West Bengal News Live: প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা সুদর্শন রায় চৌধুরী, বয়স হয়েছিল ৭৮ বছর

Get the latest West Bengal News and Live Updates: প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন বাবু। বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 31 Jul 2021 09:51 PM
WB News Live Updates: প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা সুদর্শন রায় চৌধুরী, বয়স হয়েছিল ৭৮ বছর

প্রয়াত হলেন প্রবীণ সিপিআইএম নেতা সুদর্শন রায় চৌধুরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন বাবু। বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে অসুস্থতা বাড়ে। সোডিয়াম পটাশিয়াম কমে যায়। আজ তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। বিকালের দিকে অবস্থার অবনতি হয়। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। আইসিইউ তে ভর্তি করা হয় তাঁকে। সন্ধে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে নার্সিংহোমে উপস্থিত হন জেলা সিপিআইএম নেতৃত্ব।

West Bengal News Live: রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু

ফের ঊর্ধমুখী রাজ্যের করোনা গ্রাফ। ফের বাড়ল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ৭৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। একদিনে সুস্থতার সংখ্যাও কমেছে গতকালের তুলনায়। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৮১৯ জন।  এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩। সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ১.৮২ শতাংশ।

WB News Live Updates: ৭৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার যুবক

প্রায় ৭৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার যুবক। গুজরাতের সুরাত থেকে গ্রেফতার করল শিবপুর থানার পুলিশ। ধৃতের নাম সোমেশ সোমানি। শিবপুরের একটি সংস্থার থেকে টাকা লোপাটের অভিযোগ। বাবা, মা, বান্ধবীর অ্যাকাউন্টে জমা হয়েছিল তছরুপের টাকা। তছরুপের টাকায় বান্ধবীকে কিনে দিয়েছিল হিরের গয়না। তছরুপের টাকায় খুলেছিল মাল্টি জিম। টাকা হাতিয়ে রাজস্থান থেকে সুরাতে গা ঢাকা দেয় সোমেশ। ছেলের কীর্তির কথা জেনে আগেই আত্মঘাতী বাবা। জেরায় জানিয়েছে ধৃত, খবর পুলিশ সূত্রে।

West Bengal News Live: পর্নকাণ্ডে অভিযুক্ত মৈনাককে নিয়ে গরফার স্টুডিওতে হানা পুলিশের

পর্নকাণ্ডে অভিযুক্ত মৈনাককে নিয়ে গরফার স্টুডিওতে হানা পুলিশের। শরৎ পার্কের স্টুডিওয় তল্লাশি। ‘পর্নোগ্রাফির শ্যুটিং হয়েছিল এই স্টুডিওতেও’, জেরায় জানিয়েছে ধৃত মৈনাক, খবর সূত্রে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিউটাউনের হোটেল কর্তৃপক্ষকেও। 

WB News Live Updates: উত্তরবঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য শীতলকুচির বিজেপি বিধায়কের

জন বার্লা, শিখা চট্টোপাধ্যায়, আনন্দময় বর্মনের পর বরেনচন্দ্র বর্মন। এবার উত্তরবঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শীতলকুচির বিজেপি বিধায়ক। বিধায়ক বরেনচন্দ্র বর্মনের দাবি, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গ বঞ্চিত। তাই সাধারণ মানুষের দাবিকে আমরা সমর্থন করি। বিধায়কের ব্যক্তিগত মত, উত্তরবঙ্গ নিয়ে বিতর্ক এড়িয়ে সাফাই দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূলের কটাক্ষ, এটা বিজেপির দ্বিচারিতা। রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা চলছে।

West Bengal News Live: কলাইকুন্ডায় চোর সন্দেহে কিশোরকে 'গুলি করে খুন'

খড়গপুরের কলাইকুন্ডায় চোর সন্দেহে কিশোরকে গুলি করে খুনের অভিযোগ। বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ। ‘বন্ধ কারখানার মধ্যে ঢুকে যাওয়া গরু আনতে গেলে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের, দাবি মৃতের পরিবারের। গুলিতে আহত তাঁর সঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন। 

স্কুল-কলেজ খোলার দাবিতে বিক্ষোভ কলেজ স্ট্রিটে

স্কুল-কলেজ খোলার দাবিতে বিক্ষোভ। কলেজ স্ট্রিট আর হাজরা মোড়ে এআইডিএসও-র বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

WB News Live Updates: প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, মহিলার মাথার চুল কেটে দিল ভাসুর!

ক্যানিংয়ে মধ্যযুগীয় বর্বরতা। প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল ভাসুর ও গ্রামবাসীদের বিরুদ্ধে। গত বুধবারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে মহিলার স্বামীর মৃত্যু হয়। দুই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন বছর চল্লিশের মহিলা।

WB News Live Updates: ঘরে ফেরাকে কেন্দ্র করে মল্লারপুরের বানাসপুর গ্রামে বোমাবাজি

ঘরে ফেরাকে কেন্দ্র করে মল্লারপুরের বানাসপুর গ্রামে বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে ভাঙচুর চলে একাধিক বাড়িতে। বিজেপির দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই গ্রামছাড়া ছিল ১৫টি পরিবার। অভিযোগ, আজ সকালে গ্রামে ফিরতেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি সমর্থকদের বাড়িতে চলে ভাঙচুর। তৃণমূলের পাল্টা অভিযোগ, স্থানীয় বিজেপি নেতার নেতৃত্বে গ্রামে বোমাবাজি শুরু হয়। প্রতিবাদ করায় মারধরও করা হয় বলে অভিযোগ। গ্রাম থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। চলছে পুলিশি টহল। 

WB News Live Updates: টানা বৃষ্টিতে হাওড়ার গঙ্গাধর মুখার্জি রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাথমিক স্কুলের ছাদ

টানা বৃষ্টিতে হাওড়ার গঙ্গাধর মুখার্জি রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাথমিক স্কুলের ছাদ। গতকাল রাতে বাপু বিদ্যাপীঠের দোতলা বাড়ির টালির চাল ভেঙে পড়ে। করোনা আবহে স্কুল বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কচিকাঁচারা। রক্ষণাবেক্ষণের অভাবেই দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ। 

WB News Live Updates: বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রোডাকশন কর্মীর মৃত্যু


বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রোডাকশন কর্মীর। স্থানীয় সূত্রে খবর, ১৯ জুলাই থেকে ওয়েব সিরিজের শ্যুটিং চলছে বারুইপুরের পুরনো রাজবাড়িতে। গতকাল সন্ধেয় শ্যুটিং চলাকালীন লাইট স্ট্যান্ডে হাত দিতেই বিদ্যুত্স্পৃষ্ট হন এক প্রোডাকশন কর্মী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

WB News Live Updates: বাঙুরে প্রৌঢ়া খুনের কিনারা করল পুলিশ, ভিনরাজ্য থেকে গ্রেফতার হল পরিচারক

বাঙুরে প্রৌঢ়া খুনের কিনারা করল পুলিশ। ভিনরাজ্য থেকে গ্রেফতার হল পরিচারক। ২১ জুলাই, বাঙুরের B ব্লকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৬২ বছরের প্রৌঢ়ার পচাগলা দেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, লুঠের উদ্দেশ্যে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় প্রৌঢ়াকে। সিসি ক্যামেরার সূত্র ধরে সন্ধান মেলে অভিযুক্তের।

WB News Live Updates: ভুয়ো IPS রাজর্ষি ভট্টাচার্যর দেহরক্ষীর বাড়িতে মিলল প্রচুর গুলি ও কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের আইডি কার্ড

এবার ভুয়ো IPS রাজর্ষি ভট্টাচার্যর দেহরক্ষীর বাড়িতে মিলল প্রচুর গুলি ও কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আইডি কার্ড। গতকাল রাজর্ষির দেহরক্ষী অভিজিৎ দাসকে সঙ্গে নিয়ে তাঁর জগাছার ধাড়সার বাড়িতে তল্লাশি চালায় কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডাদমন শাখা।

WB News Live Updates: আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলল কালীঘাট মন্দিরে গর্ভগৃহ, দর্শন করতে পারবেন

আজ থেকে ফের খুলল কালীঘাট মন্দিরে গর্ভগৃহ, দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে গর্ভগৃহ। 

WB News Live Updates: কোথাও হাতাহাতি, কোথাও অবরোধ, ভ্যাকসিন না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ গ্রাহকদের

কোথাও হাতাহাতি, কোথাও অবরোধ। ভ্যাকসিন না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ গ্রাহকদের। চাহিদার তুলনায় যোগান কম। কার্যত একই দাবি সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের। 

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্যে দুর্যোগের বলি ১০। বনগাঁ, দাশনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা-ছেলে সহ মৃত ৩। গড়বেতা, বাঁকুড়া, মুর্শিদাবাদে দেওয়াল ধসে মৃত ৪। কালিম্পঙে রাস্তা ধসে মৃত ২। আসানসোলে দেওয়াল ধসে মৃত শিশু।


বৃষ্টি থামলেও কলকাতায় জলযন্ত্রণা অব্যাহত। কালিন্দীতে জল থইথই রান্নাঘরে ভাসছে ফ্রিজ। উত্তর থেকে দক্ষিণ। জলের তলে রাস্তা। বাগজোলা খালের জলে ডুবল নিউটাউন।


জলমগ্ন টিকিয়াপাড়া কারশেড। বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। সড়কপথে বিচ্ছিন্ন কেশপুর-মেদিনীপুর। শান্তিনিকেতনে কোপাইয়ের সেতুর উপরে জল। দাশপুরে ডুবল নৌকো।


পেগাসাসকাণ্ড থেকে কৃষি আইন প্রত্যাহার। কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে হাজির তৃণমূল। সমন্বয় অভাবে রাহুলের ডাকা আগের বৈঠকে গরহাজির। জানাল তৃণমূল। পওয়ারের সঙ্গে ফোনে কথা, জানালেন মমতা।


পিএসি-র প্রথম বৈঠকে অনুপস্থিত চেয়ারম্যান মুকুল। অধ্যক্ষের প্রতি আস্থাশীল হলেও আদালতে যাওয়ার ভাবনা। বিধায়ক পদ খারিজ শুনানি নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর। থাকবেন না আগে জানিয়েছিলেন, পাল্টা তৃণমূল।


রেজিনগরের তৃণমূল বিধায়ককে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়কের। হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের। কী কারণে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, কারণ দর্শাতে নির্দেশ।


 নতুন দলে আসা মহিলা কর্মীদের বেশি গুরুত্ব। যুব মোর্চার পুরনো মহিলা কর্মীদের হুমকি। একনায়কতন্ত্র চালাচ্ছেন। সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে দিলীপ ঘোষের কাছে লিখিত অভিযোগ। অস্বীকার বিজেপি সাংসদের।


ভুয়ো আইপিএসকাণ্ডে নতুন তথ্য। রাজর্ষির নিরাপত্তারক্ষীর মোবাইলে উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ভুয়ো পরিচয়পত্র। বিয়ের প্রস্তাবে বাধায় ঘনিষ্ঠ মহিলাকে খুনের ছক রাজর্ষির। লালবাজার সূত্রে খবর।


সিবিএসই দ্বাদশে পাশের হার একশো শতাংশ ছুঁইছুঁই। পঁচানব্বই শতাংশের বেশি নম্বর পেলেন সত্তর হাজার। কলেজে ভর্তিতে উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের ভবিষ্যত নিয়ে আশঙ্কায় শিক্ষামহল।


বাংলার থেকে বেশি ভ্যাকসিন পেয়েছে গুজরাত, কর্ণাটকসহ ৫ রাজ্য। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র। রাজ্যে অপচয় হচ্ছে ভ্যাকসিন, পাল্টা শুভেন্দু।
বঞ্চনা না অপচয়?


রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১১ জন, মৃত ৫। শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই আক্রান্ত শতাধিক। 


আজ থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। খোলা থাকবে দিনে ৯ ঘণ্টা। ফুল-মিষ্টি নিয়ে দেওয়া যাবে পুজো। একসঙ্গে ১০ জনকে প্রবেশে অনুমতি। 
খুলছে কালীঘাটের গর্ভগৃহ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.