West Bengal News Live: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৭১৫, মৃত্যু ১২ জনের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখতে থাকুন, এক নজরে

abp ananda Last Updated: 29 Nov 2021 06:39 AM
WB News Live Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭১৫ জন

রাজ্যে (West Bengal) নভেম্বরের (November) শেষেও ৭০০-র কোটাতেই রইল করোনার দৈনিক সংক্রমণ (Corona)। রবিবার প্রকাশিত বুলেটিন (Health Bulletin) অনুযায়ী রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত (Covid-19) হয়েছেন ৭১৫ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,১৪,৮৬৭। আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮০৪ জন। যা গতকাবের তুলনায় ১৬ জন কম।

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের পটাশপুরের অববাহিকা অঞ্চল কি তার নিজস্বতা হারাচ্ছে?

পূর্ব মেদিনীপুরের পটাশপুরের অববাহিকা অঞ্চল কি তার নিজস্বতা হারাচ্ছে? নভেম্বর শেষ হতে চললেও, এলাকায় দেখা নেই পরিযায়ী পাখিদের। সারা বছর গাছের ডালে বাদুড়ের যে গিজগিজে ভিড় দেখা যায়, সেই ছবিও উধাও। স্থানীয়রা বলছেন, এবারের বন্যা পরিস্থিতি প্রভাব ফেলেছে এলাকার জীব বৈচিত্রে। 

WB News Live Updates: চাকরি না মেলায় দুর্গাপুরে জাতীয় সড়কের ধারে চায়ের দোকানে মন দিয়েছেন দুই ইঞ্জিনিয়ার ভাই!

ইঞ্জিনিয়ারিং (Engineering) পাস করেও চাকরি মেলেনি বলে দাবি! দুর্গাপুরে জাতীয় সড়কের (Durgapur National Highway) ধারে চায়ের দোকান খুলেছেন দুই ইঞ্জিনিয়ার ভাই! তা নিয়ে সরগম শিল্পশহরের রাজনীতি। 

West Bengal News Live Updates: বাঘের হানায় জখম মৎস্যজীবী 

ফের বাঘের হানায় জখম হলেন মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের হলদিবাড়ি জঙ্গল লাগোয়া খোলাপাতা জঙ্গল এলাকায়। জখম মৎস্যজীবীর নাম গৌরহরি মাইতি। গোসাবার সোনাগাঁয়ের বাসিন্দা তিনি। গত রবিবার চার সঙ্গীর সাথে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। এদিন যখন নৌকায় বসে মাছ ধরছিলেন, ঠিক তখন একটি বাঘ পিছন থেকে সাঁতরে এসে নৌকায় বসে থাকা গৌরহরির মুখে থাবা বসায়। 

WB News Live Updates: মা ও দুই শিশু কন্যা সন্তানের আগুন পুড়ে মর্মান্তিক মৃত্যু কান্দির গাঁতলায়

মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গাঁতলা গ্রামে সকাল আটটার সময়ে বাড়িতে মহিলা এবং তার দুই শিশু কন্যা ঘরের মধ্যে শুয়েছিল। সে সময় আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁদের।

West Bengal News Live Updates: রবিবার সকালে প্রচার করলেন কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক

রবিবার সকালে প্রচার করলেন কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। এদিন সকালে বিবাদী বাগের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন ৩ বারের জয়ী কাউন্সিলর। 

WB News Live Updates: নদিয়ার হাঁসখালিতে দুর্ঘটনার কবলে শববাহী গাড়ি

নদিয়ার হাঁসখালিতে দুর্ঘটনার কবলে শববাহী গাড়ি। পাথর বোঝাই লরিতে ধাক্কা মারায় ৬ মহিলা, এক শিশু-সহ ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন একই পরিবারের সদস্য। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। এরমধ্যে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

West Bengal News Live Updates: কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এদিন মেয়েকে নিয়ে চেতলায় নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি।

WB News Live Updates: দীর্ঘ প্রায় ৩৭ বছর পর নিজের পরিবারের ফিরে পেল ভবানী বাউরিকে

দীর্ঘ প্রায় ৩৭ বছর পর নিজের পরিবারের ফিরে পেল ভবানী বাউরিকে। বাড়ি পুরুলিয়া ঝাড়খন্ড লাগোয়া সীমান্তে। ৩৭ বছর আগে পুরুলিয়ার ঝাড়খন্ড লাগোয়া সীমান্ত থেকে রাজ্যের শেষ প্রান্ত নামখানা বকখালি সমুদ্র সৈকত চলে আসে মানসিক ভারসাম্যহীন এক মহিলা। ৩৭ বছর ধরেই বকখালি সমুদ্র সৈকত ভবঘুরে ওই মহিলার  নতুন আস্তানা হয়ে গিয়েছিল।

West Bengal News Live Updates: অধিবেশনের শুরুতেই বিরোধী জোটে ফাটল

অধিবেশনের শুরুতেই বিরোধী জোটে ফাটল। ‘কাল কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে থাকবে না তৃণমূল’। কাল তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক। জানালেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধী রণকৌশল ঠিক করতে বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে

WB News Live Updates: পুরভোটের আবহে বাঁকুড়ায় বাড়ছে ক্ষোভ

শিলান্যাসের পর চার বছরেও শেষ হয়নি দ্বারকেশ্বর নদের ওপর সেতু তৈরির কাজ। তার জেরে বাঁকুড়ার ওন্দায় শহরে যেতে এখনও নৌকাই একমাত্র ভরসা গ্রামবাসীদের। পুরভোটের আবহে তা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বাগবিতণ্ডায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live Updates: প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বিজেপি

কলকাতা পুরভোটে এখনও প্রার্থীতালিকা ঘোষণা করেনি বিজেপি। আজ হেস্টিংসের অফিসে প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বসছে তারা। বৈঠকে উপস্থিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

WB News Live Updates: পাঁচশো টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড তৈরি

জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রামের বাড়িতে হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার মানিকচক থানার পুলিশ। অভিযোগ, পাঁচশো টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড তৈরি করতেন ওই ব্যক্তি। নিজের বাড়িতে ল্য়াপটপ আর প্রিন্টার নিয়ে ফেঁদেছিলেন ব্যবসা। চক্রে আর কারা জড়িত, তদন্তে পুলিশ।

West Bengal News Live Updates: 'তৃণমূলেই আছি', সুর বদল পার্থ মিত্রর

তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। গতকালের পর ১৮০ ডিগ্রি ঘুরে দাবি করলেন প্রাক্তন কাউন্সিলর পার্থ মিত্র। কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাদের প্রার্থী হিসেবে গতকাল তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নাম ঘোষণা করে কংগ্রেস। আজ ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে পার্থ মিত্র দাবি করেন, তাঁকে ভুল বুঝিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: অধিবেশনের শুরুতেই বিরোধী জোটে ফাটল

কাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধী রণকৌশল ঠিক করতে বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে। কিন্তু অধিবেশনের শুরুতেই বিরোধী জোটে ফাটল। ‘কাল কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে থাকবে না তৃণমূল’, জানালেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: দমদমে দুষ্কৃতী তাণ্ডব

দমদমের ঘোষপাড়া এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ কয়েকজন বহিরাগত কাপড়ে মুখ ঢেকে বিরিয়ানির দোকানে হামলা চালায়। জিনিসপত্র লুঠ করে। বাধা দেওয়ায় দোকানের কর্মীদের মারধর করা হয়। এরপর এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করে চম্পট দেয়। এলাকায় আতঙ্ক। আজ সকালে সেখানে যান দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রাজু সেন শর্মা। দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ।

WB News Live Updates: বীরভূমে উদ্ধার মহিলার পচাগলা দেহ

বীরভূমের সদাইপুরে অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা দেহ উদ্ধার। আজ সকালে রাধামাধবপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সদাইপুর থানার পুলিশ মহিলার দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live Updates: নন্দীগ্রামে এক যুবকের রহস্যমৃত্যু

নন্দীগ্রামে এক যুবকের রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত যুবকের নাম প্রশান্ত মাল। বাড়ি নন্দীগ্রাম ২ ব্লকের শিবরামপুরবাজার এলাকায়।  বাড়ি থেকে কিছুটা দূরে একটি যাত্রার অনুষ্ঠানে গতকাল গিয়েছিল প্রশান্ত। রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত দেহ দেখতে পায়।

WB News Live Updates: ব্যাডমিন্টন, ক্যারম খেলে প্রচার তৃণমূল প্রার্থীর

প্রাতর্ভ্রমণে বেরিয়ে, ব্যাডমিন্টন, ক্যারম খেলে প্রচার সারলেন কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পরেশ পাল। ভোটারদের বললেন, ১৯ তারিখ খেলা হবে।

West Bengal News Live Updates: ত্রিপুরা পুরভোটের ফল নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "লাফালাফিই হয়েছে। কাজের কাজ কিছু হবে না। এখান থেকে লোক ধার করে নিয়ে গিয়ে কি ওখানে জেতা যায়?" 

WB News Live Updates: চেতলায় প্রচার শুরু ফিরহাদের

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এদিন চেতলায় নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি। ফিরহাদের কথায়, "চেতলায় জয়ে তিনি আশাবাদী।" 

West Bengal News Live Updates: বিজেপি প্রার্থী তালিকা নিয়ে কী জানালেন দিলীপ

বিজেপি প্রার্থী তালিকা নিয়ে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিধানসভা ভোটের সময় অনেকেই লাফালাফি করেছে। খাতাই খুলতে পারেনি। ব্রিগেডেও বড় সভা করেছে। কিন্তু বিধানসভায় কী রেজাল্ট হয়েছে? তাই যারা কর্মী, তাদেরই দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি।" 

WB News Live Updates: নজরে পুরভোট, বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামলেন প্রার্থীরা

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল ও বামেরা। এরপরই বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামলেন প্রার্থীরা। কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অসীম বসুর সমর্থনে প্রচার করলেন বাবুল সুপ্রিয়। 

West Bengal News Live Updates: এক নজরে আজ পেট্রল-ডিজেলের দাম

আজ কলকাতায় অপরিবর্তিত রয়েছে পেট্রল-ডিজেলের দাম। রবিবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৬৭ টাকা, ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।  

WB News Live Updates: নদিয়ায় দুর্ঘটনার কবলে শ্মশানযাত্রী বোঝাই লরি

নদিয়ার হাঁসখালির ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে শ্মশানযাত্রী বোঝাই লরি। ২টি লরির মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল রাত ১২টা নাগাদ হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা থেকে লরিতে করে মৃতদেহ সত্কার করতে নিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন। ফুলবাড়ির কাছে উল্টোদিক আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। 

West Bengal News Live Updates: নার্সের অস্বাভাবিক মৃত্যু

রিজেন্ট পার্ক থানা এলাকায় নার্সের অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে পরিবার। ফোনে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত।

WB News Live Updates: অভিনব কায়দায় জ্যোতিষীর থেকে তোলাবাজির অভিযোগ

এক জ্যোতিষীকে মারধর করে, ছুরি দেখিয়ে হার, আংটি, নগদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ।  চিত্‍পুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা: অন্যান্য সরকারি কর্মীদের (Govt employee) মতো সমহারে বেতনের দাবিতে এবং বদলির নির্দেশের প্রতিবাদে শনিবার (Saturday) ফের রাস্তায় নামেন বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা (Nurses)। 


রিজেন্ট পার্ক (Regent Park) থানা এলাকায় নার্সের অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে পরিবার। ফোনে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত।


এবার বেসরকারি ট্যুর অপারেটরদের কোচ বা ট্রেন ভাড়া দেবে রেল। কত হবে যাত্রীদের ভাড়া? তা ঠিক করবে বেসরকারি সংস্থাই। রেলের দাবি, সঠিক সময়ে চলবে এই বিশেষ ট্রেন। লক্ষ্য আয় বাড়ানো। আর সেদিকে তাকিয়েই এবার আস্ত ট্রেন বা কোচ ভাড়া দিতে চলেছে রেল। দীর্ঘদিন ব্যবহার করা হয় না, অথচ অচলও নয়, এমন রেকই ভাড়া দেওয়া হবে বেসরকারি ট্যুর অপারেটরদের। বিভিন্ন পর্যটনস্থলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর গণ্ডী। ভারত গৌরব নামে এই বিশেষ ট্রেনের চাকা গড়াবে আগামী বছরের মার্চে।


এক জ্যোতিষীকে মারধর করে, ছুরি দেখিয়ে হার, আংটি, নগদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ।  চিত্‍পুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।             


ফের ডুয়ার্সের চা-বাগানে ভালুকের হানা। শনিবার ভগতপুর চা-বাগানে ভালুকের দেখা মিলতেই আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত ভালুকটি ঘুমপাড়ানি গুলি ছুড়ে বেহুঁশ করে জালবন্দি করা হয়। বন দফতর সূত্রে খবর, তাকে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ছাড়া হবে।                


তৃণমূলের কলকাতা পুরসভার প্রার্থী তালিকায় একাধিক নেতা-মন্ত্রীর পুত্র-কন্যারা জায়গা পেয়েছেন। তার মধ্যেই, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে। পরিবারতন্ত্র নিয়ে তুঙ্গে উঠেছে, তৃণমূল-বিজেপির তরজা।   


সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ কোর্স চালু হল সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে। বাংলা থেকে আরও বেশি সংখ্যায় আইএএস, আইপিএস তুলে আনাই লক্ষ্য এই প্রতিষ্ঠানের। পড়াশোনার খরচও অনেক কম। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.