মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে কাদা ছোঁড়াছুঁড়ি এখন তুঙ্গে। সুশান্তের বাবা তাঁর শেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেছেন, রিয়ার বিরুদ্ধে বিষোদগার করেছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেও। তাঁর ফিটনেস ট্রেনার সামি আহমেদ নাকি দাবি করেছিলেন, সুশান্তকে রিয়া ওষুধ খাওয়াতেন, কী ওষুধ তা কেউ জানত না। কিন্তু এবার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সামি ফের দাবি করেছেন, রিয়াকে নিয়ে ও সব কথা তিনি বলেনইনি।

শেষ ৫ বছর ধরে সুশান্তের স্বাস্থ্যের খেয়াল রাখছিলেন সামি আহমেদ। তিনি বলেছেন, রিয়া সুশান্তকে ওষুধের ওভারডোজ দিচ্ছিলেন, সুশান্ত ওষুধ নিয়ে কিছুই জানতেন না বলে যে সব কথা তিনি বলেছেন বলে আগুনের মত রটেছে, তা পুরোপুরি বাজে খবর। তিনি এ সব কিছু বলেননি, শুধু বলেছিলেন, সুশান্ত তাঁকে জানান, তাঁর চিকিৎসা চলছে, তিনি জানেন, তিনি কী করছেন। সেটা গত ডিসেম্বরের কথা। রিয়া সে সময় সুশান্তের সঙ্গে ছিলেন, তিনি সামিকে এ ব্যাপারে নাক গলাতে দেননি। সামির মতে, তা হতেই পারে, কারণ ২-৩ জন লোক ওষুধ নিয়ে মাথা ঘামাতে শুরু করলে গন্ডগোল হতে পারে। সুশান্ত তাঁকে বারবারই বলেছেন, হ্যাঁ, আমি ওষুধের ব্যাপারটা দেখছি, তোমাকে ভাবতে হবে না।

সুশান্তের তাঁকে কিছু বলার থাকলে তিনি অনায়াসে বলতে পারতেন। কিন্তু যদি কিছু না বলতে চান, তা হলে তাঁর পক্ষে নাক গলানো কী করে সম্ভব, প্রশ্ন সামির। সুশান্ত তাঁর সঙ্গে মূলত আলোচনা করতেন ওয়ার্কআউট নিয়ে, কী কী বৌদ্ধিক নানা বিষয় নিয়ে। ২ ঘণ্টা তাঁরা এক সঙ্গে কাটাতেন, সেই সময়টার জন্য অপেক্ষা করে থাকতেন সুশান্ত।

সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা দাবি করেছেন, মণিকর্ণিকা ছবির শ্যুটিংয়ের সময় সুশান্ত তাঁকে এসএমএস করে বলেন, রিয়া উত্যক্ত করছেন তাঁকে, এই সম্পর্ক তিনি শেষ করতে চাইতেন। সামি বলেছেন, এ নিয়ে তিনি কিছুই জানেন না, সুশান্তের সঙ্গে তাঁর সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হত। তাঁর বক্তব্য, সুশান্তের পরিবার যখন বলছে, অঙ্কিতাও বলছেন, তখন নিশ্চয়ই তাঁদের কাছে কিছু প্রমাণ আছে এ ব্যাপারে। কিন্তু তিনি এ ব্যাপারে কিছু জানেন না, এ নিয়ে কথা বলার অধিকার সুশান্ত তাঁকে দেননি।