জলপাইগুড়ি: স্কুটি ফেরত দিতে দেরি হওয়ায় বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। ঘটনায় মৃতের চার বন্ধু গ্রেফতার হলেও, এখনও অধরা মূল অভিযুক্ত। ঘটনাস্থল, জলপাইগুড়ির বানারহাট।
মৃত আটাশ বছরের দেহরাজ টোপ্পোর পরিবারের দাবি, বুধবার সন্ধেয়, ১০ মিনিটের জন্য এক বন্ধুর স্কুটি নিয়ে ঘুরতে বেরোন ওই যুবক।
তবে দশ মিনিট বললেও গাড়িটি ফেরৎ দেন রাত দশ নাগাদ। অভিযোগ, গাড়ি ফেরৎ দিতে দেরি হওয়ায় বন্ধুদের রোষে পড়েন দেহরাজ। অভিযোগ, ৫ বন্ধু মিলে তাঁকে বেধড়ক মারধর করে। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তাঁর। মৃতের দাদা রঘু টোপ্পো বলেন, সামান্য বকাবকি করতে পারত। কিন্তু পিটিয়ে মেরে ফেলল। মৃতের বাবা ললিত টপ্পোর অভিযোগ, বেধড়ক মারধর করে ছেলেটাকে মেরে ফেলল। স্থানীয় পঞ্চায়েতও কোনও সাহায্য করল না।
বানারহাট থানায় ৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত ও স্কুটির মালিকের খোঁজে চলছে তল্লাশি।
স্কুটি ফেরত দিতে দেরি, যুবককে পিটিয়ে ‘খুন’ করল বন্ধুরা, গ্রেফতার ৪, অধরা মূল অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2017 08:38 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -