ট্রেন্ডিং

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, থরথর করে গোটা শহরজুড়ে ভয়াবহ কম্পন

লস্করের পর এবার এনকাউন্টারে ৩ জইশ জঙ্গির মৃত্যু

তুরস্কের সঙ্গে মউ বাতিল দিল্লির আরও এক বিশ্ববিদ্যালয়ের | Turkey

ভারতে অ্যাপেল কারখানা বন্ধের নির্দেশ আমেরিকার প্রেসিডেন্টের | Donald Trump

লস্করের পর এবার এনকাউন্টারে ৩ জইশ জঙ্গির মৃত্যু
পরস্পরকে বিয়ে করতে রাজি ধর্ষক ও নির্যাতিতা, সুপ্রিম কোর্টেই প্রোপোজাল; স্থগিতাদেশ সাজায়
সুশান্তের মৃত্যু: ইনস্টাগ্রামে কমেন্ট অফ করলেন রিয়া চক্রবর্তী
সুশান্তের আত্মহত্যার ঘটনায় রিয়ার বিরুদ্ধে বিহারে মামলা দায়ের হয়েছে। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
Continues below advertisement

মুম্বই: রিয়া চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিং বদলে কমেন্ট করা বন্ধ করে দিয়েছেন। এখন যে কেউ তাঁর পোস্টে কমেন্ট করতে পারবেন না, নানা রকম প্রশ্ন করে তাঁকে বিব্রতও করতে পারবেন না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি তাঁকে।
সুশান্তের মৃত্যুতে পুলিশ এখনও পর্যন্ত ২৭ জনকে জেরা করেছে। রিয়াকে জেরা করা হয়েছে প্রায় ১১ ঘণ্টা। রিয়া পুলিশকে জানিয়েছেন, এ মাসের ৬ তারিখ সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান তিনি, সুশান্তই তাঁকে যেতে বলেছিলেন। তাঁর অবসাদের চিকিৎসা চলছিল কিন্তু কিছুদিন আগে থেকে তিনি ওষুধ নেওয়া বন্ধ করে দেন।
রিয়া আরও জানিয়েছেন, শুরু থেকেই তাঁদের সম্পর্কে তেমন গভীরতা ছিল না। সুশান্ত সারাক্ষণ ব্যস্ত থাকতেন নিজের সমস্যা নিয়ে। সে সব সমস্যার কথা তাঁর কাছে বলতেনও না। কোনও সমস্যায় পড়লেই নিজেকে একা রাখার জন্য পাভানায় নিজের খামার বাড়িতে চলে যেতেন। তাঁদের সম্পর্কের প্রভাব পড়েছিল পেশাগত জীবনেও।
সুশান্তের আত্মহত্যার ঘটনায় রিয়ার বিরুদ্ধে বিহারে মামলা দায়ের হয়েছে। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে