West Bengal News Live: একটানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ

Get the latest West Bengal News and Live Updates:

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Jul 2021 09:35 PM
WB News Live Updates: একটানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ

রাতভর ভারী বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ। আলিপুর আদালতে ২ আইনজীবী-সহ ৩জন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট।জোড়াবাগানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু

West Bengal News Live:কাঁকসার গোপালপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

কাঁকসার গোপালপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ভ্যাকসিন গ্রহীতাদের তালিকা নিয়ে স্বজনপোষণ করছে পঞ্চায়েত সমিতি। তাতে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে প্রতিবাদ জানানোয় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে উপ স্বাস্থ্য কেন্দ্রে যায় কাঁকসা থানার পুলিশ। স্বাস্থ্য কেন্দ্রের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live Updates: ভ্যাকসিনে ‘ভরসা’ জামতাড়া!

দীর্ঘ অপেক্ষাতেও অমিল ভ্যাকসিন। তাই পশ্চিম বর্ধমানের আসানসোল-কুলটির বহু বাসিন্দা ঝাড়খণ্ডের জামতাড়ায় গিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছেন। তাঁদের দাবি, ভিনরাজ্যে ভ্যাকসিন নিয়ে গিয়ে কোনও সমস্যাতেই পড়তে হয়নি! যথারীতি এই ইস্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি।

West Bengal News Live:কোভিড বিধি অগ্রাহ্য করে ভবানীপুরে চলছিল দু’-দুটি হুক্কা বার,গ্রেফতার ১০

কোভিড বিধি অগ্রাহ্য করে মাঝরাত পর্যন্ত ভবানীপুরে চলছিল দু’-দুটি হুক্কা বার। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে বার, গ্রেফতার ১০। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে রুজু হয়েছে মামলা। ২টি বারের মালিকই পলাতক।

WB News Live Updates: বিশ্ব ব্যাঘ্র দিবস পালিত হল সুন্দরবনে

বিশ্ব ব্যাঘ্র দিবস পালিত হল সুন্দরবনে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সজনেখালিতে এই বিশ্ব ব্যাঘ্র দিবস পালিত হয়। প্রতিবছর সুন্দরবনের পর্যটন থেকে যা রোজগার হয় তার ৪০ শতাংশ টাকা যৌথ বন পরিচালন কমিটির হাতে তুলে দেওয়া হয় বন দফতরের তরফ থেকে। এবারও তার অন্যথা হয়নি। 

West Bengal News Live: বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ‘তাণ্ডব’, অভিযুক্ত গিল্ড

বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ‘তাণ্ডব’, অভিযুক্ত গিল্ড।আরও টেকনিশিয়ান নেওয়ার দাবিতে শ্যুটিং বন্ধ করার অভিযোগ।সেটে তাণ্ডব, পরিচালককে বাসে তুলে টালিগঞ্জে আনার অভিযোগ।পরিচালক, সহ পরিচালককে জোর করে বাসে তুলে আনার অভিযোগ।জোর করে টালিগঞ্জে ফেডারেশনের অফিসে আটকে রাখার অভিযোগ।‘গিল্ডের সঙ্গে গণ্ডগোলের অভিযোগ দায়ের হয়েছে’।এফআইআর দায়ের করে তদন্তে বারুইপুর থানার পুলিশ।‘কাউকে আটকে রাখা হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে’।জোর করে আটকে রাখার অভিযোগ খারিজ করে দাবি গিল্ডের

WB News Live Updates: পুরুলিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু চার মহিলার

 মাঠে ধানের চারা লাগাতে গিয়ে পৃথক এলাকায় দুই দিনে চার মহিলার মৃত‍্যু, আহত দুই মহিলা চিকিৎসাধীন পুরুলিয়া সদর হাসপাতালে‌। বর্ষায় চাষের মরশুমে মাঠে চাষের কাজ করতে গিয়ে শুক্রবার বিকেল নাগাদ কেঁন্দা থানার চাঁদড়া গ্রামে শেফালী মাহাত (২৮) ,টামনা থানার র‍্যালিবেড়া গ্রামে কলাবতী মাহাত (৪৯), বরাবাজার থানার লাগাডি গ্রামে বৃহতি মাহাত (৩৬) নামে মহিলার বজ্রাঘাতে। এছাড়াও কেঁন্দা থানার গোপিনাথপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে মৃত‍্যু হলো কনকলতা বাস্কে নামক এক মহিলার (২৩)। 
   

West Bengal News Live: মাধ্যমিকে ১০০ শতাংশ পাসের জের, একাদশে ভর্তি করানো যাবে অতিরিক্ত ১২৫ জনকে

মাধ্যমিকে ১০০ শতাংশ পাসের জের, প্রতিটি স্কুল একাদশে অতিরিক্ত ১২৫ জনকে ভর্তি করাতে পারবে।২৭৫ জন পর্যন্ত ভর্তি করতে পারত স্কুল।এবার স্কুলে একাদশের আসন সংখ্যা ৪০০ করা হল। বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

WB News Live Updates: পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত ছিল ভুয়ো আইপিএস রাজর্ষির

ভুয়ো IPS রাজর্ষি ভট্টাচার্যর গ্রেফতারের ঘটনায় সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত ছিল রাজর্ষির। সেখানে নিজেকে এনআইএ-র ডিআইজি বলে পরিচয় দেন তিনি। আর্ট পেন্টিং বিক্রির লেনদেনও ওই হোটেলে বসেই হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। এখানে বসেই রাজর্ষি টাকা চেয়ে হুমকি দেন বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, বেসরকারি নিরাপত্তা এজেন্সি থেকে সশস্ত্র দেহরক্ষী নিয়েছিলেন রাজর্ষি। ওই সংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live: আলিপুর আদালত চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট ২ আইনজীবী ও ১ কর্মী, ভর্তি হাসপাতালে

আলিপুর আদালত চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট ২ আইনজীবী ও ১ কর্মী।হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রবল বর্ষায় জলমগ্ন আলিপুর।বৃষ্টির জেরে এজলাসের পাশে টিনের শেডে বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎস্পৃষ্ট ২ আইনজীবী ও ১ কর্মী

WB News Live Updates:পোশাক-ফতোয়া বিতর্কে কসবা থানার কনস্টেবলের জরিমানা

পোশাক-ফতোয়া বিতর্কে কসবা থানার এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। এই মামলায় কনস্টেবলের ১ হাজার টাকা জরিমানা হয়েছে। ১০ দিনের জন্য সিভিক ভলান্টিয়ারকে ডিউটিতে আসতে বারণ করা হয়েছে। সূত্রের খবর, যাদবপুরে ডেপুটি কমিশনারের অফিসে এই দু’জনকে তলব করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক অফিসার ওই ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেন। তার ভিত্তিতেই কসবা থানার এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠানো হয়েছে।

West Bengal News Live: নিউটাউনে পর্ন চক্রের ঘটনায় এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ

নিউটাউনে পর্ন চক্রের ঘটনায় এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। চলতি মাসে থানায় অভিযোগ জানান নিউটাউনের বাসিন্দা দুই তরুণী। অভিযোগ, মডেলিংয়ের জন্য ফোটোশ্যুটের প্রস্তাব দিয়ে নিউটাউনের তিনতারা হোটেলে নিয়ে গিয়ে তাঁদের আপত্তিকর ছবি তোলা হয়। এরপর সেই ছবি পর্ন সাইটে ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত নেমে দমদম থেকে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।

WB News Live Updates: কাঁকসার গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

কাঁকসার গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ভ্যাকসিন গ্রহীতাদের তালিকা নিয়ে স্বজনপোষণ করছে পঞ্চায়েত সমিতি। তাতে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে প্রতিবাদ জানানোয় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে উপ স্বাস্থ্য কেন্দ্রে যায় কাঁকসা থানার পুলিশ। স্বাস্থ্য কেন্দ্রের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live Updates: শহরে প্রবল বৃষ্টির জের, গিরিশ পার্কে পুরনো বাড়ির বারান্দার একাংশ ভেঙে আহত এক বাসিন্দা

শহরে প্রবল বৃষ্টির জের। গিরিশ পার্কে পুরনো বাড়ির বারান্দার একাংশ ভেঙে আহত এক বাসিন্দা। ২০ নম্বর কৈলাস কবিরাজ লেনের ঘটনা। ভোরে তিনতলা বাড়ির দুটো বারান্দা ভেঙে পড়ে। বছর পঁয়তাল্লিশের এক বাসিন্দা আহত হওয়ায় তাঁকে মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

WB News Live Updates: তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয় লিখলেন প্রয়াত অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস

তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয় লিখলেন প্রয়াত অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের মেয়ের লেখা প্রকাশিত হতেই রাজনৈতিক মহলে শোরগোল। সূত্রের খবর, এই নিয়ে উষ্মা প্রকাশ করেছে সিপিএমের রাজ্য নেতৃত্ব। তৃণমূলের দাবি, এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।

WB News Live Updates: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ

করোনার তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় তৎপরতা। রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ।

WB News Live Updates: ফেসবুকে বাবুল সুপ্রিয়র ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবুলের

ফেসবুকে বাবুল সুপ্রিয়র ইঙ্গিতপূর্ণ পোস্ট। ‘রাজনীতি বাদে গান নিয়ে পোস্ট করলেই পাই সুন্দর প্রতিক্রিয়া। অনেক পোস্টেই পাচ্ছি রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার আবেদন’
এইসব পোস্ট গভীরভাবে ভাবাচ্ছে আমাকে। কিছু পাওয়ার বা ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি। তাহলে অচেনা আসানসোলে লড়তাম না।’

WB News Live Updates: তল্লাশিতে গিয়ে জগদ্দলে আক্রান্ত পুলিশ

তল্লাশিতে গিয়ে জগদ্দলে আক্রান্ত হল পুলিশ। বোমার আঘাতে জখম হন দুই কনস্টেবল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে জগদ্দলের আটচালা বাগানে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে শুরু বোমাবাজি। এই ঘটনায় ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। 

WB News Live Updates: প্রবল বৃষ্টির জেরে হাওড়া-খড়গপুর লাইনে নামল ধস

প্রবল বৃষ্টির জেরে হাওড়া-খড়গপুর লাইনে নামল ধস। ভোর সাড়ে ৪টে নাগাদ খড়গপুর স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ধস নামে। অল্পের জন্য রক্ষা পায় একটি মালগাড়ি। ছিঁড়ে যায় ওভারহেড তার। বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিক। মেরামতির কাজ শুরু হয়েছে।

WB News Live Updates: পোশাক-ফতোয়া বিতর্কে কসবা থানার এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

পোশাক-ফতোয়া বিতর্কে কসবা থানার এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। সূত্রের খবর, যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিসে এই দু’জনকে তলব করা হয়েছে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ওই ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেন। তার ভিত্তিতেই কসবা থানার এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠানো হয়েছে। 

WB News Live Updates: মদ্যপানে বাধা, বাবাকে পিটিয়ে খুন করল ছেলে

ছেলেকে মদ্যপানে বাধা দিয়েছিল বাবা আর তাতেই বিপত্তি। অসুস্থ বাবাকে পিটিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে কালনার বুলবুলিতলার কাকুরিয়া পঞ্চায়েতের মেদগাছি গ্রামে

WB News Live Updates: আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মেঘলা আকাশ, সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ওপর দিয়েই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিমে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। 

প্রেক্ষাপট

কলকাতা: বিজেপির উপর চাপ বাড়াতে আজ ত্রিপুরা যাচ্ছেন ডেরেক, কাকলি। কাল যেতে পারেন অভিষেক। ধর্মনগরে পুলিশের বাধার মুখে ধস্তাধস্তি। আগেও ভোটে চেষ্টা করেছিল, লাভ হয়নি, খোঁচা বিজেপির। 


রাজ্যসভার সাংসদ পদে তৃণমূল প্রার্থী প্রাক্তন আইএএস জহর সরকার। বিধানসভায় গিয়ে মনোনয়ন। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে ৯ অগাস্ট ভোট। 


তৃণমূলের মুখপত্রে সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তার উত্তর সম্পাদকীয়! দেখা হয়নি, কিছু বলার নেই, অস্বস্তির মুখে দাবি সুজনের। লেখায় নজর দিন, লেখকে নয়, বললেন পার্থ।


হরিশচন্দ্রপুরের অপহৃত ৯ জন তৃণমূল সদস্য উদ্ধার। বিহারের কাটিহারে নিয়ে যাওয়ার পথে পুলিশি অভিযান। গ্রেফতার তিন। অনাস্থা নিয়ে বয়ান রেকর্ডের জন্য যাওয়ার পথে অপহরণ। 
উদ্ধার ৯ ‘অপহৃত’


কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের আবেদন খারিজ। সিবিআই তদন্তে হস্তক্ষেপ করতে চাইল না হাইকোর্ট। লালার সঙ্গে যোগের অভিযোগে আসানসোলে ইসিএলের জেনারেল ম্যানেজারের বাড়ি-অফিসে তল্লাশি। 


পুলিস সাজতে মাসে ৪৫ হাজার টাকা গাড়ি ভাড়া! বাড়িতে প্রচুর অস্ত্র, গুলির হদিশ। ভুয়ো আইপিএস রাজর্ষির বেলঘরিয়ার বাড়িতে পুলিশি অভিযান। মিলল IPS লোগো লাগানো ব্লেজার, খাকি উর্দি। 


মেমারির পর এবার দুর্গাপুর। কেন্দ্রীয় সরকারি অফিসার পরিচয়ে  চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। নেতাদের সঙ্গে ছবি দেখিয়ে প্রচার। প্রতারক হলে আইনি পদক্ষেপ, মন্তব্য মলয়ের। 


ফের কলকাতায় ভুয়ো পুলিশ অফিসারের হদিশ। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। যশোর রোড থেকে বিধাননগরের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। 
পুলিশ পরিচয়ে ‘প্রতারণা’


রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। বিধি উড়িয়ে রাত ৯টার পরেও রাস্তায় ভিড়। নিয়ন্ত্রণে কড়া পুলিশ-প্রশাসন। শুধু কলকাতাতেই হাজারের কাছে মামলা রুজু। ঢিলে দিলে হবে না, বার্তা কেন্দ্রের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.