Bijaya Dashami 2021 Live Updates: প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন

Get the latest West Bengal News and Live Updates:

abp ananda Last Updated: 15 Oct 2021 11:56 PM
West Bengal News Live : প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন

মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ, সিঁদুর খেলার পর প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন। 

West Bengal News Live : এবার ক্যামডেনের পুজোয় ফিরেছে চেনা জৌলুস

প্রবাসের পুজোয় বাংলার স্বাদ। গতবছর করোনা আবহে আড়ম্বরহীন পুজো হলেও, এবার ক্যামডেনের পুজোয় ফিরেছে চেনা জৌলুস। করোনা বিধি মেনেই আয়োজন করা হয়েছে পুজো ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের।

West Bengal News Live : পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন কলকাতাতেও

পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন। মুম্বই, দিল্লির ধাঁচে সেই সচেতনতা এবার কলকাতাতেও। নদী বা জলাশয়ে বিসর্জনের পরিবর্তে হোসপাইপে জল দিয়ে গলিয়ে দেওয়া হল মূর্তি। দুটি বারোয়ারি পুজো কমিটির পাশাপাশি সেই উদ্যোগে সামিল এবার কলকাতা পুরসভাও।

West Bengal News Live : বরণ, সিঁদুর খেলায় মাকে বিদায় জানালেন আরবানা আবাসনের আবাসিকরা

হাসিমুখে উমাকে বিদায়৷ বাপের বাড়ি ছেড়ে কৈলাসে যাত্রা দুর্গার৷ বরণ, সিঁদুর খেলায় মাকে বিদায় জানালেন আরবানা আবাসনের আবাসিকরা

West Bengal News Live : দর্পণে উমা বিসর্জন মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়িতে

আসছে বছর আবার হবে...। সেই আশা নিয়েই দর্পণে উমা বিসর্জন মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়িতে। বিদায়বেলায় সিঁদুর খেলায় মাতলেন বাড়ির মহিলারা। করোনা আবহে, দশমীর পুজো থেকে সিঁদুর খেলা ছিল আড়ম্বরহীন।

West Bengal News Live : গুলি ছুড়ে ঘরের মেয়েকে বিদায় জানালেন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্য

এলে যেতে হয়। সময়ের সেই চিরন্তন দাবি মেনে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঠাকুরদালান ছেড়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। বনেদিবাড়ির রীতি মেনে বন্দুক থেকে গুলি ছুড়ে ঘরের মেয়েকে বিদায় জানালেন রাজপরিবারের সদস্য।

West Bengal News Live : বোলপুরের সুরুল জমিদার বাড়িতে প্রথা মেনে হল অপরাজিতা পুজো

এত আয়োজন, আনন্দ, হইচই। সবই শেষ হয়ে যায় দশমীতে। এবার কৈলাসে পাড়ি দেবেন উমা। বিদায়বেলায় বীরভূমের বোলপুরের সুরুল জমিদার বাড়িতে প্রথা মেনে হল অপরাজিতা পুজো। পাখা-দুলিয়ে দুর্গাকে বরণ করলেন পরিবারের মহিলারা। চোখের জলে বিদায় জানালেন মাকে।

West Bengal News Live: কোভিড আবহে মুদিয়ালিতে ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে সিঁদুর খেলার অনুমতি

কোভিড আবহে মুদিয়ালিতে ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে সিঁদুর খেলার অনুমতি। কুমোরটুলি সর্বজনীন, ম্যাডক্স স্কোয়ারে সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা। 

West Bengal News Live: নিম্নচাপের জেরে কলকাতায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস

দশমীর বিকেলে আকাশ কালো মেঘ, বিক্ষিপ্ত বৃষ্টি। নিম্নচাপের জেরে কলকাতায় বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
রবি ও সোমবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News Live: নিউটাউনের পাঁচতারা হোটেলে সিঁদুরখেলায় মাতলেন টালিগঞ্জের তারকারা

রাঙা মুখে উমা বিদায়। নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে সিঁদুরখেলায় অংশ নিলেন টালিগঞ্জের তারকারা ছিলেন ঋতাভরী, ঈষা সাহা, সোহিনী সরকার-সহ আরও অনেকে। সিঁদুরখেলার পাশাপাশি, কেউ কেউ মাতেন ধুনুচি নাচেও।

West Bengal News Live: দেবীবরণ, সিঁদুরখেলার পর রীতি মেনে কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিমা বিসর্জন

আজ বিজয়া দশমী। কয়েকটা দিন বাপের বাড়িতে কাটিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরবে মা। দেবীবরণ, সিঁদুরখেলার পর রীতি মেনে কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিমা বিসর্জন হল। 

West Bengal News Live: আত্মপ্রকাশ সাতটি নতুন ডিপিএসইউ-য়ের, জায়ান্ট স্কিনে দেখানো হল ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরিতে

শুক্রবার নয়া দিল্লির ডিআরডিও ভবনে শস্ত্র পুজোর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটলো সাতটি নতুন ডিপিএসইউ-য়ের। জায়ান্ট স্কিনের মাধ্যমে তা দেখানো হয় ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরিতে। হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। 

West Bengal News Live: মাঝ গঙ্গায় শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন

মাঝ গঙ্গায় শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন। টাকিতে ইছামতীতে প্রতিমা বিসর্জনের সাক্ষী দুই বাংলার মানুষ। বেলুড় মঠে ঘট বিসর্জন, দর্পণে দেবীদর্শন।

West Bengal News Live: বার্কশায়ারের স্লাওয়ে আড্ডার পুজো রীতিমতো জমজমাট

বাংলায় যখন বিসর্জনের বিষণ্ণতা, তখন লন্ডনে উৎসবের আমেজ। বার্কশায়ারের স্লাওয়ে আড্ডার পুজো রীতিমতো জমজমাট। বৃহষ্পতিবার থেকে শুরু হওয়া এই পুজো চলবে রবিবার পর্যন্ত। ২০১৯ সালে এই পুজোর সূচনা হয়। দেদার আড্ডা, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোর মূল আকর্ষণ। 

West Bengal News Live: উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন

করোনাকালে কোলাকুলি নেই। শুধুমাত্র হাতজোড় করে নমস্কার জানানোর পালা। তবে বিজয়া মানেই মিষ্টিমুখ। নোনতা হলেও আপত্তি নেই। তাই দশমীর সকাল থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। চলছে রকমারি মিষ্টি কেনা। 

West Bengal News Live: গঙ্গার ঘাটে ঘাটে চলছে বিসর্জন-পর্ব, দূষণ রোধে তৎপর কলকাতা পুরসভা

গঙ্গার ঘাটে ঘাটে চলছে বিসর্জন-পর্ব। দূষণ রোধে তত্পর কলকাতা পুরসভা। দইঘাটে কলকাতা পুরসভার তরফে কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে প্রতিমার রং। 

West Bengal News Live: ত্রিধারায় মণ্ডপ চত্বরেই কৃত্রিম জলাশয় তৈরি করে বিসর্জন দেওয়া হবে প্রতিমা

পরিবেশ বাঁচাতে মণ্ডপে বিসর্জনের ব্যবস্থা করে প্রথম উদ্যোগ নিয়েছিল ত্রিধারা সম্মিলনী। এবারও মণ্ডপ চত্বরেই কৃত্রিম জলাশয় তৈরি করে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হবে প্রতিমার রং। ত্রিধারায় দেবী বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন অভিনেত্রী দেবলীনা কুমার ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।

West Bengal News Live: যাত্রী সেজে উঠে, চালককে কোপ মেরে ক্যাব ছিনতাই,পুলিশের জালে অভিযুক্ত যুগল

যাত্রী সেজে উঠে, চালককে কোপ মেরে ক্যাব ছিনতাই। পুলিশের জালে অভিযুক্ত যুগল। ষষ্ঠীর রাতে সল্টলেকের এডি ব্লকে গাডি ছিনতাইয়ের অভিযোগ।চালককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইয়ের অভিযোগ।বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন ক্যাব চালক।তকাল হুগলির ডানকুনি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ

West Bengal News Live: চোরবাগানের চট্টোপাধ্যায় বাড়িতে মাকে বরণের পর শুরু হয় সিঁদুর খেলা

চোরবাগানের চট্টোপাধ্যায় বাড়িতে সকালে রীতি মেনে দশমী পুজো হয়। এরপর মাকে বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। 

West Bengal News Live: কোচবিহার শহরে দেবীবাড়ির পুজোয় দেবীবরণের পর হল সিঁদুরখেলা

৫০০ বছরেরও বেশি পুরনো কোচবিহার শহরে দেবীবাড়ির পুজো। মা দুর্গা এখানে বড় দেবী বলে পূজিতা। দেবী বরণের পর শুরু হয় সিঁদুরখেলা। রাজা নরনারায়ণের হাতে শুরু হওয়া এই পুজোর বিসর্জনের রীতি আজও একই রয়েছে।রশিতে টেনে ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। প্রথা মেনে প্রতিমার মূল কাঠামো অক্ষত রেখে দেবীর দুটি হাত, পায়ের পাতা, অসুর, বাঘ, সিংহকে খণ্ডিত করে যমুনা দিঘির জলে বিসর্জন দেওয়া হয়।

West Bengal News Live: গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব,করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি

দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব। করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি। মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা আনা হবে গঙ্গার ঘাটে। শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র ৩ জনকে ঘট বিসর্জনের জন্য গঙ্গায় নামার অনুমতি দেওয়া হয়েছে। নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। 

West Bengal News Live: উত্তরপাড়ায় নবমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে মত্ত যুবকদের হাতে আক্রান্ত মা-মেয়ে

নবমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে, মত্ত যুবকদের হাতে আক্রান্ত মা-মেয়ে। মাথা ফাটল মায়ের। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার পাতকুয়াতলা এলাকায়। 

West Bengal News Live: ত্রিধারায় দেবী বরণ করে সিঁদুর খেলায় মাতলেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়

পরিবেশ বাঁচাতে মণ্ডপে বিসর্জনের ব্যবস্থা করে প্রথম উদ্যোগ নিয়েছিল ত্রিধারা সম্মিলনী। এবারও মণ্ডপ চত্বরেই কৃত্রিম জলাশয় তৈরি করে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হবে প্রতিমার রং। ত্রিধারায় দেবী বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন অভিনেত্রী দেবলীনা কুমার ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।

West Bengal News Live: পাণ্ডবেশ্বরে নবমীর রাতে থানার কাছেই পরপর দুটি বাড়িতে চুরি

নবমীর রাতে থানার কাছেই পরপর দুটি বাড়িতে চুরি। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রাতে পাণ্ডবেশ্বরের কলেজপাড়া এলাকায় পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ, রাতে দেখা যায় থানার কাছেই দুটি বাড়ি থেকে খোয়া গিয়েছে সোনাদানা, নগদ টাকা ও বাসনপত্র। চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে।

West Bengal News Live: বিজয়া মানেই মিষ্টিমুখ, সর্বত্র সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন

করোনাকালে কোলাকুলি নেই। শুধুমাত্র হাতজোড় করে নমস্কার জানানোর পালা। তবে বিজয়া মানেই মিষ্টিমুখ। নোনতা হলেও আপত্তি নেই। তাই দশমীর সকাল থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। চলছে রকমারি মিষ্টি কেনা। 

West Bengal News Live: দশমীর সকালে বাড়ির দুর্গাপুজোয় ধুনুচি নাচে মাতলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

দশমীর সকালে মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় বাড়ির দুর্গাপুজোয় ধুনুচি নাচে মাতলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ধুনুচি নাচ করেন প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারও।

West Bengal News Live: দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব

দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব। করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি। মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা আনা হবে গঙ্গার ঘাটে। শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র ৩ জনকে ঘট বিসর্জনের জন্য গঙ্গায় নামার অনুমতি দেওয়া হয়েছে। নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। বাবুঘাট, গোয়ালিয়র ঘাট, আহিরীটোলা ঘাট, সর্বমঙ্গলা ঘাট-সহ ২৪টি ঘাটে বিসর্জন হবে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। রিভার ট্রাফিক পুলিশকেও সতর্ক করা হয়েছে। বোট নিয়ে নদী পথে নজরদারি চালাচ্ছে তারা। প্রতিটি ঘাটে মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘাটমুখী রাস্তায় নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পদমর্যাদার অফিসাররা।

West Bengal News Live: দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব

দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব। করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি। মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা আনা হবে গঙ্গার ঘাটে। শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র ৩ জনকে ঘট বিসর্জনের জন্য গঙ্গায় নামার অনুমতি দেওয়া হয়েছে। নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। বাবুঘাট, গোয়ালিয়র ঘাট, আহিরীটোলা ঘাট, সর্বমঙ্গলা ঘাট-সহ ২৪টি ঘাটে বিসর্জন হবে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। রিভার ট্রাফিক পুলিশকেও সতর্ক করা হয়েছে। বোট নিয়ে নদী পথে নজরদারি চালাচ্ছে তারা। প্রতিটি ঘাটে মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘাটমুখী রাস্তায় নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পদমর্যাদার অফিসাররা।

West Bengal News Live: মহিষাদলের গুড়িয়া বাড়িতে চলছে বিসর্জনের প্রস্তুতি

মহিষাদলের গুড়িয়া বাড়িতে চলছে বিসর্জনের প্রস্তুতি। দেবী বরণের পর শুরু হয়েছে সিঁদুর খেলা। স্বপ্নাদেশ পেয়ে ১৫ বছর আগে গুড়িয়া পরিবারে দুর্গাপুজো শুরু হয়

West Bengal News Live: মহিষাদলের গুড়িয়া বাড়িতে চলছে বিসর্জনের প্রস্তুতি

মহিষাদলের গুড়িয়া বাড়িতে চলছে বিসর্জনের প্রস্তুতি। দেবী বরণের পর শুরু হয়েছে সিঁদুর খেলা। স্বপ্নাদেশ পেয়ে ১৫ বছর আগে গুড়িয়া পরিবারে দুর্গাপুজো শুরু হয়

West Bengal News Live: মহিষাদলের গুড়িয়া বাড়িতে চলছে বিসর্জনের প্রস্তুতি

মহিষাদলের গুড়িয়া বাড়িতে চলছে বিসর্জনের প্রস্তুতি। দেবী বরণের পর শুরু হয়েছে সিঁদুর খেলা। স্বপ্নাদেশ পেয়ে ১৫ বছর আগে গুড়িয়া পরিবারে দুর্গাপুজো শুরু হয়

WB News Live Updates: নবমীর রাতে বীরভূমের সিউড়ির তাপাইপুরে আড়াইশো বছরেরও বেশি পুরনো দুর্গা মন্দিরে চুরি

নবমীর রাতে বীরভূমের সিউড়ির তাপাইপুরে আড়াইশো বছরেরও বেশি পুরনো দুর্গা মন্দিরে চুরি। অভিযোগ, আজ সকালে মন্দির খোলার পর দেখা যায়, খোয়া গিয়েছে বিগ্রহের গয়না-সহ পুজোর সমস্ত জিনিস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। 

West Bengal News Live: নবমীর রাতে সিভিক ভলান্টিয়ারকে মারধর করে বাইক ছিনতাই

নবমীর রাতে জাতীয় সড়কে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর করে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। গতকাল রাতে বেলদার কাঁথি বাইপাস সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন বেলদা থানার সিভিক ভলান্টিয়ার শান্তনু কর। অভিযোগ, আচমকাই এক দুষ্কৃতী সিভিক ভলান্টিয়ারের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। মাথায় আঘাত করে বাইক ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। গুরুতর জখম সিভিক ভলান্টিয়ারকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি। 

WB News Live Updates: মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির পুজোয় মাকে বরণ করার পর শুরু হয় সিঁদুরখেলা

মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির পুজো ৩০০ বছরের বেশি পুরনো। সকাল থেকে শুরু হয়েছে দেবী বরণের প্রস্তুতি। মাকে বরণ করার পর শুরু হয় সিঁদুরখেলা। জলে প্রতিবিম্ব দেখে উমা-বিদায়।

West Bengal News Live:ক্যানিংয়ে নবমীর রাতে পথ দুর্ঘটনা, বাইকের ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের

নবমীর রাতে স্ত্রী-পুত্রকে নিয়ে ঠাকুর দেখে ফেরার পথে, বাইকের ধাক্কায় ছিটকে পড়ে মোটর ভ্যান চালকের মৃত্যু হল। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ ক্যানিংয়ের গোপালপুরে এই ঘটনা ঘটে। মোটর ভ্যানে চড়ে ঠাকুর দেখে স্ত্রী-পুত্রকে নিয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের ভোলানাথ হালদার। উল্টোদিক থেকে আসা বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মোটর ভ্যান চালককে মৃত ঘোষণা করা হয়। বাইক চালককে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। 

WB News Live Updates: মুদিয়ালি ক্লাবে শুরু হয়েছে দশমী পুজো

মুদিয়ালি ক্লাবে শুরু হয়েছে দশমী পুজো। এবার কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার এই পুজোর মণ্ডপ। রাজস্থানি শিল্পকলা মণ্ডপজুড়ে,প্রতিমায় সাবেকি সাজ। ৮৭ তম বর্ষে মুদিয়ালি ক্লাবের থিম ছিল, পুজোর জন্য পুজো। 

West Bengal News Live: স্বরূপনগরে ভস্মীভূত বিজেপির বুক স্টল, শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা, দাবি পুজো উদ্যোক্তাদের

স্বরূপনগরে ভস্মীভূত বিজেপির বুক স্টল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যদিও, গেরুয়া শিবিরের দাবি অস্বীকার করেছে তৃণমূল। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে দাবি পুজো উদ্যোক্তাদের।

WB News Live Updates: আজ বিজয়া দশমী, রীতি মেনে সকালে বেলুড়মঠে দশমী পুজো

আজ বিজয়া দশমী। রীতি মেনে সকালে বেলুড়মঠে শুরু হয়েছে দশমী পুজো। এরপর রীতি অনুযায়ী হবে ঘট বিসর্জন এবং তারপর দর্পণে দেবী দর্শন। সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের প্রস্তুতি। আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, ধুনুচি নাচ এবং শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে দেবীকে নিয়ে গিয়ে শ্রীশ্রীমায়ের ঘাটে বিসর্জন দেওয়া হবে। করোনা আবহে বেলুড় মঠে গোটা বিসর্জন পর্বই ভক্তশূন্য থাকছে।

West Bengal News Live: বাজ পড়ে মৃত্যু

নবমীর বিকেলে হুগলির মগড়ায় বজ্রাঘাতে মৃত্যু হল কৃষকের। পরিবারের দাবি, দুপুরে তিনি মাঠে চাষ করতে গেছিলেন। সন্ধের পর, মাঠ থেকে মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাজ পড়েই এই ব্যক্তির মৃত্যু হয়েছে ।


 

WB News Live Updates: খাদে গাড়ি, পর্যটকের মৃত্যু

নবমীর সন্ধেয় মিরিকে দুর্ঘটনার কবলে শিলিগুড়ির পর্যটকদের গাড়ি। খাদে গাড়ি পড়ে গিয়ে চালক-সহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই শিশু-সহ তিনজন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন একই পরিবারের পাঁচ সদস্য।


 

West Bengal News Live: রানওয়ে ফাঁকা নেই, বাগডোগরা বিমানবন্দরে নামতে পারল না বেসরকারি সংস্থার বিমান

রানওয়ে ফাঁকা না থাকায়, বাগডোগরা বিমানবন্দরে নামতে পারল না বেসরকারি সংস্থার বিমান। দমদম বিমানবন্দরে ফিরে আসে বিমানটি। পরে, ফের কলকাতা থেকে বিমানটি বাগডোগরায় যায়। সূত্রের খবর, এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

WB News Live Updates: এবার উমার কৈলাসে ফেরার পালা

নবমী নিশি পোহাল৷ বেজে গিয়েছে বিসর্জনের বাদ্যি৷ এবার উমার বাপের বাড়ির ছুটি কাটিয়ে শ্বশুড়বাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষন্নতার সুর৷ মন্ডপে মন্ডপে শুরু হচ্ছে দেবী-বরণের প্রস্তুতি৷ আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দেবেন কৈলাসে৷ তারপর হবে সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷

প্রেক্ষাপট

কলকাতা: নবমী নিশি পোহাল৷ এবার উমার কৈলাসে ফেরার পালা৷ মন্ডপে মন্ডপে শুরু দেবী-বরণের প্রস্তুতি৷ ঢাকের তালে বিসর্জনের বোল, আবার এসো মা৷


নবমীতে সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজালেন অরূপ বিশ্বাস, নাচলেন ঋতুপর্ণা। কসবার আবাসনে পুজোয় ধুনুচি নাচ মিমির।


অত্যাধিক ভিড় ও আলো বিতর্কের জের। দর্শক প্রবেশ নিষিদ্ধ শ্রীভূমি স্পোর্টিং-এর পুজোয়। সব গেটে পুলিশের ব্যারিকেড। পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত স্থানীয়দের।


শ্রীভূমি-বিতর্কের জের। ভিড় এড়াতে নবমী-দশমীর রাতে শিয়ালদা শাখায় ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিল। বিধাননগরে দাঁড়াবে না কোনও ডাউন ট্রেন।


 নিম্নচাপের জেরে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূমে বৃষ্টি। দশমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ১৭ ও ১৮ অক্টোবর দুই ২৪ পরগনা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। হুগলিতে বজ্রাঘাতে মৃত ১।


পুজোর মধ্যেই করোনায় দেশে বাড়ল সংক্রমণ। রাজ্যে কমল সংক্রমণ, মৃত্যু। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করুক আদালত। পুজোর ভিড় নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি চিকিৎসক সংগঠনের।


স্কুলে গিয়েই হতে পারে সিবিএসই-র দশম-দ্বাদশ। নভেম্বরে প্রথম সিমেস্টার, পরের টার্ম মার্চ-এপ্রিলে। সোমবার নির্ঘণ্ট ঘোষণা। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.