জলপাইগুড়ি: সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকাকে ভিডিও কলে দেখিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সেই স্মৃতি ফিরে এল জলপাইগুড়ির রাজগঞ্জে।
সোশাল সাইটে আত্মহত্যার আগের মুহুর্তের ছবি পোস্ট স্বামীকে। স্বামীকে দেখিয়ে আত্মঘাতী স্ত্রী।
মৃতের পরিবার সূত্রে খবর, সাহাপাড়ায় বাসিন্দা শেফালি রায়ের সঙ্গে প্রতিবেশী জয় রায়ের সম্প্রতি রেজিস্ট্রি ম্যারেজ হয়। সামাজিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল ডিসেম্বরে। কিন্তু জয় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে ঝামেলা শুরু হয়।
পরিবারের দাবি, রবিবার মোবাইল ফোনে কথা বলার সময় দুজনের তীব্র বচসা হয়।এরপরই শেফালি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
আত্মীয়দের অভিযোগ, আত্মহত্যার আগের মুহূর্তের ছবি হোয়াটসঅ্যাপে স্বামীকে পাঠান শেফালি। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জয়কে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
প্রেমিকা সম্পর্ক মেনে না নেওয়ায় ভিডিও কল করে দেখিয়ে এক ছাত্র আত্মহত্যা করে বলে অভিযোগ ওঠে।
এবার সেই অভিযোগ রাজগঞ্জে।
সম্পর্কের টানাপোড়েনের জের, স্বামীকে হোয়াটস্যাপে ছবি দেখিয়ে আত্মঘাতী স্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2017 07:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -