কলকাতা: বাগযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতিতে দলের ভাঙনের থেকে বেশি সাড়া ফেলেছে সংসারের ভাঙন। সোমবার দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁর আবেগ মাখা বাগযুদ্ধ। মঙ্গলবার সেই টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করল সুজাতার মুখে ফিল্মি সংলাপ। এক চুটকি সিন্দুর কি কিমত তুম কেয়া জানো বিজেপি! বলতে শোনা গিয়েছে সুজাতাকে।
সোমবার তৃণমূলে যোগ দিয়ে মঙ্গলবার রাজ্য পুলিশের নিরাপত্তাও পেয়েছেন সুজাতা। সোমবার পরস্পরের ব্যাপারে মুখ খুলতে গিয়ে বারবার চোখের জল মুছেছিলেন সৌমিত্র এবং সুজাত। তবে মঙ্গলবার দু’জনেরই গলাতেই শোনা গেছে অনেকটা কড়া সুর। সুজাতা সোমবার তৃণমূলে যোগ দেওয়ার পরই সৌমিত্র জানান, তিনি স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাবেন। সেই নোটিসে সুজাতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সৌমিত্র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের তরফে পাঠানো নোটিসে অভিযোগ করা হয়েছে, সুজাতা রাগী এবং ঝগড়ুটে। তিনি বারবার সৌমিত্রকে পরিবারের থেকে আলাদা থাকার জন্য চাপ দিতেন। এনিয়ে সৌমিত্র ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সুজাতার বাগবিতণ্ডা লেগেই থাকত বলেও অভিযোগ করা হয়েছে নোটিসে। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছেন সুজাতাও। তিনি সৌমিত্রের চেয়ে বরং বেশি ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধেই। বিজেপিই সৌমিত্রকে দিয়ে তাঁর সংসার ভাঙাচ্ছে বলে অভিযোগ তুলে বলেছেন, ওরাই একমাত্র পার্টি যারা এটা করতে পারে। প্রশ্ন তোলেন, সৌমিত্র যে তাঁকে ডিভোর্সের নোটিস পাঠাবেন বলেছেন, তা নিয়ে বিজেপির একজন নেতাও কেন মুখ খুললেন না! বললেন না, স্বামী-স্ত্রীর সম্পর্ক বাঁচানো দরকার। বিজেপি সংসার ভাঙানোর জন্য আইনজীবী পুষে রাখে, ওরা এতে সিদ্ধহস্ত বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভগবান তৈরি করে পাঠায়।
সৌমিত্রর চরিত্র নিয়ে সুজাতা সন্দেহ করতেন বলেও ডিভোর্স নোটিসে অভিযোগ করা হয়েছে। সুজাতা অবশ্য বলেছেন, কাল কবিতা বলছিল, আজ অলক্ষ্মী হয়ে গেলাম! তিনি কি ডিভোর্স দেবেন, প্রশ্ন করা হলে সুজাতা বলেন, আমি পতিব্রতা স্ত্রী, ডিভোর্সের কথা ভাবিই না। সৌমিত্রর দেওয়া সিঁদুর, লোহাপ বেড়ি পরে আছি।
সৌমিত্র অবশ্য এসব নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। বলেছেন, আমার আইনজীবী যা করার করেছে। আর কিছু বলব না। লড়াই লড়ব। এবার জনগণের জন্য লড়াই চালাব।
এদিকে সূত্রের দাবি, সোমবার তৃণমূলে যোগদানের পরই রাত সাড়ে আটটা নাগাদ ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সুজাতা।
এদিকে, সৌমিত্র সুজাতাকে ডিভোর্স নোটিস পাঠালেও সোশাল মিডিয়ায় তাঁদের সুখের দিনের ছবি এখনও ভাইরাল। তাঁদের একটি গানের ভিডিও ছড়িয়েছে। স্বামী-স্ত্রীর এই টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা মদন মিত্র। বলেছেন, বিজেপি ডিভোর্স করাচ্ছে! আবার সৌমিত্র বলেছেন, দিনে এক রাতে এক।
সব মিলিয়ে একদিন পরও শিরোনামে সৌমিত্র-সুজাতার সংসারের টানাপোড়েন।