নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করে ৫ একর জমির অফার প্রত্যাখ্যানের পক্ষে সওয়াল করলেন আসাদুদ্দিন ওয়েইসি। এআইএমআইএম প্রতিষ্ঠাতা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংবিধান বেঞ্চের রায়ের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, মুসলিমদের পৃষ্ঠপোষকতা করার প্রয়োজন নেই।
শনিবার ১৩৪ বছর ধরে চলতে থাকা রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি মালিকানা বিতর্ক মামলার মীমাংসা করে বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির তৈরির পক্ষে মত দিয়েছে। রাম জন্মভূমি ন্যাসের হাতে জমি তুলে দেওয়ার কথা বলে কেন্দ্রকে ৩ মাসের মধ্যে প্রকল্প রচনা করে, ট্রাস্ট গড়ে মন্দির তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। ঐকমত্যের ভিত্তিতে দেওয়া রায়ে তাঁরা মসজিদ তৈরির জন্যও কোথাও বিকল্প ৫ একর জমি দিতে বলেছেন সুন্নি ওয়াকফ বোর্ডকে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের তীব্র সমালোচনা করে হায়দরাবাদের এমপি ওয়েইসি মুসলিমরা ওই জমি দান হিসাবে চায় না বলে জানান। বলেন, সুপ্রিম কোর্ট অবশ্যই চূড়ান্ত, কিন্তু অভ্রান্ত নয়। আমাদের সংবিধানের ওপর পুরোপুরি ভরসা আছে। আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি। ৫ একর জমি দান বাবদ চাই না। আমাদের এই জমির প্রস্তাব খারিজ করা উচিত। আমাদের তুষ্ট করবেন না। সুপ্রিম কোর্ট আজকের রায়ে কোনও ‘গুরুত্বপূর্ণ জায়গা’য় মসজিদ তৈরির কথা বলেছে।
ওয়েইসি আজ কংগ্রেসকেও নিশানা করে ‘শঠতা’ ও ‘দ্বিচারিতা’র জন্য শতাব্দীপ্রাচীন দলটির নিন্দা করেন। বাবরি মসজিদ রক্ষায় ব্যর্থতার অভিযোগেও কংগ্রেসকে তোপ দাগেন তিনি। বলেন, কংগ্রেসের আসল চেহারা দেখা গেল। কংগ্রেস দ্বিচারিতা, প্রতারণা না করলে ১৯৪৯ সালে মসজিদে মূর্তি বসত না। রাজীব গাঁধী ওখানকার তালা না খুলিয়ে দিলে মসজিদ ওখানে আজও থাকত। নরসিমা রাও-ও যদি নিজের দায়িত্ব পালন করতেন, মসজিদ আজও থাকত।