মুম্বই: অকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মামলার তদন্ত তারা প্রায় শেষ করে ফেলেছে বলে যে খবর রটেছে তা ভুয়ো। জানিয়ে দিল সিবিআই। শোনা যাচ্ছিল, সুশান্ত মৃত্যুর তদন্তের শেষের পথে সিবিআই, তারা শিগগিরই আদালতে রিপোর্ট জমা দেবে। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়ে দিয়েছে, এই খবরের কোনও সত্যতা নেই।


তবে সিবিআই সুশান্ত মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা হিসেবেই ব্যাখ্যা করবে, এমনটাই শোনা গিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিনেতার মৃত্যুতে এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিকত্ব পায়নি। যদিও সুশান্ত মামলা এখনও চালিয়ে যাচ্ছে তারা এবং আরও বেশ কিছুদিন তা চলবে। সিবিআই জানিয়েছে, তদন্তের কাজ শেষ হয়ে এসেছে বলে যে খবর রটেছে, তার সবটাই অনুমানভিত্তিক এবং তাতে অনেক ভুল রয়েছে। গত বুধবারই চার মাস পূর্ণ হয়েছে সুশান্তের মৃত্যুর। সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে স্মরণ করেছেন অসংখ্য অনুরাগী। অনেকেই সুবিচারের দাবিতে সরব হয়েছেন। সিবিআই, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট দেশের একাধিক সংস্থা এই মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে, অথচ এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন, এই প্রশ্নও উঠেছে।

সুশান্তের ঝুলন্ত দেহ গত ১৪ জুন তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার পরই মুম্বই পুলিশ অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে। তার জেরে মুম্বই পুলিশের বিস্তর সমালোচনা হয়। এরপর বিহার পুলিশে খুনের অভিযোগ করেন সুশান্তের বাবা কে কে সিংহ। মূল অভিযুক্ত হিসেবে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম উল্লেখ করেন তিনি। মুম্বই গিয়ে তদন্ত করে বিহার পুলিশের বিশেষ দল।

একটা সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার দায়িত্ব নেয় সিবিআই। ক্রমে এনসিবি এবং ইডি  মামলার মাদক যোগ এবং আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখতে শুরু করে। মাদক যোগের অভিযোগে রিয়া এবং তাঁর ভাই সৌভিক-সহ ১৮ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রিয়া জামিন পেলেও তাঁর ভাই এখনও বিচার বিভাগীয় হেফাজতে। এরই মধ্যে সুশান্ত সিংহ রাজপুতের ভিসেরা নমুনা পরীক্ষা করে এইমস-এর ফরেনসিক টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। পাশাপাশি, ফরেনসিক টিমের প্রধান ড. সুধীর গুপ্তর ফোন রেকর্ড লিক হয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফোনে তিনি সুশান্তের মৃত্যুকে খুন হিসেবে ব্যাখ্যা করেছিলেন বলে দাবি করা হয়।অর্থাৎ সুশান্তের মৃত্যুর রহস্য এখনও পরিষ্কার হয়নি। আর সে জন্যই সম্ভবত সিবিআই জানিয়েছে, তদন্ত শেষ হয়নি এখনও।