অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় পাওয়া ত্রিপল নয়ছয়ের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের ঘটনা। বিতর্ক সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


টিনের ছাউনি দেওয়া পার্টি অফিস।দেওয়ালে লেখা, ভারতীয় জনতা পার্টি, কলাবনী বুথ। টিনের ছাউনির ওপর বিছানো রয়েছে একটি নীল রঙের ত্রিপল।আপাত দৃষ্টিতে অতি সাধারণ দৃশ্য। কিন্তু তা নিয়ে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে শুরু হয়েছে জোর বিতর্ক। দিলীপ ঘোষের সাংসদ তবহিলের টাকায় কেনা ত্রিপল ক্ষতিগ্রস্তদের না দিয়ে, নয়ছয়ের অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে। 


রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ। কেশিয়াড়ি বিধানসভা এলাকা তাঁর নির্বাচনী লোকসভা কেন্দ্রের আওতাধীন। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় কেনা ত্রিপল ক্ষতিগ্রস্তদের না দিয়ে বিজেপি পার্টি অফিসে ব্যবহার করা হচ্ছে। 


নারায়ণ চন্দ্র দে নামে কলাবনি গ্রামের বাসিন্দার অভিযোগ,  আমাদের সাংসদ দিলীপ ঘোষ যে ত্রিপল পাঠিয়েছেন, আমরা ব্যবহার করার জন্য পাচ্ছি না। অথচ ওনাদের পার্টি অফিসের ছাউনি হিসেবে ব্যবহার করছেন। আমরা গিয়েছিলাম ওরা বলল ত্রিপল নেই।


এই ঘটনা ঘিরে তৃণমূল বিজেপি চাপানউতোর শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অজিত মাইতি বলেছেন, দিলীপ ঘোষ বড় বড় কথা বলেন। এমপি ল্যাডের টাকায় কয়েকটা ত্রিপল কেনা হয়েছে। সেই ত্রিপল কেশিয়াড়ির কলাবনিতে বিজেপির কার্যালয়ে ছাউনি হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা বারবার একটা কথা বলি, চোরের মায়ের বড় গলা। যেখানে ওদের জয়ী পঞ্চায়েত ছিল, সেখানে আমফান আর ইয়াসের টাকা আত্মসাৎ করেছে। সেকারণে বিধানসভা ভোটে মানুষ এবার জবাব দিয়েছে। তিনি কলকাতায় এক কথা বলেন আর এখানে চরম দুর্নীতিকে সমর্থন করেন। আমি জেলাশাসককে ও লোকসভার স্পিকারকে জানাব।


কলাবনি গ্রামপঞ্চায়েতের বিজেপি সদস্য সনাতন মান্ডি বলেছেন, সাংসদ  দিলীপ ঘোষের তহবিল থেকে থেকে প্রায় ৬০ থেকে ৭০ টি ত্রিপল মিলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁরা ঘর পাননি তাঁদের জন্যই এগুলো পাঠানো হয়েছে। যে ত্রিপলটি দলীয় কার্যালয়ের ওপরে লাগানো রয়েছে সেটি বিজেপির দলীয় তহবিল থেকে কেনা হয়েছে।


বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে ত্রিপল কাণ্ডে সরগরম পূর্ব মেদিনীপুর। কাঁথি পুরসভার ডরমেটারি বিল্ডিং থেকে ত্রাণের সরকারি ত্রিপল চুরির অভিযোগে শুভেন্দু অধিকারী ও সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুর কর্তৃপক্ষ।গেরুয়া শিবিরে ত্রিপল দুর্নীতি নিয়ে বিতর্ক এবার পশ্চিম মেদিনীপুরেও।