মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠের সিনিয়র পুলিশকর্তার ‘পাকিস্তান চলে যাও’ মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক, আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর।
তিনি বলেন, ‘এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা অত্যন্ত নিন্দার্হ্য। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’, জানিয়েছেন তিনি।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে  সারা দেশ জুড়ে অশান্তির আবহ। এই পরিস্থিতিতেই মুসলিমপ্রধান এলাকা লিসারি গেটের বাসিন্দাদের উদ্দেশ্যে এক পুলিশকর্তা ‘পাকিস্তান চলে যাও’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। স্থানীয় পুলিশ সুপার অখিলেশ সিংহের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তাঁকে ওই ভিডিওয় বলতে শোনা গেছে, ‘কোথায় পালাবি? এই গলি ঠান্ডা করে দেব!’
যদিও মেরঠের এডিজি প্রশান্ত কুমার কিছুটা ওই পুলিশ আধিকারিকের হয়েই সাফাই গেয়ে দাবি করেছেন, ওই অঞ্চলে বিক্ষোভকারীরা পাথর ছুড়ছিল, ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। তার ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। সেই কারণেই অখিলেশ ওই কথা বলেন, মত প্রশান্তের।
ওই পুলিশ কর্তার মন্তব্য, ‘মেনে নেওয়া যায় না’ বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ।
নকভির মতে, পুলিশ বা জনতা, হিংসা যেই ছড়াক না কেন, তা কখনই গণতান্ত্রিক পরিকাঠামোর অঙ্গ হতে পারে না। সাধারণ নিরপরাধ মানুষ যেন কোনওরকম হিংসার শিকার না হয়, সে-বিষয়ে পুলিশ-প্রশাসনকে  খেয়াল রাখতে হবে।
এই  ঘটনার কড়া নিন্দা করেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীও। তিনি ট্যুইট করেন, 'সংবিধান কোনও নাগরিককেই এধরনের ভাষা ব্যবহারের অনুমতি দেয় না। আর আপনি যখন গুরুত্বপূর্ণ পদে আসীন একজন অফিসার, দায়িত্ব অনেক বেড়ে যায়।'
ওই পুলিশকর্তাকে সাসপেন্ড করলে হবে না, বরখাস্ত করতে হবে, বলেছেন শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ।