বাসন্তীতে মহিলাকে 'গণধর্ষণ', বাধা দিয়ে প্রহৃত স্বামী, টাকা লুঠ করে চম্পট দু্ষ্কৃতীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2017 12:42 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৮ নম্বর তিতকুমার গ্রামে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে ঘুগনি বিক্রি করে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। অভিযোগ, সেইসময় তাদের ভ্যানটিকে আটকায় চার দুষ্কৃতী। দম্পতির কাছ থেকে ১,২০০ টাকা লুঠ করা হয়। এরপর ওই মহিলাকে দুষ্কৃতীরা গণধর্ষণ করে বলে অভিযোগ। বাধা দিলে তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। আহত অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বাসন্তী থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।