নয়াদিল্লি: সিবিআইয়ের মঞ্চেই সিবিআইয়ের সমালোচনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। ১৯তম ডিপি কোহলি মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে এদিন বক্তব্য রেখেছেন প্রধান বিচারপতি এনভি রামানা।


কী বলেছেন ভারতের প্রধান বিচারপতি:
সেখানেই তিনি বলেন, 'শুরুতে সিবিআইয়ের উপর মানুষের গভীর আস্থা ছিল। কিন্তু গত কয়েক বছরে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক নেতৃত্বের বদল হবে, আপনাদের সংস্থা কিন্তু স্থায়ী। বহু ক্ষেত্রেই সিবিআই তদন্তের আবেদন আসে। কিন্তু তারপর সিবিআইয়ের অবস্থান সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।'  সিবিআই, ইডি-র মতো সংস্থাকে এক ছাতার নীচে আনারও পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্না।


 






আর কী বলেছেন তিনি:
পুলিশ রিফর্ম নিয়েও বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি। স্বাধীনতার পর থেকে ভারতের সমাজ নানা নাটকীয় পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। ভারতের বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল রাখতে পুলিশি ব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োনীয়তার কথা বলেন তিনি। পুলিশেরা যে ধরনের কাজ করেন, তাতে প্রবল চাপের মধ্যে কাজ করতে হয়। ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা দরকার বলেও জানান ভারতের প্রধান বিচারপতি।


আরও পড়ুন: সামনায় নিশানায় কংগ্রেস, সুখ্যাতি মমতার