West Bengal News Live: টিকার জন্য রাত থেকেই লম্বা লাইন এসএসকেএমে
প্রথম পোস্টে অন্য কোনও দলে না যাওয়ার ঘোষণা। পরের পোস্টে সেই অঙ্গীকারই ডিলিট! বাবুলকে নিয়ে দিনভর জল্পনা।
নিমতার ছোটফিঙার সাবিত্রীপল্লিতে শ্যুটআউট।সুমনা ধর নামে বৃহন্নলার মৃত্যু। বারাসত সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
টিকার জন্য রাত থেকেই লম্বা লাইন এসএসকেএমে। নিজের এলাকায় টিকা না পেয়ে এসএসকেএমে হাজির বহু মানুষ।বিভিন্ন জেলা থেকে এসেছেন প্রায় ৫০০ জন।হাওড়া ও পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন অধিকাংশ মানুষ
কয়েক মাস আগেও যে ক্লাবের পৃষ্ঠপোষক ছিলেন সব্যসাচী দত্ত, সেই ক্লাবেই সংবর্ধনা দেওয়া হল সুজিত বসুকে। সংবর্ধনা শেষে তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সুজিত বসু জানান, বিধানসভা ভোটের সময় ক্লাবের সদস্যরা তাঁর পাশে ছিলেন। বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্লাবটি। ওই ওয়ার্ডেরই বিদায়ী কাউন্সিলর সব্যসাচী দত্ত। তৃণমূলে থাকাকালীন সব্যসাচী দত্তের সঙ্গে সুজিত বসুর বিবাদ বারবার প্রকাশ্যে এসেছে। এবার ভোটে বিধাননগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তকে হারান সুজিত বসু। একদা সব্যসাচী নিয়ন্ত্রিত ক্লাবে সুজিতের সংবর্ধনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
নিম্নচাপের অবিরাম বৃষ্টিতে উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে সবজি চাষে ব্যাপক ক্ষতি। চাষিদের দাবি, মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে ফসল। বিপুল ক্ষতির মুখে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা।
রাজ্যের দাবি মতো চলতি মাসেও আসছে না কেন্দ্রের ভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অগাস্টে বাংলায় ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠাবে কেন্দ্র। টিকা প্রাপ্তির তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পর চতুর্থ স্থানে বাংলা। সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভ্যাকসিন পাচ্ছে উত্তরপ্রদেশ।
বীরভূমে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। গতকাল মল্লারপুর থানার বানাসপুর গ্রামে উদ্ধার হয় বোমাগুলি। সেই বোমাগুলি খালি জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কী কারণে এই বোমাগুলি মজুত করা হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ।
কসবার ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন টলিউডের এক অভিনেত্রী। অভিযোগকারিণীর দাবি, গতবছর তাঁর সঙ্গে কসবার বাসিন্দা বিদ্যুৎ পোদ্দারের আলাপ হয়। অভিযোগ, প্রভাবশালী পরিচয় দিয়ে অভিনেত্রীকে প্রোডিউসার জোগাড় করে দেওয়ার টোপ দেন বিদ্যুৎ। এর জন্য তিনি দেড় লক্ষ টাকা চাইলেও দু’ দফায় ১ লক্ষ ১৫ হাজার টাকা দেন বলে দাবি অভিনেত্রীর। তারপর থেকেই অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দারের খোঁজ মিলছে না বলে অভিযোগ। সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন টলিউডের ওই অভিনেত্রী। এর আগে দুর্গাপুরে রোড সেফটি ফাউন্ডেশনের জাতীয় উপদেষ্টা বলে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে বিদ্যুৎ পোদ্দারের বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত।
সামনেই উৎসবের মরশুম। তার আগে বিধাননগর এলাকায় দ্রুত টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছে। বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে চলছে টিকা দেওয়ার কাজ। আজ ১ দিনে ১ হাজার জনকে টিকা দেওয়া হয়। ক্যাম্প চলবে ৫ দিন।
শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের সামনে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড,দমকল এবং পুলিশ।
বারাসাত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয়ে ‘প্রতারণা’। প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। একজনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ ।টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে আকাশ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ।শেরপুরের ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা
মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় পাঁশকুড়ায় বিপদসীমার কাছাকাছি কংসাবতীর জল। বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। পাঁশকুড়া পুর-এলাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই কয়েকটি এলাকায় জল ঢুকতে শুরু করেছে। যুদ্ধকালীন তত্পরতায় কংসাবতীর বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।
নিউটাউন পর্নকাণ্ডে এবার এক ভিডিওগ্রাফারকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। গতকাল হুগলি থেকে অভিযুক্ত ভিডিওগ্রাফার শুভঙ্কর দে ওরফে রনিকে গ্রেফতার করে পুলিশ
কসবার ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন টলিউডের এক অভিনেত্রী। অভিযোগকারিণীর দাবি, গতবছর তাঁর সঙ্গে কসবার বাসিন্দা বিদ্যুৎ পোদ্দারের আলাপ হয়। অভিযোগ, প্রভাবশালী পরিচয় দিয়ে অভিনেত্রীকে প্রোডিউসার জোগাড় করে দেওয়ার টোপ দেন বিদ্যুৎ।
ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত সেরে ওঠার আগেই নিম্নচাপের বৃষ্টিতে ফের জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। চাষের জমি থেকে মাছের ভেড়ি, ভারী বর্ষণে ভেসে গিয়েছে অনেক কিছু। মহামারী পরিস্থিতির মধ্যে রুটিরুজি হারিয়ে আবার কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি বিশ্বের বৃহত্তম মোহনাবনের বাসিন্দারা।
বনগাঁয় ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন না তিন বিধায়ক ও দলীয় সাংসদ। গতকাল বনগাঁয় বিজেপির জেলা কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নেতৃত্বে সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন না বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। ছিলেন না বনগাঁর সাংসদ ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও।
প্রাণনাশের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায়।
দু’ হাতে অস্ত্র নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দেওয়াই কাল হল। পুলিশের নজরে আসায় অস্ত্র-সহ গ্রেফতার হল এক দুষ্কৃতী। মানিকতলা থানার পুলিশের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অস্ত্র কেনাবেচা করছিল দুষ্কৃতীরা। হোয়াটসঅ্যাপ গ্রুপে পোশাক ও হাতঘড়ি দেখে এক দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র।
ডিভিসির ছাড়া জলে ভাসল হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি- এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকছে গ্রামে। উদয়নারায়ণপুর-তারকেশ্বর রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। এর ফলে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলমগ্ন উদয়নারায়ণপুর হাসপাতাল ও কলেজ। আমতা ও উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে NDRF ও বিপর্যয় মোকাবিলা দল।
গত কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে দুর্গাপুর ব্যারাজ থেকে আজ ১ লক্ষ ৪৬ হাজার ৭৫ কিউসেক জল ছাড়া হল। কাল ছাড়া হয়েছিল ১ লক্ষ ৩০ হাজার ৮৭৫ কিউসেক জল। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ায় পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলির একাংশ ফের নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কেশিয়াড়িতে ত্রিপল-দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় কেনা ত্রিপল কলাবনিতে বিজেপির বুথ অফিসে ছাউনি হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি, এই কারণেই ক্ষতিগ্রস্তরা ত্রিপল পাননি। যদিও ত্রিপল-দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান। তাঁর দাবি, পার্টি অফিসের ত্রিপল দলের টাকায় কেনা হয়েছে। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। সাংসদ এলাকায় না আসায় তাঁর দলের লোকেরা লুঠপাট চালাচ্ছে বলে তাদের অভিযোগ।
কলকাতায় বৃষ্টি থামলেও আকাশের মুখভার হতে পারে যখন-তখন। আজ ও কাল দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
পুলিশ অনুমতি না দিলেও রেড রোডে দৌড়ের কর্মসূচিতে অনড় বিজেপির যুব মোর্চা। অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সমর্থনে দৌড়ের আয়োজন। থাকার কথা দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ সহ রাজ্য নেতৃত্ব। থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতেরও।
রাজ্য সরকারের ছাড়পত্র সত্ত্বেও, শনিবার খুলল না কলকাতার কোনও সিনেমা হলই। হাতে নেই ভালো ছবি, তারওপর স্বল্প সময়ে হল স্যানিটাইজ করাও সম্ভব হয়নি। তার জেরেই খোলা গেল না হল। তবে, আগামী সপ্তাহের মধ্যে হল খোলা সম্ভব বলে আশাবাদী মালিকরা।
প্রেক্ষাপট
কলকাতা: বঙ্গ রাজনীতিতে ঝড় তুলে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত বাবুল সুপ্রিয়র। ফেসবুকে নিজেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা।
বিজেপির অস্বস্তি বাড়িয়ে সাংসদ পদও ছাড়ার কথা ঘোষণা বাবুলের। ১ মাসের মধ্যে ছাড়ছেন সরকারি বাড়ি। ফেসবুকে নতুন বিস্ফোরক পোস্ট।
কী করতে চাই, ঠিক করেছি অনেকদিন আগেই। দলত্যাগের ইঙ্গিত দিয়ে ফেসবুকে বিস্ফোরক বাবুল। মানলেন রাজ্য নেতৃত্বের সঙ্গে বিরোধ। প্রমাণিত হল সবাইকে নিয়ে চলতে পারে না বিজেপি, কটাক্ষ বিরোধীদের।
ফেসবুকে বিস্ফোরণের পরেই বাবুলকে নাড্ডার তলব। প্রায় আধঘণ্টা বিজেপি দফতরে কথার পরেই ফের ফেসবুক পোস্ট বদল। অন্য দলে যাওয়ার জল্পনা খারিজ। ভুল করে লাইন ডিলিটে বিভ্রান্তির দাবি।
প্রথম পোস্টে অন্য কোনও দলে না যাওয়ার ঘোষণা। পরের পোস্টে সেই অঙ্গীকারই ডিলিট! বাবুলকে নিয়ে দিনভর জল্পনা। রাতে নাড্ডার সঙ্গে বৈঠকের পরে ফের ফেসবুক পোস্ট বাবুলের। ভুল করে লাইন ডিলিটের দাবি।
বাবুলের ফেসবুক পোস্টের পরেই বিজেপিকে কটাক্ষ অনুব্রতর। শিল্পী তাই অভিমান, সামলে নেওয়ার দাবি রাহুলের। চাপ তৈরির কৌশল দেখছেন অধীর।
উপনির্বাচন নিয়ে বিজেপির মধ্যেই ভিন্নমত। সবাইকে টিকা না দেওয়া পর্যন্ত ভোটের বিপক্ষে শুভেন্দু। সময়েই উপ নির্বাচন চান দিলীপ। সমন্বয়ের অভাব স্পষ্ট, দিলীপ নয়, শুভেন্দুর কথাতেই চলছে দল, খোঁচা তৃণমূলের।
বঙ্গ-ভঙ্গ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য শীতলকুচির বিজেপি বিধায়কের। অশান্তি তৈরির চেষ্টা, পাল্টা তৃণমূল।
হাড়োয়ায় তৃণমূলকর্মী-সহ জোড়া খুনে নবদ্বীপ থেকে মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেফতার। ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েও ৯ দিন পরে পাকড়াও। ধৃতদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল।
তৃণমূলের মুখপত্রে অনিল-কন্যার উত্তর সম্পাদকীয়। চতুর্থ কিস্তিতে তৃণমূলনেত্রীর প্রশংসা। বিতর্কের মুখে শোকজের সিদ্ধান্ত সিপিএমের। অন্যতম সেরা বঙ্গ-নারী মমতা, প্রসঙ্গ তো আসবেই, বললেন অজন্তা।
ভুয়ো আইপিএসের দেহরক্ষীর জগাছার বাড়িতেও প্রচুর গুলি! কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আইডি কার্ডের হদিশ। মায়ের অ্যাকাউন্ট থেকে কেন লক্ষাধিক টাকা তুলেছিল রাজর্ষি? সূত্রের খোঁজে পুলিশ।
ক্যানিংয়ে মধ্যযুগীয় বর্বরতা। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত ভাসুর ও প্রতিবেশীরা। অভিযোগ দায়েরের পর আটক ২।
ওয়েব সিরিজের শ্যুটিংয়ের সময় দুর্ঘটনা। প্রথমদিন ভাইয়ের সঙ্গে কাজে এসেই মৃত্যু বারুইপুরে পুরনো রাজবাড়িতে লাইট স্ট্যান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেকনিশিয়ানের মৃত্যু। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের।
১ দশক পরে সংগ্রামপুর বিষমদকাণ্ডের রায় ঘোষণা। ১৭৩জনের মৃত্যুতে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ অভিযুক্তকে বেকসুর খালাস। সোমবার আলিপুর আদালতে সাজা ঘোষণা।
খেলনার বাক্সের আড়ালে ক্যুরিয়রের মাধ্যমে আমেরিকা, কানাডা থেকে গাঁজা আমদানি। কলকাতায় মাদক চক্রের পর্দাফাঁস। ডার্ক ওয়েব ব্যবহার করে গাঁজা আমদানির অভিযোগে ২ মহিলা-সহ ৩জন গ্রেফতার।
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ধুন্ধুমার। বিক্ষোভ সামলাতে নামল পুলিশ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৬৯, ৮জনের মৃত্যু। কলকাতায় কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে সংক্রমণ-বৃদ্ধির মধ্যেই কোভিড বিধি মেনে পঞ্জাবে ২ অগাস্ট থেকে সমস্ত স্কুল খোলায় অনুমতি।
বৃষ্টি থামলেও চলছে জল-যন্ত্রণা। জলমগ্ন কলকাতা, হাওড়া, পঃ মেদিনীপুরের বেশ কিছু এলাকা। দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগ কাটলেও, এবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ফের বাড়ল বানিজ্যিক গ্যাসের দাম। বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭০১.৫০ টাকা। মধ্যরাত থেকেই কার্যকর হল নতুন দাম। তবে অপরিবর্তিত ভর্তুকিযুক্ত গ্যাসের দাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -