বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: 'নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড', নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় বিশেষ সংশোধনের উদ্দেশ্য', কমিশনের অবস্থানে কার্যত সায় দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।
'নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড'
আজকে এই কথা প্রথমে কপিল সিব্বল তোলেন। এবং বলেন, যেভাবে SIR হচ্ছে বিহারে, বিভিন্ন ডকুমেন্টসগুলিকে গ্রাহ্য করা হচ্ছে না, যার মধ্যে আধার কার্ড নেওয়া হচ্ছে না, রেশন কার্ড নেওয়া হচ্ছে না। তখনই তিনি বলেন, অনেক ভোটার রয়েছেন, তাঁরা কিন্তু নাম তুলতে পারছেন না। তখন বিচারপতি বলেন, এখন আধারের যে অ্যাক্ট রয়েছে, সেটা অনুযায়ীও কিন্তু, আধার কার্ড, নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু মাত্র আধারের উপর ভিত্তি করে ভোটার আইডি কার্ড হয়ে যাবে, এটাও বলা ঠিক নয়। ১১ টি ডকুমেন্ট বলেছে নির্বাচন কমিশন, কোনও ডকুমেন্টই নেই কি কারও কাছে ? শুধু আধার দিয়েই তাঁরা চাইছেন, ভোটার তালিকায় নাম তুলতে ? তিনি বলেন কি আধার অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছিল, যখন আধার কার্ড তৈরি করা হবে, তার আগে যে প্ল্যানিংগুলি ছিল, সেইটাতে বলা হয়েছিল, আধার কার্ড নাগরিকত্বের কোনও প্রমাণ নয়। বারবার এই প্রসঙ্গটা উঠে আসছে। এর আগের শুনানিগুলিতেও হয়েছিল, যখন সুপ্রিম কোর্ট কনসিডার করতে বলেছিল, বাকি ডকুমেন্টগুলির মধ্যে, আধারকেও কনসিডার করা হোক। তার আধারকে কনসিডার করছেন, কিন্তু তার সঙ্গে আরও কিছু ডকুমেন্টস দিতে হবে। শুধুমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করে তাঁরা ভোটার তালিকায় নাম তুলবেন না, এরকম একটা অবস্থান নিয়ে চলে এল নির্বাচন কমিশন। তার কারণ ছিল, অনেক জায়গায় ভুয়ো আধার কার্ড তৈরি হয়ে রয়েছে, এটা তারা নির্বাচন কমিশনের কাছে বলেছিলেন।
'যদি বেশি সংখ্যক মানুষ, যারা ভোটার, বাদ যাচ্ছে বেআইনিভাবে, সেক্ষেত্রে তাঁরা SIR এর প্রক্রিয়াটা বিহারে বন্ধ করে দেবেন'
প্রসঙ্গত, SIR যেটা হচ্ছে বিহারে, সুপ্রিম কোর্ট আজকে আবার বলেছে, যদি তারা মনে করেন যে, বেশি সংখ্যক মানুষ, যারা ভোটার, বাদ যাচ্ছে বেআইনিভাবে, সেক্ষেত্রে তাঁরা SIR এর প্রক্রিয়াটা বিহারে বন্ধ করে দেবেন। কিন্তু এখন অবধি এমন কোনও প্রমাণ তাঁদের কাছে আসেনি। নির্বাচন কমিশনের কাছে এই দাবিও তোলা হয়েছে, যে ৬৫ লাখ ভোটার বাদ গিয়েছে, কপিল সিব্বল, তাঁরা বলেন যে, সেই নামগুলি তাঁদের কাছে দেওয়া হোক।..তবে SIR এখনও চলবে বিহারে।