সোমনাথ মিত্র, তারকেশ্বর (হুগলি): ছেলে বিজেপি কর্মী, তাই বাবাকে ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ উঠল পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি পঞ্চায়েত উপপ্রধানের।
তারকেশ্বরে পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশি বছর বয়সী পরিতোষ বিশ্বাসের অভিযোগ, আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গতকাল তাঁর বাড়িতে টোকেন দিয়ে যান এলাকার এক আশাকর্মী।
সেইমত আজ পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতে ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকেই লাইনে দাঁড়ান তিনি। দাবি, প্রায় ঘণ্টা তিনেক লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন তাঁর সময় হয় ভ্যাকসিন নেওয়ার জন্য, তখন পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী ফোন নম্বর নেই বলে বিবাদ শুরু করে। এমনকী, ভ্যাকসিন দিতেও অস্বীকার করে।
পরে ছেলে এলে তার সঙ্গেও বিবাদ বাঁধে। অভিযোগ, তাঁদের ধাক্কা দিয়ে বলা হয়, 'তোরা বিজেপি করিস, তাই ভ্যাকসিন দেওয়া যাবে না।'
পঞ্চায়েতের অস্থায়ী কর্মী তথা সমীর জানা এই পুরো ঘটনা ঘটায় এবং তাঁদের মারতে উদ্যত হয় বলেও অভিযোগ তোলে ভ্যাকসিন না পাওয়া পরিবারটি।
পরিতোষ বিশ্বাসের ছেলে বিজেপি কর্মী কালু বিশ্বাস বলেন, বাবা দ্বিতীয় ডোজ নিতে গিয়েছিল। প্রথমে নম্বর ভুল আছে বলে জানায়। আমি বিষয়টা নিতে বলতে গেলে বলে, তোদের কোনও ভ্যাকসিন দেওয়া যাবে না। তোরা বিজেপি করিস।
কালু বিশ্বাসের আরও দাবি, পঞ্চায়েতের কাজকর্ম করে সমীর সানা নামে তৃনমুল কর্মী তাঁদের সঙ্গে এই আচরণ করেন। পরে আশা কর্মীরা ডেকে পাঠিয়েছিল। কিন্তু নিরাপত্তার অভাবে আমরা যাইনি।
যদিও পূর্ব রামনগর পঞ্চায়েত উপপ্রধান আশিস সামন্ত বলেন, এই ধরনের অভিযোগ ওঠা ঠিক নয়। আমি দীর্ঘক্ষণ ছিলাম পঞ্চায়েতে। এই ধরনের ঘটনা আমার সামনে ঘটেনি।
তিনি যোগ করেন, তবে ব্যক্তিগত কারোর প্রতি কোনও আক্রোশ যদি কারোর থাকে, কেউ অভিযোগ করতেই পারেন। তাঁর আশ্বাস, অভিযোগ যখন উঠেছে তখন বিষয়টা অবশ্যই খোঁজ নিয়ে দেখা হবে।
উপপ্রধান বলেন, অভিযোগকারী ব্যক্তি ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি যেখানে ভ্যাকসিন নেবেন সেখানে ওনার ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে।
এই ঘটনায় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, তৃণমূলের এটাই সংস্কৃতি। ভ্যাকসিন নিয়ে যে নোংরামি চলছে তা বন্ধ করা উচিত। তিনি জানান, এর জন্য যেখানে জানানোর, সেখানে জানানো হবে।
এদিকে, তারকেশ্বর উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক জানিয়েছেন, এই বিষয়ে কোনও অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।