কলকাতা : কিছুটা নিশ্চিন্ত। মুর্শিদাবাদের (Murshidaban) ওমিক্রন (Omicron) আক্রান্ত শিশুর দ্বিতীয় কোভিড রিপোর্টও (covid Report) নেগেটিভ।


পরিবারের বাকি সদস্যদের কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে, জানিয়েছেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গতকাল মালদার (Malda) কালিয়াচকে আত্মীয়ের বাড়িতে ওমিক্রন আক্রান্ত শিশু ও তার পরিবারের ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। 


আপাতত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি শিশু, তার বাবা ও দিদি। বিশেষজ্ঞের পরামর্শ মেনে তাদের বাড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পাশাপাশি, কারা ওই শিশু ও তার পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছেন, তাঁদের তালিকা তৈরি ও নমুনা সংগ্রহের কাজ চলছে।

আরও পড়ুন :


 দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, ওমিক্রন নিয়ে আতঙ্ক?


বুধবার, প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে বাংলায়। স্বাস্থ্য অধিকর্তা জানান, হায়দরাবাদ প্রশাসন জানিয়েছে, ওমিক্রন আক্রান্ত আবুধাবি ফেরত ফরাক্কার বাসিন্দা ৭ বছরের শিশু। ১১ ডিসেম্বর, রাতে মা, বাবা ও দিদির সঙ্গে আবু ধাবি থেকে বিমানে হায়দরাবাদে আসে ওই শিশু। ওই দিনই, হায়দরাবাদ (Hyderabad) থেকে বিমানে কলকাতায় আসে। সেখান থেকে নিজস্ব গাড়িতে করে যায় মালদার কালিয়াচকে মামার বাড়িতে। সূত্রের খবর, হায়দরাবাদে, তাঁদের করোনা পরীক্ষা করা হয়। শিশুর করোনা রিপোর্ট পজিটিভ এলে, নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের পাঠানো হয়। মঙ্গলবার, সন্ধেয় সেই রিপোর্ট এলে দেখা যায়, সে ওমিক্রম ভ্যারিয়েন্টে আক্রান্ত।


'


'


বুধবার, আক্রান্ত শিশুর ফরাক্কার বাড়িতে যায়, ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ পুলিশ-প্রশাসনের কর্তারা। কালিয়াচকে ওমিক্রন আক্রান্ত শিশুর মামার বাড়িতে যান, জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। আক্রান্ত শিশু, তার দিদি ও বাবাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি সদস্যদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 


এবার কেরলে আরও ৪ ওমিক্রন আক্রান্তের হদিশ। সব মিলিয়ে গোটা দেশেএই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩।