কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান বিতর্কে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, পিএসি-র চেয়ারম্যান পদে তৃণমূল সমর্থন জানাবে মুকুল রায়কে।
মুকুল রায়ই কি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে চলেছেন? বুধবার তিনি পিএসি-র সদস্য হিসেবে তাঁর মনোনয়ন জমা দেওয়ার পর এই জল্পনা আরও জোরাল হয়।
বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি হল, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বিভিন্ন সরকারি খরচের স্ক্রুটিনি করে এই কমিটি।পিএসসি-র মোট সদস্য ২০।বিধানসভা সূত্রে খবর, এর মধ্যে ১৩ জন তৃণমূল বিধায়কের নাম জমা পড়েছে। বিজেপির তরফে জমা দেওয়া হয়েছে ৬ জনের নাম।
মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়ও।যেহেতু, ২০ জনের কমিটির জন্য, ২০ জনেরই নাম জমা পড়েছে। তাই ভোটাভুটির প্রশ্নই নেই। সূত্রের খবর, মুকুল রায়ের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি এবং কালিম্পঙের বিধায়ক রুদেন সাদা লেপচার নাম রয়েছে।
আর এখানেই বিতর্কের সূত্রপাত।
সংসদীয় ও পরিষদীয় রাজনীতির রেওয়াজ হল, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি সবসময় বিরোধী দলকে দেওয়া হয়। মুকুল রায় খাতায় কলমে এখনও বিজেপি বিধায়ক, কিন্তু বর্তমানে তৃণমূলে। আর তাই তাঁকে এহেন গুরুত্বপূর্ণ পদে মেনে নিতে রাজি নয় বিজেপি। এক্ষেত্রে তাদের পছন্দ বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি! একথা তারা বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে।তবে সরকারি সূত্রে গতকালই জানা গিয়েছিল, পিএসি-র চেয়ারম্যান পদে তাদের পছন্দ মুকুল রায়।
এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, পিএসিতে মুকুল রায়ের নাম জমা পড়ায় দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ আরও জোরাল, তবে এই নিয়ে আমরা বেশিদিন অপেক্ষা করব না, আদালতের দরজা খোলা আছে, বিধায়কপদ খারিজ সময়ের অপেক্ষা মাত্র।
সহকারি মুখ্য সচেতক তথা তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন, পিএসি চেয়ারম্যান কে হবেন, তা বিধানসভার অধ্যক্ষ ঠিক করবেন। শুভেন্দু বিধানসভার রীতি জানেন না, আগে জানুন, সবে তো বিরোধী দলনেতা হয়েছেন।
সংসদে ১৯৬৭ সাল থেকে চলে আসা প্রথা অনুযায়ী, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ বিরোধীদের দেওয়া হয়।কিন্তু, নিয়ম হচ্ছে এক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।২০০৯ সালে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন বিজেপি সাংসদ যশবন্ত সিং।কিন্তু, তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।তারপরও লোকসভার অধ্যক্ষ তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরাননি।পরে তিনি নিজেই পদ থেকে ইস্তফা দেন।
বিগত বিধানসভায় খাতায় কলমে কংগ্রেস বিধায়ক, শঙ্কর সিংকে পিএসি-র চেয়ারম্যান করা হয়েছিল।কিন্তু, ততদিনে তৃণমূলে যোগ দেওয়ায়, শঙ্কর সিংকে সেই পদে বসানোয় আপত্তি জানিয়েছিল কংগ্রেস।কিন্তু, তাঁকে পদ থেকে সরানো হয়নি।এই পরিস্থিতিতে স্পিকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, পিএসির চেয়ারম্যান পদে কে বসবেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিধানসভায় পিএসি-র চেয়ারম্যান পদে যে কেউ মনোনয়ন দিতে পারেন। মুকুল রায় বিজেপির পার্টি মেম্বার। মুকুলকে বিনয় তামাঙ্গদের দলও সমর্থন জানিয়েছে। আমরাও মুকুল রায়কে সমর্থন জানাব। ভোটাভুটি হলে দেখব কে জেতে।’
বিধানসভার পিএসি চেয়ারম্যান পদে মুকুলকেই সমর্থন, জানিয়ে দিলেন মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2021 04:45 PM (IST)
বিগত বিধানসভায় খাতায় কলমে কংগ্রেস বিধায়ক, শঙ্কর সিংকে পিএসি-র চেয়ারম্যান করা হয়েছিল।কিন্তু, ততদিনে তৃণমূলে যোগ দেওয়ায়, শঙ্কর সিংকে সেই পদে বসানোয় আপত্তি জানিয়েছিল কংগ্রেস।কিন্তু, তাঁকে পদ থেকে সরানো হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
24 Jun 2021 04:45 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -