West Bengal News Live: রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, ১ দিনে মৃত্যু ১৩ জনের
Get the latest West Bengal News and Live Updates: সকালে পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ পিস ওয়ার্ল্ড থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখান থেকে বিধানসভা হয়ে দেহ যাবে একডালিয়ায়। তারপর কেওড়াতলায় শেষকৃত্য
উপনির্বাচনে দিনহাটায় বিপুল ভোটে জয়ের পর, পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল কোচবিহার জেলা তৃণমূল। কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন উদয়ন, পার্থপ্রতিম, রবীন্দ্রনাথ ঘোষরা। উপনির্বাচনের ফলের কোনও প্রভাব পড়বে না পুরভোটে। পাল্টা দাবি করেছে বিজেপি
খুনের দিন বিকেলে রায়নার দেরিয়াপুরের বাড়িতে গিয়েছিলেন, নিহত সব্যসাচী মণ্ডলের খুড়তুতো ভাই সোমনাথ মণ্ডল। কথা বলেন সুপারি কিলার ও অন্যদের সঙ্গে। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে, অভিযুক্তের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ
প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ! জলপাইগুড়ির মেটেলি থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। সাংবাদিক বৈঠক ডেকে ওই তৃণমূল নেতার শাস্তির দাবিও জানালেন তিনি। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে প্রাক্তন তৃণমূল বিধায়কের দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
কালীপুজোর রাতে বৃদ্ধাকে মারধর করে লুঠপাটের অভিযোগ। টালা থানা এলাকার খিলাতবাবু লেনের ঘটনা। বৃদ্ধাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ, আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ।
ঠাকুরপুকুরে শ্বাসরোধ করে মহিলাকে খুন, রাস্তায় দেহ। ঠাকুরপুকুরে রাস্তার ধারে গর্ত থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। ‘পড়ে গিয়ে মৃত্যু বলে প্রথমে মনে করেছিলেন তদন্তকারীরা’
দুর্ঘটনা নয়, খুন, জানাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট: সূত্র। ‘কীভাবে হরিদেবপুর থেকে ঠাকুরপুকুর এলেন ওই মহিলা’। কেন মহিলাকে খুন, নেপথ্যে কারা? এখনও ধোঁয়াশা
নদিয়ার তাহেরপুরে বাসের ধাক্কায় মৃত্যু ফুল ব্যবসায়ীর। আজ ভোরে বাজারে ফুল নিয়ে যাওয়ার সময় শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ফুল ব্যবসায়ীর। তাহেরপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
ফের শহরে একাকী বৃদ্ধার ওপর হামলা। ঘরের দরজার লক ভেঙে বৃদ্ধাকে মারধর করে লুঠপাটের অভিযোগ। টালা থানা এলাকার খিলাতবাবু লেনে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ৭৩ বছরের পদ্মা মণ্ডলের মেয়ে-জামাই পুজোর অনুষ্ঠানের জন্য বাইরে যান। সে সময় তাঁরা বাইরে থেকে তালা দিয়ে যান দরজায়। বৃদ্ধার মেয়ে-জামাইয়ের দাবি, আজ সকালে তাঁরা বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। ঘরের ভিতর বৃদ্ধা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। আহত অবস্থায় বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে স্টার্লিং নার্সিংহোমে। টালা থানায় দায়ের হয়েছে অভিযোগ।
রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে ‘আক্রান্ত’ যুবক। রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের এক হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ। মারধরের জেরে যুবকের চোখ-কান-পাঁজরে আঘাত লাগার অভিযোগ।সরকারি কাজে বাধা দেন ওই যুবক, পাল্টা অভিযোগ পুলিশের
মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ENT, চক্ষু ও বক্ষ এই ৩টি বিভাগ মিলিয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে বাড়ল ৯টি আসন।ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশে আসন বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।
ফের শহরে একাকী বৃদ্ধার উপর লুঠপাটের জন্য হামলা। টালা থানার খেলাত বাবু লেনে বৃদ্ধাকে মারধর, লুঠপাট!আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।গতকাল রাতে হয়েছে হামলার ঘটনা।দরজার লক ভেঙে হামলার অভিযোগ।সকালে বৃদ্ধাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।ভারী ও ভোঁতা অস্ত্র দিয়ে হামলা বলে সন্দেহ পুলিশের
পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। আজ ভোরে কলকাতা থেকে মুর্শিদাবাদের বড়ঞা ফিরছিলেন একই পরিবারের ১২ জন। দেওয়ানদিঘির কামনাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে
কালীপুজোর রাতে হাওড়ার ঘুসুড়িতে ছাঁট লোহার একটি গোডাউনে অগ্নিকাণ্ড। দমকলের পাঁচটি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
কালীপুজোর দুপুরে কাটোয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনা ও হীরের গয়না চুরির অভিযোগ। দিনেদুপুরে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
হুগলির উত্তরপাড়ায় মোটর বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। মৃতের বন্ধু ও পাড়া প্রতিবেশীরা হাসপাতালে চড়াও হয়। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে ভাঙচুর করা হয় একটি টিএমের কিয়স্ক ও কয়েকটি দোকান। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে উত্তরপাড়ার স্টেশনরোডে।
কালীপুজোর রাতে সুতোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। গতকাল রাতে নদিয়ার শান্তিপুর থানার বসন্তপল্লিতে ওই গোডাউনে আগুন লাগার পর তা দ্রত ছড়িয়ে পড়ে। দমকলের ৩টি ইঞ্জিন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।
উন্নয়নে সাহায্য করছে না রাজ্য সরকার। প্রশাসনিক অসহযোগিতায় সাংসদ তহবিলের টাকা কাজে লাগানো যাচ্ছে না। অভিযোগে সরব আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
শ্রমিক নেতা থেকে অভিনেতা। সিদ্ধার্থশঙ্কর রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ দশকের বর্ণময় রাজনৈতিক জীবন সুব্রত মুখোপাধ্যায়ের। ২৬ বছরে মন্ত্রী হওয়ার রেকর্ড।
আলোর উত্সবের রাতেই বাংলার রাজনীতিতে অন্ধকার। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। গতকাল রাত ৯টা ২২-এ এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাতে পার্ক সার্কাসের পিস ওয়াল্ডে রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়ের মৃতদেহ। আজ সকাল ১০টা নাগাদ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সকাল ১০টা থেকে দুপুর ২টো, রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা থাকবে মরদেহ। দুপুর ২টোয় রবীন্দ্রসদন থেকে গন্তব্য বিধানসভা। প্রয়াত নেতার মৃতদেহ বিধানসভা থেকে নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাড়িতে। এরপর কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য।
বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত বঙ্গ রাজনীতির বর্ণময় ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়। দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবন। বহু উত্থান-পতনের সাক্ষী। ছিলেন ইন্দিরা গাঁধীর প্রিয়। সিদ্ধার্থশঙ্কর রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই জমানাতেই সামলেছেন মন্ত্রিত্বের গুরুদায়িত্ব। ছিলেন কলকাতা পুরসভার মেয়র।
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগের দিনই চিরছুটিতে সুব্রত মুখোপাধ্যায়। শোকাহত মুখ্যমন্ত্রী।
প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ। তারপর দেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাড়িতে।
প্রেক্ষাপট
কলকাতা: উৎসবের রাতে বঙ্গ রাজনীতির নক্ষত্রের জীবনাবসান। দীপাবলির রাতে এসএসকেএমে প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর। স্টেন্ট বসানোর পরেও অবস্থার অবনতি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বর্ষীয়ান রাজনীতিকের।
সকালে পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ পিস ওয়ার্ল্ড থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখান থেকে বিধানসভা হয়ে দেহ যাবে একডালিয়ায়। তারপর কেওড়াতলায় শেষকৃত্য।
উৎসবের রাতে নেমে এল অন্ধকার। এসএসকেএমে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু। আজ রাজ্য সরকারি দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
শ্রমিক নেতা থেকে অভিনেতা। সিদ্ধার্থশঙ্কর রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ দশকের রাজনৈতিক জীবন। ২৬ বছরে মন্ত্রী হওয়ার রেকর্ড।
কালীপুজোয় সেজে উঠল দক্ষিণেশ্বর। তারাপীঠে তারামায়ের রাজবেশ। লেক কালীবাড়ি থেকে করুণাময়ী মন্দিরে শ্যামার আরাধনায় ভক্তদের ঢল।
শ্যামা আরাধনা
কামাখ্যা, ত্রিপুরেশ্বরী, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, বর্গভীমা। সতীপীঠে বিশেষ পুজো। আলোয় সাজল কেদারনাথের মন্দির। আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী।
ঐতিহ্য বজায় রেখে পুজোর আয়োজন। দীপালোকে সেরা পুজো ঝামাপুকুর সর্বজনীন। আমর্হাস্ট স্ট্রিটের যুবশ্রীর পুজো শ্রেষ্ঠত্বের শিরোপা।
আলোক আনন্দ সম্মান
বদ্রীনাথের মন্দিরের আদলে মণ্ডপ। দীপালোকে সেরা জানবাজারের সম্মিলিত কালীপুজো। কাল্পনিক পৃথিবীর আদলে মন্ডপ, সম্মানিত কালীঘাটের নতুন সঙ্ঘের পুজো।
দীপালোকে সেরা
অতিথি আপ্যায়ন থেকে ভোগ রান্না। বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী।রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা অভিষেকের।
উত্সবের মরশুমে উদ্বেগ বাড়াল করোনা। রাজ্যে একদিনে ১৪জনের মৃত্যু। নশোর উপরেই সংক্রমণ। শুধু কলকাতাতেই আক্রান্ত ২২৮, ৫জনের মৃত্যু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -