মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের অনুরাগীরা হ্যাশট্যাগ ট্রেন্ড করাচ্ছেন #দিলবেচারাঅনবিগস্ক্রিন। ছবি নির্মাতাদের অনুরোধ করছেন, তাঁর শেষ ছবি দিল বেচারা ডিজিটাল নয়, সিনেমা হলে মুক্তি দিতে। শেষবারের মত তাঁরা তাঁদের প্রিয় নায়ককে বড় পর্দায় দেখতে চান।

২৪ জুলাই থেকে ডিজনি+হটস্টারে দিল বেচারা-র স্ট্রিমিং শুরু হবে। ছবিতে সুশান্তের নায়িকা সঞ্জনা সাঙ্ঘী, সেফ আলি খানও রয়েছেন। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার পরিচালক হিসেবে এটাই প্রথম ছবি। কিন্তু সুশান্তের শেষ ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে না জেনে তাঁর অনুরাগীরা হতাশ। যদিও সঞ্জনা বলেছেন, যে মাধ্যমেই মুক্তি পাক, চলুন, আমরা এক প্রবাদপ্রতিম জীবন, একটি ছবি উদযাপন করি।

ইনস্টাগ্রামে সঞ্জনা লিখেছেন, এখন যে অত্যন্ত জটিল সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, চলুন তাকে স্বীকৃতি দিই। এটা বিপ্লবের সময় নয়, করোনার মধ্যে যা সম্ভব নয়, তার দাবি না করাই ভাল। আমাদের ভালবাসার এই সৃষ্টি তাঁর শেষ, আর আমার বিশ্বাস, তাঁর সেরা ছবি। এ সময় পর্দার আকার নিয়ে মাথা না ঘামানো উচিত। বরং আমাদের হৃদয় আরও বড় করি চলুন, যাতে আরও ভালবাসা, আনন্দ ও গর্ব ভরে দেওয়া যায়। চলুন, উদযাপন করি, উপভোগ করি। সেটা যেভাবেই হোক। তাই #দিলবেচারাঅনবিগস্ক্রিন নয়, ট্রেন্ড করা যাক, #দিলবেচারাঅনএনিস্ক্রিন।

দেখুন তাঁর পোস্ট