West Bengal Weather:রাজ্যে আগামী ৪৮ ঘণ্টা কুয়াশার দাপট, পূর্বাভাস আবহাওয়া দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 08:26 PM (IST)
কুয়াশার চাদর গত কয়েকদিনের তুলনায় কলকাতায় একটু হাল্কা। শনিবার শহরে কুয়াশার দাপট সেভাবে আর দেখা যায়নি।
NEXT
PREV
সঞ্চয়ন মিত্র ও তুহিন অধিকারী, কলকাতা: কুয়াশার চাদর গত কয়েকদিনের তুলনায় কলকাতায় একটু হাল্কা। শনিবার শহরে কুয়াশার দাপট সেভাবে আর দেখা যায়নি।
কুয়াশা ফিকে হতেই ফিরেছে শীতের আমেজ। সামান্য নামল পারদ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দাবি, শনিবার কলকাতায় দাপট কম থাকলেও এখনই কুয়াশার হাত থেকে রেহাই নেই। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবে।
দক্ষিণবঙ্গে ১১ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই জারি করা হয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা।
কুয়াশার কারণে শনিবার ভোরে বাঁকুড়ার সোনামুখীর রপটগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি পিক অ্যাপ ভ্যান রাজ্য সড়কে প্রবল কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালক ও খালাসির।
কলকাতায় কুয়াশা কম থাকায় শীতের আমেজ ফিরেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ২ ডিগ্রি সেলসিয়াস নেমে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে আগামী তিন-চারদিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
সঞ্চয়ন মিত্র ও তুহিন অধিকারী, কলকাতা: কুয়াশার চাদর গত কয়েকদিনের তুলনায় কলকাতায় একটু হাল্কা। শনিবার শহরে কুয়াশার দাপট সেভাবে আর দেখা যায়নি।
কুয়াশা ফিকে হতেই ফিরেছে শীতের আমেজ। সামান্য নামল পারদ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দাবি, শনিবার কলকাতায় দাপট কম থাকলেও এখনই কুয়াশার হাত থেকে রেহাই নেই। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবে।
দক্ষিণবঙ্গে ১১ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই জারি করা হয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা।
কুয়াশার কারণে শনিবার ভোরে বাঁকুড়ার সোনামুখীর রপটগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি পিক অ্যাপ ভ্যান রাজ্য সড়কে প্রবল কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালক ও খালাসির।
কলকাতায় কুয়াশা কম থাকায় শীতের আমেজ ফিরেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ২ ডিগ্রি সেলসিয়াস নেমে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে আগামী তিন-চারদিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -