কলকাতা: বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল ছেলে। কয়েক ঘণ্টা পর মা-বাবার কাছে খবর এল, ছেলে মারা গিয়েছে। বাগুইআটিতে বন্ধুর আবাসনে সপ্তম শ্রেণির ছাত্র কৌশিক কানুনগোর রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরব মৃতের পরিবার! মৃতের পরিবারের দাবি, বুধবার বিকেলে বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরোয় কৌশিক। সন্ধের মুখে তাঁরা খবর পান, বন্ধুর আবাসনের ৫ তলার সিঁড়িতে ঠেক দিয়ে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে কৌশিককে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্তানহারা পরিবারের অভিযোগ, কৌশিকের গলায় আটকানো ছিল একটি মোটা বেল্ট! সেটা দেখেই ছেলেকে খুন করা হয়েছে বলে সন্দেহ দৃঢ় হয়! মৃত ছাত্রের বাবা শেখর কানুনগো বলেন, পরিকল্পনা করে খুন করা হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে বাগুইআটি থানার পুলিশের বক্তব্য, বাবার কাছে বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কৌশিক। প্রাথমিকভাবে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলেই মনে হচ্ছে। তবুও সব অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনা নিয়ে দানা বেধেছে রহস্য। কীভাবে মৃত্যু হল কৌশিকের? বুধবার কৌশিকের বন্ধুর ফ্ল্যাটে কি কিছু ঘটেছিল? এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে যখন এসব প্রশ্ন উঠছে, তখন প্রতিবেশীদের কাছে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য! মৃত ছাত্রের প্রতিবেশী দেবী সাউ দাবি করেন, কৌশিক ও তার বন্ধুরা বারে যাবে, নেশা করবে -- এই সব বলেছিল। এই বিষয়ে মৃতের বন্ধু এবং তার সপরিবারের সদস্যদের কারও প্রতিক্রিয়া মেলেনি।