোলিও-র টিকা দিলেন স্বাস্থ্যকর্মীরা।

WB News Live Updates: করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন

করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। আজ দুর্গাপুর পুরসভার ভবনে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। সেখানেই পুজোর বাজারে কেনাকাটার সময় করোনাবিধি মানার ওপর নজরদারির সিদ্ধান্ত হয়েছে।

West Bengal News Live Updates: জঙ্গলমহলে ফের শক্তিক্ষয় বিজেপির

জঙ্গলমহলে ফের শক্তিক্ষয় হল বিজেপির। দিলীপ ঘোষের খাসতালুক হিসেবে পরিচিত মেদিনীপুর সদর ব্লকে আরও কোনও গ্রাম পঞ্চায়েতই গেরুয়া শিবিরের হাতে রইল না। তৃণমূলের আনা অনাস্থায় ঝাড়গ্রামেও পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির।

WB News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী

বিধানসভার পর কলকাতা হাইকোর্ট। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলা করলেন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলও। এ নিয়ে মুকুল রায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

West Bengal News Live Updates: রায়গঞ্জের দেবীনগরে শ্যুটআউট

রায়গঞ্জের দেবীনগরে শ্যুটআউট, বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি। তিন থেকে চারজনের দুষ্কৃতী দল গুলি চালায় বলে অভিযোগ। কী কারণে গুলি? তদন্তে পুলিশ। দুই মহিলা সহ গুলিবিদ্ধ তিনজন, মৃত এক মহিলা। গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। গুলিবিদ্ধ হয়ে মৃত এক মহিলা, খবর হাসপাতাল সূত্রে। 

WB News Live Updates: উদয়নারায়ণপুরে বিজেপির কিষাণ মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

উদয়নারায়ণপুরে বিজেপির কিষাণ মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় জখম হয়েছেন। হামলার অভিযোগ উড়িয়ে দাবি করছে তৃণমূল।

West Bengal News Live Updates: মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় এফআইআর

মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় পঞ্চায়েত সমিতির সভানেত্রী সহ তিন তৃণমূল সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও। তিনজনের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে, জানিয়েছেন জেলাশাসক। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। আইন আইনের পথে চলবে, সাফাই দিয়েছে শাসক শিবির।

WB News Live Updates: রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ কাটোয়ার আলমপুরে

রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠল কাটোয়ার আলমপুরে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। ঘটনা ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। তদন্ত করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও।

West Bengal News Live Updates: পুজোর আগে পাহাড়ে পর্যটকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে

পুজোর আগে পাহাড়ে পর্যটকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তবে পাহাড়ের পর্যটন সংস্থাগুলির দাবি, গ্রামের দিকে নিরিবিলি জায়গা খুঁজছেন অনেক পর্যটক। আজ বিশ্ব পর্যটন দিবসে কার্শিয়ঙের চিমনি দেওরালির মতো কম পরিচিত এলাকার গাইড ম্যাপও প্রকাশ করা হয়।

WB News Live Updates: কয়লাকাণ্ডে মামলার শুনানি স্থগিত

অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কয়লাকাণ্ডে মামলার শুনানি আজ স্থগিত হয়ে গেল। দিল্লি হাইকোর্টে ইডির দিল্লি তলবের সমন খারিজ করার জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা। আগামীকাল ফের শুনানির সম্ভাবনা।

West Bengal News Live Updates: আইকোর মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করল CBI

আইকোর মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করল CBI। যা জানতে চেয়েছিল তাই বলেছি, জিজ্ঞাসাবাদের পর দাবি মদনের। কাল তাঁর ছেলে স্বরূপকে হাজিরার নির্দেশ। অন্যদিকে, কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব করেছে ইডি-র। যদিও নির্বাচনের কারণ দেখিয়ে হাজির হননি তিনি।

WB News Live Updates: বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন নিয়ে এবার কেন্দ্রের দিকে আঙুল তুললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। জলপাইগুড়ির ক্রীড়াঙ্গন SAI-এর হাতে তুলে দেওয়া হলেও, অবহেলায় তা আগাছার স্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে প্রশিক্ষণ শুরু না হলে মউ ছেড়ে বেরিয়ে আসার হুঁশিয়ারি মন্ত্রীর। পাল্টা SAI সূত্রে দাবি, ওই ক্রীড়াঙ্গন এখন কোভিড হাসপাতাল।

West Bengal News Live Updates: নিম্নচাপের প্রভাবে কাল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে

নিম্নচাপের প্রভাবে কাল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

WB News Live: কুণাল ঘোষের ট্যুইটে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে জল্পনা

কুণাল ঘোষের ট্যুইটে এবার লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে জল্পনা। ভবানীপুরে প্রচারে না আসার জন্য আজ আচমকাই ট্যুইট করে লকেটকে ধন্যবাদ জানান কুণাল। হুগলির বিজেপি সাংসদ পাল্টা খোঁচা দিয়ে ট্যুইট করলেও, তাকে হাতিয়ার করেই ফের সরব হন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

West Bengal News Live Updates: আইকোরের ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

চিটফান্ড সংস্থা আইকোরের ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। ব্যাঙ্কে রাখা টাকা, ফ্ল্যাট, শপিং মল, কারখানা বাজেয়াপ্ত করল ইডি।

WB News Live Updates: ডুয়ার্স থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা

শিলিগুড়ির পর এবার জলপাইগুড়ি। দূষণমুক্ত পরিষ্কার আকাশের সৌজন্যে ডুয়ার্স থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। তুষারশুভ্র তৃতীয় বৃহত্তম শৃঙ্গকে হাতের নাগালে পেয়ে ক্যামেরাবন্দি করলেন জলপাইগুড়িবাসী।

West Bengal News Live Updates: রাজ্যে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু

রাজ্যে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৪৭২ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে চারজনের মৃত্যু, সংক্রমিত ৭২ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৭৬, ২ জনের মৃত্যু। নদিয়ায় একদিনে করোনা আক্রান্ত ৫১ জন, ২ জনের মৃত্যু।

WB News Live Updates: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সুস্মিতা দেব

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব।

West Bengal News Live Updates: ভবানীপুরের ভোট স্থগিতের দাবি নিয়ে বিজেপিতেই ভিন্নমত

ভবানীপুরের ভোট স্থগিতের দাবি নিয়ে বিজেপিতেই ভিন্নমত। ভবানীপুরের উপনির্বাচন স্থগিতের দাবি দিলীপ ঘোষের। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ১৪৪ ধারা জারি করে ভোট চায় বিজেপির অন্য একটি অংশ। কড়া নিরাপত্তায় ভোট চেয়ে নির্বাচন কমিশনে দরবার বিজেপি নেতৃত্বের।

WB News Live Updates: মমতাকে পাল্টা আক্রমণ অধীরের

কংগ্রেস ছেড়েছিলাম, কারণ সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাঁত ছিল। বিজেপির সঙ্গেও কংগ্রেসের আঁতাঁত আছে। রবিবার ভবানীপুরের কংগ্রেসকে বিঁধেছিলেন তৃণমূল নেত্রী। আরএসএসের সঙ্গে মমতার পুরনো সম্পর্ক। এখনও আরএসএসের সঙ্গে মিলেমিশে চলেন মমতা, পাল্টা আক্রমণ অধীর চৌধুরীর।

West Bengal News Live Updates: আমফান দুর্নীতিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টের

আমফান দুর্নীতিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের কলকাতা হাইকোর্টের। মামলাকারী সরে দাঁড়াতে আদালত গ্রহণ করল মামলা। ‘মামলাকারী সরে দাঁড়াতেই পারেন। কিন্তু গুরুতর অভিযোগের মামলায় চোখ বন্ধ করতে থাকতে পারেনা আদালত’, পর্যবেক্ষণ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। বসিরহাটের ত্রাণ দুর্নীতিতে তদন্ত রিপোর্ট জমা করল পুলিশ। ‘রিপোর্টে খুশি নয় আদালত, তদন্ত বিপথে চালিত করা হচ্ছে। পুরোটাই আইওয়াশ’, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।

WB News Live Updates: রায়গঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে যাওয়ার মাসুল। রায়গঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে গোখরো সাপ ধরতে গিয়েছিলেন বিশ্বজিৎ ঘোষ। কৌটোবন্দি করতে যাওয়ার সময় তিনবার ছোবল মারে গোখরো সাপ। আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যালে। সেখানেই আজ মৃত্যু হয় বিশ্বজিতের।

West Bengal News Live Updates: বাংলা থেকে এবার UPSC পরীক্ষায় সফল মোট ১১ জন

বাংলা থেকে এবার UPSC পরীক্ষায় সফল মোট ১১ জন। সর্বভারতীয় প্রতিযোগিতায় রাজ্য থেকে প্রথম হয়েছেন ঝাড়গ্রামের এক ভূমিপুত্র। সুযোগ পেলে বাংলায় থেকে বাংলার জন্য কাজ করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

WB News Live Updates: আইকোর চিটফান্ড মামলায় সিবিআইয়ের দফতরে হাজিরা মদন মিত্রর

আইকোর চিটফান্ড মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ককে আজই সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মদন মিত্রর ছেলে স্বরূপ মিত্রকে সিবিআই দফতরে ডাকা হয়েছে আগামীকাল। আইকোর চিটফান্ড মামলায় এর আগে পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আইকোর-মামলায় মদন মিত্রর ছেলেকে এর আগে জিজ্ঞাসাবাদ করে ইডি।

West Bengal News Live Updates: হাওড়ায় পথ অবরোধ, বিক্ষোভ

হাওড়ার ডোমজুড়ে বাম কর্মী ও সমর্থকদের মিছিল, রাস্তা অবরোধের চেষ্টা। জোর করে বাস, গাড়ি আটকানোর চেষ্টা করায় ছুটে আসে পুলিশ। সরিয়ে দেওয়ার চেষ্টা করায় বাম কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বাম কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে হাওড়া-আমতা রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। দাশনগরের শানপুর মোড়ে হাওড়া-আমতা রোড অবরোধ করে বাম কর্মী, সমর্থকরা। ব্যাঁটরা থানার পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। কয়েকজনকে আটক করে পুলিশ।

WB News Live: হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে দুই বাঙালির মৃত্যু

হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে দুই বাঙালির মৃত্যু। হিমাচলে বেলঘরিয়া, ব্যারাকপুরের দুই বাসিন্দার মৃত্যু। মানালি থেকে বাতাল হয়ে ট্রেকিং করতে যাওয়ার সময় মৃত্যু। বেশি উচ্চতায় অক্সিজেনের অভাবে মৃত্যু, অনুমান পরিবারের। মৃত সন্দীপ ঠাকুরতা বারুইপুর হাইস্কুলের শিক্ষক। মৃত ভাস্কর দেব মুখোপাধ্যায় অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। ১১ সেপ্টেম্বর একটি দলের সঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন তাঁরা।

West Bengal News Live Updates: ভবানীপুরকাণ্ডে কমিশনের কাছে রিটার্নিং অফিসারের রিপোর্ট

ভবানীপুরকাণ্ডে কমিশনের কাছে রিটার্নিং অফিসারের রিপোর্ট। ভবানীপুরে বিজেপির প্রচারে ধুন্ধুমার, কমিশনের কাছে রিপোর্ট পেশ। ফুটেজ দিয়ে কমিশনের কাছে রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার।

WB News Live Updates: ভবানীপুরের উপনির্বাচন স্থগিতের দাবি বিজেপির

ভবানীপুরের উপনির্বাচন স্থগিতের দাবি বিজেপির। ‘ভোটের প্রচার করতে পারছে না বিরোধীরা। ভবানীপুরে এই মুহূর্তে ভোট করার পরিস্থিতি নেই’, ভবানীপুরের ভোট নিয়ে দাবি বিজেপি নেতৃত্বের। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন বিজেপি নেতৃত্বের।

West Bengal News Live Updates: কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার

কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাজি ওরফে লালার চার সঙ্গী গ্রেফতার। আসানসোল-বাঁকুড়া থেকে চার কয়লা মাফিয়া গ্রেফতার। তারা হল নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল ও গুরুপদ মাজি। আসানসোল, রানিগঞ্জ, বাঁকুড়ায় লালার কারবারের সঙ্গী। চারজনকে গ্রেফতারের পর দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর, খবর সূত্রের।

WB News Live Updates: মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্ত, সরে আসছে বাংলার দিকে

মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্ত, সরে আসছে বাংলার দিকে। ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত সরে আসছে বাংলা উপকূলের দিকে। ঘূর্ণাবর্তের জেরে কাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের জেরে কাল কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা। ২৯ সেপ্টেম্বরও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সমুদ্রের ধারে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা।

West Bengal News Live Updates: শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি বিজ্ঞানী

শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি বিজ্ঞানী। খড়গপুর আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক দেবদীপ মুখোপাধ্যায়, বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সাইনটিফিক রিসার্চের কণিষ্ক বিশ্বাস, মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অনীশ ঘোষ এবং পুণের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের কনক সাহা।

WB News Live: গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধায়কপদে ইস্তফা দেওয়ায় তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা মাথাচাড়া দিল। কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফেলেইরো  আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি দু’একদিনের মধ্যে তৃণমূলে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে।

West Bengal News Live: ভবানীপুরে বিজেপির প্রচারে ধুন্ধুমার, রিপোর্ট তলব কমিশনের

ভবানীপুরকাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। বিকেল চারটের মধ্যে রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। 

WB News Live Updates: বিজেপির হাওড়া গ্রামীণ জেলার কিষান মোর্চার সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

বিজেপির হাওড়া গ্রামীণ জেলার কিষান মোর্চার সভাপতি দেবাশীষ বাঁকাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদয়নারায়ণপুর হাসপাতালে থেকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।

West Bengal News Live: নিউটাউনে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিউটাউনে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্র। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ।

WB News Live Updates: বাঁকুড়ায় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে

ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। আজ সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে সহদেব ধাড়া নামের এক বিজেপি কর্মীকে মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 

West Bengal News Live: অভিযোগ অস্বীকার ফিরহাদের

বিজেপিকে কোথাও বাধা দেওয়া হচ্ছে না। নজর টানতে অভিযোগ করা হচ্ছে। বিজেপির নেতাদের উল্টোপাল্টা কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন। বললেন ফিরহাদ হাকিম।

WB News Live Updates: চাকরি গেছে দিলীপের, এবার যাবে শুভেন্দুর, কটাক্ষ মদন মিত্রর

চাকরি গেছে দিলীপের, এবার যাবে শুভেন্দুর। ভবানীপুরে নিজের পাড়ায় দাঁড়িয়ে কটাক্ষ মদন মিত্রর। এদিন তৃণমূল বিধায়কের অফিস সংলগ্ন এলাকায় প্রচার করে বিজেপি। মদন মিত্রর কটাক্ষ, গণতন্ত্র আছে বলেই এখানে প্রচার করতে পারছে বিরোধীরা

West Bengal News Live: ভবানীপুরে দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল  উত্তেজনা,মাথা ফাটল বিজেপি সমর্থকের

ভবানীপুরে দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল  উত্তেজনা। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। মাথা ফাটল বিজেপি সমর্থকের। কমিশনে অভিযোগ জানাবেন, বললেন দিলীপ।

WB News Live Updates: শেষদিনের প্রচারে ভবানীপুরে উত্তেজনা, অর্জুন সিংকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের

শেষদিনের প্রচারে ভবানীপুরে উত্তেজনা। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে প্রচারে গেলে অর্জুন সিংকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপি সাংসদকে বের করে নিয়ে যান।

West Bengal News Live: এবার আইকোর চিটফান্ড মামলায় মদন মিত্র ও তাঁর ছেলেকে তলব করল সিবিআই

পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়ার পর এবার আইকোর চিটফান্ড মামলায় মদন মিত্র ও তাঁর ছেলেকে তলব করল সিবিআই। সূত্রের খবর, কামারহাটির তৃণমূল বিধায়ককে আজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। মদন মিত্রর ছেলে স্বরূপ মিত্রকে সিবিআই দফতরে ডাকা হয়েছে আগামীকাল। এর আগে আইকোর চিটফান্ড মামলায় মদন মিত্রর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

WB News Live Updates: ভারত বন‍্‍ধের সমর্থনে রাস্তায় নেমে দুর্গাপুরে সিপিএম নেতার দাদাগিরি, প্রতিবাদীর গালে চড়

কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍্‍ধের সমর্থনে রাস্তায় নেমে দুর্গাপুরে সিপিএম নেতার দাদাগিরি। সকালে দুর্গাপুর স্টেশনের কাছে রাস্তায় বসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস আটকায় বাম কর্মী, সমর্থকরা। পরে দুর্গাপুর-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে। এই নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতা, কর্মীরা। এক প্রতিবাদীর গালে সপাটে চড় মারেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার।

West Bengal News Live: নৈহাটির সাহেব কলোনি মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ বাম কর্মী, সমর্থকদের

নৈহাটির সাহেব কলোনি মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। মিনিট দশেকের অবরোধে কিছুক্ষণের জন্য আটকে পড়ে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের গাড়ি।

WB News Live Updates: সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍ধের সমর্থনে সকালে আরামবাগে পথ অবরোধ

কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍্‍ধের সমর্থনে সকালে আরামবাগ শহরে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক ও গোঘাটে আরামবাগ-মেদিনীপুর রাজ্য সড়কে বসে পড়েন বাম কর্মী, সমর্থকরা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়

West Bengal News Live: ভবানীপুর উপনির্বাচনে কালীঘাটে দলের প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার বিজেপি রাজ্য সভাপতি

ভবানীপুর উপনির্বাচনে কালীঘাটে দলের প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

WB News Live Updates: চুঁচুড়া, রবীন্দ্রনগর, পাণ্ডুয়ার কাছে বৈঁচি ও উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ বাম কর্মী-সমর্থকদের

হুগলির চুঁচুড়া, রবীন্দ্রনগর, পাণ্ডুয়ার কাছে বৈঁচি ও উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।

West Bengal News Live: হুগলিতে বনধের সমর্থনে পাণ্ডুয়া ও চুঁচুড়া স্টেশনের কাছে রেল অবরোধ

হুগলির দুটি জায়গায় রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। পাণ্ডুয়া স্টেশন ও চুঁচুড়া স্টেশনে কাছে রেল অবরোধের জেরে আটকে পড়ে লোকাল ট্রেন।

WB News Live Updates: ভারত বনধের সমর্থনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে জাতীয় সড়ক অবরোধ বামেদের

জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

West Bengal News Live: ভারত বন‍ধের সমর্থনে পূর্ব বর্ধমানের ভাণ্ডার টিকুরি স্টেশনে রেল অবরোধ বামেদের

কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধের সমর্থনে কাটোয়া-ব্যান্ডেল লাইনে পূর্ব বর্ধমানের ভাণ্ডার টিকুরি স্টেশনে রেল অবরোধ করে বামেরা। আটকে পড়ে লোকাল ট্রেন। 

WB News Live Updates: বনধের সমর্থনে ডোমজুড়ে বাম কর্মীদের মিছিল ও রাস্তা অবরোধের চেষ্টা, উত্তেজনা

বনধের সমর্থনে ডোমজুড়ে বাম কর্মীদের মিছিল ও রাস্তা অবরোধের চেষ্টা। ডোমজুড় বাস স্ট্যান্ডে তুমুল উত্তেজনা। জোর করে বাস ও অন্যান্য গাড়িকে আটকানোর চেষ্টায় উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম কর্মী-সমর্থকদের।বেশ কিছুক্ষণ হাওড়া আমতা রোডে যান চলাচল ব্যাহত

West Bengal News Live: ভারত বনধের সমর্থনে জগদ্দলে বন্ধ জেজেআই জুটমিল

কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধের সমর্থনে উত্তর ২৪ পরগনার জগদ্দলে জেজেআই জুটমিল বন্ধ। তবে খোলা রয়েছে অন্য জুটমিল, শ্রমিকদের হাজিরাও স্বাভাবিক।

WB News Live Updates: কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্ধের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল, পরে রেল অবরোধ

কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে চলল ফুটবল খেলা। পরে যাদবপুর স্টেশন অবরোধ করে বাম কর্মী, সমর্থকরা।

West Bengal News Live: কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍ধে বীরভূমে বেসরকারি বাস পরিষেবা বন্ধ

কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍ধে বীরভূমে বেসরকারি বাস পরিষেবা বন্ধ। সরকারি বাস চলাচল করছে। বন‍্‍ধের সমর্থনে রাস্তায় নেমে সকালে বোলপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস আটকায় বাম কর্মী, সমর্থকরা। বাস চালকের সঙ্গে ধর্মঘটীদের তর্কাতর্কি বাধে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। সিউড়িতে সরকারি বাস চললেও, যাত্রী সংখ্যা কম। বন্ধ বেসরকারি বাস।

WB News Live Updates: সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍ধে মিশ্র প্রভাব কোচবিহারে

কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍্‍ধের প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়। কোচবিহারে মিশ্র সাড়া। সরকারি বাস চললেও, রাস্তায় নামেনি বেসরকারি বাস। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাছ বাজার, সবজি বাজার বন্ধ। ভারত বন‍্‍ধের সমর্থনে সকালে কোচবিহার শহরে মিছিল করে বামেরা। রাস্তায় লোকজনের সংখ্যা তুলনামূলকভাবে কম।

West Bengal News Live: স্থলভাগে ঢুকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় গুলাব, তবে আজ থেকে ফের বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত

স্থলভাগে ঢুকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় গুলাব। তবে আজ থেকে ফের বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ অন্য জেলাতেও দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাবে প্রবেশ করবে। এর জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দিনভর চলবে বৃষ্টি। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

WB News Live Updates: কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল

কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল।

West Bengal News Live: ভারত বনধের সমর্থনে সকাল থেকেই পিকেটিং বাম-কর্মী সমর্থকদের

কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আজ ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। সমর্থন জানিয়েছে বাম, কংগ্রেস-সহ ১৯টি রাজনৈতিক দল। এর মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধের সমর্থনে সপ্তাহের প্রথম দিনই সকাল থেকে বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা। বেলা ১১টা নাগাদ মৌলালি থেকে মিছিল করবেন বাম নেতারা। বন‍্‍ধের ইস্যুতে সহমত হলেও, সমর্থন বা বিরোধিতায় তৃণমূল কংগ্রেস আজ রাস্তায় নামবে না বলেই জানা গিয়েছে।

WB News Live Updates: ধৃত ভুয়ো পরীক্ষার্থী

এবার রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষায় হদিশ মিলল ভুয়ো পরীক্ষার্থীর। ধৃতের নাম চমন কুমার। অ্যাডমিট কার্ড দেখে সন্দেহ হওয়াতেই পরীক্ষাকেন্দ্র থেকে আটক করা হয় তাঁকে। আসানসোলেও গ্রেফতার ভুয়ো পরীক্ষার্থী।

West Bengal News Live: মালদার কালিয়াচকে ভয়াবহ গঙ্গা ভাঙন

মালদার কালিয়াচকে ভয়াবহ গঙ্গা ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে ধর্মীয় স্থান-সহ ৭-৮টি বাড়ি। তলিয়ে গিয়েছে বাঁশবাগানও। ভাঙন আটকাতে কেন্দ্র উদাসীন বলে অভিযোগ তৃণমূলের। ভাঙন নিয়ে রাজনীতি না করে পুনর্বাসনের ব্যবস্থা করুক রাজ্য সরকার। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: তুফানগঞ্জের ফুলবাড়িতে বিজেপিতে ভাঙন

কোচবিহারের তুফানগঞ্জের ফুলবাড়িতে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তাঁদের দলে যোগ দিয়েছেন প্রায় ২ হাজার কর্মী, এমনই দাবি তৃণমূলের। ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ বিজেপির। উন্নয়নের জোয়ারে সামিল হতেই দলত্যাগ, দাবি তৃণমূলের।

প্রেক্ষাপট

কলকাতা: অন্ধপ্রদেশের সান্থাগুড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গুলাব। শ্রীকাকুলামে মৃত ২ মৎসজীবী। বাংলার উপকূলে ঝোড়ো হাওয়া। মঙ্গল ও বুধবারে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা।


পর্যটকশূন্য দিঘা, মাইকে প্রচার। তাজপুর, শঙ্করপুর, মন্দারমনি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ, নামখানা, সাগরে সতর্কতামূলক প্রচার। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
সমুদ্রে সতর্কতা


তালসারিতে স্নান করতে গিয়ে নিখোঁজ মধ্যমগ্রামের ২ বাঙালি। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য। বললেন মমতা। ওড়িশা-অন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা নরেন্দ্র মোদির। সবরকম সাহায্যের আশ্বাস।


আমি ঘরের মেয়ে। করোনার জন্য কমিশনের নিয়ম মেনে সবার কাছে যাওয়া অসম্ভব। ৩০ সেপ্টেম্বর যেন আশীর্বাদ পাই। লিখিত আবেদন মমতার। মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে, ভয়ে চিঠি, কটাক্ষ প্রিয়ঙ্কার। 


 ভবানীপুরে জিতে ভারতের অন্যান্য রাজ্যেও যাব। দেশছাড়া করব বিজেপিকে। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আগামীতে ভারতের লড়াইয়ের সূচনা করবে ভবানীপুর। বললেন অভিষেক।
 চেতলায় প্রচারের সময় প্রিয়ঙ্কাকে জয় বাংলা স্লোগান তৃণমূলের। ব্যালটেই জবাব, পাল্টা মনোজ। বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন সুভাষ সরকারের। তৃণমূলকেই ভোট দেব, পাল্টা তৃণমূল সমর্থক।


কংগ্রেসের সঙ্গে সিপিএম, বিজেপির গোপন আঁতাঁত। আক্রমণ মমতার। দেশে সর্বভারতীয় দল কংগ্রেস, সিপিএম, এনসিপি। মমতার মতো কতজন লড়াই করেন ? আক্রমণ অভিষেকের। রাজনীতিতে রংবদল, কটাক্ষ অধীরের।


 বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন। আজ প্রচার শেষের দিন আট ওয়ার্ডের ৮০ জায়গায় প্রচারে বিজেপির ৮০ জন নেতা। আজ দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। 


রাজ্যসভায় পাঠাতেই প্রশান্ত কিশোরকে ভবানীপুরের ভোটার করেছেন মমতা। কটাক্ষ তথাগতর। প্রশান্ত কিশোর ভারতীয়, যেখানে ইচ্ছা থাকতে পারেন, পাল্টা ফিরহাদ। আপত্তি কোথায়, প্রতিক্রিয়া বিমানের।


কংগ্রেসের মত এক ভুল, কংগ্রেসের মতো এক পরিণতি হবে। মমতার রোম সফরে অনুমতি বাতিল নিয়ে মোদিকে আক্রমণ অভিষেকের। এখান থেকেই শান্তি প্রার্থনা করছি, বললেন মমতা। পাল্টা কটাক্ষ শুভেন্দুর।


শোভনের বেহালার বাড়ির মালিক বৈশাখী। বৈশাখীর আর্থিক সাহায্যের বদলে বাড়ি বিক্রি। বললেন শোভন। বাড়ি ছাড়ুন রত্না, হুঁশিয়ারি বৈশাখীর। আইনি পথে লড়াই, পাল্টা রত্না। বাড়ি ছাড়ব না, বললেন শোভন-পুত্র।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.