- কিছু প্রার্থনা কোরো না বা এড়িয়ে যেও না। যা এসেছে তাকেই গ্রহণ কর।
- কারও নিন্দা কোরো না। যদি কাউকে সাহায্য করার ক্ষমতা থাকে, তবে কর। যদি না পার, হাতজোড় কর, আশীর্বাদ কর, সকলকে নিজেদের পথ খুঁজে নিতে দাও।
- পাল্টা কখনও কিছু চেও না। তোমার যা আছে দাও। তা তোমার কাছে ফিরে আসবে কিন্তু এখনই তার কথা ভেব না।
- যে আগুন আমাদের উষ্ণতা দেয়, তাই আমাদের গ্রাস করে। এটা আগুনের দোষ নয়।
- তোমাকে অন্তঃস্থল থেকে বড় হতে হবে। কেউ কিছু শেখাতে পারে না, কেু তোমাকে আধ্যাত্মিক করে তুলতে পারবে না। নিজের আত্মার থেকে বড় আর শিক্ষক নেই।
- আত্মার পক্ষে কোনও কিছু অসম্ভব নয়। যে তা মনে করে সে সর্বশ্রেষ্ঠ ধর্মবিরোধী। পৃথিবীতে পাপ বলে যদি কিছু থাকে, তবে আসল পাপ হল দুর্বলতা, নিজেকে বা অন্যকে দুর্বল ভাবা।
স্বামীজির জগৎ কাঁপিয়ে দেওয়া এই সব বাণী আজও মানুষের বিস্ময় হয়ে আছে।