পূর্ব মেদিনীপুর: মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। বিষ খাইয়ে খুনের কথা স্বীকার, দাবি পুলিশের। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর।
স্থানীয় সূত্রে খবর, ১৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ১২ বছরের দিপালী কামিলা। থানায় ডায়েরি করেন বাবা।
এর মধ্যেই শনিবার হেঁড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, খালের পাশে একটি জায়গায় দেহের কিছুটা অংশ পোঁতা ছিল।
এরপর মাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, খুনের কথা কবুল করে অভিযুক্ত। স্থানীয়দের একাংশের অনুমান, মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলাতেই খুন হতে হয়েছে মেয়েকে।
স্থানীয় বাসিন্দার দাবি, ঘটনার পেছনে অনেক কারণ। একার পক্ষে পোঁতা সম্ভব নয়। অন্য কারও হাত রয়েছে। গ্রামবাসীদের দাবি, ধৃত মা স্বীকার করেছেন, বিষাক্ত ফলের রস খাইয়ে তিনি মেয়েকে খুন করেছেন। যদিও পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে!
মেয়েকে 'বিষ খাইয়ে খুন', গ্রেফতার মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2018 07:02 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -