কলকাতা : সোমবার থেকে ৩দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা মমতার। বুধবার কোচবিহারে সভা করবেন তৃণমূলনেত্রী। উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার ফিরবেন মমতা।
এর আগে দক্ষিণবঙ্গের ৩ জায়গায় জনসভা করেন তিনি। এর আগে বাঁকুড়ায় জনসভা করেন মুখ্য়মন্ত্রী। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন তৃণমূলনেত্রী। কৃষি আইনের জেরে কৃষকরা সমস্যায় পড়বেন সেই কথা তুলে ধরেন তিনি। কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্যের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দেন তিনি। এরপর দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হন তিনি। মতুয়াদের আশ্বস্ত করে বনগাঁর জনসভায় সাফ জানিয়ে দেন বাংলায় কোনও এনআরসি, এনপিআর হবে না। বহিরাগত ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলনেত্রী।
পাখির চোখ বিধানসভা ভোটের দিকে। আঁটঘাট বেঁধে নামছে সব দলই। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ ভাল ফল করেছিল বিজেপি। এবার বিধানসভা ভোটের আগে তৃণমূলের পালে জোয়ার টানার লক্ষ্যে আসরে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সোমবার থেকে ৩দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 06:53 PM (IST)
পাখির চোখ বিধানসভা ভোটের দিকে। আঁটঘাট বেঁধে নামছে সব দলই। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ ভাল ফল করেছিল বিজেপি।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -