মুর্শিদাবাদ: মনুয়াকাণ্ডের ছায়া এবার ডোমকলে। ফের পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ! গ্রেফতার স্ত্রী।
পেশায় নির্মাণকর্মী সইফুল ইসলাম কর্মসূত্রে থাকতেন কেরলে। বছর সতেরোর মেয়েকে নিয়ে ডোমকলের পঞ্চাননপুরের বাড়িতে একা থাকতেন স্ত্রী হাসিনা বিবি।
পরিবারের দাবি,সম্প্রতি বাড়ি ফিরে সইফুল জানতে পারে, ভাইপো গোলাম রসুলের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। শুরু হয় দাম্পত্য কলহ।
মঙ্গলবার সকালে উদ্ধার হয় সইফুল ইসলামের দেহ।
মৃতের আত্মীয়দের অভিযোগ, দাম্পত্য কলহ চরমে ওঠার পরই ভাইপোর সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে স্ত্রী। সোমবার রাতে ঘুমন্ত অবস্থাতেই সইফুল ইসলামকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।
ঘটনা জানাজানি হতে এদিন সকালে বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা।
পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে সইফুল ইসলামের।
বারাসতের হৃদয়পুরের মনুয়া মজুমদার তাঁর প্রেমিক অজিতকে দিয়ে খুন করায় স্বামী অনুপম বিশ্বাসকে। সেই ঘটনা চমকে দিয়েছে রাজ্যবাসীকে।
হৃদয়পুরের সেই ঘটনার ছায়া পড়েছে জলপাইগুড়িতে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রী। একই রকম অভিযোগ উঠেছে হাওড়াতেও।
এবার অভিযোগ ডোমকলে।
পুলিশ অভিযুক্ত স্ত্রীকে পাকড়াও করলেও এখনও অধরা প্রেমিক গোলাম রসুল।
মনুয়াকাণ্ডের ছায়া ডোমকলে, প্রেমের পথে কাঁটা সরাতে ঘুমের মধ্যে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2017 04:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -