মালবাজার: তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই যে এ বার সিপিএমের প্রধান অস্ত্র, বাংলায় প্রচার শুরু করেই তা বুঝিয়ে দিলেন সীতারাম ইয়েচুরি। সারদা থেকে নারদ, বার বার দুর্নীতি ইস্যুতেই আক্রমণ করলেন তৃণমূলকে। মোদী-মমতা আঁতাঁতের অভিযোগেও সরব হন সিপিএমের সাধারণ সম্পাদক।
বুধবার জলপাইগুড়ির মালবাজারের সভা থেকে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই তৃণমূলকে বিঁধলেন তিনি। রাজ্যে পাঁচ বছরে যা কোরাপশন হয়েছে, তা আগে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তিনি।
পর্যবেক্ষকদের একাংশের মতে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রথম দিনই ইয়েচুরি বুঝিয়ে দিলেন, এ বারের ভোটে তৃণমূলের বিরুদ্ধে তাদের প্রধান অস্ত্র দুর্নীতির অভিযোগ। বার বার এই দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করে মোদী-মমতা আঁতাঁতের অভিযোগেও ফের সরব হলেন। ইয়েচুরি বলেন, মোদী-দিদির ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে। সারদা-নারদ থেকে সেতু...মমতা জানে মোদী কিছু করবে না, প্রতিদানে মমতা সংসদে মোদীকে সাপোর্ট করছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গে সভা করবেন মোদী। তার আগেরদিন সেই উত্তরবঙ্গে দাঁড়িয়েই তাঁকে নিশানা করে ইয়েচুরি বলেন, মোদী অসমে গিয়ে বলল চা বিক্রি করত। ডুয়ার্সে এসে বলবে, ডুয়ার্সের চা বিক্রি করত। আসলে দেশ বিক্রি করে দিয়েছে!
এদিকে কলকাতার পুলিশ কমিশনার তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করছেন, এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম। কমিশন তাদের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান ইয়েচুরি।
দুর্নীতি অস্ত্রে তৃণমূলকে আক্রমণ, মোদী-মমতা ‘ফিক্সিং’ নিয়ে সরব ইয়েচুরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2016 02:47 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -