তাঁর নতুন যে ভিডিওটি ইন্টারনেটে ঘুরছে তাতে তাঁকে সলমন খানের ও ও জানে জানা গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। তাঁর নাচ দেখে মুগ্ধ অক্ষয় কুমার, ঋষি কপূর ও রণবীর সিংহ। লাখের বেশি মানুষ দেখেছেন এই ভিডিওটি।
সলমন খানের বিরুদ্ধে বলউডে স্বজনপোষণের অভিযোগ নতুন কিছু নয়। বিবেক ওবেরয়, ঐশ্বর্যা রাই সহ অনেকের কেরিয়ার তিনি শেষ করে দিয়েছেন বলে অভিযোগ। সলমন অবশ্য সুশান্তের মৃত্যুর পর টুইট করে তাঁর অনুরাগীদের সুশান্তের অনুরাগীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।