বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : ফ্লাইওভারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাতিস্তম্ভের বিদ্যুতের তার। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরিগেট ফ্লাইওভারে বাতিস্তম্ভের বৈদ্যুতিক তার পথচারীদের কাছে ক্রমশই প্রাণঘাতী হয়ে উঠেছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। সৌন্দর্যায়নের দায়িত্বে থাকা খড়্গপুর পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছেন শহরের সচেতন নাগরিকরাও।
জানা যাচ্ছে, মেদিনীপুর জেলার খড়গপুর পুরিগেট ফ্লাইওভারে যে বাতিস্তম্ভ রয়েছে, তা থেকে বিপজ্জনকভাবে বেরিয়ে এসেছে বিদ্যুতের তার। বিপজ্জনকভাবে বাতিস্তম্ভ থেকে সেই তার ঝুলছে। শুধু তাই নয়, বাতিস্তম্ভের নিচে থাকা বৈদ্যুতিক বাক্সও খোলা অবস্থায় পড়ে রয়েছে। আর এই ঘটনাতেই দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন পথচারীরা। তাঁদের অভিযোগ, যেকোনও সময়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে বিপদ ঘটে যেতে পারে। পথ চলতি সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করে বলেন, 'ফ্লাইওভারের উপর যেভাবে ইলেকট্রিকের তার পড়ে রয়েছে, তাতে যে কোনও সময়ে কারও না কারও বিপদ ঘটে যেতে পারে। বাতিস্তম্ভের বাক্স বিপজ্জনকভাবে খোলা রয়েছে। পথ চলতি মানুষের জন্য ফ্লাইওভারের পরিস্থিতি খুবই ভয়াবহ।' অন্য আর এক পথচারী প্রসেনজিৎ দে বলেন, 'এই ফ্লাইওভার শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভার। প্রতিদিন বহু মানুষ এর উপর দিয়ে যাতায়াত করেন। এরকম একটা ব্যস্ততম ফ্লাইওভারে খোলা বিদ্যুতের তার খুবই বিপজ্জনক। যদিও এখনও কোনও বিপদ ঘটেনি। কিন্তু আমরা কি বিপদ ঘটার জন্য অপেক্ষা করে বসে থাকব? এখানে অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এসে সেলফি তোলে। যেভাবে ইলেকট্রিকের তার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে যেকোনও সময়ে বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় প্রশাসনকে অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। তার উপর এখন বর্ষাকাল। বৃষ্টি হলে আরও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। দুর্ঘটনা ঘটার আরও আশঙ্কা থেকে যাচ্ছে।'
পুরিগেট ফ্লাইওভারের উপর অবিন্যস্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তার থেকে বাতিস্তম্ভের নিচের বৈদ্যুতিক বাক্স খোলা অবস্থায় থাকার অভিযোগের প্রসঙ্গে খড়গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার বলেন, 'আমার কাছে এমন কোনও অভিযোগ আসেনি এখনও পর্যন্ত। এভাবে কোথাও বৈদ্যুতিক তার ছড়িয়ে রয়েছে বা বাক্স খোলা রয়েছে বলে কোনও খবর আমি জানি না। এভাবে বৈদ্যুতিক তারের বাক্স খোলা থাকার কথাও নয়। যদি কোথাও বাক্স খোলা থাকে, তাহলে তা সত্যিই বিপজ্জনক। যদি এমনটা হয়ে থাকে, আমি অবশ্যই লোক পাঠাচ্ছি।'