West Bengal News Live: পঞ্চমীতেই উদ্বোধন হল চন্দননগরের বেশিরভাগ জগদ্ধাত্রী পুজোর

Get the latest West Bengal News and Live Updates: কেউ যাতে এই দুই সরোবরে ছটপুজো করতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা।

abp ananda Last Updated: 09 Nov 2021 07:54 PM
WB News Live Updates: ছটপুজো উপলক্ষ্যে জোর সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন তৃণমূল নেতারা

ছটপুজো উপলক্ষ্যে বাঁকুড়া ও দুর্গাপুর শহরের একাধিক হিন্দিবাসী মহল্লায় পুজোর সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন তৃণমূল নেতারা। তা নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও তৃণমূল তাতে আমল দিতে নারাজ।

West Bengal News Live: শংসাপত্র পাচ্ছেন না স্পুটনিক ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবকরা

পরীক্ষামূলক গবেষণায় অংশ নিয়েও, শংসাপত্র পাচ্ছেন না স্পুটনিক ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবকরা। এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের শংসাপত্র যখন বাধ্যতামূলক, তখন এই হয়রানি কেন? এই প্রশ্ন তুলে মামলা করেছেন কলকাতার এক চিকিৎসক।

WB News Live Updates: ফের ভাগীরথীতে কুমির আতঙ্ক!

ভাগীরথীতে কুমির! আজ দুপুরে নদীর পাড়ে খোসমেজাজে রোদ পোহাতে দেখা গেল তাকে। আর একথা জানতে পেরেই ভিড় জমে যায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শিমূলডাঙায়। বন দফতর সূত্রে খবর, এই প্রজাতির কুমির ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল পরিচিত। এটি মানুষেরও ক্ষতি করতে পারে। মনে করা হচ্ছে মুর্শিদাবাদ থেকেই এসেছে কুমিরটি। 

West Bengal News Live: রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে

১৬ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু হচ্ছে পঠনপাঠন। কোভিডবিধি নেমে কীভাবে হবে ক্লাস? তা নিয়েই আজ সেমিনার হল সংস্কৃত কলেজিয়েট স্কুলের উদ্যোগে। আলোচনাসভায় শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন চিকিৎসকরা।

WB News Live Updates: গৃহবধূর হাতে শিকল বেঁধে তালা দিয়ে নির্যাতনের অভিযোগ

মালদার চাঁচলের মদকমপুরের বাসিন্দা এই গৃহবধূর হাত শিকলে বেঁধে রেখে নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির সদস্যরা। বাপের বাড়ির সদস্যদের দাবি, লাগাতার মারধরের কারণে মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসা করানো হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। 

West Bengal News Live: ফের ভয়াবহ ভাঙনের কবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

চোখের সামনে গঙ্গা গিলে ফেলছে পাড়। নদী বাঁধেও ধরেছে ফাটল। ভাঙনে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ফের ভয়াবহ ভাঙনের কবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গাপাড়ের কয়েকশো মিটার জমি তলিয়ে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অনেকে। গঙ্গার ভাঙন রোধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

WB News Live Updates: পঞ্চমীতেই উদ্বোধন হল চন্দননগরের বেশিরভাগ জগদ্ধাত্রী পুজোর

শেষ হয়েছে শারদোৎসব, দীপাবলি। এবার জগদ্ধাত্রীর আরাধনা। পঞ্চমীতেই উদ্বোধন হল চন্দননগরের বেশিরভাগ জগদ্ধাত্রী পুজোর। আজ কলকাতা থেকে ভার্চুয়ালি তিনটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিসর্জনের সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার।

West Bengal News Live: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

রাজ্যে ফের বাড়ল করোনা। দৈনিক সংক্রমণ এদিন অনেকটাই বৃদ্ধি পেল। সোমবারের থেকে অনেকটাই বাড়ল সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৮৮। সোমবার এই সংখ্যা ছিল ৬০৩। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৯ হাজার ৮৭৯। রবিবারের বুলেটিন অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৭২৩ জন। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৬৭০ জন।

WB News Live Updates: রণক্ষেত্র নন্দীগ্রাম, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ

হামলা, পাল্টা হামলার অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল নন্দীগ্রাম। মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র হয়েছে তরজা। নন্দীগ্রামের বয়লা অঞ্চলে তৃণমূল কর্মীকে মারধরর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা, বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের নাম জড়িয়েছে তৃণমূলের।

West Bengal News Live: ভগবানপুরে বিজেপি নেতা খুনে গ্রেফতার এক

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুনে গ্রেফতার এক। ছবি দেখিয়ে ধৃতের সঙ্গে তৃণমূলের যোগের দাবি করেছে বিজেপি। যদিও শাসকদল পাল্টা দাবি করেছে, খুনের রাজনীতিতে বিশ্বাস করে না তারা। ধৃতের সঙ্গেও কোনও সম্পর্ক নেই।

WB News Live Updates: ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রবীন্দ্র ও সুভাষ সরোবর

৪৮ ঘণ্টার জন্য বন্ধ হয়ে গেল রবীন্দ্র ও সুভাষ সরোবর। কেউ যাতে এই দুই সরোবরে ছটপুজো করতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা। সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ ও পুরসভা। ছটপুজোর প্রস্তুতি দেখতে আজ দইঘাট এলাকা পরিদর্শন করেন ফিরহাদ হাকিম। 

West Bengal News Live: ব্যবসায়ী খুনের ঘটনায় সুপারি কিলারের স্বীকারোক্তি

পূর্ব বর্ধমানের রায়নায় বড়বাজারের ব্যবসায়ী খুনের ঘটনায় গুলি চালানোর কথা স্বীকার করল সুপারি কিলার। ধৃতকে সঙ্গে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। তবে এখনও খোঁজ নেই, মূল অভিযুক্ত নিহত ব্যবসায়ীর খুড়তুতো ভাইয়ের। 

WB News Live Updates: মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রির অভিযোগ

মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রির অভিযোগ। অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলায় নতুন মোড়। আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত সিবিআই। ১৬ ডিসেম্বর চূড়ান্ত শুনানি।

West Bengal News Live: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সরকারি চিকিৎসকের

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সরকারি চিকিৎসকের। চৌঠা নভেম্বর ওই চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। গতকাল প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যালে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

WB News Live Updates: রাজ্য মন্ত্রিসভায় রদবদল,নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়, অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রীর হাতেই

রাজ্য মন্ত্রিসভায় রদবদল। রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়।রাজ্যের নতুন ক্রেতা সুরক্ষামন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া।অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য।জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব পুলক রায়ের।জল সম্পদ উন্নয়ন দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়ার।অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রীর হাতেই, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে থাকবেন অমিত মিত্র 

West Bengal News Live: রাজ্য মন্ত্রিসভায় রদবদল

রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়। রাজ্যের নতুন ক্রেতা সুরক্ষামন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া। অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

WB News Live Updates: পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি কমিশনের

পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি কমিশনের। ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে সম্মতি কমিশনের। রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট। সম্মতিপত্র পাঠানো হল পুর ও নগরোন্নয়ন দফতরে। ১২ নভেম্বর পুরভোট নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা ও হাওড়ার নির্বাচনী আধিকারিকদের চিঠি কমিশনের। 

West Bengal News Live: পুরভোট নিয়ে হাইকোর্টে মামলার প্রস্তুতি বিজেপির

১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে সম্মতি কমিশনের। ডিসেম্বর নয়, ফেব্রুয়ারিতে গোটা রাজ্যে একসঙ্গে পুরভোট চায় বিজেপি।ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট চায় বিজেপি। পুরভোট নিয়ে হাইকোর্টে মামলার প্রস্তুতি বিজেপির।আইনজীবীদের সঙ্গে আলোচনা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ

গত ছয় দিনে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ১১ শিশুর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। এভাবে শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে রোগীর পরিবার ও রায়গঞ্জবাসীর মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। যদিও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরই এই সময় শিশুদের মধ্যে এই ধরনের উপসর্গ দেখা যায়। এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা স্বাস্থ্য দফতর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

West Bengal News Live: রাজ্যের প্রস্তাবে সম্মতি,পুরভোট নিয়ে আরও একধাপ এগোল কমিশন

পুরভোট নিয়ে আরও একধাপ এগোল কমিশন। রাজ্যের প্রস্তাবে কমিশনের সম্মতি। সম্মতিপত্র পাঠানো হল পুর ও নগরোন্নয়ন দফতরে ।রাজ্যের প্রস্তাব মতই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট।১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে সম্মতি কমিশনের।

WB News Live Updates: ঘাটালে সাঁকো ভেঙে নদীতে পড়ে গেলেন বহু মানুষ

সাঁকো ভেঙে নদীতে পড়ে গেলেন বহু মানুষ।ঘাটালের মনসুকার ঘোড়ইঘাট সাঁকো ভেঙে জলে পড়ে যায়  মহিলা, শিশু সহ ৬০জন। হরিনাম সংকীর্তনের সঙ্গে নাচতে নাচতে আসছিলেন তাঁরা।নদীতে জল কম থাকায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।তবেই অল্পবিস্তর আহত হয়েছেন অনেকেই।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ

West Bengal News Live: অধিগ্রহণ হবে না দেউচা-পাচামিতে, জমি দিলে ক্ষতিপূরণ, বাড়ি, একজনের কর্মসংস্থান, জানালেন মুখ্যমন্ত্রী

 সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ হবে না দেউচা-পাচামিতে। জমি দিলে উপযুক্ত ক্ষতিপূরণ, বাড়ি, একজনের কর্মসংস্থান। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: তেলে ভ্যাট কমানোর দাবিতে মানিকতলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ

তেলে ভ্যাট কমানোর দাবিতে আজ ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির বিক্ষোভ। মানিকতলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ

West Bengal News Live:আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত সিবিআই, মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রির অভিযোগে অধীরের মামলায় নয়া মোড়

মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রির অভিযোগ। অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলায় নতুন মোড়। আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত সিবিআই।১৬ ডিসেম্বর চূড়ান্ত শুনানি মেট্রো ডেয়ারি মামলার।১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে অবস্থান জানানোর নির্দেশ।নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।জলের দরে সিঙ্গাপুরের সংস্থাকে শেয়ার বিক্রির অভিযোগ।রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রির অভিযোগ।নামমাত্র দামে বিক্রির অভিযোগ করেন অধীর চৌধুরী।শেয়ার বিক্রির তদন্ত চেয়ে মামলা করেন অধীর চৌধুর

WB News Live Updates: আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প, বললেন মুখ্যমন্ত্রী

 মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পুজোয় কোনও অশান্তির ঘটনা ঘটেনি।আশা করি ছটপুজোয় নির্বিঘ্নে সম্পন্ন হবে’। তিনি বলেছেন, ‘আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প। পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছে যাবে রেশন’।

West Bengal News Live:বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না, নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

নতুন বিধায়কদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। নাম না করে বিজেপিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আচ্ছে দিন আসার বদলে বুরে দিন এসে যায়।
বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না। যখন ইচ্ছে হয় তাঁরা আসেন, নাহলে আসেন না। শপথগ্রহণ অনুষ্ঠানেও বিরোধীরা অনুপস্থিত।’
তিনি বলেছেন, ‘আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি’

WB News Live Updates: বিধানসভার অধিবেশনকক্ষে বিধায়ক হিসেবে শপথ উপনির্বাচনে চার কেন্দ্রের জয়ী প্রার্থীর

আজ বিধানসভার অধিবেশনকক্ষে বিধায়ক হিসেবে শপথ উপনির্বাচনে চার কেন্দ্রের জয়ী প্রার্থীর। বিধানসভার অধ্যক্ষ তাঁদের শপথবাক্য পাঠ করান।  উপনির্বাচনে খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের চার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, উদয়ন গুহ ও ব্রজকিশোর গোস্বামী।  আজ বেলা ১২টার কিছু পর   শপথ গ্রহণ করেন তৃণমূলের জয়ী প্রার্থী।

West Bengal News Live: হুগলির চন্দননগরে জগদ্বাত্রী পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন

হুগলির চন্দননগরে জগদ্বাত্রী পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। গতকালই চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে এ নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল দুপুর ২টো থেকে ১৫ তারিখ পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি থাকবে।  এই সময়ের মধ্যে কেউ অসুস্থ হলে তাঁকে জলপথে পরিবহণের ভাবনা রয়েছে জেলা প্রশাসনের।  জগদ্বাত্রী পুজোর ভিড়ের ওপর নজরদারি করতে থাকবে ওয়াচ টাওয়ার, হিডেন ক্যামেরা।  ওড়ানো হবে ড্রোনও।

WB News Live Updates: রাজ্যে তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকে অংশ নিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

রাজ্যে তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকে অংশ নিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন।  শুভেন্দু  তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত কমিটির সদস্য। তিনি ট্যুইটে জানিয়েছেন, বৈঠকের কয়েক ঘণ্টা আগে জানানোয় তিনি ওই বৈঠকে অংশ নিতে পারছেন না। ভবিষ্যতে এই ধরনের বৈঠকের ৭ দিন আগে তাঁকে জানানো হলে ভাল হয় বলে ট্যুইটে লিখেছেন শুভেন্দু।

West Bengal News Live: পেট্রোল ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি বিজেপির

রাজ্যে পেট্রোল ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর দাবিতে আজও পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির।  দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, জেলায় জেলায় মানুষকে বিষয়টি জানাতে প্রচার চালানো হবে।  

WB News Live Updates: ধনেখালিতে মা, বাবা, বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

হুগলির ধনেখালিতে মা, বাবা, বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে।  আজ সকালে ধনেখালির দশঘড়ায় বাড়ি থেকে উদ্ধার হয় মা, বাবা, বোনের রক্তাক্ত মৃতদেহ।  হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। তাঁকে নিয়ে যাওয়া হয় ধনেখলি গ্রামীণ হাসপাতালে। 

West Bengal News Live: বিশ্ব বঙ্গ সম্মেলন করে কি লাভ? রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

বিশ্ব বঙ্গ সম্মেলন করে কি লাভ?  বছর বছর সেই এক অতিথি, এক বক্তা।  এইভাবেই রাজ্য সরকারের প্রস্তাবিত সম্মেলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ।

WB News Live Updates: কাঁথির দূরমুঠ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ,তদন্ত রিপোর্ট পৌঁছল জেলা প্রশাসনের কাছে

কাঁথির দূরমুঠ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ। তদন্ত রিপোর্ট পৌঁছল জেলা প্রশাসনের কাছে। সূত্রের খবর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দেওয়া ওই রিপোর্টে কোনও সংস্থাকে দিয়ে তদন্তের সুপারিশ করা হয়েছে। এই নিয়ে সরগরম কাঁথির রাজনীতি।

West Bengal News Live: আজ সন্ধে ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধ।  কেএমডিএ-র তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হল, আজ সন্ধে ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর।  নিষেধাজ্ঞা সত্ত্বেও গত দু’বছর ধরে যেভাবে সরোবরে বিধি ভেঙে সরোবরে ছট পুজো হয়েছে, এবার সেই পরিস্থিতি এড়াতে চায় প্রশাসন। তার জন্য সরোবরের সবকটি গেট ইতিমধ্যেই বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি, আশপাশের বিকল্প যে সব জলাশয়ে ছট পুজো করা যাবে, তার তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে কেএমডিএ-র তরফে।

WB News Live Updates: মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা,ট্রেনের ধাক্কায় মৃত্যু দুজনের

ফের মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা।  গতকাল উত্তর ২৪ পরগনার অশোকনগর রোড ও গুমা স্টেশনের মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোর ও এক তরুণের।  গতকাল সন্ধে ৬টা ৪৩ নাগাদ দুর্ঘটনা ঘটে।

West Bengal News Live: পুরভোটের জন্য বিজেপি প্রস্তুত, বললেন দিলীপ ঘোষ

পুরভোটের জন্য বিজেপি প্রস্তুত।  এক বছর আগে থেকে দল পুরভোটের জন্য প্রস্তুত থাকলেও রাজ্য সরকারই এতদিন তা করেনি বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।  

WB News Live Updates: আলাপন বন্দ্যোপাধ্যায়েক হুমকি চিঠি দেওয়ার অভিযোগ এক চিকিত্‍সক সহ ৩ জন গ্রেফতার

আলাপন বন্দ্যোপাধ্যায়েক হুমকি চিঠি দেওয়ার অভিযোগ এক চিকিত্‍সক সহ ৩ জনকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, হুমকি চিঠি টাইপ করার অভিযোগে গতকাল প্রথমে গ্রেফতার করা হয় টাইপিস্ট বিজয় কুমার কয়ালকে। তাঁকে জেরা করেই উঠে আসে চিকিত্‍সক অরিন্দম সেনের নাম।  অভিযোগ, এই অরিন্দম সেনই বিভিন্ন লোককে হুমকি চিঠি পাঠাতেন।  এ কাজে সাহায্য নিতেন তাঁর গাড়ির চালক রমেশ সাউয়ের।  রমেশকেও গ্রেফতার করেছে পুলিশ।  

West Bengal News Live: কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের হানায় আহত যুবক

সুন্দরবনে বাঘের হানায় আহত যুবক। স্থানীয় সূত্রে খবর, সুন্দরবনের বেনিফেলি এলাকায় দুই সঙ্গী সহ কাঁকড়া ধরতে গিয়েছিলেন।  গতকাল তাঁদের নৌকায় বাঘ হামলা করে।  বাঘের হানায় গুরুতর জখম হন লখিন্দর সাঁপুই। তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতার এক হাসপাতালে।

WB News Live Updates: কোথাও বিনামূল্যের রেশন বিক্রি, কোথাও জিনিসের বদলে টাকা দেওয়ার অভিযোগ

পশ্চিম বর্ধমানের কাঁকসায়, বিনামূল্যে পাওয়া রেশন সামগ্রী বিক্রি করে দিচ্ছেন গ্রাহকদের একাংশই। জলপাইগুড়িতে আবার, দুয়ারে রেশন প্রকল্পে জিনিসের বদলে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও দেখে অভিযুক্ত ডিলারকে সাসপেন্ড করেছে খাদ্য দফতর।

West Bengal News Live: ‘জাল’ নথি নিয়ে কাউন্সেলিংয়ে

জাল নথি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের নিয়োগের কাউন্সেলিংয়ে হাজির হওয়ার অভিযোগ ১৩জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে। ধরা পড়তেই চম্পট। প্রশাসনের দ্বারস্থ হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।


 

WB News Live Updates:নেত্রীর ‘নীতি পুলিশি’

 


 


চরিত্র নিয়ে প্রশ্ন তুলে ডায়মন্ড হারবারে এক মহিলাকে মারধর, মাথা কামানোর চেষ্টার অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও কয়েকজন এলাকাবাসী। মেয়েকে নিয়ে আতঙ্কে এলাকা ছাড়া মহিলা। মারধরের কথা অস্বীকার অভিযুক্তদের। মন্তব্য করতে চাননি প্রাক্তন কাউন্সিলর। দোষ প্রমাণিত হলে পদক্ষেপ করবে দল, জানালেন ডায়মন্ড হারবারের বিধায়ক।

প্রেক্ষাপট

 রাজ্যে করোনায় একদিনে ১৪জনের মৃত্যু, সংক্রমিত ৬০৩জন। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। উদ্বেগ বাড়াচ্ছে নদিয়াও।


উত্তর ভারতের খাপ পঞ্চায়েতের ছায়া ডায়মন্ড হারবারে। চরিত্র নিয়ে প্রশ্ন তুলে মা-মেয়েকে নির্যাতন। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 


 মুখে মুচলেকা দিয়ে গ্রাম ছাড়লেন মা-মেয়ে। প্রতিক্রিয়া মেলেনি নেত্রীর। দোষী হলে ছাড় নয়, প্রতিক্রিয়া বিধায়কের। 
 আমেরিকার ছায়া কলকাতায়। চোর সন্দেহে যুবককে রাস্তায় ফেলে বুকে পা সিভিক ভলান্টিয়ারের। ভিডিও প্রকাশ্যে আসতেই কাজ থেকে অব্যাহতি। 


বাংলাতেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির মিছিলে ধুন্ধুমার। ২দিক ব্যারিকেড দিয়ে ঘিরে আটকাল পুলিশ। 


তেলে ভ্যাট কমানোর দাবিতে আজ ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির বিক্ষোভ। বেলাগাম দাম বাড়িয়ে লোক দেখানো ছাড়, খোঁচা তৃণমূলের। 


৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র। রাজ্যকেও ভ্যাকসিনও দেয় না। ভ্যাট নিয়ে বিতর্কের মুখে পাল্টা আক্রমণে মমতা। 


সব পুরসভায় একসঙ্গে ভোট, না হলে, একসঙ্গে গণনা চায় বিজেপি। কমিশনে দরবার। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। হার বুঝে হইচই, পাল্টা তৃণমূল। 


 নানুরে সিপিএম কর্মীকে পিটিয়ে খুন। সিপিএম করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা, দাবি পরিবারের। হামলার অভিযোগ খারিজ তৃণমূলের। 



২ বছর বন্ধ থাকার পরে ২০ এপ্রিল রাজ্যে ২দিনের শিল্প সম্মেলন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৭ থেকে ১৪ জানুয়ারি চলচ্চিত্র উৎসব। ৩১ জানুয়ারি থেকে বইমেলা। 


এপ্রিলে শিল্প সম্মেলনে রাজ্যপালকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। বিদেশে গেলে লগ্নির জন্য দরবারের অনুরোধ। প্রস্তাব গ্রহণ করলেন রাজ্যপাল, সহযোগিতার আশ্বাস। 


 জাল নথি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের নিয়োগের কাউন্সেলিংয়ে হাজির। ধরা পড়তেই চম্পট। প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সংসদ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.