গোপাল চট্টোপাধ্যায়, নলহাটি (বীরভূম): বিয়ের দু'দিনের মাথায় ফেসবুক বন্ধুর সঙ্গে পালিয়ে গেল বীরভূমের নববধূ। উদ্ধার মহারাষ্ট্রের সুরাত থেকে। গ্রেফতার প্রেমিক। 


২০ জুন বিয়ে হয়। ঠিক ২ দিন পর, ২২ তারিখ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান নববধূ। দিন কয়েকের মধ্যে টাকা চেয়ে মেয়ের বাবাকে ফোন করেন এক যুবক। বলেন, আপনার মেয়েকে বিয়ে করেছি। ৬ লক্ষ টাকা দিতে হবে। 


বীরভূমের নলহাটির বাসিন্দা এক ব্যক্তির এই দাবি ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সুরাত থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। 


মেয়ের বাবার দাবি, দেখাশুনো করে চলতি মাসের ২০ তারিখ মেয়ের বিয়ে দেন। শ্বশুরবাড়ির সদস্যরা জানান, বিয়ের ২ দিন পর নিখোঁজ হয়ে যান বধূ। এরপর নলহাটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 


পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বাড়ি নেপালে। কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় তরুণীর সঙ্গে। বিয়ের দুদিন পরই তরুণীকে নলহাটি থেকে মুম্বই নিয়ে যান তিনি। পরে সেখান থেকে সুরাতে চলে যান তাঁরা। পরিবারের দাবি, তরুণীকে বিয়ে করলেও ফোন করে ৬ লক্ষ টাকা দাবি করেন যুবক। 


মেয়ের বাবা বলেন, দেখাশুনা করে বিয়ে দিয়েছিলাম মেয়ের। এখন নিখোঁজ শুনে থানায় অভিযোগ করি। ছেলেটি ৬ লক্ষ টাকা চায়। এখন মেয়ের সিদ্ধান্ত, যা চাইবে তাই হবে। 


যুবকের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায়, তিনি সুরাতে রয়েছেন।  সেই মতো নলহাটি থানার পুলিশের একটি দল সুরাতে গিয়ে যুবককে গ্রেফতার করে। 


পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক একজন প্রতারক।  এভাবেই ফেসবুক ব্যবহার করে প্রতারণা করেন।


বুধবার বাড়ি ফিরেছেন তরুণী। যুবক তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন কিনা, বা এই ঘটনায় তরুণীর কোনও হাত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে। এদিন তরুণীকে তোলা হয় আদালতে।