মুম্বই: রিয়া চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিং বদলে কমেন্ট করা বন্ধ করে দিয়েছেন। এখন যে কেউ তাঁর পোস্টে কমেন্ট করতে পারবেন না, নানা রকম প্রশ্ন করে তাঁকে বিব্রতও করতে পারবেন না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি তাঁকে।


সুশান্তের মৃত্যুতে পুলিশ এখনও পর্যন্ত ২৭ জনকে জেরা করেছে। রিয়াকে জেরা করা হয়েছে প্রায় ১১ ঘণ্টা। রিয়া পুলিশকে জানিয়েছেন, এ মাসের ৬ তারিখ সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান তিনি, সুশান্তই তাঁকে যেতে বলেছিলেন। তাঁর অবসাদের চিকিৎসা চলছিল কিন্তু কিছুদিন আগে থেকে তিনি ওষুধ নেওয়া বন্ধ করে দেন।

রিয়া আরও জানিয়েছেন, শুরু থেকেই তাঁদের সম্পর্কে তেমন গভীরতা ছিল না। সুশান্ত সারাক্ষণ ব্যস্ত থাকতেন নিজের সমস্যা নিয়ে।  সে সব সমস্যার কথা তাঁর কাছে বলতেনও না। কোনও সমস্যায় পড়লেই নিজেকে একা রাখার জন্য পাভানায় নিজের খামার বাড়িতে চলে যেতেন। তাঁদের সম্পর্কের প্রভাব পড়েছিল পেশাগত জীবনেও।

সুশান্তের আত্মহত্যার ঘটনায় রিয়ার বিরুদ্ধে বিহারে মামলা দায়ের হয়েছে। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।